Prit's Creation

Prit's Creation Welcome to page.This is Pritilata,a classical dancer from india.I love to travel & make videos.

✨ মা আসছেন ✨
20/09/2025

✨ মা আসছেন ✨


🤭🤭
03/09/2025

🤭🤭




প্রকৃতি যখন জানান দেয় পুজো এসে গিয়েছে🪷🌾
03/09/2025

প্রকৃতি যখন জানান দেয় পুজো এসে গিয়েছে🪷🌾

অপেক্ষাতেই আনন্দ ✨❤️
02/09/2025

অপেক্ষাতেই আনন্দ ✨❤️

বর্তমান সময়ে আকাশের অবস্থা⛅️🌧                               ゚  ゚
01/09/2025

বর্তমান সময়ে আকাশের অবস্থা⛅️🌧


゚ ゚

আজ প্রেমময়ীর জন্মতিথি😊রাধাষ্টমী ❤️বলো রাধে রাধে🙏                              ゚
31/08/2025

আজ প্রেমময়ীর জন্মতিথি😊
রাধাষ্টমী ❤️
বলো রাধে রাধে🙏

চল্লিশ পেরোনো এক নারী!তাঁকে প্রথম দেখলে মনে হয়—চুপচাপ, নিজের মতো। কোনো কিছুর তাড়াহুড়ো নেই, কারও কাছে কিছু প্রমাণ করার চে...
29/08/2025

চল্লিশ পেরোনো এক নারী!
তাঁকে প্রথম দেখলে মনে হয়—
চুপচাপ, নিজের মতো।
কোনো কিছুর তাড়াহুড়ো নেই,
কারও কাছে কিছু প্রমাণ করার চেষ্টাও নেই।
কিন্তু ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা।

তাঁর মুখে বয়সের ছাপ স্পষ্ট।
চোখের কোণে হালকা রেখা,
ঠোঁটের পাশেও কিছুটা ভাঁজ।
কিন্তু এই ভাঁজগুলো ক্লান্তির না,
বরং জীবনের গল্পে ভরা।
বহু হাসি, বহু কান্না, বহু অভিজ্ঞতা—
সবকিছু মিশে গেছে ওই মুখের গভীরে।

চুলে হয়তো সাদা সাদা রঙ দেখা দেয়,
তবুও তিনি তা ঢাকেন না।
কারণ তিনি জানেন, সৌন্দর্য চুলের রঙে নয়—চরিত্রে, চাহনিতে,
আর নিজের প্রতি বিশ্বাসে।

তাঁকে দেখলে বোঝা যায়, বয়স কেবল সংখ্যা।
তিনি শিখে গেছেন কাকে ভালোবাসতে হয়,
কাকে দূরে রাখতে হয়।

তাঁর হাসি একেবারেই আলাদা।
তা জোরে ফেটে পড়ে না,
কিন্তু অনেক শান্তি দেয়।
যেন সেই মানুষটার হাসি,
যিনি বহু হারানোর পরেও জীবনের ভেতরে শান্তি খুঁজে পেয়েছেন।

তিনি প্রেম করেন,
কিন্তু দখল করতে চান না।
তিনি ছুঁয়ে দেন, কিন্তু আঘাত করেন না।
তাঁর স্পর্শে থাকে একটা অদ্ভুত উষ্ণতা—যেটা শরীরের নয়, মনের।
তাঁর ভেতরে লুকিয়ে থাকে একটা সময়ের নদী—যেটা ধীরে বয়ে চলে,
কিন্তু অনেক গভীর।

তিনি হয়তো একা থাকেন,
হয়তো সবার মাঝে থেকেও নিরিবিলি,
কিন্তু কখনোই ভেঙে পড়েন না। কারণ তিনি জানেন, তিনি নিজেই নিজের ভরসা।

কিন্তু তার চেয়েও আগে,
তিনি একজন পরিপূর্ণ মানুষ—যিনি আজও ভালোবাসেন, স্বপ্ন দেখেন,
আর নিজের ভেতরে লুকিয়ে রাখেন এক সমুদ্র শান্তি।

゚ ゚

এ সময় টনসিল সমস্যা ও করণীয়শীতে ঠাণ্ডা লাগা ও ঠাণ্ডাজনিত রোগ হওয়া খুবই স্বাভাবিক। এ সময় অনেকের টনসিলের সমস্যা দেখা দেয়।টন...
28/08/2025

এ সময় টনসিল সমস্যা ও করণীয়

শীতে ঠাণ্ডা লাগা ও ঠাণ্ডাজনিত রোগ হওয়া খুবই স্বাভাবিক। এ সময় অনেকের টনসিলের সমস্যা দেখা দেয়।

টনসিল বাড়লে ঢোক গিলতে গেলে কষ্ট হয়। মুখ-গলা, নাক, কান দিয়ে শরীরের অভ্যন্তরে জীবাণু প্রবেশে বাধা দেয় এই টনসিল। তাই টনসিল আক্রান্ত হলে জীবাণুর প্রকোপ বাড়ে, বাড়ে অন্যান্য অসুখের ভয়ও।

টনসিল কী?

টনসিল হলো আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থার একটি অংশ এবং আমাদের মুখের ভেতরেই চারটি গ্রুপে তারা অবস্থান করে। এদের নাম লিঙ্গুয়াল, প্যালাটাইন, টিউবাল ও অ্যাডেনয়েড। এই টনসিলগুলোর কোনো একটির প্রদাহ হলেই তাকে বলে টনসিলাইটিস। টনসিল বলতে আমরা সচরাচর যা বুঝি, তা কিন্তু আসলে টনসিলাইটিস। টনসিলাইটিস যে শুধু শিশুদের হয়, তা নয়। এটি শিশুদের বেশি হলেও যে কোনো বয়সেই হতে পারে।

এই রোগের কারণ

পুষ্টির অভাব, আইসক্রিম, ফ্রিজে রাখা শীতল পানি পান করা, স্যাঁতসেঁতে স্থানে থাকা এই রোগের কারণ। পাশাপাশি শীতে এই রোগের প্রকোপ বেশি দেখা দেয়।

টনসিলের লক্ষণ

তীব্র গলাব্যথা, মাথাব্যথা, খাবার খেতে কষ্ট, মুখ হাঁ করতে অসুবিধা, কানে ব্যথা, মুখ দিয়ে লালা বের হওয়া, কণ্ঠস্বর ভারি হওয়া ও মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া।

এ ছাড়া স্বরভঙ্গ, গলায় ঘাসহ টনসিল স্ফীতি, ঢোক গিলতে কষ্ট হয়, গলা ফুলে যাওয়া।

চিকিৎসা

টনসিলের সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এ ছাড়া চাহিদামাফিক পানি পান করা, সুস্থ না হওয়া পর্যন্ত পূর্ণ বিশ্রামে থাকতে হবে। মুখের হাইজিন (মুখগহ্বরের স্বাস্থ্য) বা ওরাল হাইজিন ঠিক রাখতে হবে। এটিকে মাউথ ওয়াশ বলা হয়, যা দিয়ে বারবার কুলি করতে হবে।

সাধারণ স্যালাইন বা লবণ মিশ্রিত গরম পানি দিয়ে বারবার কুলি করতে হবে। লেবু বা আদা চাও খেতে পারেন। গলায় ঠাণ্ডা লাগানো যাবে না।

যেহেতু তীব্র ব্যথা থাকে এবং জ্বর থাকে, সে ক্ষেত্রে জ্বরের ওষুধসহ কিছু ওষুধ দেওয়া হয় এবং এটা ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন হলে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে। ওষুধ নিয়মিত খেলে ব্যাকটেরিয়া সম্পূর্ণ মুক্ত হয়ে যায় এবং রোগী সুস্থ হয়ে ওঠে।

যেগুলি ছাড়া জন্মাষ্টমী অসম্পূর্ণ🪈🦚❤️                         ゚
27/08/2025

যেগুলি ছাড়া জন্মাষ্টমী অসম্পূর্ণ🪈🦚❤️

সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা!                               ゚
27/08/2025

সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা!

তাই তাই তাই ,মাসিবাড়ি যাই।মাসিবাড়ি ভারী মজা,কিল চড় নাই।মাসি দিলো দুধভাত,দুয়ারে বসে খাই।বাড়িতে আছে অনেক কাজ,তাই নেয়ে...
05/07/2025

তাই তাই তাই ,মাসিবাড়ি যাই।
মাসিবাড়ি ভারী মজা,কিল চড় নাই।
মাসি দিলো দুধভাত,দুয়ারে বসে খাই।
বাড়িতে আছে অনেক কাজ,তাই নেয়ে খেয়ে ব্যাগ গোছাই।
সামনের বছর আসব মাসি এখন তবে বাড়ি যাই।

যাই বলতে নেই বলো আসি।
দুগ্গা দুগ্গা🙏

সেই মেঘবালিকার গল্প হোক,শহরজুড়ে বৃষ্টি হোক,রোদ্দুর হোক আজশুধুই তাহার ডাকনাম।
05/07/2025

সেই মেঘবালিকার গল্প হোক,
শহরজুড়ে বৃষ্টি হোক,
রোদ্দুর হোক আজ
শুধুই তাহার ডাকনাম।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Prit's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share