
25/02/2024
আমরা মেইনস্ট্রিম মিডিয়া থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর তরফ থেকে একটি যৌন নির্যাতনের অভিযোগের কথা জানতে পারি।ছাত্রীটির অভিযোগ তারই বিভাগের এক অধ্যাপক তাকে প্রথমে কু-প্রস্তাব দেয়।সম্মতি না পেয়ে পরে দুই ছাত্রের মাধ্যমে আবার প্রস্তাব পাঠায়।আমরা আমাদের পত্রিকা মঞ্চের তরফ থেকে এই খবর নিয়ে চিন্তিত।আমরা মনে করি না যে কোন অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই এককথায় মেনে নিতে হবে,কিন্তু আমরা জানি নানা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং তারা এই নির্যাতনের কথা প্রকাশ্যে বলতে পারে না।আমরা আমাদের তরফ থেকে কতগুলি কনসার্ন প্রকাশ করতে চাই-
১)অভিযোগ নিয়ে যাদবপুর কর্তৃপক্ষ তদন্ত করুক,এবং এই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনুক।
২)অভিযুক্ত ব্যক্তি যেন কোনোভাবেই তার সামাজিক বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তদন্ত প্রভাবিত করতে না পারে।
৩)যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আবেদন তারা এরকম ঘটনা ঘটে থাকলে তা প্রকাশ্যে আনুক।পরিস্থিতির কারণে তার মানসিক চাপ সৃষ্টি হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।আর কিছু পারি না পারি অন্তত অভিযোগটি প্রকাশ্যে এনে দিতে পারি,আপনার হয়ে।
সবাই লিঙ্গ-সংবেদী ক্যাম্পাস গড়ার জন্য উদ্যোগী হও।