22/08/2025
আমাদের পাড়ার বিনুদা। নীলাচল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। কপালে চুলের রেখা অনেকটা পিছনে সরে গেছে। মিঠাপাতি পান খান। খাদির পাজামা পাঞ্জাবি পরেন। ছোটখাটো মানুষটা বাঙালিআনায় ভরপুর। সরস মুখে সরস কথা বলেন। চোখে মোটা ফ্রেমের চশমা। বিনুদার কথায়-'ফ্রেম মোটা না হলে চশমার ঠিক চশমা-সুলভ গাম্ভীর্য বজায় থাকে না।' বিনুদা পাড়ায় খুবই জনপ্রিয়। যদিও জনপ্রিয়তার বেশ কিছু কারণ রয়েছে,
তবে আমি যে কারণে বিনুদাকে বিশেষভাবে পছন্দ করি, সেটা হল তাঁর অনবদ্য গল্প করার আর গল্প বলার ধরণ। এত গুছিয়ে গল্প বলতে আমি আমার জীবনে আর কাউকে শুনিনি। এমনিতে অলৌকিক কিছু বা অদ্ভুতুড়ে ঘটনায় আমার কোনো বিশ্বাস নেই। কিন্তু বিনুদার গল্প বলার
ভঙ্গিমায় প্রতিবারই প্রথমটা অবিশ্বাস নিয়ে নিছক গল্প শোনার ভঙ্গিতেই শুনতে আরম্ভ করলেও, শেষমেশ কোথায় গিয়ে কেন জানি না প্রতিবারই মনে হয় এ কি নিছকই গল্প, নাকি সত্যি ঘটনা?
সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ করে আকাশের কোণে কালো মেঘের একটা চাঁই দেখা দিতেই ভীষণভাবে বিনুদার কথা মনে হল। মেঘের গতিপ্রকৃতি দেখে মনে হয় যেন খুব তাড়াতাড়ি ঝড় বৃষ্টি নামবে। অর্থাৎ, চারিদিক ঘন অন্ধকার, মুষলধারায় বৃষ্টি, ঝড়ের আওয়াজ, সন্ধ্যাবেলা! আহা! যাকে বলে আইডিয়াল অ্যাম্বিয়েন্স ফর ঘোস্ট স্টোরিজ।
#মাথামোটার_দপ্তর
অরণ্যের অভিশাপ
অমৃতা শংকর ব্যানার্জী
প্রচ্ছদ : সুপর্বা দাস
লিংক-https://www.boithek.in/product/arnnyer-abhishaap-aronyer-ovishap/