R Tv News Bangla

R Tv News Bangla R TV News Bangla.
ভুল দেখি না।ভুল দেখায় না। ভুল শুনি না। ভুল শোনায় না।
(Indian online news channel)
(সদা সত্যির পথে, অন্যায়ের বিরুদ্ধে)

22/09/2025

গল্ফগ্রীণ সার্বজনীন দূর্গা উৎসব কমিটির পুজোর প্রস্তুতি পর্ব শুরু। প্রতি বছরের মতোই এবারেও সাবেকি পুজোয় মেতেছে তারা। কি বল্লেন উদ্যোক্তা এবং সাতে ৯৪নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী সন্দীপ নন্দী মজুমদার।

সিংগাপুর এ স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত গায়ক জুবিন গর্গ... আমাদের চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি 🙏🙏
19/09/2025

সিংগাপুর এ স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত গায়ক জুবিন গর্গ... আমাদের চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি 🙏🙏

17/09/2025

টালিগঞ্জের বাঘাযতীন হাসপাতালে সব সবসময় ঔষুধের দোকান খোলা। লেখা সত্ত্বেও রোগী ওষুধ পেলো না। দোকান খোলা কিন্তু রোগী ঔষুধ পেলো না। সামনে পুলিশের গাড়ি ছিল। রোগীর পরিবার জিগ্যেস করায় পুলিশ বললেন এখানে এরকমই দোকান খোলা কিন্তু লোক নেই। কি বলছেন রোগীর বাড়ির লোক?

16/09/2025

পুজো কমিটিরা সত্বর যোগাযোগ করুন 🙏🙏

07/09/2025

কলকাতার আকাশে Blood Moon, পৃথিবীর ছায়ার পূর্ণগ্রাস, গ্রহণ লাগল পূর্ণিমার চাঁদে।

পুজোর আগেই কেন্দ্র সরকারের,  জনতার জন্য বড়ো উপহার। নিত্য প্রয়োজনীয় সামগ্রির মূল্য কমে গেল। কমে গেল জি এস টি। কিছু সামগ...
04/09/2025

পুজোর আগেই কেন্দ্র সরকারের, জনতার জন্য বড়ো উপহার। নিত্য প্রয়োজনীয় সামগ্রির মূল্য কমে গেল। কমে গেল জি এস টি। কিছু সামগ্রীতে উঠে গেল জিএসটি।

29/08/2025

সন্তোষপুরে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এন্ড ক্যাফে তে সুস্বাদু খাবারের সম্ভার। একবার এসে এই রেস্টুরেন্টে ঘুরে যান।

প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জী 🙏🙏আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি শ...
25/08/2025

প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জী 🙏🙏আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সোমবার সকালে কোলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে বয়স হয়েছিল ৬২বছর।

শুক্রবার সকালে চালকের অসুস্থতার কারণে মিনিবাস ধাক্কা মারলো ভগৎ সিং স্টেডিয়ামের কাছে বাসস্ট্যান্ডে। জানা গেছে প্রচন্ড গত...
23/08/2025

শুক্রবার সকালে চালকের অসুস্থতার কারণে মিনিবাস ধাক্কা মারলো ভগৎ সিং স্টেডিয়ামের কাছে বাসস্ট্যান্ডে। জানা গেছে প্রচন্ড গতি সম্পন্ন দুর্গাপুর থেকে রানীগঞ্জ যাচ্ছিল মিনি বাসটি। মহকুমা শাসকের ভবন পেরোনোর পরে মিনি বাসের ড্রাইভার হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এবং তারপরেই সজোরে ধাক্কা মারে ভগৎ সিং স্টেডিয়ামের সামনের বাসস্ট্যান্ড। আহত মিনিবাসের চালককে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিনি বাসের মধ্যে ৬-৭ জন যাত্রীকে আহত অবস্থায় সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

19/08/2025

আর্স ফ্লিম প্রোডাকশন এর নতুন ইউটুব এর চ্যানেল লঞ্চ এর শুভ মোহরৎ হলো, তাঁদের প্রথম স্বল্প দৈর্ঘ্যর ছবি দিয়ে যার নাম " রাত ১২টা "। প্রযোজক প্রভাত সারান এবং পরিচালক সম্রাট এর উদ্যোগে নতুন ছবি আসছে ইউটুবে, তাঁদের নিজস্ব চ্যানেলে, পরিচালক সম্রাট জানিয়েছেন যে তাঁরা আগামী দিনে আরো নতুন, নতুন কাজ উপহার দেবেন দর্শকদের জন্য।এ ছাড়াও নতুন গানের মিউসিক ভিডিও লঞ্চ হবে তাঁদের এই আর্স ফ্লিম প্রোডাকশন এ।

11/08/2025

টালিগঞ্জের করুণাময়ীর মাম্মাম স্টুডিওতে শাড়ি শুটের লুক টেস্ট হয়ে গেলো গতকাল। নবাগতা মডেল রা উপস্থিত ছিলেন, সেই শাড়ি শুটের লুক টেস্ট এ। মাম্মাম স্টুডিওতে এসে তারা কি বল্লো?

09/08/2025

সম্প্রীত দত্তের প্রোডাকসানের হাত ধরে বিজয় ঘোষের পরিচালনায়"বেওয়াফা হে তু ২.০" গান টি গতকাল ইউটুবে প্রকাশ পেয়েছে। গান টির গীতিকার, সুরকার এবং গেয়েছেন শিল্পী সম্প্রীত দত্ত। মানুষের চাহিদায় গান টি নতুন করে এসেছে। ৮বছর পরে নতুন করে মানুষ আবার এই গান টি ভালোবাসবে সেই নিয়ে আশাবাদী শিল্পী সম্প্রীত দত্ত।

Address

Bijoygarh 5, Bijoygarh, 59A, Netaji Nagar
Kolkata
700092

Website

Alerts

Be the first to know and let us send you an email when R Tv News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share