Rover's Vlog

Rover's Vlog Traveler, Vlogger & Photographer by passion

পর্ব ৩ || তিরুপতি দর্শন পদ্ধতি ||Date of Journey: 3rd Week of Dec.24   আগের পর্বে আমি আপনাদের জানিয়েছিলাম কি ভাবে তিরুপ...
24/03/2025

পর্ব ৩ || তিরুপতি দর্শন পদ্ধতি ||
Date of Journey: 3rd Week of Dec.24

আগের পর্বে আমি আপনাদের জানিয়েছিলাম কি ভাবে তিরুপতি থেকে তিরুমালা পৌঁছে তিরুমালা সাইটসিয়িং করেছিলাম। তাতে কত খরচ হয়েছিল, কোন কোন জায়গা ঘুরেছিলাম ইত্যাদি।
পর্ব ২ 👉🏻 https://www.facebook.com/share/p/1YcRTBENhL/

তিরুমালা সাইটসিয়িং করে শেয়ার গাড়ি আপনাদেরকে এটিসি সার্কেলে (ATC CIRCLE) নামিয়ে দেবে তিরুপতি বালাজী দর্শনের জন্য।
এটিসি সার্কেলের আশেপাশে জুতো রাখার অনেক জায়গা আছে, ফ্রী তে জুতো রাখা যায় সেখানে। কিন্তু এখানে একটি সমস্যা আছে। এই জুতো রাখার ঘরগুলিতে কোনরকম নিরাপত্তা ব্যবস্থা নেই, আপনার জুতো অন্য কেউ পড়ে চলে গেলে তার হদিস পাবেন না। তাছাড়া, আপনি যে গেট দিয়ে দর্শন করতে ঢুকবেন, বেরোবেন একদমই অন্য গেট দিয়ে। তখন হন্যে হয়ে ওই জুতো ঘর খুঁজে বেড়াতে হবে। তাহলে উপায় কি !!? 🤔
আমরা যেটা করেছিলাম, সেটা হলো... জুতো খুলে যে যার ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। এতে সুবিধা কোথায় !?? বলছি বলছি...
দর্শন করতে ঢোকার আগে আপনাদের ব্যাগ, মোবাইল সব নির্দিষ্ট জায়গায় জমা দিতে হবে, বদলে ওরা একটা কুপন দেবে। এই জমা দেওয়া ফ্রী অফ কস্ট। ফেরত নেওয়ার সময় নির্দিষ্ট জায়গা থেকে ওই কুপন দেখিয়ে ফেরত নিতে হবে। এবারে যেহেতু আপনি আপনার ব্যাগের মধ্যেই জুতো রেখে দিয়েছেন, তাই আলাদা করে আর জুতোর জন্য হন্যে হয়ে ঘুরতে হবে না। এবার এই যে ব্যাগ, মোবাইল ফেরত নেওয়ার নির্দিষ্ট জায়গা, এটিও অন্য এক প্রান্তে। দর্শন করে বেরিয়ে অনেকটা হাঁটা এবং কোনদিকে যাবেন তখন সঠিক পথ খুঁজে পেতেও সমস্যা। আমার ভিডিওতে সেটা খুব ভালো ভাবে দেখানো আছে, কোন দিক দিয়ে গেলে সহজেই ওই মোবাইল, ব্যাগ ফেরত নেওয়ার লোকেশনে পৌঁছবেন, পরিষ্কার ভাবে দেখিয়েছি, দেখে নেবেন..আপনাদের সুবিধা হবে তাতে।
এখানে আরেকটি বিষয়ও বলে রাখি, মোবাইল, ব্যাগ ফেরত নেওয়ার সময় ওই কাউন্টারে বসে থাকা লোকগুলো সকলের থেকে হেল্প, চা পানি ইত্যাদির নামে ৫-১০টাকা চায়, সাফ না বলবেন (অবশ্যই ব্যাগ, মোবাইল ফেরত নেওয়ার পর। নাহলে ব্যাগ, মোবাইল দেরি করে দিচ্ছিল, দাঁড় করিয়ে রাখছিল ইচ্ছে করে)। মনে রাখবেন, ওখানে ব্যাগ, মোবাইল জমা রাখার জন্য কোনো টাকা দিতে লাগে না।
এবার আসি দর্শন পদ্ধতি নিয়ে...
দর্শন করতে ঢোকার আগে অবশ্যই বেশি করে খাবার খেয়ে নেবেন, কারণ ভেতরে ঢুকে গেলে কোনরকম খাবার খেতে আর পারবেন না যতক্ষন না দর্শন করে বেরিয়ে আসছেন। শুধু জলটুকু রাখতে পারবেন সাথে।
এটিসি সার্কেলে ঢোকার সময় আপনাকে স্পেশাল এন্ট্রি দর্শনের টিকিটের প্রিন্ট দেখাতে হবে। তারপর বেশ অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে, লম্বা লাইন পড়ে। এবার এটা আপনার কপাল যে আপনারা যে সময় যাবেন সেই সময় ভিড় কতটা হবে। আমরা এই জায়গাটা প্রায় ৭০শতাংশ বিন্দাস ফাঁকায় ফাঁকায় চলে গেছিলাম, শেষ ৩০শতাংশে এসে ভিড়, লাইন পেয়েছিলাম।
একটা জায়গায় পৌঁছে আপনাকে মোবাইল, ব্যাগ জমা দিতে হবে (তবে মানিব্যাগ, ছোট পার্স বা মেয়েদের ছোট সাইড ব্যাগ নিয়ে ঢুকতে দেয়)। তারপর চেক ইন হবে, আপনার টিকিট ভেরিফিকেশন হবে, অরিজিনাল আধার কার্ড সাথে রাখবেন, সেটাও ভেরিফিকেশন হবে। তারপর আবার লাইন দিয়ে নিয়ে যাবে একটা বিশাল হল ঘরে। সেখানে প্রায় ১-২ ঘণ্টা (কম বেশি হতে পারে) বসতে হবে আপনাকে। এর পর আবার হাঁটা, লাইন দেওয়া।
আমরা বিকেল ৫টা নাগাদ ঢুকে, প্রায় ৮টা নাগাদ দর্শন করতে পেরেছিলাম। এবার এই সময়টা সবসময় এক হয় না, ভিড়ের ওপর নির্ভর করে। স্পেশাল এন্ট্রি দর্শনের টিকিট থাকলে এরকম ৩-৫ ঘণ্টার মধ্যেই সাধারণত দর্শন হয়ে যায়, তবে কপাল খারাপ থাকলে সেটা কখনো কখনো ৬-৭ ঘন্টাও হতে পারে, বিশেষ করে পিক সিজিনে। আর যদি আপনি ফ্রী দর্শনের লাইনে দাঁড়ান, তবে তাতে ১০-১২ ঘণ্টা সময় লাগে। তাই ৩০০টাকা দিয়ে স্পেশাল এন্ট্রি দর্শনের টিকিট কেটে যাওয়াই ভালো। সেই টিকিট কিভাবে ও কখন কাটবেন তার একটা ডিটেইল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন যদি প্রয়োজন হয়। লিংক দিয়ে দিলাম 👇🏻
https://youtu.be/dwQtTVwNtuY?si=RZA5wLvvnz2We7_8

📌 তিরুপতি বালাজী দর্শন করতে ঢোকার সময় নিয়ম - ছেলেদের যেকোনো জামার সাথে মূলত ধুতি পড়তে হবে (তবে অনেকে পাজামাও পড়েন)। আর, মেয়েদের ক্ষেত্রে শাড়ি (অনেকে চুড়িদারও পড়েন)।

📌 জরুরি টিপস্ : তিরুপতি বালাজী দর্শনের সময়, যখন মূল মন্দিরে ঢুকবেন, তখন লাইনটা ৩টে সমান্তরাল লাইনে ভাগ করে যাবে। আপনারা চেষ্টা করবেন একদম ডান দিকের লাইনটা ধরার, তাতে ভগবানের দর্শন ভালো করে করার সুযোগ থাকে।

এবার দর্শন করে বেরিয়ে আগে মন্দিরের পাশ দিয়ে চলে যান ফ্রী লাড্ডু সংগ্রহ করতে। একান্তই চিনতে না পারলে, কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন। আপনার স্পেশাল এন্ট্রি দর্শনের টিকিটটি দেখালে ফ্রী লাড্ডু পেয়ে যাবেন (জন্য প্রতি একটি করে)। এছাড়া আপনারা আলাদা করে লাড্ডু ওখানে থেকে কিনতেও পারবেন।

লাড্ডু নেওয়ার পর, চলে যান ব্যাগ, মোবাইল সংগ্রহ করতে। এই সব করতে করতে মোটামুটি রাত ১০.৩০-১০.৪৫টা বেজেছিল আমাদের। তারপর, যেকোনো গেট দিয়ে বেরিয়ে পড়ুন, দেখবেন অনেক শেয়ার গাড়ি, ক্যাব পাবেন। যেকোনো একটিতে উঠে চলে আসুন তিরুমালা বাস স্ট্যান্ডে (আমরা ৩জন ছিলাম, একটা গাড়ি ২০০/- নিয়েছিল তিরুমালা বাস স্ট্যান্ডে পৌঁছে দিতে)। রাত ১১.৩০-১২টা পর্যন্ত বাস চলে এখানে তিরুপতি ফেরার। টিকিট কেটে বাসে উঠে তিরুপতি ফিরে আসুন...

❓❗😨 যদি দর্শন করতে মাঝরাত হয়ে যায়, ফেরার কোনো গাড়ি না থাকে, তখন কি করবেন 😨❗❓
তাতেও চিন্তা নেই, তিরুপতি মন্দিরের উল্টোদিকে মন্দির কমপ্লেক্সের মধ্যে দর্শনার্থীদের জন্য বিশাল ছাউনী দেওয়া জায়গা আছে, সেখানে রাত টুকু কাটাতে পারবেন। তারপর ভোর ৫টার পর বেরিয়ে ফেরার বাস ধরতে পারবেন।

আমি চেষ্টা করলাম যতটা ডিটেইলস লিখে বোঝানো যায়, সবটা দেওয়ার। আরো ডিটেইলস যেগুলো লিখে বোঝানো যাবে না, পেয়ে যাবেন আমার এই ভিডিওতে 👉🏻 https://youtu.be/FM4dJ_InnWI?si=fRWCb41WB8WUqhle

পর্ব ১ 👉🏻 https://www.facebook.com/share/p/1EXGNdnJi6/

পর্ব ২ || মাত্র ৩০০/- টাকায় তিরুমালার ৭টি জায়গা ঘুরে দেখা ||Date of Journey: 3rd Week of Dec.24অন্ধ্র প্রদেশের তিরুপতি...
18/03/2025

পর্ব ২ || মাত্র ৩০০/- টাকায় তিরুমালার ৭টি জায়গা ঘুরে দেখা ||
Date of Journey: 3rd Week of Dec.24

অন্ধ্র প্রদেশের তিরুপতি জেলার অন্তর্গত তিরুমালা, ভারতের আধ্যাত্মিক জায়গা গুলির মধ্যে একটি। সমুদ্রতল থেকে প্রায় ৩২০২ফুট উচ্চতায় অবস্থিত এই তিরুমালাতে ভগবান বিষ্ণু, শ্রী ভেঙ্কটেশ্বর রূপে বাস করেন বলে মনে করা হয়। তাই এই জায়গাকে 'ভূ-লোকের বৈকুণ্ঠ' বলা হয়।
তিরুপতি দর্শনের আগে কিভাবে তিরুমালার সব দর্শণীয় স্থানগুলি ঘুরে দেখবেন, কি কি দেখবেন ?

🚌 চলুন আগে জানা যাক তিরুপতি থেকে তিরুমালা পৌঁছবেন কিভাবে ??
তিরুপতি থেকে তিরুমালা মূলত তিন ভাবে যেতে পারবেন -
১. বাস - তিরুপতি থেকে তিরুমালা যাওয়ার জন্য সারাদিন বাস পাবেন। প্রতি ২০-২৫ মিনিট অন্তরই বাস ছাড়ে।
বাসের ভাড়া : বড়দের জনপ্রতি ১৬০/-(যাতায়াত মিলিয়ে), ৯০/-(একদিকে যাওয়ার ভাড়া)
ছোটদের জনপ্রতি ৯০/-(যাতায়াত মিলিয়ে), ৫০/-(একদিকে যাওয়ার ভাড়া)
২. শেয়ার কার - একদিকে যাওয়া ১০০-১২০/- জনপ্রতি
৩. রিসার্ভ কার - এর ভাড়া ডিপেন্ড করবে আপনি কিরকম গাড়ি নেবেন তার ওপর।
এই সব গাড়ি আপনারা তিরুপতি বাসস্ট্যান্ডের ঠিক কোন জায়গাতে পাবেন, সেসব আমার ভিডিওতে দেখানো আছে।

☺️বাসে যাওয়ার সুবিধা : ভাড়া কম
🥴বাসে যাওয়ার অসুবিধা : সময় বেশি লাগে এবং বাস আপনাকে নামাবে তিরুমালা বাসস্ট্যান্ডে। তারপর সেখান থেকে সরাসরি তিরুপতি দর্শনের জন্য এটিসি সার্কেলে (ATC CIRCLE) আসতে আপনাদের ক্যাব ভাড়া করতে হবে।
তবে আগে যদি তিরুমালা সাইটসিয়িং করেন, তাহলে বাস স্ট্যান্ড থেকেই শেয়ার গাড়ি পেয়ে যাবেন।

☺️ শেয়ার /রিসার্ভ গাড়িতে যাওয়ার সুবিধা : সময় কম লাগে এবং সরাসরি এটিসি সার্কেলে (ATC CIRCLE) নামতে পারবেন, তারপর সেখান থেকে তিরুমালা সাইটসিয়িং এর শেয়ার গাড়ি পেয়ে যাবেন।

বি. দ্র. তিরুপতি বালাজী স্পেশাল এন্ট্রি দর্শনের টিকিট বুকিং করার সময় চেষ্টা করবেন, টাইমিং টা দুপুরের পর রাখতে, তাহলে একদিনেই আপনারা তিরুমালা সাইটসিয়িং করে তিরুপতি দর্শনের জন্য মন্দিরে ঢুকতে পারবেন।
______________________________________________
তিরুমালাতে ঘুরে দেখার মতো ৭টি জায়গা আছে
১. শ্রী ভেনুগোপাল স্বামী মন্দির (Sri Venugopal swami temple)
২. শ্রীভারি পাদালু মন্দির (Srivari Paadalu temple)
৩. আকাশগঙ্গা (Akashganga)
৪. পাপভিনাশাম মন্দির (Papvinasham temple)
৫. রক গার্ডেন স্টোন আর্চ (Rock Garden Stone Arch)
৬. চক্রতীর্থম (Chakrateertham)
৭. জাপালী হনুমান মন্দির (Japali hanuman mandir)

💰 খরচ : এই মোট ৭টি জায়গার মধ্যে প্রথম ৬টি জায়গা শেয়ারে ঘুরতে আপনাদের জনপ্রতি লাগবে ২০০/- করে। আর যদি সাথে জাপালী হনুমান মন্দির যান তবে আরো ১০০/- টাকা জনপ্রতি বেশি। মনে মোট ৩০০/- টাকায় ৭টি জায়গা ঘুরে দেখতে পারবেন। সময় লাগবে ৩-৩.৫ঘণ্টা মতো।

আরো ডিটেইলস পেয়ে যাবেন আমার এই ভিডিওতে 👉🏻 https://youtu.be/XeEMY5GMHU8?si=He3whwmMfxqDbF1E

পর্ব ১ 👉🏻
https://www.facebook.com/share/p/18rkYqQ2Re/

|| পর্ব ১ || একদিনে তিরুপতি শহরের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখা |||| TIRUPATI LOCAL SITESEEING ||Date of our Tour : 3rd W...
06/02/2025

|| পর্ব ১ || একদিনে তিরুপতি শহরের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখা ||
|| TIRUPATI LOCAL SITESEEING ||

Date of our Tour : 3rd Week of December, 2024

তিরুপতি অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলায় একটি ব্যস্ত শহর, যা তিরুমালা পাহাড়ের কোলে অবস্থিত। প্রায় সারাবছরই প্রচুর মানুষ এই শহরে আসেন শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী / তিরুপতি দর্শনের উদ্দেশ্যে। আর এই পর্যটনকে কেন্দ্র করে তিরুপতি শহরে গড়ে উঠেছে বহু হোটেল, ধাবা ইত্যাদি।

🔴তিরুপতি যাবেন কিভাবে ?
তিরুপতি যেতে হলে রেলপথই সব চেয়ে সুবিধার। সেক্ষেত্রে আপনাকে নামতে হবে রেণীগুন্টা স্টেশনে। হাওড়া স্টেশন থেকে অনেক ট্রেন আছে রেণীগুন্টা যাওয়ার - 12863 SMVT Bengaluru SF Express, 20889 Tirupati Humsafar Express, 12245 SMVT Bengaluru Duranta Express ইত্যাদি। রেণীগুন্টা স্টেশনে নেমে সেখান থেকে অটো রিসার্ভ করে পৌঁছান তিরুপতি,
যা আমি আমার এই ভিডিও তে ডিটেইলস দেখিয়েছি 👉🏻 https://youtu.be/hceF2CQpUIg

প্রথম দিন তিরুপতি পৌঁছে, হোটেলে চেক ইন করার পর, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম তিরুপতিতে যে দর্শনীয় স্থানগুলি আছে, সেগুলি ঘুরে দেখার জন্য।

ওখানে সব সাইটসিন করাতে অটো ২৫০০-২৭০০/- চায়। তবে আপনারা বার্গেন অবশ্যই করবেন। একটা অটোতে ৪-৫জন আরামসে ধরে যায়। মোট ১২টি জায়গা আছে ঘুরে দেখার মতো।
আমরা যে দাদার অটো তে করে ঘুরেছিলাম, সেই দাদার নাম 👇🏻
🛺 বাসু +91 70930 12361
আপনারা এনার সাথে ঘুরতে পারেন, খুব ভালো ভাবে সময় নিয়ে ঘুরিয়েছিলেন উনি আমাদের। আমরা মোট ১০টি জায়গা ঘুরে দেখেছিলাম, আমাদের ২২০০/- নিয়েছিলেন।

আমরা দুপুর ১টা নাগাদ আমাদের জার্নি স্টার্ট করেছিলাম, তাই ১০টা জায়গা কভার করতে পেরেছিলাম। আপনারা যদি ১০.৩০-১১টা নাগাদ শুরু করেন ঘোরা, তাহলে ১২টা জায়গাই কভার করা সম্ভব। হোটেলে ফিরতে আমাদের প্রায় ৭-৭.৩০টা বেজেছিল।

আমরা যে জায়গাগুলি ঘুরেছিলাম -
•Kapileshwara Swamy temple : কপিল মুনি এই জায়গায় বসে মহাদেবের তপস্যা করেছিলেন। তাঁর নামেই এই মন্দিরের নামকরণ।
•Iskcon mandir
•Kodanda Rama Swamy temple
•Gangamma temple
•Govindaraja Vari temple : এই মন্দিরটির শ্রী ভেংকটেশ্বর স্বামীর দাদার নামে।
•Srinibasa Mangapuram : এই মন্দিরটি সেই মন্দির, যেখানে শ্রী ভেংকটেশ্বর স্বামী মা পদ্মাবতী(লক্ষী)কে বিয়ে করার পর তিরুমালা যাওয়ার আগে প্রথম ছয় মাস ছিলেন।
•Lalitha Peetam
•Mukkoti Shiva temple : এই মন্দিরটি অগস্ত্য মুনির আশ্রম, যা Sri Agastyeswara Swamy Vaari Devasthanam নামেও পরিচিত। মূলত মহাদেবের মন্দির এটি, তবে ভেতরে গণেশজী, রাম লক্ষণ সীতা মন্দিরও আছে।
•Vakulamatha Temple : এই মন্দিরটি শ্রী ভেংকটেশ্বর স্বামীর মায়ের মন্দির।
•Padmavati Ammawari Temple : সব কটি জায়গার মধ্যে এই মন্দিরটির বিশেষ গুরুত্ব আছে। এই পদ্মাবতী আম্মাভারি মন্দির আসলে মা লক্ষীর মন্দির। বলা হয়, তিরুপতি দর্শনের আগে যদি এই মন্দির দর্শন না করা হয়, তবে তিরুপতি দর্শন অসম্পূর্ণ থাকে। তাই তিরুপতি দর্শনের আগে এই মন্দির অবশ্যই দর্শন করবেন।

এখানে প্রত্যেকটা মন্দিরের কারুকার্য এতটাই সুন্দর যে ভাষায় প্রকাশ করা যাবে না। আর ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ এই জায়গায় ঘুরতে গেলে সব থেকে বড় প্রাপ্য যেটা, সেটা হলো দারুন আবহাওয়া।
এই গোটা জার্নিটার সম্পর্কে আরো বিস্তারিত জানতে ও দেখতে চাইলে, তার একটি ডিটেইল ট্যুর ভিডিও লিংক দিলাম, দেখতে পারেন 👇🏻
https://youtu.be/7drHFU5KqdA

বি দ্রঃ • তিরুপতি শহরে চেষ্টা করবেন বাস স্ট্যান্ডের কাছে যে হোটেল গুলি আছে, সেখানে থাকার। লোকাল সাইটসিন করার জন্য অটো, প্রাইভেট কার সব ওখানেই পাবেন।
• এখানে লোকাল লোকজন সাধারণত তেলেগু ভাষী। লোকাল ড্রাইভাররা কেউ কেউ অল্প হিন্দি বলতে পারে, বুঝতে পারে, ভাঙা ভাঙা হিন্দি ভাষা বলে, টাই এখানে গেলে হিন্দি ভাষাতে কথা বললে আপনারা সুবিধা পাবেন।

সকলকে ROVER'S VLOG এর তরফ থেকে জানাই HAPPY NEW YEAR । 2025 হোক আমাদের স্বপ্ন পূরণের বছর। সকলে দারুন ভাবে কাটান সারা বছর ...
31/12/2024

সকলকে ROVER'S VLOG এর তরফ থেকে জানাই HAPPY NEW YEAR । 2025 হোক আমাদের স্বপ্ন পূরণের বছর। সকলে দারুন ভাবে কাটান সারা বছর এবং অবশ্যই দারুন দারুন জায়গা ঘুরতে ভুলবেন না... সাথে আমি তো আছি সব informetion দেওয়ার জন্য। সাথে থাকুন, পাশে থাকুন... পথ চলা হোক এক সাথে ! 🙏🏻🎉
বেশ কিছু পার্সোনাল কারণ তিরুপাতির ভিডিও আসতে একটু দেরি হচ্ছে। তবে চিন্তা নেই, এই সপ্তাহে আসবে... সব ডিটেইলস নিয়ে..

|| তারাপীঠ ভ্রমণ ||November 2024
23/11/2024

|| তারাপীঠ ভ্রমণ ||
November 2024

।। মামা ভাগ্নে পাহাড় ও বক্রেশ্বর ।।November 2024      বীরভূম জেলার দুবরাজপুরে অবস্থিত মামা ভাগ্নে পাহাড় অন‍্যতম সুন্দর জ...
16/11/2024

।। মামা ভাগ্নে পাহাড় ও বক্রেশ্বর ।।
November 2024

বীরভূম জেলার দুবরাজপুরে অবস্থিত মামা ভাগ্নে পাহাড় অন‍্যতম সুন্দর জায়গা, যা পর্যটকদের আকর্ষণ করে। এই মামা ভাগ্নে পাহাড়টি ছোটোনাগপুর মালভূমির অন্তর্গত, যা গ্রানাইট শিলার তৈরি। প্রায় এক‌ই রকম দেখতে বলে বলে, এদের মামা ভাগ্নে বলা হয়।
এই জায়গার আশেপাশে এরকম বহু বোল্ডার ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা একে অপরের উপর ভীষণ সুন্দর ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে আছে। দীর্ঘকাল ধরে আবহবিকারের ফলে বিভিন্ন রকমভাবে ক্ষয়কার্য হয়ে চলেছে এই পাথরগুলিতে, যা দেখার মতো।
মামা ভাগ্নে পাহাড় থেকে প্রায় ৯-১০কিমি দূরে অবস্থিত বক্রেশ্বর ধাম, যেটা ৫১ সতীপীঠের মধ্যে অন‍্যতম সতীপীঠ। এখানে মায়ের দুই ভূরুর মাঝের অংশ এসে পড়েছিল। দেবী এখানে মহিষাসুরমর্দিনী রূপে পূজিত হন। মায়ের মন্দিরের পাশেই রয়েছেন বক্রেশ্বর ধামের মহাদেব মন্দির। এছাড়াও এখানকার অন‍্যতম আকর্ষণ হল এখানকার সাতটি উষ্ণ প্রস্রবণ (গরম জলের কুন্ড বলা হয়)। কুন্ডের মধ্যে কোথাও ৬০°সে. তো কোথাও ৮০°সে। টগবগ করে জল ফুটতেও দেখলাম দু-একটাতে।

একদিনে ঘুরে দেখার জন্য এই দুটি জায়গা আদর্শ। কিভাবে ট‍্যুর প্ল্যান করবে, সেটার বিবরণ দিলাম -

🚆 পৌঁছবেন কিভাবে ?
মামা ভাগ্নে ও বক্রেশ্বর ঘুরতে হলে আপনাকে নামতে হবে দুবরাজপুর স্টেশন। হাওড়া থেকে দুবরাজপুরে যাওয়ার দুটি ট্রেন রোজ চলে -
● 22321 Hool Express 6.45am - 10.27am
● 13045 Mayurakshi Express 4.25pm - 8.41pm
এছাড়া, শিয়ালদা থেকে একটি ট্রেন রোজ চলে -
●13179 Sealdah-Siuri MEMU Express 5.17pm - 9.48pm
সবথেকে ভালো, সকালের হুল এক্সপ্রেস ধরে যাওয়া...

🚗 ঘুরবেন কীভাবে ?
দুবরাজপুরে নেমে আপনাকে প্রথমে যেতে হবে মামা ভাগ্নে পাহাড়, যেটা দুবরাজপুর থেকে ২-৩কিমি দূরে। দুবরাজপুর স্টেশনের বাইরে অনেক টোটো, অটো পাবেন যাওয়ার জন‍্য।
মামা ভাগ্নে দেখার পর ওখান থেকে আপনাদের সোজা চলে যেতে হবে বক্রেশ্বর।
সবথেকে ভালো হয়, আপনারা দুবরাজপুরে একটা টোটো রিসার্ভ করে নেবেন, ওরাই আপনাকে মামা ভাগ্নে ঘুরিয়ে একেবারে বক্রেশ্বর পৌঁছে দেবে। ৩০০-৪০০/- নেবে, দরাদরি করে নিলে কম হবে (সিজন্ অনুযায়ী কম -বেশি হতে পারে)। একটা টোটো তে ৫জন ধরবে। তাই অনেকটাই কমে হবে আপনাদের।

👀 কী কী দেখবেন ?
মামা ভাগ্নে পাহাড়ে ঢুকতে কোনো প্রবেশ মূল্য নেই। এখানে ঢুকে প্রথমেই দেখবেন পাহাড়েশ্বর শিব মন্দির, পাহাড়েশ্বরী মায়ের মন্দির, মামা ভাগ্নে পাহাড়, বাঘের গুহা ইত্যাদি।
তবে এখানে একটাই সমস্যা, গোটা রাস্তা হেঁটে যেতে হবে এবং বেশ ফাকা রাস্তা, মন্দির সংলগ্ন জায়গা ছাড়া মাঝে লোক নেই, কোনোরকম ডিরেকশন গাইড দেওয়া নেই। আমার ভিডিও তে পুরোটা দেখানো আছে, দেখে নিন, আপনাদের তাহলে অসুবিধা হবে না যেতে। নিচে ভিডিও লিঙ্ক দেওয়া আছে...

মামা ভাগ্নে দেখে বক্রেশ্বর চলে আসুন, টোটো তে ১ঘন্টা মতো লাগবে। বক্রেশ্বর পৌঁছে, ওখানে ঢুকতে গেলে জনপ্রতি ১০টাকার টিকিট কাটতে হবে।
আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে গেলেও অসুবিধা নেই, ওখানে পার্কিং করা যায়। পার্কিং ডিটেইলস আমার ভিডিও তে পেয়ে যাবেন।
ওখানে সব কুন্ড গুলি দেখুন, চাইলে স্নান করার ব‍্যবস্থাও আছে একটি কুন্ডে। তবে জলটা নোংরা দেখলাম তাতে...
এরপর, পাশেই সতীপীঠের মন্দির, সেখানে গিয়ে মায়ের এবং মহাদেবের দর্শন করুন। চাইলে পুজো দিতে পারেন। মন্দিরের বাইরে পুজোর ডালা কেনার দোকান আছে। বক্রেশ্বর ধামে মহাদেবের পুজো দেওয়ার সব তথ্য আমার ভিডিও তে পেয়ে যাবেন। তবে, ওখানে পূজারীদের পাল্লায় পড়বেন না।

🍛🥘 খাবেন কোথায় ?
ওখানে মন্দিরের বাইরে প্রচুর খাওয়ার হোটেল আছে, বেশ সস্তা, কিন্তু খাবারের স্বাদ বেশ ভালো। আমরা ৭০/- টাকায় ফিস মিল খেয়েছিলাম। ভেজ মিল ৫০/-।

🏘️ থাকবেন কোথায় ?
যদি বক্রেশ্বরে এক রাত থাকতে চান তবে, মন্দির চত্বরে অনেক হোটেল-লজ আছে, অল্প খরচে থাকার জন‍্য।

বি. দ্র. যদি দিনের দিন বাড়ি ফিরতে চান তবে, বক্রেশ্বর থেকে ফেরা একটু মুস্কিল। দুপুর ১.৫৭এর ময়ূরাক্ষী এক্সপ্রেস যদি ধরতে পারেন তবেই, নাহলে হয় বক্রেশ্বরে থেকে যেতে হবে, কিংবা ওখান থেকে গাড়ি বা অটো ধরে তারাপীঠ চলে যেতে পারেন।
পুরো ডিটেইলস ভিডিও লিংক দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য, দেখে নিতে পারেন
https://youtu.be/6GQ99EKK57Q?si=3UNuQ2LGwFnN9iMd

যতদূর চোখ যায়, শুধুই অবাক হয়ে চেয়ে থাকা..! প্রকৃতি সত্যিই বড়ই সুন্দর...
12/11/2024

যতদূর চোখ যায়, শুধুই অবাক হয়ে চেয়ে থাকা..! প্রকৃতি সত্যিই বড়ই সুন্দর...

যতো অহংকার, যতো ঘৃণা...অভিমান, অপমান !সব কিছুর সমাপ্তি এখানেই...      খুব তাড়াতড়িই আসছে নতুন পর্ব, নতুন গল্প...
10/11/2024

যতো অহংকার, যতো ঘৃণা...অভিমান, অপমান !
সব কিছুর সমাপ্তি এখানেই...
খুব তাড়াতড়িই আসছে নতুন পর্ব, নতুন গল্প...

Address

Baranagar
Kolkata

Telephone

+918961781785

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rover's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rover's Vlog:

Share

Category