
05/11/2024
ইসকন কে নিয়ে নাড়াচাড়া কইরেন না, আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশে এই সংগঠনের বিরুদ্ধে কোন প্রকার সন্ত্রাসী/জঙ্গি কার্যক্রমের অভিযোগ নেই...
আর আপনারা হয়তো জানেন না এই ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবামৃত সংঘ) (ISKON - International Society for Krishna Consciousness) পরিচালিত হয় আমেরিকা থেকে অর্থাৎ ইসকনের সদর দপ্তর আমেরিকায় অবস্থিত! ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এমনকি মধ্যপ্রাচ্যেও ইসকনের সংগঠন এবং কার্যক্রম রয়েছে! এদের মূল কাজ হলো কৃষ্ণ নাম প্রচার করা এবং যে কোন বিপর্যয় মানবিক সাহায্য করা। এদের নামে কোথাও কোনো ধরনের অপকর্মের রেকর্ড নেই।
তাই ইসকনকে নাড়া দিলে - শুধু ঢাকার শাহবাগ না। নিউ ইয়র্কের times স্কয়ার, ইন্ডিয়ার মুম্বাই, রাশিয়ার মস্কো, ফ্রান্সের প্যারিস, জাপানের টোকিও সব কেঁপে উঠবে। ভালো করে শুনে রাখুন ইসকন কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটি সম্পূর্ণ একটি ধর্মীয় ও সেবামূলক সংগঠন।
যদি ইসকনের বিরুদ্ধে কারো কোন অভিযোগ থাকে তাহলে সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে অভিযোগ করুন! মনগড়া কল্পনাপ্রসুত আজগুবি গল্প রচনা করবেন না।