07/05/2025
অপারেশন সিন্দুরে গর্বিত নেতৃত্ব : কর্নেল সুফিয়া কুরেশি (একজন সাহসিনী, একজন দেশপ্রেমিক সেনানায়িকা)
ভারতীয় সেনাবাহিনীতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কর্নেল সুফিয়া কুরেশি। ‘অপারেশন সিন্দুর’-এর মতো গুরুত্বপূর্ণ মিশনে নেতৃত্ব দিয়ে তিনি শুধু নিজের সামরিক দক্ষতার পরিচয়ই দেননি, বরং প্রমাণ করেছেন—লড়াই ধর্ম, জাত বা লিঙ্গের নয়, এটি দেশ ও কর্তব্যের জন্য।
একজন মুসলিম মহিলা হিসেবে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল পদে অধিষ্ঠিত হওয়া নিজেই একটি দৃষ্টান্ত, আর সেইসঙ্গে মিশনের নেতৃত্ব দেওয়া যেন সাহসিকতার শিখরে পৌঁছানোর আরেক নাম। কর্নেল সুফিয়া আজ হাজারো তরুণীর অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন—পরিশ্রম, নিষ্ঠা ও দেশপ্রেম থাকলে ভারতের প্রতিরক্ষা বাহিনীতে নারীদেরও অসীম সম্ভাবনা রয়েছে।
‘অপারেশন সিন্দুর’ শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়; এটি একটি জাতীয় প্রতিজ্ঞা—দেশের প্রতি অটুট আস্থার প্রতীক। এই অপারেশনের নেতৃত্বে দাঁড়িয়ে কর্নেল সুফিয়া আমাদের সামনে তুলে ধরেছেন একটি নতুন ভারতের চেহারা—যেখানে জাত-ধর্ম নয়, যোগ্যতা, সাহস ও দেশপ্রেমই সর্বাগ্রে।
ভারতীয় সেনাবাহিনীর এই গর্বিত কন্যার প্রতি রইল আমাদের স্যালুট।
জয় হিন্দ! জয় ভারত! জয় জওয়ান!
ভারত মাতা কি জয় 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏