SambadSamakal

SambadSamakal "News at your fingertip" - SambadSamakal is a West Bengal-based Online News Portal, it offers the latest Global & Nationwide Information in Bengali.

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংপ্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার রাতে দিল্লির...
26/12/2024

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার রাতে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯২ বছরের এই প্রবীণ কংগ্রেস নেতা। কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রা সামাজিক মাধ্যমে খবরটি জানান। বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোকের প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সাংসদ রাহুল গান্ধী সহ দলের শীর্ষ নেতৃত্ব। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক নেতৃত্ব।
সূত্রের খবর, বহুদিন ধরেই প্রাক্তন প্রধানমন্ত্রী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।
২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসাবে দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। তার আগে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি।

24/12/2024

কেন মুখ্যমন্ত্রী মেলাকে প্রমোট করেন? কী যুক্তি মন্ত্রী শোভনদেবের?

24/12/2024

কীসের টানে নৈহাটি বইমেলার জন্য অপেক্ষা করেন প্রকাশকরা?

সোমবার নতুন ছয় বিধায়ককে শপথ পড়াবেন রাজ্যপাল বোস, থাকতে পারেন মমতাওউপনির্বাচনে জয়ী নতুন ছয় বিধায়ককে সোমবার বিধানসভা...
29/11/2024

সোমবার নতুন ছয় বিধায়ককে শপথ পড়াবেন রাজ্যপাল বোস, থাকতে পারেন মমতাও

উপনির্বাচনে জয়ী নতুন ছয় বিধায়ককে সোমবার বিধানসভায় শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নতুন বিধায়কদের শপথ নিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাজ্যপাল নিজেই রাজ্যের সঙ্গে সুসম্পর্কের কথা বলেছেন। বোসকে চিঠিতে সে প্রসঙ্গ মনে করিয়ে স্পিকার অনুরোধ করেছিলেন, হয় তিনি নিজে নব নির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করেন, নয়তো কোনও প্রতিনিধিকে দায়িত্ব দিক রাজভবন। সেই চিঠির উত্তরে রাজভবন জানিয়েছে, সোমবার নিজে বিধানসভায় উপস্থিত থেকে বিধায়কদের শপথ পড়ানোর দায়িত্ব পালন করবেন রাজ্যপাল নিজেই। সূত্রের খবর, ওইদিন বিধানসভায় আসার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। সেক্ষেত্রে বিধানসভায় ফের মুখোমুখি হতে পারেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী।

23/11/2024

ছয়ে ছয়! বঙ্গে উপনির্বাচনেও মমতাতেই আস্থা অটুট

ছয়ে ছয়। বাংলার ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সব ক'টি আসনেই জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা। শনিবার গণনার ফল ঘোষণা হতেই সবুজ আবির উড়ল রাজ্যজুড়ে। ঘাসফুল শিবিরের দাবি, এই উপনির্বাচনে বঙ্গবাসী বুঝিয়ে দিলেন, আরজি কর আন্দোলনের নামে বিরোধীদের "প্রোপাগান্ডা" মা মাটি মানুষের সরকারের আন্দোলনকে ছাপিয়ে যেতে পারেনি।
উপনির্বাচনের ফল নিয়ে সমাজমাধ্যমের পোস্টে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ। এটাই আমাদের পরিচয়।’’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমরা জমিদার নই। মানুষের পাহারাদার। মানুষের আশিস আজীবন আমাদের হৃদয় স্পর্শ করে থাকবে।’’
উপনির্বাচনের ছ’টি আসনেই জয়লাভের জন্য তৃণমূল প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, "বাংলাকে অসম্মান করার জন্য নিজেদের স্বার্থে সংবাদমাধ্যম ও কলকাতা হাইকোর্টের একাংশ এবং জমিদারদের তৈরি করা আখ্যান ভেস্তে দিয়েছে তৃণমূল।’’ এর পর মাদারিহাটের মানুষকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। বিজেপির দখলে থাকা এই কেন্দ্রের মানুষ এবার ঘাসফুল আস্থা রেখেছেন। উপনির্বাচনে তা-ও ছিনিয়ে নিয়েছে তৃণমূল। অভিষেকের কথায়, ‘‘মাদারিহাটের মানুষকে বিশেষ ভাবে ধন্যবাদ। আমাদের প্রথম বার সেবা করার সুযোগ দিয়েছেন আপনারা। গণতান্ত্রিক ভাবে বাংলা বিরোধীদের হারিয়ে আমাদের উপরে ভরসা রাখার জন্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি মাথা নত করছি।’’

কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় সপরিবারের উপস্থিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল থে...
31/10/2024

কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় সপরিবারের উপস্থিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল থেকেই নিজের হাতে ভোগ রান্না থেকে পুজোর জোগাড়, সবই করেছেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতী সহ সাংসদ, বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মীরা।

Kalipuja: কেন দশভূজা কালী পুজো শুরু করেছিলেন বিপ্লবীরা?মালদার বিপ্লবী কমলকৃষ্ণ চৌধুরী ও তাঁর সহযোগীদের হাতেই প্রথম সূচনা...
31/10/2024

Kalipuja: কেন দশভূজা কালী পুজো শুরু করেছিলেন বিপ্লবীরা?

মালদার বিপ্লবী কমলকৃষ্ণ চৌধুরী ও তাঁর সহযোগীদের হাতেই প্রথম সূচনা হয়েছিল দশ মাথার কালীপুজোর। ১৯৩০ সালে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি ব্যায়াম সমিতির নামে শুরু হওয়া এই পুজোয় রয়েছে একাধিক বৈশিষ্ট। মা কালীর প্রতিমায় রয়েছে ১০টি মাথা ও ১০টি হাত। কালী প্রতিমায় শিবের কোনো স্থান নেই। মায়ের পায়ের তলায় থাকে অসুরদের কাটা মুন্ড।

এই কালীপুজোর আরও একটি বৈশিষ্ট হল, অমাবস্যা তিথিতে এখানে পুজো হয় না। বরং তান্ত্রিক মতে মায়ের পুজো হয় কৃষ্ণা চতুর্দশীতে। এখনও এই পুজোয় বলিপ্রথার চল রয়েছে। শোভাযাত্রা সহকারে ভূত চতুর্দশীর সকালে মা কালীকে মন্দিরে আনা হয়। চতুর্দশীতেই পাঁঠা বলির রক্ত মা'কে উৎসর্গ করে পুজো শুরু হয়। মায়ের ভোগ হিসেবে তৈরি হয় বিশেষ শোল মাছের অম্বল। অভিনব দশভূজা ও দশ মাথার কালীপুজো দেখতে ভিড় জমান বিভিন্ন এলাকার মানুষ।

বৃহস্পতিবার বরানগরে 'হাওয়া সকাল' ক্লাবের কালী পুজো উদ্বোধনে রাজ্যর বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।
31/10/2024

বৃহস্পতিবার বরানগরে 'হাওয়া সকাল' ক্লাবের কালী পুজো উদ্বোধনে রাজ্যর বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।

30/10/2024
জানুন বিস্তারিত
30/10/2024

জানুন বিস্তারিত

ব্রিটিশ আমলে বাংলার বিভিন্ন প্রান্তেই কালীপুজোর সঙ্গে যোগ ছিল স্বদেশী বিপ্লবীদের। তবে বন্দেমাতরম মন্ত্রে কালী....

জানুন বিস্তারিত
29/10/2024

জানুন বিস্তারিত

বাগবাজারে রবীন্দ্র সরণিতে রয়েছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি। কথিত আছে, প্রায় ৫০০ বছর আগে তপস্বী কালীবর নামের এক শক্তি ...

Kali Puja: জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি, জানেন ফিরিঙ্গি কালীবাড়ির পুজোর বৈশিষ্ট্য?পর্তুগিজ সাহেব অ্যান্টনি তাঁর আরাধ্যা...
29/10/2024

Kali Puja: জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি, জানেন ফিরিঙ্গি কালীবাড়ির পুজোর বৈশিষ্ট্য?

পর্তুগিজ সাহেব অ্যান্টনি তাঁর আরাধ্যা দেবীর নাম দিয়েছিলেন 'শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানি'। আর তখন থেকেই মধ্য কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটে ফিরিঙ্গি কালীবাড়ির পুজোর সূচনা।

সেই ধারা আজও চালু রয়েছে। এই ফিরিঙ্গি কালী মন্দিরের কিছু অভিনব বৈশিষ্ট্য রয়েছে। দক্ষিণমুখী কালীমন্দিরটি চাঁদনি শৈলীতে নির্মিত। মাতৃমূর্তি সাধারণ কালী বিগ্রহের মতোই। তবে দেবীর দক্ষিণে একটি অষ্টধাতুর দুর্গা, একটি শিবলিঙ্গও রয়েছে। এছাড়া মন্দিরে মা শীতলা ও মনসারও মূর্তি দেখা যায়।

বর্তমানে মন্দিরের সেবায়েতরা সকলেই ব্যানার্জি পরিবারের উত্তরাধিকারী। প্রতিদিন মিষ্টি আর ফল দিয়ে পুজো হলেও মাসে দু’বার করে হয় অন্নভোগ। এছাড়া প্রতিমাসের অমাবস্যায় আয়োজিত হয় বিশেষ পুজো। আবার পূর্ণিমার দিন হয় নারায়ণ পুজো। তবে কার্তিক মাসের অমাবস্যাতেই মন্দিরের বার্ষিক উৎসব হয় বলা চলে। সারাদিন ধরে চলে মায়ের পুজোপাঠ, আরাধনা। সেইসঙ্গে ঘুরে ফিরে আসে ফিরিঙ্গি সাহেবদের মন্দিরে পুজো দেওয়ার স্মৃতি।

Address

72 Jodhpur Garden
Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when SambadSamakal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SambadSamakal:

Share