The BONG Finder

The BONG Finder Hi. i am Travel Content Creator From Kolkata... PH ☎️ - 8240805499
Business -📧- [email protected]

06/10/2025

বর্গভীমা মায়ের মন্দিরটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে (প্রাচীন তাম্রলিপ্ত) অবস্থিত এবং এটি ৫১ শক্তিপীঠের অন্যতম বলে পরিচিত, যেখানে দেবী সতীর বাম পায়ের গোড়ালি বা বাম গুল্ফ পতিত হয়েছিল বলে ভক্তদের বিশ্বাস।

ভুবনেশ্বরের অনন্ত বাসুদেব মন্দিরটি ১৩শ শতাব্দীতে পূর্ব গঙ্গ রাজবংশের তৃতীয় অনঙ্গভীমের কন্যা চন্দ্রিকা দেবী নির্মাণ করান;...
04/10/2025

ভুবনেশ্বরের অনন্ত বাসুদেব মন্দিরটি ১৩শ শতাব্দীতে পূর্ব গঙ্গ রাজবংশের তৃতীয় অনঙ্গভীমের কন্যা চন্দ্রিকা দেবী নির্মাণ করান; এটি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গীকৃত এবং এখানে বলরাম ও সুভদ্রার পূর্ণাঙ্গ মূর্তিও পূজিত হয়।
এই মন্দিরে ছাপ্পান্ন ধরনের পবিত্র ভোগ নিবেদন করা হয়, যা 'মহাপ্রসাদ' নামে পরিচিত এবং পুরীর জগন্নাথ মন্দিরের ভোগের মতোই এখানেও ভোগ রান্নার জন্য মাটির হাঁড়ি ব্যবহার করা হয়; এই প্রসাদ মন্দির সংলগ্ন ভোগ বাজারে ভক্তদের কাছে বিক্রি করা হয়।

সবাইকে জানাই শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা পুজোতে এই প্রথম দিন আমি দুর্গা প্রতিমার দর্শন করলাম সাথে ছিল আমার বোন ও কিছু পু...
01/10/2025

সবাইকে জানাই শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা পুজোতে এই প্রথম দিন আমি দুর্গা প্রতিমার দর্শন করলাম সাথে ছিল আমার বোন ও কিছু পুরোনো বন্ধু ।

কঙ্কালীতলা ৫১ সতীপীঠের অন্যতম, যেখানে দেবী সতীর কাঁকাল বা কোমরের অংশ পড়েছিল বলে কথিত। এই নাম থেকেই স্থানের নামকরণ। এটি ...
28/09/2025

কঙ্কালীতলা ৫১ সতীপীঠের অন্যতম, যেখানে দেবী সতীর কাঁকাল বা কোমরের অংশ পড়েছিল বলে কথিত। এই নাম থেকেই স্থানের নামকরণ। এটি বীরভূমের বোলপুরের কাছে কোপাই নদীর তীরে অবস্থিত। এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই, একটি কুণ্ডের জলকে পবিত্র মনে করে পূজা করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবী এখানে 'দেবগর্ভা' নামে পূজিত হন।

একদিনে ঘুরে দেখুন ইমামি জগন্নাথ মন্দির ক্ষীরচড়া গোপীনাথ মন্দির সুন্দর লেখ ও পঞ্চলিঙ্গেশ্বর।
26/09/2025

একদিনে ঘুরে দেখুন ইমামি জগন্নাথ মন্দির ক্ষীরচড়া গোপীনাথ মন্দির সুন্দর লেখ ও পঞ্চলিঙ্গেশ্বর।

বারাণসী, যা কাশী নামেও পরিচিত, বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম। কিংবদন্তি অনুসারে, ভগবান শিব এই শহর প্রতিষ্ঠা কর...
24/09/2025

বারাণসী, যা কাশী নামেও পরিচিত, বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম। কিংবদন্তি অনুসারে, ভগবান শিব এই শহর প্রতিষ্ঠা করেছিলেন। এটি হিন্দুধর্ম, জৈনধর্ম ও বৌদ্ধধর্মের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এই শহরের প্রধান ঐতিহাসিক স্থানগুলির মধ্যে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির, দশাশ্বমেধ ঘাট এবং সারনাথ।
তোরা তিনদিনে ঘুরে দেখলাম বারানসী

23/09/2025

কলকাতার বুকে দর্শন করে আসুন জীবন্ত কালি শ্যামসুন্দরী মা ।

মা শ্যাম সুন্দরী মায়ের মন্দির কলকাতার  টাকি হাউসের খুব কাছে মাত্র শিয়ালদা থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে মায়ের মন্দির কা...
22/09/2025

মা শ্যাম সুন্দরী মায়ের মন্দির কলকাতার টাকি হাউসের খুব কাছে মাত্র শিয়ালদা থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে মায়ের মন্দির কাল মহালয়ার পূর্ণ তিথিতে উদ্বোধন হলো আমি চলে গিয়েছিলাম কাল মায়ের মন্দিরে মাকে দর্শন করতে এবং আপনাদের কেউ দর্শন করাতে। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে কালী মায়ের জীবন্ত রূপ বিরাজ করে, তাই অনেকে একে 'জীবন্ত কালীর মন্দির'ও বলেন। এখানে কালীকে এক ছোট্ট মেয়ে রূপে পূজা করা হয় এবং অমাবস্যার রাতে মায়ের নিশ্বাস শোনা যায় বলেও ভক্তদের বিশ্বাস। এই মন্দিরে দেবীকে কোনো মাছ-মাংস ভোগ দেওয়া হয় না, বরং চাল-কলা দিয়ে পূজা করা হয়।
ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আপনাদের জন্য।
#শ্যামসুন্দুরী

ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড় রাজ্যের গিরিডি জেলায় অবস্থিত এবং এটি এই রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা প্রায় ১,৩৬৫ মিটার ...
20/09/2025

ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড় রাজ্যের গিরিডি জেলায় অবস্থিত এবং এটি এই রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা প্রায় ১,৩৬৫ মিটার (৪,৪৭৮ ফুট)। এটি শুধুমাত্র একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয়, বরং এর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বও অপরিসীম।
জৈন ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান
পরেশনাথ পাহাড় জৈন ধর্মাবলম্বীদের কাছে সম্মেদ শিখরজি নামে পরিচিত এবং এটি তাদের অন্যতম পবিত্র তীর্থস্থান। বিশ্বাস করা হয় যে, জৈন ধর্মের ২৪ জন তীর্থঙ্করের মধ্যে ২০ জন এখানে মোক্ষ বা নির্বাণ লাভ করেছেন। এই কারণে পাহাড়ের বিভিন্ন স্থানে তীর্থঙ্করদের উদ্দেশ্যে বহু মন্দির ও তীর্থস্থান গড়ে উঠেছে। এই স্থানটির নামকরণ করা হয়েছে জৈন ধর্মের ২৩তম তীর্থঙ্কর পার্শ্বনাথ-এর নামে।
সাঁওতাল সম্প্রদায়ের কাছে গুরুত্ব
সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের কাছেও এই পাহাড়ের বিশেষ গুরুত্ব রয়েছে। তারা এই পাহাড়কে "মারং বুরু" নামে ডাকে, যার অর্থ "মহাপর্বত" বা "দেবতার পাহাড়"। সাঁওতালরা প্রতি বছর বৈশাখ মাসে এখানে ঐতিহ্যবাহী শিকার উৎসব পালন করে।
প্রকৃতি এবং ট্রেকিং
যারা প্রকৃতি ভালোবাসেন এবং ট্রেকিং করতে পছন্দ করেন, তাদের জন্য পরেশনাথ একটি দারুণ জায়গা। এর ঘন বন এবং পাহাড়ি পথ ট্রেকিংয়ের জন্য আদর্শ। তবে পাহাড়ি পথ বেশ কঠিন হওয়ায় খুব ভোরে যাত্রা শুরু করা উচিত। পাহাড়ের উপরের দিকে পৌঁছলে চারপাশের অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়।
কীভাবে পৌঁছাবেন?
* ট্রেন: পরেশনাথের নিকটতম রেলওয়ে স্টেশন পরেশনাথ স্টেশন (PNME)। দেশের প্রধান শহরগুলো থেকে এখানে সহজেই ট্রেনে আসা যায়।
* সড়কপথ: সড়কপথেও পরেশনাথ যাওয়া যায়। এটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড (NH 2)-এর কাছে অবস্থিত। ধানবাদ, বোকারো, হাজারিবাগ, রাঁচি এবং ঝুমরি তিলইয়ার মতো শহর থেকে সহজেই গাড়িতে পৌঁছানো যায়।
পরেশনাথ পাহাড় একই সঙ্গে একটি ধর্মীয় তীর্থস্থান, একটি ট্রেকিংয়ের স্থান এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগের একটি চমৎকার জায়

প্রেত শিলা ভারতের বিহার রাজ্যের গয়াতে অবস্থিত একটি পর্বত। পুরাণ মতে, অপঘাতে মৃত ব্যক্তিদের আত্মা এখানে শিলারূপে অবস্থান...
18/09/2025

প্রেত শিলা ভারতের বিহার রাজ্যের গয়াতে অবস্থিত একটি পর্বত। পুরাণ মতে, অপঘাতে মৃত ব্যক্তিদের আত্মা এখানে শিলারূপে অবস্থান করে, যতক্ষণ না তাদের আত্মীয়রা এখানে এসে পিণ্ডদান করে। ইন্দোরের রানী অহল্যাবাঈ এই পাহাড়ের চূড়ায় যমরাজের একটি মন্দির নির্মাণ করেছিলেন। প্রেত শিলায় পিন্ডদান করার জন্য গয়ায় যেতে হয়। সেখানে প্রেত শিলা পাহাড়ের উপরে এই ধর্মীয় কাজটি সম্পন্ন করা হয়। এটি সাধারণত ফাল্গু নদী এবং বিষ্ণুপদ মন্দিরে পিন্ডদানের পর করা হয়। এই পিন্ডদান বিশেষ করে অপঘাতে মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য করা হয়।

16/09/2025

৫১ সতীপীঠের একটি অন্যতম জাগ্রত সতীপীঠ বর্গভীমা মায়ের মন্দির । মা এখানে প্রতিদিন শোলমাছের ভোগ খান।

আজ আমি আপনাদের নিয়ে যাব পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে রূপনারায়ণ নদীর পাশে মা বর্গভীমা মায়ের মন্দির অবস্থিত। এটি ৫১টি শ...
16/09/2025

আজ আমি আপনাদের নিয়ে যাব পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে রূপনারায়ণ নদীর পাশে মা বর্গভীমা মায়ের মন্দির অবস্থিত। এটি ৫১টি শক্তিপীঠের অন্যতম, যেখানে দেবী সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল বলে মনে করা হয়।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when The BONG Finder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The BONG Finder:

Share

Category