
17/07/2025
মালদার কালিয়াচকের নাম উজ্জ্বল করল দ্বাদশ শ্রেণির এক স্কুলছাত্রী। ইন্দো-নেপাল ইয়ুথ চ্যাম্পিয়নশিপে নজরকাড়া সাফল্য পেল কালিয়াচকের মেয়ে সোনি খাতুন। দৌড়ে পৃথক পৃথক তিনটি বিভাগে অর্জন করল গোল্ড মেডেল। স্বভাবতই কালিয়াচকের কালিকাপুর গ্রামের সোনির এই অভূতপূর্ব সাফল্যে এখন কালিয়াচক জুরে খুশির হাওয়া। ।