Mathamotar Daptar

Mathamotar Daptar A New Way of Publishing

নবীন লিখিয়ে থেকে প্রবীণ কলমশিল্পী-- যাঁদের স্নেহাশিসে ধন্য হয়েছে ‘মাথামোটার দপ্তর’-এর প্রথম প্রয়াস, সকলকেই আমাদের আভূমি ...
02/09/2025

নবীন লিখিয়ে থেকে প্রবীণ কলমশিল্পী-- যাঁদের স্নেহাশিসে ধন্য হয়েছে ‘মাথামোটার দপ্তর’-এর প্রথম প্রয়াস, সকলকেই আমাদের আভূমি প্রণতি।
শারদীয়া ‘পারিজাত’
প্রিবুকিং লিংক - https://boithek.in/product/parijat-1432

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল, রাত ১০:৩০'তুই কী এত বকবক করছিলি রুটির দোকানের লোকটার সাথে?'বিটিএম-এর গলিটার মধ্যে স্কুটিটা ঢুকিয়ে...
22/08/2025

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল, রাত ১০:৩০

'তুই কী এত বকবক করছিলি রুটির দোকানের লোকটার সাথে?'

বিটিএম-এর গলিটার মধ্যে স্কুটিটা ঢুকিয়ে রাস্তা একটু খালি পেয়ে জিজ্ঞেস করলেন বিদ্যাদি।

'হম?' চটকা ভেঙে জিজ্ঞেস করল আর্চি। 'আরে না না, বিদ্যাদি...' মুখের হাসি দিয়ে কোনোমতে নিজের মনের দোলাচল সামলে বলল অল্পবয়সি মেয়েটা। হেলমেট পরে থাকা অবস্থায় কথা বলতে অসুবিধা হলেও, এই ফাঁকা রাস্তায় অতটা মুশকিল হয়নি।

'সেরকম কিছু না।' আবার বলে উঠল আর্চি, বিদ্যাদির কাঁধ ধরে রেখেই। 'ওই লোকটা খদ্দেরদের সাথে কথা বলছিল আমাদের নিচের বন্ধ অফিসটার ব্যাপারে। বন্দুকবাজের হামলা আর লোকের মৃত্যু নিয়ে।'

#মাথামোটার _দপ্তর

অপারেশন ব্ল্যাক ক্যাট
অঙ্গনদীপ চ্যাটার্জি
প্রচ্ছদ : সুদীপ্তা ছন্দা বর্মন
৩৮৯/-
লিংক-https://www.boithek.in/product/operation-black-cat

আমাদের পাড়ার বিনুদা। নীলাচল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। কপালে চুলের রেখা অনেকটা পিছনে সরে গেছে। মিঠাপাতি পান খান। খ...
22/08/2025

আমাদের পাড়ার বিনুদা। নীলাচল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। কপালে চুলের রেখা অনেকটা পিছনে সরে গেছে। মিঠাপাতি পান খান। খাদির পাজামা পাঞ্জাবি পরেন। ছোটখাটো মানুষটা বাঙালিআনায় ভরপুর। সরস মুখে সরস কথা বলেন। চোখে মোটা ফ্রেমের চশমা। বিনুদার কথায়-'ফ্রেম মোটা না হলে চশমার ঠিক চশমা-সুলভ গাম্ভীর্য বজায় থাকে না।' বিনুদা পাড়ায় খুবই জনপ্রিয়। যদিও জনপ্রিয়তার বেশ কিছু কারণ রয়েছে,

তবে আমি যে কারণে বিনুদাকে বিশেষভাবে পছন্দ করি, সেটা হল তাঁর অনবদ্য গল্প করার আর গল্প বলার ধরণ। এত গুছিয়ে গল্প বলতে আমি আমার জীবনে আর কাউকে শুনিনি। এমনিতে অলৌকিক কিছু বা অদ্ভুতুড়ে ঘটনায় আমার কোনো বিশ্বাস নেই। কিন্তু বিনুদার গল্প বলার

ভঙ্গিমায় প্রতিবারই প্রথমটা অবিশ্বাস নিয়ে নিছক গল্প শোনার ভঙ্গিতেই শুনতে আরম্ভ করলেও, শেষমেশ কোথায় গিয়ে কেন জানি না প্রতিবারই মনে হয় এ কি নিছকই গল্প, নাকি সত্যি ঘটনা?

সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ করে আকাশের কোণে কালো মেঘের একটা চাঁই দেখা দিতেই ভীষণভাবে বিনুদার কথা মনে হল। মেঘের গতিপ্রকৃতি দেখে মনে হয় যেন খুব তাড়াতাড়ি ঝড় বৃষ্টি নামবে। অর্থাৎ, চারিদিক ঘন অন্ধকার, মুষলধারায় বৃষ্টি, ঝড়ের আওয়াজ, সন্ধ্যাবেলা! আহা! যাকে বলে আইডিয়াল অ্যাম্বিয়েন্স ফর ঘোস্ট স্টোরিজ।

#মাথামোটার_দপ্তর

অরণ্যের অভিশাপ
অমৃতা শংকর ব্যানার্জী
প্রচ্ছদ : সুপর্বা দাস
লিংক-https://www.boithek.in/product/arnnyer-abhishaap-aronyer-ovishap/

লিঙ্গ পুরাণ অনুসারে ইনি ছিলেন এক ভয়ানক অসুর, যিনি দেবতাদের পরাস্ত করে ত্রাস সৃষ্টি করেন। মহাদেব তাঁর বামে উপবিষ্ট পার্বত...
22/08/2025

লিঙ্গ পুরাণ অনুসারে ইনি ছিলেন এক ভয়ানক অসুর, যিনি দেবতাদের পরাস্ত করে ত্রাস সৃষ্টি করেন। মহাদেব তাঁর বামে উপবিষ্ট পার্বতীকে বললেন, সেই অসুরকে বধ করার জন্য। তখনই সূক্ষ্ম রূপ ধরে ভগবান শিবের ভিতরে প্রবেশ করেন পার্বতী। দেবতারা তো বটেই, এমনকী প্রজাপতি ব্রহ্মাও বুঝতে পারেননি সে কথা। মা কালীর ক্রুদ্ধ রূপ সেটিই। দেবীর পরনে বাঘছাল, কণ্ঠে জড়ানো সাপ, হাতে ত্রিশূল, মস্তকে অর্ধচন্দ্র। এই রূপে তিনি উক্ত অসুরকে পরাস্ত করেন। মহাদেবের কণ্ঠের কালকূট বিষের প্রভাবে কালকণ্ঠী দেবী কালস্বরূপিণী হয়ে অশুভের বিনাশ করতে লাগলেন। তখন দেবতারা ফের মহাদেবের শরণাপন্ন হন। মহাদেব এরপর শিশুর বেশে দেবীর সামনে এসে কাঁদতে শুরু করেন। এতে দেবীর মনে বাৎসল্যের উদ্রেক হয়। শিশুটিকে কোলে তুলে নিয়ে স্তন্য পান করান। প্রশ্ন হল, কোন অসুরের কথা বললাম?
উত্তরটা কি আপনার জানা আছে?

#মাথামোটার_দপ্তর

পুরাণকথা
মৃণাল শাসমল
প্রচ্ছদ : অদিতি সুর
২০০/-
লিংক-https://boithek.in/purankatha/

ড. রুদ্রর পরিকল্পনা অনুযায়ী আশুতোষ সেন্টিনারি হলে যে সেমিনার আয়োজিত হল তার প্রধান বক্তা হয়ে পোডিয়ামে উঠলেন ড. সুমেরু দাস...
20/08/2025

ড. রুদ্রর পরিকল্পনা অনুযায়ী আশুতোষ সেন্টিনারি হলে যে সেমিনার আয়োজিত হল তার প্রধান বক্তা হয়ে পোডিয়ামে উঠলেন ড. সুমেরু দাস। চল্লিশটি এনজিওর ডেলিগেটরা জানতে পারল- 'পূর্ব কলকাতা জলাভূমি বাঁচাও' ফেস্টুন আর ব্যানার নিয়ে তাদের আর রবিবার সকালে হাঁটতে হবে না। তার বদলে 'পরিবেশ বাঁচাও জলাভূমি রক্ষা করো'- এমন এক প্রোজেক্ট আসতে চলেছে।

কেমন সে প্রোজেক্ট?

#মাথামোটার_দপ্তর
পঞ্চম নিষাদ
শুভব্রত বসু
৩০০/-

লিংক-https://www.boithek.in/product/pancham-nishad

তিস্তার শাখানদী চুং থাং-এর উৎসের কাছের দুর্গম উপত্যকা এতটাই রহস্যময় যে উপগ্রহের ক্যামেরাও সেই জায়গার ছবি তুলতে পারে না। ...
20/08/2025

তিস্তার শাখানদী চুং থাং-এর উৎসের কাছের দুর্গম উপত্যকা এতটাই রহস্যময় যে উপগ্রহের ক্যামেরাও সেই জায়গার ছবি তুলতে পারে না। বিভিন্ন পেশার অভিজ্ঞ ছয়জনের একটি অভিযাত্রী দল দুটি অত্যাধুনিক বোটে চুং থাং-এর উৎস অভিযানে রওনা হলেন। নদীবক্ষের এক বিশাল জলঘূর্ণির সামনে পড়ে অভিযাত্রী দল নৌকাদুটিকে হারিয়ে, উপত্যকার আদিম অধিবাসীদের সহায়তায় কোনওরকমে নিজেদের প্রাণরক্ষা এবং পরে নিজেদের উদ্যোগে সামান্য কিছু জিনিস উদ্ধার করতে পারেন। বহির্বিশ্বের সাথে যোগাযোগহীন এই দলটি মনোবল না হারিয়ে পায়ে হেঁটেই শুরু করে দুর্গম এই নদীর উৎস অভিযান। নানা প্রতিবন্ধকতার মোকাবিলা করে তাঁরা কি পারবেন চুং থাং-এর উৎস খুঁজে বের করতে? নাকি মুখোমুখি হবেন আরও বড়ো কোনও রহস্যের? ভিনগ্রহী বিজ্ঞানীর কোন অজানা আবিষ্কার লুকিয়ে আছে গহিন জঙ্গলে?

#মাথামোটার_রহস্য
চুং থাং রহস্য
প্রদীপ কুমার বিশ্বাস
২৭৫/-

লিংক-https://www.boithek.in/product/-bf8c8

বেঞ্জামিনের হৃদ্‌স্পন্দন যেন বন্ধ হয়ে আসছে। গুলিটা যেখানে চালিয়েছেন সেখানে কোনও জাগুয়ার নেই। তার পরিবর্তে একটা লাশ। গাছে...
20/08/2025

বেঞ্জামিনের হৃদ্‌স্পন্দন যেন বন্ধ হয়ে আসছে। গুলিটা যেখানে চালিয়েছেন সেখানে কোনও জাগুয়ার নেই। তার পরিবর্তে একটা লাশ। গাছে ঝুলছে! লাশটার বুকে একটা তির বিঁধে রয়েছে। সেখান থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। তিরটা বুকের এফোঁড়-ওফোঁড় হয়ে সরাসরি পিঠের পিছন থেকে গাছের কান্ডের সঙ্গে গেঁথে আছে। ওটাই লাশটাকে গাছের কাণ্ডের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। গুলিটা লাশের গায়ে লাগার পরে ওটা একবার কেঁপে উঠল। তারপর আবার স্থির হয়ে গেল। বেঞ্জামিন পাথরের মতো দাঁড়িয়ে। আশেপাশে কেউ নেই।

#মাথামোটার_দপ্তর
কাল মিঠবৎ
রাজদীপ ভট্টাচার্য্য
২৭৫/-

লিংক-https://www.boithek.in/product/-f59b6

খাতা-কলমে যখন এ বই লেখার সূচনা হয়েছিল তখন কল্পনাতেও আসেনি, দ্বিতীয় সংস্করণ আসতে পারে। ছাপা হয়েছিল পাঁচশো কপি, যা বেশ কয়ে...
19/08/2025

খাতা-কলমে যখন এ বই লেখার সূচনা হয়েছিল তখন কল্পনাতেও আসেনি, দ্বিতীয় সংস্করণ আসতে পারে। ছাপা হয়েছিল পাঁচশো কপি, যা বেশ কয়েক মাস আগে নিঃশেষিত। এরপরও চাহিদা ফুরোয়নি। পাঠক ও কুইজবন্ধুরা তো বটেই, পাশাপাশি তাগাদা দিতে শুরু করেছেন প্রেসের প্রদ্যুৎদা। অগত্যা দ্বিতীয় সংস্করণ আসছে। তবে এবার আর পেপারব্যাক নয়, হার্ডকভার। কনটেন্ট একই থাকছে, পরিবর্তন খুব সামান্য।

ভূত ও জন্মান্তরবাদ নিয়ে মানুষের মধ্যে চিরকাল আগ্রহ রয়েছে। ভূত আছে কি নেই, প্রেত আছে কি নেই, সেসব বিতর্কিত বিষয়। কিন্ত...
19/08/2025

ভূত ও জন্মান্তরবাদ নিয়ে মানুষের মধ্যে চিরকাল আগ্রহ রয়েছে। ভূত আছে কি নেই, প্রেত আছে কি নেই, সেসব বিতর্কিত বিষয়। কিন্তু সবকিছুর মত এসবেরও একটা ইতিহাস রয়েছে। মানুষ একদিনে হঠাৎ ভূতে বিশ্বাস করতে শুরু করেনি। পৃথিবীর দেশে দেশে ভূত নিয়ে বহু গল্প প্রচলিত রয়েছে। সেই গল্পগুলোর উৎপত্তি একদিনে ঘটেনি। অতীতে বাংলার বহু খ্যাতনামা মনীষীও পরলৌকিক চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। অনেকেই তাঁদের বিভিন্ন অভিজ্ঞতা, ভূত বা প্রেত নিয়ে তাঁদের চিন্তাভাবনা লিপিবদ্ধ করেছিলেন। জাতিস্মর নিয়ে আজও পৃথিবীতে গবেষণা শেষ হয়নি। সেইসব বিষয়ই এই বইয়ের মূল উপজীব্য। এখানে অলৌকিক ইতিহাসকে যেমন লিপিবদ্ধ করা হয়েছে, তেমনি যা মোটেও অলৌকিক নয়, সে বিষয়েও আলোকপাত করা হয়েছে।
#মাথামোটারদপ্তর

অতীন্দ্রিয়ের সন্ধানে
রাণা চক্রবর্তী
৪০০/-

https://www.boithek.in/product/-71fef/?srsltid=AfmBOoqBcHu19rBs4d43giLbRn1HNv6EXlGueHJJjV06qrsnx2lx2hfx

মণ্ডা-মিঠাই বুঝতে পারছে গুপ্তধনের খোঁজে আর গুপ্তধনের চিন্তায় সবাই বেশ গম্ভীর হয়ে ঘোরাফেরা করছেন। নিবারণ মামা এইমাত্র থান...
19/08/2025

মণ্ডা-মিঠাই বুঝতে পারছে গুপ্তধনের খোঁজে আর গুপ্তধনের চিন্তায় সবাই বেশ গম্ভীর হয়ে ঘোরাফেরা করছেন। নিবারণ মামা এইমাত্র থানা থেকেও ঘুরে এলেন। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে থানায় গিয়ে খুব একটা সুবিধে করতে পারেননি। উলটে একটা গোরু চুরির ব্যাপারে দারোগাবাবুই নাকি বেশ শশব্যস্ত হয়ে উঠেছেন। বাজার থেকে ফিরে এসে কানাইদা বলল দারোগাবাবুর বাড়ির সামনে নাকি বিশাল হট্টমেলা বসেছে। জিলিপি, তেলেভাজা, বেলুন, বুলবুল ভাজা এমনকি ছোটোখাটো একটা নাগরদোলাও নাকি এসে গেছে। বাচ্চারা খুব আমোদ করে চড়ছে। আসলে হারিয়ে যাওয়া গোরুটি নাকি দারোগাবাবুরই এক ফ্যামিলি মেম্বার ভজা। ওই দারোগাবাবুর পিসিই তাকে খুব সন্তান স্নেহে বাছুর থেকে গোরু করে তুলেছেন। পিসি এখন মেলার মাঝে সাইকেলভ্যানের ওপর উঠে দাঁড়িয়ে দারোগার নিষ্ক্রিয়তা আর পুলিশের ফাঁকিবাজির ওপর লোক খ্যাপানো গরম বক্তৃতা দিয়ে যাচ্ছেন।

নিবারণমামা এইমাত্র একটা ফোন পেয়ে গম্ভীর হয়ে গজপতি উকিলের বাড়িতে চলে গেলেন। ওদিকে মামী আজ বাদশাহি পোলাও বানাতে খুব ব্যস্ত। আরও কী যেন একটা আনতে কানাইদাকে এইমাত্র আবার বাজারে পাঠিয়েছেন। সবাই নিজের কাজ আর দায়িত্বে ব্যস্ত। তা ভালোই হল। এদিকে রান্না-বান্না, সেদিকে গুপ্তধন আর ওদিকে সবাই ভজাকে নিয়েই ব্যতিব্যস্ত থাক। এই ফাঁকে একবার সেই ঋষি ছেলেটার খোঁজ করলে মন্দ হয় না।

#মাথামোটার_দপ্তর

ঘটকপুরের বিদঘুটে ঘটনা
সতীর্থ দে
৩০০-/
লিংক-https://www.boithek.in/product/-55967

09/08/2025

Send a message to learn more

Address

Surya Sen Street, Block 2, Stall No. 8
Kolkata
700012

Opening Hours

Monday 12pm - 7pm
Tuesday 12pm - 7pm
Wednesday 12pm - 7pm
Thursday 12pm - 7pm
Friday 12pm - 7pm
Saturday 12pm - 7pm

Telephone

+918371025063

Alerts

Be the first to know and let us send you an email when Mathamotar Daptar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mathamotar Daptar:

Share

Category