TELI - Entertainment

TELI - Entertainment Life is to hard, but be patient, you will definitely overcome someday

25/10/2024

দানা হামলা করুক বা না করুক, পশ্চিমবঙ্গের যা ওয়েদার তাতে ২০২৫ এর আগস্টে কিছু ছানা ঠিক জন্ম নেবে....

19/08/2024

ভদ্রমহিলা অনেক কিছু করেছেন বাঙালি জাতির জন্যে।

কমিউনিস্ট শাসন হটিয়েছেন।

বুদ্ধিজীবীদের আসল ল্যাজ নাড়ানো চেহারা সবার সামনে তুলে ধরেছেন। তার আগে পর্যন্ত কেউ দুই চার লাইন গল্প বা কোবতে লিখতে বা গান গাইতে জানলেই তাকে ঈশ্বর সমান মনে করা হতো। এর পর দীর্ঘদিন বাঙালি আর কোনো শিল্পীকে ঈশ্বর বানাবে না।

বাঙালি সিনেমায় সেরা, বাঙালি গানে সেরা, সংস্কৃতিতে সেরা ইত্যাদি ইত্যাদি মিথ্যে জাত্যাভিমান গুলোকে মাটিতে টেনে নামিয়ে বাস্তব চিনিয়েছেন।

চাকুরীজীবী বাঙালিকে ব্যবসা করতে শিখিয়েছেন। প্রফুল্লচন্দ্রের অধরা স্বপ্ন উনি সত্যি করেছেন।

বাঙালিকে জেহাদী বিপদ সম্পর্কে সজাগ করেছেন।

ঘরকুনো বলে পরিচিত বাঙালিকে রাজ্যের বাইরে বের করেছেন। বাঙালি আজ কাজের সন্ধানে ঘর ছেড়ে সুদূর দক্ষিণে ভাগ্যান্বেষণে যেতেও দুবার ভাবে না। সেই কত বছর আগে তরুণের স্বপ্ন বইতে নেতাজী এই স্বপ্ন দেখেছিলেন। ভদ্রমহিলা সেটা পূরণ করে দিলেন।

মেয়েদের নিজেদের সম্ভাবনা চিনতে শিখিয়েছেন। এই সেদিন পর্যন্ত যে মেয়েরা বাড়িতে ঝামেলা করত ছেলে বা হাজব্যান্ড মিটিং মিছিল করে বলে, তারাও আজ পথে নেমেছে ঘরে বসে না থেকে।

আর এবার,

বাঙালির চিরাচরিত ঘটি বাঙাল দ্বন্দ্ব মিটিয়ে দিলেন। ঘটি বাঙাল এক হল। নিজেদের মধ্যে নোংরা আক্রমন বাদ দিয়ে আসল শত্রু চিনতে শিখল।

একটাই তো হৃদয়। আর কতবার জিতে নেবেন মাননীয়া? 😌😌

#সংগৃহীত

13/08/2024

বক্তব্য অল্পই

মধ্যরাতের দখল আরও আগে নেওয়া উচিৎ ছিল। আসলে এই পুরুষ জাতিটাকে পুরুষরাও আজকাল খুব একটা বিশ্বাস করে না (ব্যতিক্রম আছে, তা ব্যতিক্রম কোথায় নেই!)।

রাত-দিন-স্থান-কাল-পাত্র সব দখল হোক। এতোদিনকার মিথ্যা সাম্যের অঙ্গীকার ছিন্ন করে ঝলসে উঠুক বাস্তবের তরবারি। বহুবার হতে হতেও হয়নি। এবার সম্পূর্ণ হোক দখল।

সভ্যতা আরও একবার শিক্ষা পাক, আরেকটু সভ্য হোক।

10/08/2024

From ...
জানি না কে দায়ী। কিন্তু নাটক অলরেডি শুরু হয়ে গেছে। বাইরের একজন সামান্য সিভিক পুলিশ হাসপাতালে ঢুকে সেমিনার হলে একজন ডাক্তারের সঙ্গে এইরকম একটা কাণ্ড ঘটিয়ে, এবং যাতে পুলিশ তাকে টুক করে ধরে ফেলতে পারে, তাই তার হেডফোনটাও ওই সেমিনার হলে ফেলে, পালিয়ে গেল। কী বোকা বোকা স্ক্রিপ্ট বানাচ্ছে পুলিশ!!! এবং এইধরণের অপরাধের ক্ষেত্রে সবসময়েই সেখানকার সিসিটিভি খারাপ থাকে বলে জানা যায়। তো, এত তড়িঘড়িই বা কিসের? তদন্তের জন্যও তো কিছুটা সময় লাগে! এত তড়িঘড়ি এত বোকা বোকা স্ক্রিপ্ট বানানোর দরকার হয় তখনই, যখন আসলে কোনো খাস লোককে আড়াল করার দরকার হয়। সে কে -- এটাই প্রকাশ্যে আসা দরকার। এভাবে দু-একটা চুনোপুঁটিকে বলির পাঁঠা করে এগিয়ে দিয়ে, রাঘব বোয়ালদের আড়াল করার এই খেলাটা এখন সবাই বোঝে।
এর মধ্যে আবার R.G. Kar Medical College and Hospital এর প্রিন্সিপাল সন্দীপ ঘোষ স্টেটমেন্ট দিয়েছেন যে মৃত ছাত্রীটির নাকি রাতে একা সেমিনার হলে ঘুমানো বা থাকা উচিত হয়নি। চমৎকার! তো, মেয়েটিকে গিয়ে সেমিনার হলে ঘুমোতে হলো কেন? তাদের প্রপার বিশ্রামের জায়গার ব্যবস্থা আপনি কেন করে দেননি? আর এখন এসব নীতিকথা শোনাতে এসছেন যে সন্দীপ ঘোষ, তার নিজের ইতিহাস কী? তার নামে রয়েছে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ (চিকিৎসা সরঞ্জাম কেনা, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা, হাসপাতালের পরিকাঠামো বিষয়ে, ক্যান্টিন, সুলভ শৌচালয়, বিভিন্ন অনুষ্ঠানে টিফিনের বরাত— সর্বত্র। এবং এসব ক্ষেত্রে কাটমানি প্রথায় ব্যক্তিগতভাবে তিনি লাভবান হয়েছে বলে অভিযোগ তোলেন আরজি করের প্রাক্তন নন-মেডিক্যাল ডেপুটি সুপার আখতার আলি। এমনকি টাকা নিয়ে বদলিরও অভিযোগ আছে।) যার ভিত্তিতে ১১ সেপ্টেম্বর ২০২৩ এ তাকে আরজিকরের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়ার নোটিস জারি করা হয়। স্বাস্থ্যভবন থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের প্রফেসর পদে পাঠানো হয় তাকে। তবে কোনো ম্যাজিকে সে নির্দেশ পাল্টে যায় ৯ই অক্টোবরই। ফের তিনি ফিরে আসেন আরজি করে। এমনকি এর আগেও একবার বদলির নির্দেশিকা জারি হয়েছিল তাঁর নামে। এবং সেবারও কোনো ম্যাজিকে ৪৮ ঘণ্টার ঘণ্টার মধ্যে তা বদলে যায়। এইরকম এক বিরল শ্রেণীর রত্ন, তার মুখেই তো এমন নীতিবাক্য মানায়! সত্যিই তো, মেয়েটারই তো দোষ! প্রিন্সিপাল ঠিক কাকে বা কাদের আড়াল করতে চাইছেন?

19/07/2024

দুঃখিত
যারা আমাদের দেশের লোক
মরলে আনন্দ পায়, সেনার মৃত্যুতে খুশি হয়, ভারত কিছুতে হারলে ঈদ পালন করে, তাদের জন্য আমার দুঃখ হচ্ছেনা । 😶

12/01/2024

জন্মাষ্টমীর শুভেচ্ছা। ❤️ঈশ্বর সবার মঙ্গল করুন। 🙏
06/09/2023

জন্মাষ্টমীর শুভেচ্ছা। ❤️
ঈশ্বর সবার মঙ্গল করুন। 🙏

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when TELI - Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share