16/04/2025
পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার শীর্ষ পর্যটন কেন্দ্রসমূহ:
*দার্জিলিং জেলা*
- দার্জিলিং (হিমালয় দৃশ্য, টয় ট্রেন, চা বাগান)
- কুরসিওং (হিল স্টেশন, অর্কিড)
- মিরিক (হিল স্টেশন, হ্রদ)
- ঘুম (উচ্চতম রেলওয়ে স্টেশন)
-রক গার্ডেন
- বাতাসিয়া লুপ
- লাভারস্ ভিউ পয়েন্ট
- টাইগার হিল
-চিড়িয়াখানা
*কালিম্পং জেলা*
- পেডং (দৃশ্যমান দৃশ্য)
- কালিম্পং (হিল স্টেশন, বৌদ্ধ আশ্রম)
*জলপাইগুড়ি জেলা*
- গোরুমারা জাতীয় উদ্যান (বন্যজীবন)
- চাপ্রামারী বন্যপ্রাণী অভয়ারণ্য (হাতি)
- লাটাগুড়ি (জঙ্গলে)
- মূর্তি (নদী)
- ডুয়ার্স (চা বাগান)
- জটিলেশ্বর (মন্দির)
-বাবা জল্পেশ ধাম(তীর্থস্থান)
*শিলিগুড়ি (মহানগর)*
-সালুগড় আশ্রম
-বেঙ্গল সাফারি পার্ক
-দার্জিলিং হিমালয় রেলওয়ে
-ইসকন মন্দির
-মধুবন পার্ক
-উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র
-সিপাহী ধুরা চা বাগান
*আলিপুরদুয়ার জেলা*
- জলদপাড়া জাতীয় উদ্যান (বন্যজীবন)
- বাক্সা টাইগার রিজার্ভ (বাঘ)
- জয়ন্তী (পাহাড়, গুহা)
- মাদারিহাট (জংগল)
*কোচবিহার জেলা*
- কোচ বিহার প্যালেস (রাজকীয় প্যালেস)
- রাসিক বিল পাখি অভয়ারণ্য (পাখি)
- মদন মোহন মন্দির (হিন্দু মন্দির)
- রাস মেলা (উৎসব)
-রাজবাড়ি(প্রাচীন দর্শনীয় স্থান)
*উত্তর দিনাজপুর জেলা*
- কুলিক পাখি অভয়ারণ্য (পাখি)
-কর্ণজোড়া সংগ্রহশালা ও পার্ক(দৃশ্য)
-কুনোর(কাদামাটি ও পোড়া মাটির জিনিস)
-সাপ নিকলা ফরেস্ট
*দক্ষিণ দিনাজপুর জেলা*
- বালুরঘাট (ঐতিহাসিক স্থান)
- বানোগ্রা (স্থাপত্য সাইট)
-বানগড়(ঐতিহাসিক স্থান)
- লালদীঘি পার্ক
*মালদা জেলা*
- গৌর বা গৌড় (ঐতিহাসিক সাইট)
- পান্ডুয়া (ঐতিহাসিক স্থান)
- আদিনা মসজিদ (সুলতান সিকান্দার শাহ নির্মাতা)
- ফিরোজ মিনার (স্মৃতিস্তম্ভ)
-পান্ডুয়া (ঐতিহাসিক স্থান)
-জগজীবনপুর বৌদ্ধবিহার ( পাল আমলের)
-দাখিল দরওয়াজা(ঐতিহাসিক স্থাপত্য)
-লুকোচুরি দরওয়াজা(স্থাপত্য)
-চিকা মসজিদ( সুলতান ইউসুফ শাহ নির্মাতা)
-রামকেলি মন্দির(চৈতন্য মহাপ্রভু এসেছিলেন)
-বারোদুয়ারি মসজিদ(বৃহত্তম স্মৃতিস্তম্ভ)
-একলাখী সমাধিসৌধ(সমাধিসৌধ)
-চাঁচল(রাজবাড়ী)
-
* মুর্শিদাবাদ জেলা *
- হাজারদুয়ারি প্যালেস (রাজকীয় প্যালেস)
- ইমামবাড়া (মসজিদ)
- কাতরা মসজিদ (মসজিদ)
- খোশবাগ (পার্ক)
- কর্ণসুবর্ণা ( বৌদ্ধ আশ্রম)
- ফারাক্কা ব্যারেজ ( বাঁধ)
-কিরিটেশ্বরী মন্দির
-জগবন্ধু ধাম
-রামনগর
-ফরিদপুরে ফরিদ শাহ্ সমাধি
-মীর মদনের সমাধি
-বাবলা গ্রাম ভাষা আন্দোলনের শহীদ বরকতের জন্মস্থান
*বীরভূম জেলা*
- শান্তিনিকেতন (বিশ্ব-ভারত বিশ্ববিদ্যালয়)
- Tarapith (temple)
- কেন্দুলি ( কবি জয়দেবের জন্মস্থান, বিতর্কিত)
- নানুর ( কবি চন্ডীদাসের জন্মস্থান )
- বক্রেশ্বর ( উষ্ণ বসন্ত)
-তারাপিঠ(মন্দির)
-একচক্রা(নিতাই ধাম
- পাথরচপুরী " দাতা বাবার মাজার"
- মামা -ভাগ্নে পাহাড়
- নলাটেশ্বরী মন্দির।
* বর্ধমান জেলা *
- বর্ধমান (মহল, কৃষ্ণ সায়ের)
- কাটোয়া (ঐতিহাসিক স্থান)
- Churulia (birthplace of poet Kazi Nazrul Islam)
-কার্জন গেট (দৃশ্য)
-গোলাপবাগ ও দার-উল-বাহার
-খ্রিস্ট চার্চ
-বর্ধমান ১০৮ শিব মন্দির(প্রাচীন মন্দির)
-সর্বমঙ্গলা মন্দির(প্রাচীন মন্দির)
-চুপির চর(পাখীরালয়)
-সাত দেউল(জৈন মন্দির)
* হুগলি জেলা*
- কামারপুকুর (রামকৃষ্ণের জন্মস্থান)
- তারকেশ্বর (মন্দির)
- ব্যান্ডেল (গির্জা)
- হুগলি (ইমামবাড়া)
- চন্দননগর (ফরাসি কলোনি)
- শ্রীরামপুর (মন্দির)
-ব্যান্ডেল- লাহিড়ী বাবার মন্দির, শরৎচন্দ্রের ভিটে,
-সোমরাবাজার- সবুজ দ্বীপ ইকোপার্ক, আনন্দময়ী মন্দির, করুণাময়ী মন্দির,
-গুপ্তিপাড়া- বিশ্বের প্রথম বারোয়ারী বিন্দুবাসিনী তলা, ঐতিহ্যময়ী রথ সাথে জগন্নাথ মন্দির,
-ত্রিবেণী- ডাকাত কালীবাড়ি, ঝাউতলা কালীবাড়ি, ত্রিবেণী মহাশ্মশান, গাজীর দরগা,
-বাঁশবেড়িয়া- হংসেশ্বরী মন্দির,
-খন্ন্যান- ইটাচুনা রাজবাড়ী
-বনমালীপুর- ব্রহ্মদত্যধাম বনমালীপুর মন্দির
-ফুরফুরা শরীফ
*পুরুলিয়া জেলা*
- অযোধ্যা পাহাড় (দৃশ্য দৃশ্য)
-সাহেব বাঁধ (অপূর্ব দৃশ্য)
-ছৌ নৃত্য (আখড়া)
-বান্দার দেউল (দৃশ্য পট)
-গড় পঞ্চকোট(প্রাচীন মন্দির)
-জয়চণ্ডী(পাহাড়ী দৃশ্য)
*বাঁকুড়া জেলা*
- বিষ্ণুপুর (টেরাকোটা ও মন্দির)
- মুকুটমণিপুর (লেক)
- শুশুনিয়া (পাহাড়)
- জয়রামাবাটি (সারদা দেবীর জন্মস্থান)
- বাহুলারা (মন্দির)
-পাঁচমুড়া(ত্রিধারা মন্দির ও মাটির হাতি, ঘোড়া)
-রানীবাঁধ ও ঝিলিমিলি জঙ্গল (অপূর্ব দৃশ্য)
-শুশুনিয়া (অপূর্ব দৃশ্য)
-তেজপালে গৌর-নিতাই মন্দির(প্রাচীন মন্দির)
-অযোধ্যা গ্রামের রাসমঞ্চ(প্রাচীন মন্দির)
-ছাতনা(চণ্ডীদাসের জন্মভূমি ও বাসুলী মন্দির)
-বিকনা(ডোকরা শিল্প)
-মশক(পাহাড়)
-বিহারীনাথ(বাঁকুড়ার উচ্চতম পাহাড়)
-সোনামুখী(রেশম শিল্প)
-জয়পুর(অরণ্য)
-সুতান(অরণ্য ও পাহাড়ী দৃশ্য)
-গাংদুয়া ড্যাম
-এক্তেশ্বর ও ষাঁড়েস্বর মন্দির
-কোড়ো পাহাড়
*পূর্ব মেদিনীপুর জেলা*
-মন্দারমণি (সৈকত)
- দীঘা (সৈকত)
- Tajpur (beach)
- Tamluk (temple)
- মহিষাদল (মহল)
- নন্দকুমার (ঐতিহাসিক স্থান)
- শঙ্করপুর (সৈকত)
- তাম্রলিপ্ত (ঐতিহাসিক স্থান)
*হাওড়া জেলা*
- বেলুড় মঠ (মঠ)
- শিবপুর ( বোটানিক্যাল গার্ডেন )
- হাওড়া ব্রিজ (সেতু)
- গাদিয়ারা (সৈকত)
- পানিত্রাস (সৈকত)
-গড়চুমুক হরিণ প্রকল্প (৫৮ গেট)
*কলকাতা জেলা*
- ভিক্টোরিয়া মেমোরিয়াল (স্মৃতিস্তম্ভ)
- ইন্ডিয়ান মিউজিয়াম (মিউজিয়াম)
- জাতীয় লাইব্রেরী (পাঠাগার)
- বিরলা প্লানেটেরিয়াম (গ্রহে)
- সায়েন্স সিটি (বিজ্ঞান জাদুঘর)
- কলকাতা চিড়িয়াখানা (চিড়িয়াখানা)
- ইডেন গার্ডেন (স্টেডিয়াম)
- Kalighat Temple (temple)
- বিরলা মন্দির (মন্দির)
- Rabindra Sarobar (lake)
- নিকো পার্ক (বিনোদন পার্ক)
*ঝাড়গ্রাম জেলা*
-বেলপাহাড়ী(বনাঞ্চল)
-লালজলগুহা(দৃশ্যপট)
-ঝাড়গ্রাম রাজবাড়ি (শতাব্দী প্রাচীন)
-ডিয়ার পার্ক (দৃশ্য)
-কানাইসর পাহাড় ও মেলা
*পশ্চিম মেদিনীপুর জেলা*
-পটচিত্র গ্রাম(পিংলা থানার নয়া গ্রাম)
-চিল্কিগড়(লেক)
-গুড়্গুড়িপাল হেরিটেজ পার্ক(দৃশ্য)
-হাতিবাড়ি অরণ্য ও পাখিরালয়(দৃশ্য)
-গনগনি,গড়বেতার নিকটে (ভৌগলিক দৃশ্য)
-প্রয়াগ ফিল্ম নগরী (দৃশ্য)
-মোঘলমারি(দৃশ্য)
-বীরসিংহ
*নদিয়া জেলা*
-নবদ্বীপ(চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি)
-মায়াপুর(ইস্কন মন্দির)
-ফুলিয়া গ্রাম(কবি কৃত্তিবাস ওঝার জন্মভূমি)
-কৃষ্ণনগর(মাটির পুতুল)
-পলাশী(ঐতিহাসিক স্থান)
-শান্তি পুর (তাঁত শিল্প)
-কৃষ্ণ নগর রাজবাড়ী (রাজা কৃষ্ণচন্দ্র)
-বেথুয়াডহরী(অভয়ারণ্য)
-বল্লাল ঢিপি (রাজা বল্লাল সেন)
-শান্তিপুর
*দক্ষিণ চব্বিশ পরগনা জেলা*
-গঙ্গা সাগর (কপিলমুনি আশ্রম)
-সুন্দরবন(ম্যানগ্রোভ বনভূমি)
-চিন্তামণি কর পাখিরালয়
-বকখালি
-ফ্রেজার গঞ্জ
-সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য
-হেনরি দ্বীপ
-হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য
-নরেন্দ্রপুর বন্যপ্রাণ অভয়ারণ্য
*উত্তর ২৪ পরগণা জেলা*
-দক্ষিণেশ্বর মন্দির
-ধান্যকুড়িয়া
-টাকি
-টাকি রাজবাড়ি
-রাজবাড়ি দুর্গাদালান
-মিনি সুন্দরবন
-রায়চৌধুরী জমিদার বাড়ি
-জোড়া শিব মন্দির
কুলেশ্বরী কালিবাড়ি
-ইকোপার্ক
-ইছামতী নদীতে নৌকা বিহার
-অন্নপূর্ণা মন্দির
-গান্ধী ঘাট
-মঙ্গল পাণ্ডে পার্ক
-বিভূতিভূষণ অভয়ারণ্য
-গোবরডাঙ্গা
-প্রসন্নময়ী কালী মন্দির
-গোবরডাঙ্গা রাজবাড়ি
-বাওর
-এছাড়াও আপনার জানা থাকা কোনো পর্যাটন কেন্দ্র থাকলে কমেন্টে লিখুন