31/10/2025
বাঙালি বিদ্বে*ষী সুরজ সিং এই বরাহনন্দন থাকে বরানগর আলমবাজারে। বাংলায় থেকে অর্থ উপার্জন করেছে আর বাঙালিকে নিয়ে কি মনোভাব পোষণ করে দেখো। বাঙালিকে নিয়ে অশ্রাব্য ভাষায় গা*লিগা*লাজ, বাঙালির খাদ্যাভাস নিয়ে বাজে কথা, কাদের মদতে এত আস্পর্ধা পেয়েছে এই বাঙালি বিদ্বে*ষীটা? কোনো বাঙালি যদি বিহার বা ইউপি তে গিয়ে কোন হিন্দি ভাষীকে নিয়ে এমন মন্তব্য করত তাহলে এতক্ষনে তার কি অবস্থা হতো?