
25/05/2025
ভালো লাগে খোলা আকাশ,
তাই স্পর্শ করতে চাই।
চাই মেঘের ভিরে হাড়িয়ে যেতে,
আমি পাহাড়কে ভালোবেসে
পাহাড় হয়েছি।
আর তুমি সমুদ্র হয়ে
তোমার পৃষ্ঠ হয়তে,
আমার দূরত্ব মেপে দিয়েছ।
✍ প্রদীপ কুমার ধারা।