17/09/2025
ভাদ্রে রেঁধে, আশ্বিনে খাওয়া।। 🍚
বিশ্বকর্মা পুজোর আগের দিন রাতে হয় অরন্ধন উৎসব। হ্যাঁ আজই বাংলার সেই দিন, তথা রান্নাপুজো। এটাই হলো ভাদ্রে রেঁধে আশ্বিনে খাওয়া। কারণ ওই দিন হলো ভাদ্র মাসের সংক্রান্তি। আর এই ভাদ্র মাসের সংক্রান্তিতেই মা মনসার পূজো দেওয়া হয়। বাংলার লৌকিক ধর্মচারণের এক গুরুত্বপূর্ণ পর্ব যা আজ লোকে ভুলে যেতে বসেছে!!!
রান্না পুজো বা ' অরন্ধন ' কথাটির আক্ষরিক অর্থ হলো রান্না না করা। একদিন রান্না বন্ধ রেখে পূর্বদিনের রান্না করা খাবার প্রসাদ রূপে গ্রহণ করা। পশ্চিমবাংলার কিছু কিছু অঞ্চল তথা গ্রাম বাংলায় এই রান্না পুজো বেশি পালিত হয়। সাধারণত ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তে এটি পালিত হয়। রান্না পুজোর মাধ্যমে গৃহদেবী বিশেষত অন্নপূর্ণা কে পুজো করা হয়। এই পুজোর আর একটি উদ্যেশ্য হলো পরিবারের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখা।