Bengal Prime

Bengal Prime Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bengal Prime, Media/News Company, KOLKATA.

Bengal Prime is a online digital news portal and only news portal in Bengal where succesfully running 4 news and information show like "Newsfeed", "Frontline", "i-Sport" & "Fun2fact".

দিনহাটা মঙ্গল শোভাযাত্রা ১৪৩২ মঙ্গল শোভাযাত্রা দিনহাটা
16/04/2025

দিনহাটা মঙ্গল শোভাযাত্রা ১৪৩২

মঙ্গল শোভাযাত্রা দিনহাটা

আর মাত্র কয়েকঘণ্টা, যাদবপুরের উপাচার্যকে সময়সীমা বেঁধে দিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি পড়ুয়াদেরওয়েবকুপার বার্ষিক সাধারণ সভ...
05/03/2025

আর মাত্র কয়েকঘণ্টা, যাদবপুরের উপাচার্যকে সময়সীমা বেঁধে দিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি পড়ুয়াদের

ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল যাদবপুরে, তার রেশ যেন কাটতেই আন্দোলনরত পড়ুয়ারা দাবি জানিয়েছে, বুধবার বিকেল ৪টের মধ্যে উপাচার্যকে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। ভার্চুয়ালি উপাচার্য তাঁদের সঙ্গে কথা বললে হবে কি না, তা স্পষ্ট করেননি আন্দোলনরত পড়ুয়ারা। তবে তাঁরা জানিয়ে দিয়েছেন, উপাচার্য ছাত্রছাত্রীদের অভিভাবক। ক্যাম্পাসে যে ধরনের ঘটনা ঘটেছে, তার দায় তাঁকে নিতে হবে। উপাচার্য তাঁদের সঙ্গে কথা না বললে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত পড়ুরারা। এখন দেখার, বুধবার বিকেল ৪টের মধ্যে উপাচার্য পড়ুয়াদের সঙ্গে কথা বলেন কি না। আর উপাচার্য কথা না বললে পড়ুয়ারা কী আন্দোলন করবেন, তা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন।

02/03/2025

রাত পোহালেই উচ্চমাধ্যমিক।
তবে বিগত বছরগুলোর তুলনায় ছাত্রসংখ্যা কম অনেকটাই। এ বিষয়ে কী বলছেন উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদের সভাপতি। শুনে নিন একবার।

গতকাল রাতে দিনহাটার সিপিআইএম পার্টি অফিসে করা হল ব্যাপক ভাঙচুর। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ, এর আগেও প্রা...
02/03/2025

গতকাল রাতে দিনহাটার সিপিআইএম পার্টি অফিসে করা হল ব্যাপক ভাঙচুর। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ, এর আগেও প্রায় সাতবারের মতো হামলা করা হয়েছিল এই অফিসে। পাশাপাশি বামনহাট ও বাসন্তীহাটের পার্টি অফিসেও হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

খুব শিগগিরই সিড- কিয়ারার জীবনে আসতে চলেছে নতুন একজন। সম্প্রতি সেই সুখবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সাথে ভাগ করে নিল...
02/03/2025

খুব শিগগিরই সিড- কিয়ারার জীবনে আসতে চলেছে নতুন একজন। সম্প্রতি সেই সুখবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সাথে ভাগ করে নিলেন তারা।উল্লেখ্য, “শেরশাহ্" মুভির সময় থেকেই চলছিল তাদের প্রেমের গুঞ্জন। সবাইকে চমকে দিয়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ে সারেন তারা। ২০২৫ এর ফেব্রুয়ারিতেই আবারও এক সুখবর দিলেন এই বলিউড দম্পতি। অন্যান্য সেলিব্রিটি থেকে শুরু করে অসংখ্য ভক্তগণ শুভেচ্ছা জানালেন তাদের।

01/03/2025

যাদবপুরে ওয়েবকুটার মিটিং ঘিরে উত্তেজনা।শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাবার সময় ছাত্রদের গাড়ি চাপা দিয়ে বেড়িয়ে যাবার অভিযোগ ব্রাত্য বসুর বিরুদ্ধে।

গত শুক্রবার ইনফোসিসে ৭০০ কর্মীর বেআইনি ছাঁটাইয়ের বিরুদ্ধে বিধাননগর সেক্টর ৫ অঞ্চলে প্রতিবাদসভা করলেন তথ্যপ্রযুক্তি ক্ষেত...
01/03/2025

গত শুক্রবার ইনফোসিসে ৭০০ কর্মীর বেআইনি ছাঁটাইয়ের বিরুদ্ধে বিধাননগর সেক্টর ৫ অঞ্চলে প্রতিবাদসভা করলেন তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মীরা। রাজ্যে একের পর এক ধর্ষণ খুনের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন।তার সাথে কর্মস্থলে মহিলা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার দাবি তোলা হয়।সন্ধ্যা ৬টা থেকে আরডিবি সিনেমা হল সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ চলে।এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন তথ্য প্রযুক্তি কেন্দ্রের ৫০ জনের বেশি কর্মী।

'আত্মঘাতী হলে চাকরি দেবেন?' নিয়োগ নিয়ে জটিলতায় ক্ষুব্ধ! কড়া প্রশ্ন কলকাতা হাইকোর্টের।
01/03/2025

'আত্মঘাতী হলে চাকরি দেবেন?' নিয়োগ নিয়ে জটিলতায় ক্ষুব্ধ! কড়া প্রশ্ন কলকাতা হাইকোর্টের।

১৯৮০ সালের পাসপোর্ট বিধিতে সংশোধনী কার্যকর করার জন্য চলতি সপ্তাহে একটি সরকারি নোট জারি করা হয়। সরকারি গেজেটে সংশোধনী প্র...
01/03/2025

১৯৮০ সালের পাসপোর্ট বিধিতে সংশোধনী কার্যকর করার জন্য চলতি সপ্তাহে একটি সরকারি নোট জারি করা হয়। সরকারি গেজেটে সংশোধনী প্রকাশিত হলে নয়া নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। নয়া নিয়মের অধীনে জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন অথবা জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন আইন, ১৯৬৯-এর অধীনে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনও কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র, ১ অক্টোবর, ২০২৩-এ বা তারপরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্ম তারিখের প্রমাণ হিসাবে গ্রহণ ও মান্য করা হবে।

আরও জানা গিয়েছে, অন্যান্য আবেদনকারীরা জন্মতারিখের প্রমাণ হিসেবে যে কোনও বিকল্প নথি জমা দিতে পারেন। সেক্ষেত্রে, ড্রাইভিং লাইসেন্স বা স্কুল ছাড়ার শংসাপত্র জন্মের শংসাপত্র হিসাবে জমা দিতে পারেন।

ডাবল-ইঞ্জিন সরকারের রোডম্যাপের সায়বৈঠকে, দিল্লি পুলিশের কমিশনার, মুখ্যমন্ত্রী, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মক...
01/03/2025

ডাবল-ইঞ্জিন সরকারের রোডম্যাপের সায়
বৈঠকে, দিল্লি পুলিশের কমিশনার, মুখ্যমন্ত্রী, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তাদের উপস্থিতিতে দিল্লিকে আরও নিরাপদ করার জন্য একটি নতুন রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। অমিত শাহ এই রোডম্যাপে সবুজ সংকেত দিয়ে বলেন, দিল্লির উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে ডাবল ইঞ্জিন সরকার দ্রুত কাজ করবে।

অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
অমিত শাহ স্পষ্টভাবে জানান যে, অবৈধ অনুপ্রবেশকারীদের ব্যাপারটি জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে রয়েছে তাদের শনাক্তকরণ এবং দ্রুত বাংলাদেশ বা মায়ানমারে ফেরত পাঠানো। তিনি বলেন, যেসব রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধভাবে দেশেই প্রবেশ করেছেন এবং তাদের থাকার জন্য সহায়তা প্রদানকারী নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

অস্তিত্বশীল গ্যাং ও মাদক চোরাচালান
শাহ আরও বলেন, দিল্লিতে সক্রিয় আন্তঃরাজ্য গুন্ডা দলগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদের নির্মূল করতে হবে। একইভাবে, মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে কার্যকরী অভিযান চালানোর নির্দেশ দেন। তিনি বলেন, এর জন্য পুরো নেটওয়ার্ককে চিহ্নিত করে ভেঙে ফেলতে হবে।

নির্মাণ অনুমতির নিয়মের পরিবর্তন
দিল্লি পুলিশের কাছে নির্মাণ সংক্রান্ত অনুমতি নেওয়ার দীর্ঘস্থায়ী প্রথাটি অবিলম্বে বাতিল করা হয়েছে। অমিত শাহ বলেন, দিল্লিতে এখন থেকে নির্মাণের জন্য পুলিশের অনুমতির প্রয়োজন হবে না, যা স্থানীয় প্রশাসনের কাজ সহজতর করবে।

জনসাধারণের সমস্যা সমাধান এবং নিরাপত্তা কমিটি গঠন
আইন-শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ শোনার জন্য থানাগুলিতে শিবির স্থাপন এবং বস্তির নারী ও শিশুদের নিরাপত্তার জন্য নতুন নিরাপত্তা কমিটি গঠন করা হবে।

যানজট ও জলাবদ্ধতা সমস্যা
শাহ দিল্লি পুলিশের কাছে যানজটের সমস্যা চিহ্নিত করতে বলেছেন, যাতে তাৎক্ষণিকভাবে সমাধান খুঁজে বের করা যায়। বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যাও মোকাবিলা করার জন্য একটি 'বর্ষাকালীন কর্মপরিকল্পনা' তৈরি করার নির্দেশ দেন দিল্লি সরকারের কাছে।

দিল্লি দাঙ্গা মামলা এবং পুলিশ নিয়োগ
২০২০ সালের দিল্লি দাঙ্গার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পদক্ষেপ নিতে বলা হয়েছে। শাহ দিল্লি পুলিশের অতিরিক্ত পদে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছেন।

এই সব পদক্ষেপের মাধ্যমে অমিত শাহ দিল্লিকে আরও নিরাপদ এবং কার্যকরী শহর হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।

গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে গ্রিস৷ দক্ষিণপন্থী সরকারের ব্যয়সংকোচ নীতির প্রতিবাদে লক্ষ লক্ষ ছাত্র-শ্রমিক রাজপথে। গোটা গ্...
01/03/2025

গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে গ্রিস৷ দক্ষিণপন্থী সরকারের ব্যয়সংকোচ নীতির প্রতিবাদে লক্ষ লক্ষ ছাত্র-শ্রমিক রাজপথে। গোটা গ্রিস ধর্মঘটে স্তব্ধ। আথেন্সের অলিগলিতে রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে জনতার। বিদ্রোহী জনতা পার্লামেন্ট আক্রমণ করেছেন৷ বৃষ্টির মতো ঝরছে মলোটভ ককটেল। গত দু'দিনে কার্যত 'বিপ্লবী পরিস্থিতি' তৈরি হয়েছে গ্রিসে।

দু'বছর আগে উত্তর গ্রিসের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৫৭ জনের প্রাণ যায়৷ সেই ঘটনায় দ্বিতীয় বর্ষপূর্তিতে নিহতদের পরিজনদের ডাকে রাজপথে নেমে এসেছেন লক্ষ লক্ষ মানুষ। গ্রিসের চলমান সংকটের জন্য তাঁরা দায়ি করছেন দক্ষিণপন্থী সরকারকে৷ সংসদ ঘিরে ফেলেছেন বিক্ষোভকারীরা৷ পুলিশ নির্মম লাঠিচার্জ করছে। পাল্টা পাথর ও মলোটভ ককটেল নিয়ে প্রতিরোধ করছে আন্দোলনরত জনতা।

সর্বশক্তি নিয়ে আন্দোলনের পাশে দাঁড়িয়েছে গ্রিসের ট্রেড ইউনিয়নগুলি। আন্দোলনের কেন্দ্রে নেতৃত্বকারী ভূমিকায় আছেন গ্রিসের কমিউনিস্ট পার্টির কর্মীরা। গোটা ইউরোপের কমিউনিস্ট আন্দোলনের ভ্যানগার্ড, গ্রিক শ্রমিকশ্রেণীর অগ্রগামী বাহিনী, বিপুল জনভিত্তিসম্পন্ন বিপ্লবী দল গ্রিসের কমিউনিস্ট পার্টি৷ এই বিপুল গণআন্দোলন কি অভ্যুত্থানের চেহারা নেবে? নাকি নির্মম দমনপীড়নের মাধ্যমে সাময়িক স্বস্তি পাবে শাসক? আর কয়েকদিনের মধ্যে ছবিটা স্পষ্ট হবে৷

মুখ্যমন্ত্রী সুর চড়াতেই পাল্টা সক্রিয় বিজেপি, ভোটার তালিকায় ‘গরমিলের’ তথ্য নিয়ে কমিশনে শুভেন্দুরাবিধায়ক এবং দলের প্রতিন...
01/03/2025

মুখ্যমন্ত্রী সুর চড়াতেই পাল্টা সক্রিয় বিজেপি, ভোটার তালিকায় ‘গরমিলের’ তথ্য নিয়ে কমিশনে শুভেন্দুরা
বিধায়ক এবং দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে শুক্রবার নির্বাচন কমিশনে গেলেন শুভেন্দু। মৃতদের নাম তালিকা থেকে বাদ দেওয়া, ভুয়ো ভোটার চিহ্নিত করা-সহ একগুচ্ছ দাবি জানালেন।

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব বিজেপির প্রতিনিধি দল।
মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব বিজেপির প্রতিনিধি দল।

ভোটার তালিকায় ‘কারচুপি’র বিরুদ্ধে নিজের দলকে সতর্ক হতে বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় নজরদারির জন্য কোর কমিটিও ঘোষণা করে দিয়েছেন। বৃহস্পতিবার দলের মহা সমাবেশে মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পর কালক্ষেপ না করে পাল্টা ময়দানে নামল বিজেপি। বিধায়ক এবং দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃতদের নাম তালিকা থেকে বাদ দেওয়া, ভুয়ো ভোটার চিহ্নিত করা-সহ একগুচ্ছ দাবি তো জানালেনই, পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে দক্ষিণবঙ্গের একটি অংশের ভোটার তালিকায় কারচুপির চেষ্টার অভিযোগ জানিয়ে সংশ্লিষ্ট সমস্ত বুথের তালিকাও জমা দিয়ে এলেন।

শুভেন্দুর সঙ্গে শুক্রবার কমিশনে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, মিহির গোস্বামী, সুশান্ত ঘোষ, অসীম সরকার-সহ বিজেপি পরিষদীয় দলের অনেকেই। দলের তরফে কমিশনের সঙ্গে যোগাযোগের দায়িত্বপ্রাপ্ত নেতা শিশির বাজোরিয়াও ছিলেন প্রতিনিধি দলে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব অবসর নেওয়ায় এই মুহূর্তে ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে কাজ চালাচ্ছেন দিব্যেন্দু দাস। তাঁর কাছে চিঠি তথা দাবিপত্র জমা দিয়েছে বিজেপি। তবে চিঠিটি লেখা হয়েছে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে। শিশিরের কথায়, ‘‘আমরা চাই ভোটার তালিকার এই গুরুতর কারচুপির চেষ্টা রুখতে সরাসরি দিল্লিই সক্রিয় হোক। তাই দেশের মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশেই চিঠি লিখেছি। এখানকার ভারপ্রাপ্ত আধিকারিককে বলেছি চিঠিটি দিল্লির নির্বাচন সদনে পাঠিয়ে দিতে।’’

চিঠিতে বিজেপির অভিযোগ মূলত তিনটি। প্রথমত, প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, মৃতদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না। তৃতীয়ত, বিপুল সংখ্যক ভুয়ো ভোটারের নাম ঢোকানো হয়েছে। এর আগে কত বার সুনির্দিষ্ট তথ্য সহযোগে কমিশনে এই সব অভিযোগ জানানো হয়েছে, তার খতিয়ানও উল্লেখ করা হয়েছে বিজেপির চিঠিতে। সঙ্গে যোগ করা হয়েছে দক্ষিণবঙ্গের ছ’টি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ২০টি বিধানসভা কেন্দ্রের কথা। সেগুলি হল উত্তর কলকাতার চৌরঙ্গি, জোড়াসাঁকো, বেলেঘাটা, মানিকতলা। বারাসত লোকসভার রাজারহাট নিউটাউন এবং বিধাননগর। ব্যারাকপুর লোকসভার বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া এবং ব্যারাকপুর। শ্রীরামপুর লোকসভার উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি। হুগলি লোকসভার চন্দননগর, চুঁচুড়া, সপ্তগ্রাম। দক্ষিণ কলকাতা লোকসভার কলকাতা বন্দর এবং ভবানীপুর (এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র)। এই ২০টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ নম্বর উল্লেখ করে বিজেপির অভিযোগ, সেখান থেকে অনেক আসল ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। বিজেপি সূত্রের দাবি, এই বুথগুলিতে ‘অবাঙালি’ জনসংখ্যা বেশি। তাই আইপ্যাকের পরামর্শে ওই সব বুথে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে।

বিজেপির দাবি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ১৭ লক্ষের বেশি ‘ভুয়ো’ নাম রয়েছে। নির্বাচন কমিশন যেন অবিলম্বে এই সব নাম বাদ দেয়। পাশাপাশি চিঠিতে আর্জি জানানো হয়েছে যে, কোনও ‘প্রকৃত’ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না পড়ে।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Prime posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengal Prime:

Share