Aviman & swaviman85

Aviman & swaviman85 I am vedio creator /..please follow my page..I love making new vedio

30/07/2025
এক ছবিটা তে কি লেখা আছে ...?
10/07/2025

এক ছবিটা তে কি লেখা আছে ...?

সেকুলার ন্যাকামি ছাড়ুন, বাঁশি ছাড়ুন, সুদর্শন চক্র ধরুন অনেক হয়েছে আপনার দুটি বৃন্তে কুসুম খাওয়ানো। গাজওয়াতুল হিন্দ ...
23/04/2025

সেকুলার ন্যাকামি ছাড়ুন, বাঁশি ছাড়ুন, সুদর্শন চক্র ধরুন

অনেক হয়েছে আপনার দুটি বৃন্তে কুসুম খাওয়ানো। গাজওয়াতুল হিন্দ is real। এক বছর ধরে চিৎকার করে বলে যাচ্ছি এটাই।

যারা পহেলগাঁওতে ঘুরতে গেছিল আর আজ লাশকাটা ঘরে পরে রয়েছে,

তারা ব্রাহ্মণ না কয়েস্ত, দলিত না আদিবাসী জানতে চাওয়া হয়নি।
তারা বাঙালি না বিহারী, গুজরাটি না মারোয়ারি জানতে চায়নি।

গু লি করার আগে শুধু জানতে চাওয়া হয়েছিল, আপনি হিন্দু?
ব্যাস, দশ মিনিট ধরে ব্রাশ ফা য়া রিং চালায় শান্তিরছেলেরা।

ওরা চাইছে হিন্দু বলতে আপনি ভয় পান। ওদের এবার দ্বিগুণ আগ্রাসী ভাবে প্রমাণ দিতে হবে লাল তাগা পড়ে, গেরুয়া পতাকা উড়িয়ে, বেনজির হিন্দু ঐক্য দেখিয়ে। যে কৃষ্ণ বাঁশি ধরতে জানেন সে কিন্তু সুদর্শন চক্র বাজাতেও জানেন।

আবার বলছি, অনেক ন্যাকামো হলো। সেকুলার ধ্যাষ্টটামো হলো, এবার গর্ব সে বোলো হাম হিন্দু হে 🔥🫵

02/04/2025

Jay Bajrang Bali 🙏🙏🙏

যা গরম পরেছে বসে বসে ghibli বানাছি🤪
02/04/2025

যা গরম পরেছে বসে বসে ghibli বানাছি🤪

21/03/2025

Husbend প্রতি অত্যাচার কেমন করছেন দেখুন 😲😲😲

এটা কি ।।।?
03/03/2025

এটা কি ।।।?



হাতীশূড়:-পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে স...
19/02/2025

হাতীশূড়:-

পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল।গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি এক দেড় ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা, নরম। সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের ওপরের দিকের কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। সংস্কৃত নাম শ্রীহস্তিনী।
বৈজ্ঞানিক নামঃ Heliotropium indicum (হেলিওট্রোপিয়াম ইনডিকাম) এবং ইংরেজি নাম 'Indian heliotrope।

হাতিশুর গাছের উপকারিতাঃ

(১)দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।

(২)ফোলায় পাতা বেঁটে অল্প গরম করে ফোলায় লাগালে, ফোলা কমে যায়।

(৩) জ্বর ও কাশিতে এই গাছের মূল জলের সঙ্গে ফুটিয়ে ক্বাথও তৈরি করে ব্যবহার করা হয়।

(৪) বিষাক্ত পোকার কামড়ে – পাতার রস লাগালে জ্বালা এবং ফোলা কমে যায়।

(৫) আঘাতজনিত ফোলায় – পাতা বেঁটে অল্প গরম করে লাগালে, ফোলা এবং ব্যাথা কমে যায়।

(৬)যাদের সর্দি লাগবে তারা এই হাতিশুড়ের পাতা সেচে দুই চামচ পরিমাণ রস খেতে পারেন এতে করে আপনার সর্দি ভাল হবে।

(৭)টাইফয়েড জ্বরে: টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভাল হয়।

(৮) একজিমা:একজিমা থেকে মুক্তি পেতে হাতিশুড় গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিন।এভাবে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে।

(৯)রিউম্যাটিক বাতে: রেড়ির তেলের সঙ্গে পাতার রস মিশিয়ে পাক করে গাঁটে লাগাতে হয়।

(১০) দাঁতের মাড়ি ফোলায়:দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিশুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়।

১১)কাটা ছেঁড়া: কাটা ছেঁড়া স্থানে হাতিশুরের পাতা থেতলে রস দিতে হবে এতে কাটা ছেঁড়া ঘুচে যাবে।

(১২)ব্রন: ব্রন হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুঁড় গাছের পাতা ও তার কচি ডাল থেঁতো করে দুপুরে গোসল করতে যাবার ১ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না।

(১৪)ফ্যারিঞ্জাইটিস রোগে – পাতার রস অল্প গরম জলে মিশিয়ে গার্গল করা।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Aviman & swaviman85 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aviman & swaviman85:

Share