
02/10/2023
Chanakya Niti Bengali: মেনে চলুন চাণক্যের এই ৭ পরামর্শ, সাফল্য ধরা দেবেই
আচার্য চাণক্য বলেছেন :-
১. একটি মূর্খ বা অজ্ঞ ছেলেও সব সময় কষ্ট দেয়। যদি কিছু না বোঝে, তবে সে আপনাকে সবসময় কষ্ট দেবে এবং সারা জীবন বোঝা হয়ে থাকবে। সুতরাং ছোট বয়সেই সঠিক শিক্ষা দানের প্রয়োজন।
২. আচার্য চাণক্য বলেছেন যে ঘরে যদি কোনও ভুলবক্তা স্ত্রী থাকেন, যিনি সর্বদা আপনাকে খারাপ বলে, তবে সেই ব্যক্তির জীবন নরকের মতো। কারণ এই ধরনের মহিলারা ছোটখাটো বিষয় নিয়েও ঝগড়া শুরু করে, যা পরিবারে সমস্যা সৃষ্টি করে এবং পরিবেশও নষ্ট করে।
৩. আচার্য চাণক্য বলেছেন যে এমন খাবার খাওয়া উচিত নয় যাতে স্বাদ নেই এবং পুষ্টি নেই। এর কারণ হল খাবার খাওয়ার পরেও আপনার মন খারাপ থাকবে এবং এটি পরের কাজ করতে সমস্যা হতে পারে।
৪. আচার্য চাণক্য বলে গেছেন, নিজের যৌনজীবন নিয়ে আলোচনা করা অভদ্রতা ও অশ্লীলতা। এই কথা গোপনে রাখতে হয়।
৫. আপনি যদি ভুল করে কিছু খেয়ে থাকেন, যা ধর্ম বা সমাজ অনুমতি দেয় না, তাহলে কাউকে বলবেন না।
৬. কেউ যদি আপনাকে কিছু বলে থাকে বা আপনি কোথাও কিছু ভুল শুনে থাকেন, তবে এই জিনিসটি হজম করা উচিত কাউকে কিছু বলা উচিত নয়।
৭. বাইরের কাউকে নিজের ঘরের অভাবের কথা বলে নিজের অসম্মান নিয়ে আসে। সব বাড়িতেই কোনও না কোনও কিছুর খামতি থাকে। তাই বলে বাইরের কাউকে নিজের ঘরের কথা বলা বোকামি।
* পোস্ট ভালো লাগলে শেয়ার করুন।
* বাংলাদেশ ও ভারতের মধ্যে দেখলে কমেন্ট করুন।