Pallavir Rannaghor

Pallavir Rannaghor I'm Pallavi, your host. Welcome to Pallavir Rannaghor, your favorite cooking page.

রাত ৩ টাই যখন খিদে পায়.... ঝাল ঝাল ম্যাগি পাস্তা 😋      ゚viralシ
09/06/2025

রাত ৩ টাই যখন খিদে পায়.... ঝাল ঝাল ম্যাগি পাস্তা 😋
゚viralシ

16/04/2025

টমেটো ভর্তা এইভাবে বানালে গরম ভাতে কিচ্ছু লাগবে না/Tomato vorta recipe/Tomato bhorta/Tomato chutney

19/03/2025

লটে মাছের ঝুরো কাঁটা ছাড়া এইভাবে বানালে একথালা ভাত নিমেষে শেষ হবে | Lote(Loita) Macher juro

কোন মানুষের প্রতি যত্ন ভালোবাসা তার আচরণে বোঝা যায়। দায়সারা অনুভূতি আর যত্নে তৈরি হওয়া অনুভূতি,এই দুয়ের মধ্যে পার্থক...
16/03/2025

কোন মানুষের প্রতি যত্ন ভালোবাসা তার আচরণে বোঝা যায়। দায়সারা অনুভূতি আর যত্নে তৈরি হওয়া অনুভূতি,এই দুয়ের মধ্যে পার্থক্য করতে পারা জীবনের অন্যতম বড় শিক্ষা। যারা আমাদের যত্ন করে এবং যাদের আমরা যত্ন করতে পারব বলে বিশ্বাস করি,এমন মানুষদের কাছেই আশ্রয় হোক আমাদের।

শুভ দোলপূর্ণিমা 🥰🥰🥰
14/03/2025

শুভ দোলপূর্ণিমা 🥰🥰🥰

Good evening😍😍😍
02/03/2025

Good evening😍😍😍

"অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ।কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না।যদি তার দেখা পেতাম,দামের জন্য আটকাতো না।...
24/02/2025

"অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ।
কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না।
যদি তার দেখা পেতাম,
দামের জন্য আটকাতো না।
আমার নিজস্ব একটা নদী আছে,
সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে।

কে না জানে, পাহাড়ের চেয়ে নদীর দামই বেশী।
পাহাড় স্থানু, নদী বহমান।
তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম।
কারণ, আমি ঠকতে চাই।"

___সুনীল গঙ্গোপাধ্যায়

আধুনিক যুগে আমি সেই সাদাকালো টিভির মত। অস্তিত্ব নেই বললেও চলে, যতটুকু আছে তা প্রয়োজন তো পরেই না, বরং রেখে দেওয়া ও সেই জা...
31/01/2025

আধুনিক যুগে আমি সেই সাদাকালো টিভির মত। অস্তিত্ব নেই বললেও চলে, যতটুকু আছে তা প্রয়োজন তো পরেই না, বরং রেখে দেওয়া ও সেই জায়গায় অপচয়। 🙂

নিজের উপর বিরক্ত হয়ে গেলে মানুষ ভীষণ অসহায় হয়ে পড়ে। কাউকে কিছু বলা যায়। কারণ নিজের বিরক্তির কারণ যখন আমি নিজেই!কোথায় যা...
27/01/2025

নিজের উপর বিরক্ত হয়ে গেলে মানুষ ভীষণ অসহায় হয়ে পড়ে। কাউকে কিছু বলা যায়। কারণ নিজের বিরক্তির কারণ যখন আমি নিজেই!
কোথায় যাবো? কাকে বলবো? কার বিরুদ্ধে অভিযোগ করবো?
সব ছেড়ে নিজের কাছে ফিরে এসে দেখলাম আমি নিজেই নিজের মনের মতো না। নিজেই নিজের মন খারাপের কারণ হয়ে উঠলে মানুষের জন্য কোন সমাধান থাকে না। নিজে নিজেকে বুঝতে না পারাটা সবচেয়ে বড় অসহায়ত্ব!😂

নারীকে ভাঙ্গা সহজ হলেও জুড়ে দেওয়া অতোটা সহজ না......।কারণ...., তারা অন্যের দ্বারা ভাঙ্গে ঠিকই তবে অন্যের দ্বারা জুড়ে না....
25/01/2025

নারীকে ভাঙ্গা সহজ হলেও জুড়ে দেওয়া অতোটা সহজ না......।
কারণ....,
তারা অন্যের দ্বারা ভাঙ্গে ঠিকই তবে অন্যের দ্বারা জুড়ে না.......।
বরং......,
ভেঙ্গে যাওয়ার পর নিজের মতো করে বাঁচে নীরবতায়, একাকী, নিঃসঙ্গতায়......!
কারণ....,
সে ভাঙ্গার আগে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাকে যেনো ভাঙ্গা না হয়.....।
কিন্তু তার চেষ্টার ফল শূণ্য হলে সে বাধ্য হয় ঐ ভাঙ্গন থেকে নিজেকে সরিয়ে আনতে.......|

অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই সেই মানুষটার কাছে.....,
ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন.....,
তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়....,
নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয়...... , তারপর তাকে কে ভালবাসলো কে বাসলো না,
কে পাত্তা দিল কে পাত্তা দিল না,
তাতে তার কিছুই যায় আসে না.....।

তারপর একদিন সব সয়ে যায়!
চলে যাওয়া, উপেক্ষা, আঘাত, অবহেলা, দুঃখ, প্রত্যাশা, তাচ্ছিল্য সব সয়ে যায়।
নারী ধীরে ধীরে সব মানিয়ে নেয়।
এভাবে সইতে সইতে একটা সময় সব অনুভূতি গুলো মরে যায়, আর মানুষটা পাষাণে পরিণত হয়।
ভালো-খারাপ, দিন-রাত সব একই লাগে।
আবেগের আনাগোনা বন্ধ হয়।
শুধু পড়ে থাকে চলাফেরা করা মানুষের মুখের আদলে একটা পাথর।
সয়ে যায় অথবা বলা ভালো যে বেঁচে থাকার জন্য সবটা মেনে নিতে হয়..!!

মানুষ বদলে গেলে ভয়ংকর ভাবে বদলে যায় মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়.....,
চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না....।
Collected




"বিয়ের পরে জামইয়ের সাথে ঘুরিস" অথবা ঘরের বউদের এত বেহিসেবী হলে হয়না,এত ঘুরে কি করবা! টাকা জমাও" এই দুই কথার মাঝে ঘুরপাক ...
17/01/2025

"বিয়ের পরে জামইয়ের সাথে ঘুরিস" অথবা ঘরের বউদের এত বেহিসেবী হলে হয়না,এত ঘুরে কি করবা! টাকা জমাও" এই দুই কথার মাঝে ঘুরপাক খায় কত শত মেয়েদের "ঘুরে বেড়ানোর স্বপ্ন!!

আসলে সব কিছুর একটা আলাদা বয়স থাকে,
যেই বয়সে স্বামী স্ত্রীর একজন আরেকজন কে সময় দেওয়া উচিত, যে বয়সে দুইজনের ঘুরে বেড়ানো উচিত সেই বয়সে আমরা পরিবারের লোক কি বলবে, আশপাশের মানুষ কি বলবে সেই চিন্তায় অস্থির হয়ে থাকি

একটি সত্যি কথা কি জানেন আমাদের হিসেব নিকেষে বেশ ভুল হয় সবসময়।

বার্ধক্যে ব্যাংকে জমে থাকা কোটি টাকার বিনিময়ে সেই কিশোরী মনের পাহাড় দেখার শখ কিংবা বিয়ের পরে নতুন সেই বউটার প্রিয় মানুষটার সাথে সমুদ্রে পা ভেজানোর ইচ্ছে কি কেউ ফিরে পায় সেই কোটি টাকার বিনিময়ে?

আমরা বারবার ভুলে যাই জীবনের জন্য অর্থ,অর্থের জন্য জীবন নয়।
#সংগৃহীত





Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Pallavir Rannaghor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category