
24/03/2025
পর্ব ৩ || তিরুপতি দর্শন পদ্ধতি ||
Date of Journey: 3rd Week of Dec.24
আগের পর্বে আমি আপনাদের জানিয়েছিলাম কি ভাবে তিরুপতি থেকে তিরুমালা পৌঁছে তিরুমালা সাইটসিয়িং করেছিলাম। তাতে কত খরচ হয়েছিল, কোন কোন জায়গা ঘুরেছিলাম ইত্যাদি।
পর্ব ২ 👉🏻 https://www.facebook.com/share/p/1YcRTBENhL/
তিরুমালা সাইটসিয়িং করে শেয়ার গাড়ি আপনাদেরকে এটিসি সার্কেলে (ATC CIRCLE) নামিয়ে দেবে তিরুপতি বালাজী দর্শনের জন্য।
এটিসি সার্কেলের আশেপাশে জুতো রাখার অনেক জায়গা আছে, ফ্রী তে জুতো রাখা যায় সেখানে। কিন্তু এখানে একটি সমস্যা আছে। এই জুতো রাখার ঘরগুলিতে কোনরকম নিরাপত্তা ব্যবস্থা নেই, আপনার জুতো অন্য কেউ পড়ে চলে গেলে তার হদিস পাবেন না। তাছাড়া, আপনি যে গেট দিয়ে দর্শন করতে ঢুকবেন, বেরোবেন একদমই অন্য গেট দিয়ে। তখন হন্যে হয়ে ওই জুতো ঘর খুঁজে বেড়াতে হবে। তাহলে উপায় কি !!? 🤔
আমরা যেটা করেছিলাম, সেটা হলো... জুতো খুলে যে যার ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। এতে সুবিধা কোথায় !?? বলছি বলছি...
দর্শন করতে ঢোকার আগে আপনাদের ব্যাগ, মোবাইল সব নির্দিষ্ট জায়গায় জমা দিতে হবে, বদলে ওরা একটা কুপন দেবে। এই জমা দেওয়া ফ্রী অফ কস্ট। ফেরত নেওয়ার সময় নির্দিষ্ট জায়গা থেকে ওই কুপন দেখিয়ে ফেরত নিতে হবে। এবারে যেহেতু আপনি আপনার ব্যাগের মধ্যেই জুতো রেখে দিয়েছেন, তাই আলাদা করে আর জুতোর জন্য হন্যে হয়ে ঘুরতে হবে না। এবার এই যে ব্যাগ, মোবাইল ফেরত নেওয়ার নির্দিষ্ট জায়গা, এটিও অন্য এক প্রান্তে। দর্শন করে বেরিয়ে অনেকটা হাঁটা এবং কোনদিকে যাবেন তখন সঠিক পথ খুঁজে পেতেও সমস্যা। আমার ভিডিওতে সেটা খুব ভালো ভাবে দেখানো আছে, কোন দিক দিয়ে গেলে সহজেই ওই মোবাইল, ব্যাগ ফেরত নেওয়ার লোকেশনে পৌঁছবেন, পরিষ্কার ভাবে দেখিয়েছি, দেখে নেবেন..আপনাদের সুবিধা হবে তাতে।
এখানে আরেকটি বিষয়ও বলে রাখি, মোবাইল, ব্যাগ ফেরত নেওয়ার সময় ওই কাউন্টারে বসে থাকা লোকগুলো সকলের থেকে হেল্প, চা পানি ইত্যাদির নামে ৫-১০টাকা চায়, সাফ না বলবেন (অবশ্যই ব্যাগ, মোবাইল ফেরত নেওয়ার পর। নাহলে ব্যাগ, মোবাইল দেরি করে দিচ্ছিল, দাঁড় করিয়ে রাখছিল ইচ্ছে করে)। মনে রাখবেন, ওখানে ব্যাগ, মোবাইল জমা রাখার জন্য কোনো টাকা দিতে লাগে না।
এবার আসি দর্শন পদ্ধতি নিয়ে...
দর্শন করতে ঢোকার আগে অবশ্যই বেশি করে খাবার খেয়ে নেবেন, কারণ ভেতরে ঢুকে গেলে কোনরকম খাবার খেতে আর পারবেন না যতক্ষন না দর্শন করে বেরিয়ে আসছেন। শুধু জলটুকু রাখতে পারবেন সাথে।
এটিসি সার্কেলে ঢোকার সময় আপনাকে স্পেশাল এন্ট্রি দর্শনের টিকিটের প্রিন্ট দেখাতে হবে। তারপর বেশ অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে, লম্বা লাইন পড়ে। এবার এটা আপনার কপাল যে আপনারা যে সময় যাবেন সেই সময় ভিড় কতটা হবে। আমরা এই জায়গাটা প্রায় ৭০শতাংশ বিন্দাস ফাঁকায় ফাঁকায় চলে গেছিলাম, শেষ ৩০শতাংশে এসে ভিড়, লাইন পেয়েছিলাম।
একটা জায়গায় পৌঁছে আপনাকে মোবাইল, ব্যাগ জমা দিতে হবে (তবে মানিব্যাগ, ছোট পার্স বা মেয়েদের ছোট সাইড ব্যাগ নিয়ে ঢুকতে দেয়)। তারপর চেক ইন হবে, আপনার টিকিট ভেরিফিকেশন হবে, অরিজিনাল আধার কার্ড সাথে রাখবেন, সেটাও ভেরিফিকেশন হবে। তারপর আবার লাইন দিয়ে নিয়ে যাবে একটা বিশাল হল ঘরে। সেখানে প্রায় ১-২ ঘণ্টা (কম বেশি হতে পারে) বসতে হবে আপনাকে। এর পর আবার হাঁটা, লাইন দেওয়া।
আমরা বিকেল ৫টা নাগাদ ঢুকে, প্রায় ৮টা নাগাদ দর্শন করতে পেরেছিলাম। এবার এই সময়টা সবসময় এক হয় না, ভিড়ের ওপর নির্ভর করে। স্পেশাল এন্ট্রি দর্শনের টিকিট থাকলে এরকম ৩-৫ ঘণ্টার মধ্যেই সাধারণত দর্শন হয়ে যায়, তবে কপাল খারাপ থাকলে সেটা কখনো কখনো ৬-৭ ঘন্টাও হতে পারে, বিশেষ করে পিক সিজিনে। আর যদি আপনি ফ্রী দর্শনের লাইনে দাঁড়ান, তবে তাতে ১০-১২ ঘণ্টা সময় লাগে। তাই ৩০০টাকা দিয়ে স্পেশাল এন্ট্রি দর্শনের টিকিট কেটে যাওয়াই ভালো। সেই টিকিট কিভাবে ও কখন কাটবেন তার একটা ডিটেইল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন যদি প্রয়োজন হয়। লিংক দিয়ে দিলাম 👇🏻
https://youtu.be/dwQtTVwNtuY?si=RZA5wLvvnz2We7_8
📌 তিরুপতি বালাজী দর্শন করতে ঢোকার সময় নিয়ম - ছেলেদের যেকোনো জামার সাথে মূলত ধুতি পড়তে হবে (তবে অনেকে পাজামাও পড়েন)। আর, মেয়েদের ক্ষেত্রে শাড়ি (অনেকে চুড়িদারও পড়েন)।
📌 জরুরি টিপস্ : তিরুপতি বালাজী দর্শনের সময়, যখন মূল মন্দিরে ঢুকবেন, তখন লাইনটা ৩টে সমান্তরাল লাইনে ভাগ করে যাবে। আপনারা চেষ্টা করবেন একদম ডান দিকের লাইনটা ধরার, তাতে ভগবানের দর্শন ভালো করে করার সুযোগ থাকে।
এবার দর্শন করে বেরিয়ে আগে মন্দিরের পাশ দিয়ে চলে যান ফ্রী লাড্ডু সংগ্রহ করতে। একান্তই চিনতে না পারলে, কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন। আপনার স্পেশাল এন্ট্রি দর্শনের টিকিটটি দেখালে ফ্রী লাড্ডু পেয়ে যাবেন (জন্য প্রতি একটি করে)। এছাড়া আপনারা আলাদা করে লাড্ডু ওখানে থেকে কিনতেও পারবেন।
লাড্ডু নেওয়ার পর, চলে যান ব্যাগ, মোবাইল সংগ্রহ করতে। এই সব করতে করতে মোটামুটি রাত ১০.৩০-১০.৪৫টা বেজেছিল আমাদের। তারপর, যেকোনো গেট দিয়ে বেরিয়ে পড়ুন, দেখবেন অনেক শেয়ার গাড়ি, ক্যাব পাবেন। যেকোনো একটিতে উঠে চলে আসুন তিরুমালা বাস স্ট্যান্ডে (আমরা ৩জন ছিলাম, একটা গাড়ি ২০০/- নিয়েছিল তিরুমালা বাস স্ট্যান্ডে পৌঁছে দিতে)। রাত ১১.৩০-১২টা পর্যন্ত বাস চলে এখানে তিরুপতি ফেরার। টিকিট কেটে বাসে উঠে তিরুপতি ফিরে আসুন...
❓❗😨 যদি দর্শন করতে মাঝরাত হয়ে যায়, ফেরার কোনো গাড়ি না থাকে, তখন কি করবেন 😨❗❓
তাতেও চিন্তা নেই, তিরুপতি মন্দিরের উল্টোদিকে মন্দির কমপ্লেক্সের মধ্যে দর্শনার্থীদের জন্য বিশাল ছাউনী দেওয়া জায়গা আছে, সেখানে রাত টুকু কাটাতে পারবেন। তারপর ভোর ৫টার পর বেরিয়ে ফেরার বাস ধরতে পারবেন।
আমি চেষ্টা করলাম যতটা ডিটেইলস লিখে বোঝানো যায়, সবটা দেওয়ার। আরো ডিটেইলস যেগুলো লিখে বোঝানো যাবে না, পেয়ে যাবেন আমার এই ভিডিওতে 👉🏻 https://youtu.be/FM4dJ_InnWI?si=fRWCb41WB8WUqhle
পর্ব ১ 👉🏻 https://www.facebook.com/share/p/1EXGNdnJi6/