Suchitra Hazra

Suchitra Hazra Video Creator

বিয়ের ১৫ বছর হয়ে গেলো.....
08/07/2025

বিয়ের ১৫ বছর হয়ে গেলো.....

Good morning
07/07/2025

Good morning

Good evening
06/07/2025

Good evening

মানুষ যাকে ভালোবাসে থাকে কখনোও ছেড়ে চলে যায় না তাকে ছেড়ে চলে যায় যাকে সে ব্যবহার করে ছিলভালোবাসার অভিনয় দেখিয়েছিল ...
03/07/2025

মানুষ যাকে ভালোবাসে থাকে
কখনোও ছেড়ে চলে যায় না
তাকে ছেড়ে চলে যায়
যাকে সে ব্যবহার করে ছিল
ভালোবাসার অভিনয় দেখিয়েছিল





কীভাবে 'Unbothered' থাকা যায়?(যারা খুব সহজেই অন্যের কথায় কষ্ট পান বা মন খারাপ হয়ে যায়, তাদের জন্য একটি লাইফ-চেঞ্জিং গাইড...
02/07/2025

কীভাবে 'Unbothered' থাকা যায়?
(যারা খুব সহজেই অন্যের কথায় কষ্ট পান বা মন খারাপ হয়ে যায়, তাদের জন্য একটি লাইফ-চেঞ্জিং গাইড)

১. যতটুকু দরকার, ততটুকুই বলুন।
অপ্রয়োজনীয় কথা বললে সেটা অনেক সময় বিপদ ডেকে আনে। কম কথা বলাই বুদ্ধিমানের কাজ।

২. আপনার আবেগ যেন কখনোই আপনার বুদ্ধিকে নিয়ন্ত্রণ না করে।
আবেগ থাকা ভালো, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় মাথা ঠাণ্ডা রাখা আরও ভালো।

৩. অন্যের কাছ থেকে বেশি আশা করবেন না।
বেশি আশা করলে সেই আশা পূরণ না হলে কষ্ট বেশি হয়। তাই বাস্তববাদী হোন।

৪. কথা কম বলুন, কাজ বেশি করুন।
আপনার কাজই বলে দেবে আপনি কে—বাকিটা অতিরিক্ত।

৫. সবাইকে খুশি করতে গেলে নিজেকে হারিয়ে ফেলবেন।
১০ জন ১০ রকম কথা বলবেই। তাই নিজের পথ নিজে ঠিক করুন।

৬. যারা আপনাকে অপছন্দ করে, অনেক সময় তারাই গোপনে আপনাকে অনুসরণ করে।
তাদের নেতিবাচক কথা আপনাকে থামিয়ে দেবে না, বরং আরও শক্তিশালী করে তুলবে।

৭. "পারফেক্ট" হতেই হবে এই চাপ নিজের উপর দেবেন না।
আপনার ভুল-ত্রুটিগুলোর মাঝেও একটা আলাদা সৌন্দর্য আছে। নিজের মতো করে সুন্দর হওয়াই যথেষ্ট।

৮. নিজের সত্যিটা জানুন এবং সেটাকে শক্তভাবে ধরে রাখুন।
কে কী বলল, তাতে নয়—আপনি কে, সেটাই গুরুত্বপূর্ণ।

৯. "না" বলা শিখুন।
সব কিছুর সঙ্গে রাজি হওয়া মানেই ভালো মানুষ হওয়া নয়। নিজের সীমা জানা ও সেটার প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুব দরকার।

এই নিয়মগুলো আজ থেকেই একটু একটু করে নিজের জীবনে প্রয়োগ করুন।
দেখবেন, আপনি অনেক শান্ত, আত্মবিশ্বাসী আর ‘Unbothered’ হয়ে উঠেছেন!





ঋতুর ফেরে চুপিসারেবয়স শুধুই বাড়ুক মনের খামে সতেজ একটা ছেলেমানুষ বাঁচুক
02/07/2025

ঋতুর ফেরে চুপিসারে
বয়স শুধুই বাড়ুক
মনের খামে সতেজ
একটা ছেলেমানুষ বাঁচুক

সুপ্রভাত প্রেম অন্য কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক জীবনে একটা পছন্দের মানুষ থাকাটা খুব দরকার
01/07/2025

সুপ্রভাত

প্রেম অন্য কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক জীবনে একটা পছন্দের মানুষ থাকাটা খুব দরকার

গোপনীয়তা আর মিথ্যা সর্ম্পক নষ্ট করে।যতই যত্নশীল দেখায় না কেন ধরতে ঠিকই পারা যাবে
30/06/2025

গোপনীয়তা আর মিথ্যা সর্ম্পক নষ্ট করে।
যতই যত্নশীল দেখায় না কেন
ধরতে ঠিকই পারা যাবে

শেফালী জরিওয়ালা প্রয়াত! আমাদের 'ছেলে'বেলার সেই নিষিদ্ধ— প্রায় অমর হয়ে যাওয়া মিউজিক ভিডিওর 'কাঁটা লাগা গার্ল', এখন হ...
30/06/2025

শেফালী জরিওয়ালা প্রয়াত! আমাদের 'ছেলে'বেলার সেই নিষিদ্ধ— প্রায় অমর হয়ে যাওয়া মিউজিক ভিডিওর 'কাঁটা লাগা গার্ল', এখন হাসপাতালের ঠান্ডা ঘরে শুয়ে রয়েছে চুপচাপ।

কোমরের বিপজ্জনক অংশ থেকে নেমে যাওয়া জিন্স যাকে, বয়জ় স্কুলের হট টপিক করে তুলেছিল— সেই মেয়েটার দুটো চোখ এখন পাথরের মতো স্থির।

শেফালীর নাইটক্লাবের এন্ট্রি স্ট্যাম্প লাগিয়ে নেওয়ার দৃশ্য অনেক মেয়ের চোখে একটুকরো গোপন ইচ্ছে। সেই চাবুকের শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে।

মর্গের ফিসফাস, হাসপাতালের স্ট্রেচারের চাকার শব্দ, মর্গ কর্মীদের হাঁটাচলার শব্দের মাঝে - নিঃশব্দে শুয়ে আছে মিলেনিয়ামের একদম প্রারম্ভিক এক আগ্নেয়গিরি। আমাদের সকলের - 'কাঁটা লাগা গার্ল'!

সকলের হৃদকম্পন থামিয়ে দেওয়া সেই তুফানের হৃদপিন্ডটা হঠাৎই ছেড়ে দিল তার দায়ভার। মাত্র বিয়াল্লিশ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে মেয়েটা ছুটি নিল। আজকাল এটাই নাকি স্বাভাবিক। অতিরিক্ত স্বাস্থ্য সচেতন মানুষগুলোও এত কম বয়সে হঠাৎই হারিয়ে যাচ্ছে নিয়তির ব্ল্যাক হোলে।

পিছনে রয়ে যাচ্ছে তাদের আলমারিতে তুলে রাখা স্বপ্নগুলো। 'একদিন করব', 'একদিন কিনব', 'একদিন দেখব', 'একদিন ঘুরব', 'একদিন পরবো'—এই একদিনের সুযোগ আর ফিরে আসে না।

আমি সকলকে বলি; ভবিষ্যতের কথা না ভেবে, বর্তমানকে আগলে রাখতে শেখো। কখন যে বাস থেকে নেমে পড়তে হবে, কন্ডাক্টর কিছুই জানাবে না আগেভাগে। গন্তব্য রয়ে যাবে অসম্পূর্ণ। মন হয়ে যাবে স্তম্ভিত। 'মন' থাকে যে হৃদ-প্রাসাদে, সে দেবে কাজে আচমকা ইস্তফা। পরিচিতির বদলে কপালে জুটবে 'বডি'র তকমা। তারপরের খেল মেরে কেটে পঁয়তাল্লিশ মিনিট।

যতক্ষণ নিঃশ্বাস চলবে, ততক্ষণ 'না' বলা যায়। তারপর সব হয় শ্মশান বন্ধুদের ইচ্ছায়। বেঁচে থাকার মানে - না বলতে পারা! খুব সহজ একটা ক্যালকুলেশন।

ভবিষ্যতের বোঝা টানতে টানতে বাঁচতে ভুলে যাওয়া একটা জেনারেশন লোনের টাকায় জর্জরিত। কেউ কিনছে সুখী গৃহকোণ। কেউ কিনছে আইফোন। কেউ কিনছে চার চাকা। কেউ লোনে কিনছে কিস্তির টাকা।

'ধার নেওয়া', 'আর সময়ের আগে ফুরিয়ে যাওয়ার' মধ্যে মিল কোথায়? ধারের জীবনে ঘুম আসে না। ফুরিয়ে গেলে ঘুম ভাঙে না।

আমি কারোর ভাবাবেগে আঘাত করছি না। শুধু ধাক্কা দিচ্ছি এটুকু বলতে - হাতে প্রচুর সময় আছে ভেবে ইচ্ছেগুলোকে বালিশ চাপা দিয়ে রাখবেন না। ইচ্ছেগুলোর দমবন্ধ হয়ে গেলে নিজেকে আর ভালোবাসার সুযোগ পাবেন না।

মনের আনন্দে বাঁচুন। বাস থেকে আচমকা নামতে হলেও, আক্ষেপ থাকবে না। অন্তত আপনার!







কারোর কাছে নিজের ব্যাখ্যা করে কখনো তাকে বোঝানো যাবে না।যে যেটা ভাববে সে সেটার উপরেই বিশ্বাস রাখবে।তাই কাউকে না বুঝিয়ে ন...
30/06/2025

কারোর কাছে নিজের ব্যাখ্যা করে কখনো তাকে বোঝানো যাবে না।
যে যেটা ভাববে সে সেটার উপরেই বিশ্বাস রাখবে।
তাই কাউকে না বুঝিয়ে নিজের মতই থাকা ভালো
সবাই যে যার নিজের মতই ভালো থাকুক

ছাদে এই গাছ জন্মেছে জানলাম ,নেগেটিভ শক্তি এখানের সাথে যোগাযোগের মাধ্যম সৃষ্টি করেছে
30/06/2025

ছাদে এই গাছ জন্মেছে
জানলাম ,নেগেটিভ শক্তি
এখানের সাথে যোগাযোগের মাধ্যম সৃষ্টি করেছে

‘কাঁটা লাগা’ গার্ল আর নেই — আমাদের শৈশবের ঝড় এখন নিস্তব্ধ এক শীতল কক্ষেমাত্র কিছুক্ষণ আগেই চোখে পড়ল একটি খবর। প্রয়াত হয়ে...
29/06/2025

‘কাঁটা লাগা’ গার্ল আর নেই — আমাদের শৈশবের ঝড় এখন নিস্তব্ধ এক শীতল কক্ষে

মাত্র কিছুক্ষণ আগেই চোখে পড়ল একটি খবর। প্রয়াত হয়েছেন শেফালি জরিওয়ালা। হ্যাঁ, সেই ‘কাঁটা লাগা’ গানের তরুণী, যিনি এক সময় পুরো প্রজন্মকে উথালপাথাল করে দিয়েছিলেন। আজ তিনি মুম্বইয়ের এক হাসপাতালে শুয়ে আছেন নিশ্চুপ। ঠান্ডা, নীরব। আমাদের কৈশোরের আলোড়ন তোলা সেই মুখ আজ নিঃস্পন্দ।

যে ডেনিম প্যান্ট কোমরের অনেক নিচে ঝুলিয়ে এক অভাবনীয় স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছিলেন তিনি, তা তখন ছিল স্কুলপড়ুয়া ছেলেদের আলোচনার কেন্দ্রবিন্দু। আজ সেই একই মেয়ে জীবনের সমস্ত আলোচনার বাইরে, অন্ধকার এক জায়গায় স্থির হয়ে রয়েছেন।

একটা সময় যে শেফালির ক্লাবের মেইন গেট পেরোনোর স্ট্যাম্প হাতে থাকত, তা অনেক মেয়ের কাছে ছিল নিষিদ্ধ আকর্ষণের মতো — লুকিয়ে লুকিয়ে চাওয়া এক স্বাধীনতার প্রতীক। সেই চাবুকের মতো মসৃণ শরীরটি এখন ঠান্ডা মরচে ধরা ধাতুর মতো।

হাসপাতালের করিডোরে অদ্ভুত নিরবতা। স্ট্রেচারের চাকায় শব্দ, কর্মীদের হালকা হাঁটা— সব কিছুর মাঝে তিনি পড়ে আছেন স্তব্ধ এক ফ্রেমে। মিলেনিয়ামের শুরুর সেই বিস্ফোরণ আজ নিভে গেছে এক নিঃশব্দ ধ্বনিতে।

মাত্র ৪২ বছর বয়সে হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিল। আরেকজন সচেতন, ফিটনেস-ভক্ত মানুষ চলে গেলেন। আজকাল এটা যেন এক সাধারণ নিয়ম হয়ে উঠছে। যতই ডায়েট, যতই এক্সারসাইজ— সময় চলে গেলে ফেরানো যায় না।

ফেলে যাওয়া যায় শুধু তাঁর ‘একদিন’-এর তালিকাগুলো। “একদিন করব”, “একদিন ঘুরব”, “একদিন কিনব”, “একদিন পরব” — সেই ‘একদিন’ কখনও আর আসে না। রেখে যায় শুধু অসম্পূর্ণ স্বপ্নের বোঝা।

তাই আমি বলি — সময়কে গুনে না রেখে তাকে বাঁচুন। যেদিন হঠাৎ করে জীবনের বাস থেকে নেমে যেতে হবে, সেদিন আগে থেকে জানিয়ে দেওয়া হবে না। সেই বাস আর থামবে না, আর আপনার আসনেও কেউ বসে যাবে।

এমন না হয়ে বরং বাঁচুন নিজের মতো। ‘না’ বলার সাহস রাখুন যতদিন নিঃশ্বাস চলে। কারণ, একবার থেমে গেলে, তখন আর আপনি নন— তখন আপনি কেবল ‘বডি’।

এই জেনারেশন দিনের পর দিন ভবিষ্যতের টানাপোড়েনে পড়ে বর্তমানকে বিসর্জন দিচ্ছে। কেউ ছুটছে বাড়ি কেনার জন্য, কেউ ফোনের জন্য, কেউ গাড়ির জন্য। কিন্তু কেউ জানে না, সে স্বপ্নের সঙ্গে লোনের EMI-র বিনিময়ে ঘুমও বেচে ফেলছে কিনা।

‘ধার’ আর ‘সময় শেষ’ — এই দুইয়ের ভিতর দমবন্ধ হয়ে যাওয়া জীবনগুলো একটা অদ্ভুত মিল তৈরি করেছে। ধার থাকলে ঘুম আসে না। সময় চলে গেলে আর ঘুম ভাঙে না।

এটা কোনো কাব্যিক মৃত্যু উপলব্ধি নয়— এটা একটা সজাগবার্তা। নিজের ইচ্ছে, নিজের ভালোবাসা, নিজের সময়কে আর পিছিয়ে রাখবেন না। কারণ সবকিছুর আগে ‘বেঁচে থাকা’টা জরুরি। হঠাৎ যদি যেতেই হয়,
অন্তত আক্ষেপ যেন না থাকে আপনার নিজের কাছে।





Address

Serampur

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Suchitra Hazra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suchitra Hazra:

Share

Category