
28/03/2024
CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
(Central Proccessing Unit)
CPU কে Computer এর ব্রেন বলা হয়, এটি কম্পিউটারের প্রধান অংশ। সিপিইউ-তে সমস্ত প্রোগ্রাম ইনস্টল করা হয়, এটি কম্পিউটারের সমস্ত ফাংশনকে নিয়ন্ত্রণ করে।
আমরা কম্পিউটারে যে কোনও ইনপুট রাখি, সিপিইউ তথ্যটি প্রসেস করে এবং আউটপুটে পরিণত করে।ব্যাবহারকারীর নির্দেশে সেটিকে সংরক্ষণ করে।
আজকের দিনে কম্পিউটারের আকার এর সাথে সাথে সিপিইউ এর সাইজ ও ছোট হয়ে গেছে।
CPU এর ভিতরে একটি Chip লাগানো থাকে , এটিকে প্রসেসর বলা হয়, প্রসেসর একটি ইলেকট্রনিক ডিভাইস যা কম্পিউটারের মাদারবোর্ডে এর সঙ্গে লাগানো থাকে।
CPU এর প্রধানত দুটি অংশ রয়েছে
১. ALU (arithmetic logic unit)
২. CU (control unit)
১. Arithmetic logic unit বা ALU :
কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ALU, Arithmetic Logic unit এর মাধ্যমে আমরা যেকোনো গুন ভাগ যোগ বিয়োগ ইত্যাদি খুব সহজে করতে পারি আর logic unit অর্থাৎ logical operation দুটো ডাটার মধ্যে compare করা যেমন, greater than, less than, equal ইত্যাদি। এই দুটোর সমস্ত কাজ করে থাকে arithmetic logic unit.
২. CU (কন্ট্রোল ইউনিট) :
এটি হলো সিপিইউ এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কম্পিউটারের বিভিন্ন অংশ যেমন মাউস ,কিবোর্ড, প্রিন্টার মনিটর, ইত্যাদি প্রত্যেক অংশকে কন্ট্রোল ইউনিট ম্যানেজ করে অর্থাৎ ইনপুট ডিভাইস (কিবোর্ড ,মাউস) এবং আউটপুট ডিভাইস (মনিটর, প্রিন্টার)কে সম্পূর্ণ কন্ট্রোল করে। কন্ট্রোল ইউনিট এর কাজ হল কম্পিউটারের বিভিন্ন অংশকে কন্ট্রোল করা।