Boxes And Beyond

  • Home
  • Boxes And Beyond

Boxes And Beyond A magazine initiative.

আমরা মেইনস্ট্রিম মিডিয়া থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর তরফ থেকে একটি যৌন নির্যাতনের অভিযোগের কথা জানতে পারি।ছাত...
25/02/2024

আমরা মেইনস্ট্রিম মিডিয়া থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর তরফ থেকে একটি যৌন নির্যাতনের অভিযোগের কথা জানতে পারি।ছাত্রীটির অভিযোগ তারই বিভাগের এক অধ্যাপক তাকে প্রথমে কু-প্রস্তাব দেয়।সম্মতি না পেয়ে পরে দুই ছাত্রের মাধ্যমে আবার প্রস্তাব পাঠায়।আমরা আমাদের পত্রিকা মঞ্চের তরফ থেকে এই খবর নিয়ে চিন্তিত।আমরা মনে করি না যে কোন অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই এককথায় মেনে নিতে হবে,কিন্তু আমরা জানি নানা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং তারা এই নির্যাতনের কথা প্রকাশ্যে বলতে পারে না।আমরা আমাদের তরফ থেকে কতগুলি কনসার্ন প্রকাশ করতে চাই-

১)অভিযোগ নিয়ে যাদবপুর কর্তৃপক্ষ তদন্ত করুক,এবং এই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনুক।

২)অভিযুক্ত ব্যক্তি যেন কোনোভাবেই তার সামাজিক বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তদন্ত প্রভাবিত করতে না পারে।

৩)যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আবেদন তারা এরকম ঘটনা ঘটে থাকলে তা প্রকাশ্যে আনুক।পরিস্থিতির কারণে তার মানসিক চাপ সৃষ্টি হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।আর কিছু পারি না পারি অন্তত অভিযোগটি প্রকাশ্যে এনে দিতে পারি,আপনার হয়ে।

সবাই লিঙ্গ-সংবেদী ক্যাম্পাস গড়ার জন্য উদ্যোগী হও।

Dear Readers,Or, maybe we should call you a friend! Or a critic. Maybe a fellow activist? Anyhow, we would like to take ...
03/02/2024

Dear Readers,

Or, maybe we should call you a friend! Or a critic. Maybe a fellow activist? Anyhow, we would like to take a few moments to express our gratitude towards you as you read on. With times decaying and turning dark, the post-COVID and fascist backdrop has called upon a war inside our heads. We are coping, struggling, and still dreaming; and few such dreamers have come together with a common goal.

"Boxes and Beyond" is an independent students' magazine platform that discusses, debates, and protests through art forms against the various boxes of oppression.

Good news!! The magazine was published for the second time at the Kolkata Book Fair, 2024! From active discussions to fervent writings; from meagre fund collection for publication to typesetting; from scouting a table at the Little Magazine Pavilion to hawking within the fair premises - all the hard work has definitely paid off. Moreover, the excitement and the responses have been overwhelming.

You may still collect the magazine by contacting us through our page.

This magazine is dedicated -

"To the oppressed,
And to those who suffer with them
And fight by their side."

Team Boxes and Beyond

সেঞ্চুরি! হ্যাঁ, মাত্র তিনদিনে একশোর ও বেশি পাঠকের হাতে হাতে পৌঁছে গেল আমাদের Boxes & Beyond... আপনিও চলে আসুন বইমেলায়,...
24/01/2024

সেঞ্চুরি!
হ্যাঁ, মাত্র তিনদিনে একশোর ও বেশি পাঠকের হাতে হাতে পৌঁছে গেল আমাদের Boxes & Beyond...
আপনিও চলে আসুন বইমেলায়, শীঘ্রই সংগ্রহ করুন আপনার কপি... আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম...✨

অপেক্ষার অবসান! Boxes & Beyond বইমেলা সংখ্যা- ২০২৪ আজ থেকে থাকছে কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। চলে আসুন বইমেলা প্রাঙ্গনে ...
21/01/2024

অপেক্ষার অবসান!
Boxes & Beyond বইমেলা সংখ্যা- ২০২৪ আজ থেকে থাকছে কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। চলে আসুন বইমেলা প্রাঙ্গনে ৯ নং গেটের কাছে লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নে টেবিল নং ২৪, ১১৪, ১২৯ কিংবা ১৬৩ তে।
আপনার কপি সংগ্রহ করুন, পড়ুন এবং মূল্যবান মতামত পাঠিয়ে দিন আমাদের কাছে। অপেক্ষায় রইলাম...

আমাদের সমাজে ক্ষমতাতন্ত্রের নানা স্তর দেখা যায়। যে কোনও বিষয়কে কেন্দ্র করে একটি 'স্বাভাবিক'- এর নির্মাণ করা হয়, আর সেই ত...
09/12/2023

আমাদের সমাজে ক্ষমতাতন্ত্রের নানা স্তর দেখা যায়। যে কোনও বিষয়কে কেন্দ্র করে একটি 'স্বাভাবিক'- এর নির্মাণ করা হয়, আর সেই তথাকথিত স্বাভাবিক বাদ দিয়ে বাকিটাকে দাগিয়ে দেওয়া হয় 'অস্বাভাবিক' বা 'অপর' হিসেবে। এক্ষেত্রে স্বাভাবিক- এর সাপেক্ষে কাজ করে নানা ট্যাবু। যেমন- উচ্চতা, গায়ের রঙ, জাত, ধর্ম, জাতি, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি ইত্যাদি। একটা বাক্সের মধ্যেও আবার অনেক'কটা বাক্সের নির্মাণ হয়। যেমন- লম্বা মেয়ে বেঁটে ছেলেকে বিয়ে করে না। আবার, মেয়েটি লম্বা হলেও মেয়ে হবার কারণে কোনও বেঁটে ছেলের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। আবার, একটা বড়লোক মেয়ে যতটা নিরাপত্তাহীনতায় ভোগে গরীব মেয়ে ভোগে অনেক বেশি। একটা গরীব ফর্সা মেয়ের তুলনায় গরীব কালো মেয়ে অনেক বেশি অবজ্ঞার শিকার হয়। সব বাক্স না ভাঙ্গলে মুক্তি আছে কি মানবজাতির!

সমাজের প্রচলিত ব্যবস্থার বাইরে যারা প্রত্যহ বেঁচে রয়েছেন বাক্সটিকে অগ্রাহ্য ক'রে, তাদের জীবন-অভিজ্ঞতা, তাদের অনুভূতিগুলোর সঙ্গে যদি একাত্মই না হতে পারি আজ, তবে নিজের চারপাশে থাকা অদৃশ্য খোপটিকে অগ্রাহ্য করবো কী করে! চিনবোই বা কী করে তার অস্তিত্ব! কে বলতে পারে এই না-জানা জীবনের গল্পগুলোর মধ্যে কত বারুদ জমা হয়ে রয়েছে! পোষ মেনে থাকা মানব সভ্যতা গল্প শোনার অভ্যেস হারিয়েছে। তাই, তার চোখেও আর স্বপ্নের রঙ খেলেনা। অথচ সমস্ত অবদমনকে অগ্রাহ্য ক'রে মানুষের বেঁচে থাকার জেদ প্রতিদিন সাহস জোগায় নতুন করে দেখার, ভাবার, বাঁচার, ভালোবাসাকে চিনতে শেখার। তাই "Boxes and Beyond" রওয়ানা দিল মুক্ত সেই পৃথিবীর পথে "ওই সাতরঙা রামধনু থেকে প্রজাপতি রঙ মেখে মেখে" ছড়িয়ে যেতে অজস্র ডানায়, আরো অসংখ্য রঙে।
প্রাণ-প্রকৃতি যেখানে বৈচিত্র‍্যময় সেখানে মানুষের প্রাণ-বৈচিত্র‍্যকে খর্ব ক'রে খোপে বদ্ধ ক'রে রাখা হবে কেন? এই প্রশ্নকে বারবার তোলা কি অন্যায্য!

পত্রিকার পাতায় বন্ধুদের আগল-ভাঙা চিন্তা, ঘৃণা, ক্ষোভ, প্রেম, বিরহ, দুঃখ, স্বপ্ন সব কিছুই মূর্ত হয়ে উঠুক, এই আমাদের কামনা। আগ্রহী হলে, প্রাসঙ্গিক যেকোনো অভিজ্ঞতা, লেখা, আঁকা, নিজের নামে বা ছদ্মনামে আগামী ২৫ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে নিম্নলিখত নম্বরে যোগাযোগ করে অবশ্যই পাঠাবেন।

বন্ধুদের অংশগ্রহণের আশায় রইলাম।

অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

"যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া,জীবনের কথা বলা গানের মহড়া যেনসব্বার জন্যে, সব্বার জন্যে"রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার স...
18/05/2023

"যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া,
জীবনের কথা বলা গানের মহড়া যেন
সব্বার জন্যে, সব্বার জন্যে"

রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ শরন সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার প্রতিবাদে দিল্লীতে আন্দোলনরত ভারতীয় কুস্তিগীরদের সংহতিতে, বাংলার সাধারণ ছাত্র-ছাত্রীদের পত্রিকা উদ্যোগ 'Boxes And Beyond' কর্তৃক আয়োজিত পথসভা।
আজ, যাদবপুর 8B তে।

ময়দান থেকে রাজপথঃ ক্রীড়াক্ষেত্রে মেয়েদের লড়াই

উৎসব। একের পর আরেক। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সাফল্যের পর Boxes and Beyond আবার থাকছে লিটল ম্যাগাজিন মেলায়। আগামী ২৩,...
22/02/2023

উৎসব। একের পর আরেক। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সাফল্যের পর Boxes and Beyond আবার থাকছে লিটল ম্যাগাজিন মেলায়। আগামী ২৩,২৪ এবং ২৫শে ফেব্রুয়ারী দেখা হচ্ছে কলেজ স্কোয়ারে। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৯ টা অবধি। আপনারাও আসুন। অপেক্ষায় রইলাম।

"হাত থেকে হাতে বুক থেকে বুকে করে দেব গোপনে পাচার,ভালবাসার নিষিদ্ধ ইস্তেহার, ভালবাসার নিষিদ্ধ ইস্তেহার..."এই "ভালোবাসার ন...
03/02/2023

"হাত থেকে হাতে বুক থেকে বুকে করে দেব গোপনে পাচার,
ভালবাসার নিষিদ্ধ ইস্তেহার, ভালবাসার নিষিদ্ধ ইস্তেহার..."

এই "ভালোবাসার নিষিদ্ধ ইস্তেহার" Boxes and Beyond পৌঁছে যেতে শুরু করেছে বিভিন্ন হাতে হাতে... সমাজের প্রতিটি মানুষকে আপন করে নেওয়ার, নতুন ভাবে ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার এই কাজটা সুনিপূণ দক্ষতায় করে চলেছে একদল প্রাণচঞ্চল যোদ্ধা।
আপনারাও আসুন, দেখুন, ভালো লাগলে সংগ্রহ করুন।
আমরা থাকছি আগামী ১২ই ফেব্রুয়ারী পর্যন্ত কলকাতা আন্তর্জাতিক বইমেলার লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে স্টল নং ৪৯ এ।
দেখা হচ্ছে...❤️✊

Finally reached Book Fair! ❤️❤️✊Find us at Little Magazine Pavilion Table no. 49 (near gate no. 9)
01/02/2023

Finally reached Book Fair! ❤️❤️✊

Find us at Little Magazine Pavilion Table no. 49 (near gate no. 9)



"ওরে, চারি দিকে মোর                এ কী কারাগার ঘোর -ভাঙ ভাঙ ভাঙ কারা, আঘাতে আঘাত কর।"সমস্ত রকম সামাজিক সংকীর্ণতার ঊর্ধ্...
31/01/2023

"ওরে, চারি দিকে মোর
এ কী কারাগার ঘোর -
ভাঙ ভাঙ ভাঙ কারা, আঘাতে আঘাত কর।"

সমস্ত রকম সামাজিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জীবনের ছকভাঙা কিছু গল্প শোনাতে তৈরী Boxes and Beyond। আপনারাও তৈরী তো? চলে আসুন কলকাতা আন্তর্জাতিক বইমেলার লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে ৪৯ নং স্টলে।
দেখা হচ্ছে...❤️✊

29/01/2023

সমাজের সব বাধাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার, সমাজের একজন হয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার গল্প শোনাতে আসছে Boxes and Beyond। প্রথম আত্মপ্রকাশেই আমরা হাত বাড়িয়েছি আপনাদের উদ্দেশ্যে... আপনারা সাড়া দেবেন তো? দেখা হচ্ছে কলকাতা বইমেলায় লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে...

"Boxes and Beyond" starts its journey in the trails of that "World of freedom" to scatter in thousands of wings and innu...
19/01/2023

"Boxes and Beyond" starts its journey in the trails of that "World of freedom" to scatter in thousands of wings and innumerable colours. When nature itself is so diverse then why should the diversity of human life be confined in boxes? Is it unfair to raise these questions again and again?

For the very first time, "Boxes and Beyond" magazine is to be published in Kolkata International Book Fair '23, completely on the general students' initiative. We request you to join in and also support us financially in the publication of this magazine in whatever amount you desire. Let us come together to listen to the forbidden tales of love...
For contribution:

Aditi Dasmahapatra
Account no: 34883875894
IFSC- SBIN0009890

Google pay, Phone pe - 7872965208

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Boxes And Beyond posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share