
21/05/2025
মেঘ পরী অই উড়ে যায় দেখো, হাতে নিয়ে তুলোর মতো পাজা করা মেঘ, ঠোঁটের কোণে একটু হাসি, যেনো হারিয়ে দেয়া খেলার রেস, পিছে ফেলে সবাইকে।
হেরে যাওয়ার কস্টে ছলছল চোখে দেখি,
মেঘ পরীর মেঘে ভেসে যাওয়া, স্বর্গের পানে তার ইচ্ছের পাখনা মেলা।।