15/08/2025
#একটি_মানুষের_জীবনের_ছোটগল্প......
ছোট্ট শুভ্র তার গ্রামের সবুজ ক্ষেতের আইল ধরে দৌড়াচ্ছিল। তার হাতে একটা লাল আর হলুদ রঙের ঘুড়ি। নির্মল বাতাসে ঘুড়িটা উড়তে চাইছে, আর শুভ্রর মন খুশিতে ভরে উঠছে। গ্রামের মেঠো পথ ধরে সে একাই ছুটে চলেছে, যেন তার জীবন একটা রঙিন ঘুড়ির মতোই হালকা আর উড়ন্ত।
কয়েক বছর পর, সেই ছোট্ট শুভ্র আজ এক কিশোর। কাঁধে স্কুলের ব্যাগ, চোখে নতুন দিনের স্বপ্ন। গ্রামের পথ ধরে সে রোজ স্কুলে যায়। তার মনে অজস্র প্রশ্ন, জানার অদম্য কৌতূহল। প্রকৃতির সবুজ আর পাখির গান তার চলার পথে সঙ্গী হয়।
সময় আরও এগিয়েছে। শুভ্র এখন যুবক। কলেজের ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা, আলোচনা, আর ভবিষ্যতের স্বপ্ন দেখা তার নিত্যদিনের সঙ্গী। তার চোখে তারুণ্যের তেজ আর মনে অদম্য সাহস। জীবন যেন এক নতুন দিগন্তের হাতছানি দিচ্ছে তাকে।
শুভ্র এখন একজন কর্মজীবী মানুষ। অফিসের ডেস্ক-এ ল্যাপটপের সামনে সে মনোযোগ দিয়ে কাজ করছে। তার চোখে এখন দায়িত্বের ভার আর কাজের প্রতি একাগ্রতা। জীবনের পথে সে আরও এক ধাপ এগিয়েছে।
কিছু বছর পরে, শুভ্র আজ সংসারী। পার্কে তার স্ত্রী আর সন্তানের সাথে হাসিমুখে বসে আছে। তাদের চোখেমুখে পারিবারিক সুখ আর ভালোবাসার গভীর বন্ধন। জীবনের নতুন অধ্যায়ে সে এখন একজন দায়িত্ববান পিতা ও স্বামী।
অনেক বছর কেটে গেছে। শুভ্রর চুলে এখন রুপোলি ছোঁয়া। সে তার নাতির সাথে খেলছে। দুজনের মুখেই নির্মল হাসি আর ভালোবাসার উষ্ণতা। পেছনে শান্ত সূর্যাস্তের আলো, যেন জীবনের শেষ প্রান্তে এসে এক শান্তির পরশ। শুভ্রর জীবন - এক নদীর মতো, যা নানা বাঁক ঘুরে অবশেষে সাগরে মেশে।