
30/07/2025
জটেশ্বর শিব মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া মহকুমার অন্তর্গত মহানদ গ্রামে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক শিব মন্দির। এই মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী শৈব উপাসনার এক উজ্জ্বল নিদর্শন।
এই মন্দিরের ইতিহাস বহু পুরনো। কথিত আছে, মন্দিরটি ১৮শ থেকে ১৯শ শতাব্দীর মধ্যে নির্মিত হয়। মন্দিরের স্থাপত্য, চূড়ার গঠন এবং বিগ্রহের অবস্থান প্রাচীন বাংলার স্থাপত্যশৈলীর একটি অসাধারণ প্রতিফলন। জটেশ্বর নামটি “জটাধারী ঈশ্বর” তথা শিবের এক উপাধি হিসেবে প্রচলিত। প্রাচীন বটবৃক্ষ সহ মন্দিরটি ভক্তদের আন্তরিক প্রার্থনা পূরণ করে বলে বিশ্বাস করা হয়,ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটি পরিবর্তিত সময়ের মধ্যে বিশ্বাস এবং ধারাবাহিকতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে এখানে বহু ভক্ত ও তীর্থযাত্রী সমাগম করেন। শিবরাত্রি ছাড়াও সারা বছর এই মন্দির এলাকায় ধর্মীয় অনুষ্ঠান ও হরিনাম সংকীর্তন ইত্যাদি হয়ে থাকে।
কিভাবে যাবেন : হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বর্ধমান মেইন লাইন ট্রেনে করে সরাসরি যান পান্ডুয়া রেলওয়ে স্টেশন,পান্ডুয়ায় নেমে পান্ডুয়া চৌমাথা থেকে অটো বা টোটো নিন যা আপনাকে এই ঐতিহাসিক জটেশ্বর শিব মন্দির নিয়ে যাবে।
জটেশ্বর শিব মন্দির -এর সম্পূর্ন্ন ভিডিও টি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন II
https://youtu.be/0Cw9Jlr4ffU
"ভ্রমন প্রিয় সুমন"