07/12/2022
আনন্দ সংবাদ! আনন্দ সংবাদ! আনন্দ সংবাদ!
এসে গেল 'অফস্ফ ২০২২!' আগামী ১০ ও ১১ই ডিসেম্বর, যাদবপুরের ইন্দুমতী সভাগৃহ। সবাইকে সাদর আমন্ত্রণ।
কী ভাবছেন? 'এক্সপো' বা 'লেক্সপো'-র ধারায় একটা নতুন কোনও মেলা? ধরেছেন একপ্রকার ঠিকই, মেলা তো বটেই, তবে কিনা এখানে জানলার পর্দা, লেপের ওয়াড়, কিম্বা বিছানার চাদর মেলে রাখা নেই; বরং রয়েছে এমন একটা জিনিস, বিদ্বজনের ভাষায় যাকে বলে 'ছোঃ ছঃ', অর্থাৎ কিনা 'ছোট ছবি।'
আজ্ঞে হ্যাঁ। স্বনামধন্য পরিচালক শ্রী প্রদীপ্ত ভট্টাচার্যের ছাত্রছাত্রী ও সহযোগীদের নিজস্ব ব্যানারের ছোট ছবির উৎসব Our Films Short Fest, সংক্ষেপে অফস্ফ, এই নিয়ে পড়ল তৃতীয় বছরে। এই বছরে কলেবরে বৃদ্ধি হয়েছে অনেকটাই - 'অনলাইন' তকমা ঝেড়ে ফেলে এক্কেবারে ফিসিকাল উৎসব, রীতিমত হল ভাড়া করে। এই বছরেই 'শুধুমাত্র সদস্যদের জন্য'-র গণ্ডি ছাড়িয়ে ফেস্টিভ্যাল হয়েছে সাধারণের জন্য উন্মুক্ত, হয়ে গেছে 'কম্পিটিটিভ', রয়েছে পুরস্কারের সংস্থান! সদস্যদের তৈরি ছবি ছাড়াও ভারত ও বাংলাদেশের বাছাই করা ১৮টি ছবি দেখতে পাওয়া যাবে এই উৎসবে, প্রবেশমূল্য ছাড়াই।
তবে আর দেরি কেন? সামনের শনি রবি হাতের কাজগুলো মুলতুবি রাখুন, চলে আসুন এই ছোঃ ছঃ উৎসবে। বিদ্বজনের ভাষায় - নইলে ভবিষ্যতে পাত্র/পাত্রী জোটানো মুশকিল হয়ে যেতে পারে!
তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ইন্দুমতী সভাগৃহে! আর হ্যাঁ, শর্টথট প্রযোজিত একটা ছবিও রয়েছে এই উৎসবে - মায়ানিমগ্ন। না দেখলেই 'ম্যাডাম' নয়, এক্কেবারে 'মিস।'