Curly Girl

Curly Girl ভবঘুরে

কি বলো ?? 🤗
25/06/2023

কি বলো ?? 🤗

একা থাকা বা একা ঘোরা কোনো দোষের না, নিজেকে ভালোবাসতে গেলে একা থাকতেই হবে, নিজের হাত দিয়ে নিজেরই মুখে হাত বোলাতে হবে, পড়...
15/04/2023

একা থাকা বা একা ঘোরা কোনো দোষের না, নিজেকে ভালোবাসতে গেলে একা থাকতেই হবে, নিজের হাত দিয়ে নিজেরই মুখে হাত বোলাতে হবে, পড়ে গেলে নিজেকেই ঠেলে উঠতে হবে, সবটাই একা।নিজের স্বপ্নের পিছনে দৌড় লাগাতে হয়,হাঁপিয়ে গেলে একটু কেঁদে নিতে হয়,খারাপ লাগা গুলোকে হেসে উড়িয়ে দিতে হয়। একাকিত্বও একটা উৎসব, এটাকেও চুটিয়ে celebrate করো। জীবনটাই যখন একার তাই পহেলা বৈশাখ বিলাসিতা ছাড়া কিছুই না। শুভ ১ লা বৈশাখের শুভেচ্ছা .... 🌻

আমরা মুহূর্তের কাছে ফিরতে পারি না, আমরা স্মৃতিদের কাছে ফিরতে পারি। স্মৃতি হলো একটা আলমারির মতো, যেটার পাল্লাগুলো কাঁচের।...
12/04/2023

আমরা মুহূর্তের কাছে ফিরতে পারি না, আমরা স্মৃতিদের কাছে ফিরতে পারি। স্মৃতি হলো একটা আলমারির মতো, যেটার পাল্লাগুলো কাঁচের। ওই আলমারির তাঁকে তাঁকে মুহূর্ত গুলো সাজানো থাকে পুতুলের মতো। আমরা ওই আলমারিটার কাছে গিয়ে দাঁড়াতে পারি বা বাইরে থেকে দেখতে পারি পুতুলগুলোকে কিন্তু ছুঁতে পারি না!! ওই আলমারির চাবি আমাদের কাছে থাকে না। অথচ একদিন ওই পুতুলগুলো আমাদের হাতেই ছিল, মুহূর্তটা আমাদের মাঝেই ছিল !! এসব ভেবে মাঝে মাঝে খুব দুঃখ হয় রাগ হয় তখন আমরা কাঁচটাকে ভেঙে ফেলতে চাই কিন্তু পারি না, কক্ষনো পারি না!!

- রাত জাগা তারা 🌻

https://youtu.be/TOsAHx1o5EY - লিঙ্কে গিয়ে পুরো গল্পটা শুনতে পারো, বেশ লাগবে। ❤

11/04/2023

শেষ বেলায় নাইবা হলো দেখা 🌻

04/04/2023

আমি আজকাল বড়ই ভুলে যাচ্ছি
ভুলে যাচ্ছি খেতে ভুলে যাচ্ছি ঘুমোতে ভুলে যাচ্ছি তারা দেখতে ভুলে যাচ্ছি তোমার কথা ভাবতে
প্রচন্ড ছন্নছাড়া যে আমি
আচ্ছা কোনোদিন যদি তোমাকে ভুলে যাই? তুমি মনে করানোর জন্য থাকবে তোহ নাকি তুমি ও দিগন্ত রেখা পেরিয়ে যাবে অনেক দূরে!! 🌻

Address

39/B Harinath Sen Road, Dakshinpara Kol
Kolkata
700124

Website

Alerts

Be the first to know and let us send you an email when Curly Girl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Curly Girl:

Share