
06/03/2025
শ্রী কেদারেশ্বর বন্দ্যোপাধ্যায় প্রণীত,
দেবগণের অভিনব-ভারত দর্শন|
ভূমিকা ও সম্পাদনা: অর্ণব সাহা|
১৯১৩ সালে প্রকাশিত এই আখ্যানের বিষয়বস্তু হল স্বর্গের দেবতাদের মর্ত্যে পদার্পণ ও বিশেষত কলকাতা এবং বাংলার গ্রাম পর্যবেক্ষণ| ১৮৭৫ ও ১৮৭৭ সালে প্রকাশিত হরনাথ ভঞ্জের লেখা 'সুরলোকে বঙ্গের পরিচয়' (দুই খণ্ড) এবং ১৮৮৬ সালে দুর্গাচরণ রায় প্রণীত 'দেবগণের মর্ত্ত্যে আগমন' বইয়ের ধারাবাহিকতায় এই আখ্যানেও চিত্রিত হয়েছে কোনও এক কাল্পনিক হিন্দু অতীত ভারতবর্ষের সাপেক্ষে বর্তমান ভারতের চরম অধ:পতন! ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীন বাঙালি জাতির অধোগতির উত্তরণের ক্ষেত্রে ওই কাল্পনিক হিন্দু অতীতে ফিরে যাবার আকাঙ্ক্ষাই এর মৌল প্রতিপাদ্য| এটি শেষ উনিশ শতক থেকে আদি বিংশ শতক অব্দি একটি চালু ন্যারেটিভের ঘরানা|
মুদ্রিত মূল্য 450
সংগ্রহ করতে আসুন প্ল্যাটফর্ম বুকস্টেশন
কলেজ স্কোয়ার ইস্ট, স্টল নং ১৪
ক্যুরিয়ারে পেতে Whatsapp 7980038280