Bengal News Tv

Bengal News Tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bengal News Tv, News & Media Website, KOLKATA.

16/08/2025

“প্রিয় শ্রোতাবন্ধুরা,
আসছে এক অনন্য সুযোগ, যেখানে একত্রিত হবে শক্তি, শৃঙ্খলা আর আত্মবিশ্বাস!
হ্যাঁ, আমরা কথা বলছি –
গ্র্যান্ডমাস্টার Chew Choo Soot Karate Budokan Championship 2025 নিয়ে!

আয়োজন করছে – Budokan Fitness Academy
১৫ই আগস্ট, ২০২৫ Nilbani Banquet Hall, Madhyamgram

এই মহতী আয়োজনের প্রধান সংগঠক আমাদের সবার প্রিয় Sensei Sarfaraj,
যিনি ৩য় ড্যান ব্ল্যাক বেল্ট, জাতীয় বিচারক এবং রেফারি (KIO)।

এখানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক পর্যায়ের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব –
Kyoshi Barun Das, KBI, পশ্চিমবঙ্গের চিফ ইন্সট্রাক্টর।
Hanshi B. Parmesh, এশিয়ান চিফ ইন্সট্রাক্টর, ইন্ডিয়া।
Wayne MacDonald, ৮ম ড্যান ব্ল্যাক বেল্ট, ওয়ার্ল্ড চিফ ইন্সট্রাক্টর KBI অস্ট্রেলিয়া।
Richard Chew, গ্র্যান্ডমাস্টার, অস্ট্রেলিয়া।

আর আমাদের সবার প্রেরণা, এই যাত্রার পথপ্রদর্শক –
গ্র্যান্ডমাস্টার Chew Choo Soot,
যিনি KBI Malaysia-র প্রতিষ্ঠাতা।

বন্ধুরা,
এটি শুধু একটি প্রতিযোগিতা নয় – এটি একটি সুযোগ, যেখানে তরুণ-তরুণীরা তাদের প্রতিভা, পরিশ্রম আর সাহসকে তুলে ধরবে বিশ্বের সামনে।

11/08/2025

স্বর্গীয় সত্যপ্রসাদ গাঙ্গুলী ও অনিল কুমার দেব এর স্মরণে
পরিচালনায় - দুর্গা বাড়ি উন্নয়ন পরিষদ
সহযোগিতায়- দুর্গা বাড়ি পুজো কমিটি ও দুর্গা বাড়ির মৈত্রী সংঘ
মুখ্য সহযোগিতায় - দুলাল দেব( সমাজসেবী )
সম্পাদক - সুজিত গাঙ্গুলী
১০, দুর্গাবাড়ী রোড, দমদম ক্যান্ট:, কোলকাতা- ২৮
Make th১০ই আগষ্ট ২০২৫, (রবিবার) সন্ধ্যা ৬টা
প্রধান অতিথি-মাননীয় শ্রী হরেন্দ্র সিং (পৌর প্রধান, দমদম পৌরসভা)
সন্মানীয় অতিথি-শ্রী তাপস মজুমদার (সমাজসেবী)
শ্রী বরুণ নট্ট (উপ পৌর প্রধান, দমদম পৌরসভা)
মূখ্য সহযোগিতায়- শ্রী দুলাল দেব (সমাজসেবী)
সম্পাদক- শ্রী সুজিত গাঙ্গুলী (ঘুটুল)
GORABAZAL
সহযোগিতায়- সর্বশ্রী অলোক রাহা, জয়ন্ত গাঙ্গুলী, আশীষ গাঙ্গুলী, নান্টু দাস,
প্রশান্ত সাহা, শেখর যাদব, অমিত চক্রবর্তী, দিপঙ্কর দাস, অনুপ ঘোষ
শৈবাল সেনগুপ্ত, সুমন চক্রবর্তী, নবীন ঝাঁ, মান্তু সরকার, রঞ্জন দাস,
সমগ্র অনুষ্ঠান টি স্বর্গীয় মঙ্গল মল্লিকের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গিত হইবে।

11/08/2025

পৌরমাতা অনিতা মুখার্জি ২৭ নং ওয়ার্ড ও
সুভাষ ব্যানার্জি (Madhyamgram TMC Town Priesdent & PWD CIC )
ব্যবস্থাপনায়
প্রথমবারের মতো সাহারা পালপাড়া বিবেক মঞ্চ অনুষ্ঠিত হয়ে গেল
রক্তদান শিবির এবং
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান!

মানবতার এই পবিত্র মহোৎসবে আসুন—
এক ফোঁটা রক্ত দিয়ে বাঁচিয়ে দিন একটি জীবন, আর করতালিতে ভরিয়ে তুলুন আগামী দিনের মেধাবী প্রজন্মকে।

এখানে রক্তদান করবেন আমাদের সমাজের অসংখ্য প্রাণরক্ষক, আর পাশাপাশি আমাদের এলাকার গর্ব—মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অসাধারণ সাফল্য অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন।

পরিচালনায়: মধ্যমগ্রাম ২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস
আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠানের সাফল্যের চাবিকাঠি।

রক্ত দিন—জীবন বাঁচান,
সম্মান দিন—ভবিষ্যৎ গড়ুন!
দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি

09/08/2025

দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদের উদ্যোগে এবং দুর্গাবাড়ি মাঠ কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত হলো মহিলা দ্বারা রাখি বন্ধন উৎসব ২০২৫।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলাল দেব মহাশয়,ও গুণ্যমান্য ব্যক্তিগণ,
সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে স্থানীয় বাসিন্দারা একে অপরের হাতে রাখি বেঁধে আনন্দে মেতে ওঠেন। সাথে মিষ্টিমুখ করানো হয় সেই বিষয়েই তুলে ধরা হয়েছে বেঙ্গল নিউজ টিভি চ্যানেলে.....

28/07/2025

নবোদয় জিম ক্লাবের সকল সদস্যদের উদ্যোগে আয়োজিত হচ্ছে –
স্বেচ্ছায় রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা।
এবছর আমরা গর্বের সঙ্গে পা রাখলাম দ্বিতীয় বছরে।
নবোদয় জিম ক্লাব
২৭শে জুলাই, ২০২৫, সকাল ১০টা থেকে

আপনার একফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ।
এই মহান কর্মসূচিকে সফল করে তুলতে আসুন, সকলে অংশগ্রহণ করি।

প্রধান অতিথি :
অধ্যাপক ব্রাত্য বসু
বিশেষ অতিথি:
অধ্যাপক সৌগত রায়
সাংসদ
প্রধান উপদেষ্টা :
দেবাশীষ ব্যানার্জি
পৌর পিতা দক্ষিন দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড,

সুকান্ত সেন শর্মা
পৌর পিতা দক্ষিন দমদম পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড,

শ্রীমতি ঊষা দেবনাথ
পৌর মাতা দক্ষিণ দমদম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড,

রক্তদান – এক মহৎ দান।
আসুন, এই মানবিক দায়িত্বে সকলে এগিয়ে আসি।

Sujit Bose Debraj Chakraborty Professor Saugata Roy Official Aditi Munshi Ashutosh Nandi
Bengal News Tv

25/07/2025

2ND ISKF INDIA OPEN INTERNATIONAL SHOTO CUP KARATE CHAMPIONSHIP 2025
চলছে প্রস্তুতি বিশ্বের অন্যতম বৃহৎ কারাতে প্রতিযোগিতার —

2 ND ISKF India Open International Shoto Cup Karate Championship 2025! ১৯ ও ২০ জুলাই, ২০২৫
দিঘা শংকরপুর ডেভেলপমেন্ট অথরিটি কমিউনিটি হল
(নিউ দিঘা,)

এই আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বিভিন্ন দেশের প্রতিযোগীরা —
ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলংকা, সিঙ্গাপুর, জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড — এবং আরও অনেক দেশ!

International Shotokan Karate Federation India (ISKF India)
নেতৃত্বে রয়েছেন — Shihan S.K. Lalu
(Chief Instructor of ISKF India এবং ISKF World HQ Board Member)

সমর্থন দিচ্ছে –
Fit India Movement
Karate India Organisation
World Karate Federation (WKF)
KAB Federation
আত্মরক্ষা, শৃঙ্খলা আর সম্মানের প্রতীক এই কারাতে আসরে
এসো, অংশ হও এই ঐতিহাসিক আন্তর্জাতিক মহোৎসবের!

Sujit Bose Debraj Chakraborty Professor Saugata Roy Official Aditi Munshi Ashutosh Nandi Iskf India Sk Lalu
Bengal News Tv

18/07/2025

২১ সে জুলাই প্রসঙ্গে কি বললেন আনোয়ার খান?

Sujit Bose Debraj Chakraborty Professor Saugata Roy Official Aditi Munshi Ashutosh Nandi
Bengal News Tv

07/07/2025

আপনাদের সকলের জন্য রইল এক দারুণ খুশির খবর!

ADSWEAR -এর পক্ষ থেকে অনুষ্ঠিত হতে চলেছে এক নতুন যাত্রার সূচনা!

শুভ উদ্বোধন – 6th JULY, 2025
B-1/222, কল্যাণী, নদীয়া,

এখানে রয়েছে –
মেনস ওয়্যার | লেডিস ওয়্যার | কিডস ওয়্যার
জুতো, ব্যাগ, বেল্ট, ওয়ালেট সহ নানা আকর্ষণীয় অ্যাকসেসরিজ!

উদ্বোধনের বিশেষ দিনে থাকছে –
আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

পরিবার-পরিজন নিয়ে চলে আসুন ADSWEAR-এ
নতুন ট্রেন্ড, নতুন স্টাইল আর দারুণ দামে নতুন সংগ্রহ!

Sujit Bose Debraj Chakraborty Professor Saugata Roy Official Aditi Munshi Ashutosh Nandi
Bengal News Tv

07/07/2025

দক্ষিণ দমদম পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী প্রতুল বিশ্বাস ২১সে জুলাই নিয়ে কি বার্তা রাখলেন শুনে নেব।

Sujit Bose Debraj Chakraborty Professor Saugata Roy Official Aditi Munshi Ashutosh Nandi Bengal News Tv

06/07/2025

খেলা হবে!

মন্দিরে নয়, মসজিদে নয়, দলেও নয় — এবার মাঠে মাঠে, দলে দলে, পাড়ায় পাড়ায় ফুটবলে!

স্বর্গীয় পানু রায়চৌধুরী স্মৃতি চ্যালেঞ্জ কাপ
সারা বাংলা ব্যাপী
দিবা-রাত্রি নকআউট ফুটবল প্রতিযোগিতা!
৫ থেকে ৬ জুলাই, ২০২৫
লক্ষ্মীনগর পূর্বাচল সংঘ, প্রাইভেট রোড, দমদম

বিজয়ী 50001/- স্বর্গীয় শিবু চক্রবর্তী স্মৃতি চ্যালেঞ্জ বিজিত ট্রফি 40001/-
উপস্থিত ছিলেন-
উদ্বোধক:
অধ্যাপক ব্রাত্য বসু
মাননীয় শিক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার
প্রধান অতিথি:
অধ্যাপক সৌগত রায়
মাননীয় সাংসদ, দমদম লোকসভা
প্রধান পৃষ্ঠপোষক
সুরজিৎ রায়চৌধুরী ( ট্যাবলা ) পৌরপ্রতিনিধি
দক্ষিণ দমদম পৌরসভা,

ব্যবস্থাপনায়:
রীতা রায়চৌধুরী
পৌরপ্রতিনিধি দক্ষিণ দমদম পৌরসভা

আসুন, ফুটবলের মাধ্যমে আমরা গড়ে তুলি একতা, প্রেরণা আর জয়ের নতুন ইতিহাস!

খেলা হবে!

Sujit Bose Debraj Chakraborty Professor Saugata Roy Official Aditi Munshi Ashutosh Nandi
Bengal News Tv

06/07/2025

রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে
বিধান নগর পৌরনিগম মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর সহায়তায় ১৮ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সঞ্জয় দাসের পরিকল্পনায় রথযাত্রা উৎসব ও মেলা 2025
দমদম হনুমান মন্দির সংলগ্ন মাঠ

Sujit Bose Debraj Chakraborty Professor Saugata Roy Official Aditi Munshi Ashutosh Nandi
Bengal News Tv

02/07/2025

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়
রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে
দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে
একটি অনন্য সামাজিক কর্মসূচি রাজ্যজুড়ে গ্রীষ্মকালীন রক্তের অভাব লাগব করার লক্ষ্যে রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে এক মাস ব্যাপী রক্তদান অভিযান।
INTTUC সভাপতি প্রাক্তন কাউন্সিলর অনুপম মন্ডল এর ব্যবস্থাপনায় রক্তদান শিবির।

Sujit Bose Debraj Chakraborty Professor Saugata Roy Official Aditi Munshi Ashutosh Nandi
Bengal News Tv

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Bengal News Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengal News Tv:

Share