Clumsy City Crowd - C3

Clumsy City Crowd - C3 Clumsy City Crowd is a group of creators who want to showcase their talents.

25/08/2022

একগাছা এলোমেলো চুল নিয়ে বাবাই ক্লাসে ঢুকল । ক্লাসে একটি মেয়েকে বাবাই খুব পছন্দ করে । তার জন্য বাবাই চুলটা খানিকটা বড় করেছে । গিটারের কতগুলো নতুন কর্ডস শিখে নিয়েছে । চুলটা বাড়িয়ে বাবাইকে অনেকটা গোদা ভিলেন লাগলেও গিটারটা বাবাই ভালোই বাজায় । তারপর যা হয় বন্ধু হিসেবে আলাপ হয় ,হোয়্যাটস অ্যাপে কনভো চালু হয় । কথা চলছে তো চলছেই , আজকে কি খেয়েছিস থেকে শুরু করে পাশের বাড়ির ভোলা কখন বাথরুমে যায় কিছুই বাদ যায়না ।

টিউশন থেকে ফেরার মুখে নামল মুষলধারে বৃষ্টি । বাবাই এর ছাতা নেই । যা বৃষ্টি নেমেছে তা সহজে থামবে বলে মনে হয়না । বাবাই পড়ল চিন্তায় । হঠাৎ যেন বিনা মেঘে বজ্রপাতের মত বাবাই এর সেই বন্ধু এবং মনে মনে হওয়া গার্লফ্রেন্ড বাবাই এর সামনে এসে দাঁড়াল।

- ছাতা আছে তোর কাছে?

- না , নেই ।

- গাধা , বর্ষাকালে সবসময় ছাতা ব্যাগে রাখতে হয় । যাক গে , আনিসনি যখন চল আমার ছাতায় চল ।

বাবাই যেন আকাশ থেকে পড়ল । এই একবছর ক্লাস করতে এসে বাবাই ওর সাথে সামনাসামনি কথা বলেছে মাত্র পাঁচবার তাও সেটা স্যারের নানারকম আদেশ পালনের খাতিরে । তবে হোয়্যাটস অ্যাপে অনেক কথাই হত । কিন্তু সামনে আসলে কোন কথাই আসতনা সব কথা যেন দলা পাকিয়ে একটা যাচ্ছেতাই অবস্থা হত । আর সেই মেয়ে বাবাইকে ছাতা অফার করছে ‌ । সে আদেও ঠিক শুনছে তো !

- কি রে.... কোথায় হারিয়ে গেলি ?

- ইয়ে মানে । হ্যাঁ চল যাওয়াই যায় ।

বাবাইকে দেখতে পাগলাটে হলেও বোকা নয় এই সূযোগ সে কখনই ছাড়বেনা ‌। তাই "হ্যাঁ" বলা ছাড়া গতি নেই । বৃষ্টি একটু ধরেছে তাই ওরা দুজনে বেড়িয়ে গেল । হঠাৎ মাঝরাস্তায় এসে বৃষ্টির বেগ আরও বাড়ল । ওরা একটা জায়গায় দাঁড়াল ‌। জায়গাটা ছোট , বৃষ্টির প্রবল ছাঁট এসে ওদের দুজনকে ইচ্ছামত ভেজাচ্ছে । বাবাই আর মেয়েটির মধ্যে দূরত্ব মাত্র এক ইঞ্চি । হঠাৎ বাজ পড়ার শব্দ মেয়েটি বাবাইয়ের কনুই খামচে ধরলো ‌। যেই এক ইঞ্চি দূরত্ব ভগবান মেইনটেইন করছিল তা সরে গেল । এতদিন বাদে হয়তো ভগবান বাবাইয়ের দিকে মুখ তুলে চাইল । প্রবল বর্ষণে আর হাওয়ায় মেয়েটির চুল উড়ে এসে বাবাইয়ের মুখের উপর পড়ছে । এমন সময় আবারো বাজ পড়ল খামচে ধরা আরও দৃঢ় হল আরও দুজন দুজনের আরও সংস্পর্শে এলো । বাবাই সহ্যের সমস্ত বাঁধ ভেঙে মনের কথা জানাতে যাবে এমন সময় বৃষ্টি গেল থেমে । ওপর থেকে ভগবান , আল্লাহ , খ্রীষ্ট তিনজনেই যেন বুড়ো আঙ্গুল দেখাল ।

সেইদিনই বাড়িতে গিয়ে বাবাই হোয়্যাটস অ্যাপে গিয়ে বলে "তোকে একটা কথা বলবো?"

তারপর আর কোন কথা হয়নি হঠাৎ মেয়েটির ডিপি উড়ে যায় । লাস্ট সিন ও আর দেখা যায়না । অ্যাবাউট এও কিছু দেখা যায়না ‌। পরের দিন থেকে টিউশনেও আর দেখতে পায়নি মেয়েটিকে ‌।

Address

Kolkata

Telephone

+919073587791

Website

Alerts

Be the first to know and let us send you an email when Clumsy City Crowd - C3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Clumsy City Crowd - C3:

Share