
26/12/2024
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার রাতে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯২ বছরের এই প্রবীণ কংগ্রেস নেতা। কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রা সামাজিক মাধ্যমে খবরটি জানান। বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোকের প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সাংসদ রাহুল গান্ধী সহ দলের শীর্ষ নেতৃত্ব। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক নেতৃত্ব।
সূত্রের খবর, বহুদিন ধরেই প্রাক্তন প্রধানমন্ত্রী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।
২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসাবে দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। তার আগে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি।