জয় হিন্দ

জয় হিন্দ যা কিছু রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত, তাহাই রাজনৈতিক।

08/04/2025

একটা প্রজন্ম অপেক্ষা করেই গেলো…

তোমার বয়স এখন ৩২…
কলেজ শেষ করেছিলে ২২-তে।
ভেবেছিলে ১-২ বছরের মধ্যে চাকরি হবে।
দশটা বছর কেটে গেলো, এসএসসি হল না, পিএসসি বন্ধ, গ্রুপ ডি-এর তালিকায় নাম নেই।

একটা প্রজন্ম অপেক্ষা করেই গেলো।
কারও জন্য না— নিজের যোগ্যতার মর্যাদা পেতে।

আজ আমরা প্রশ্ন করছি না, কারণ ক্লান্ত আমরা— আর লজ্জিতও।
কিন্তু সময় এসেছে— মুখ খুলতে হবে, একত্র হতে হবে।

#একত্র_হও #বেকার_বাংলা #চাকরি_চাই

প্রায় ১৫ বছর ধরে চাকরির প্রতীক্ষায়, বেকার বাংলার শিক্ষিত যুবসমাজএকটা সমাজের সবচেয়ে বড় শক্তি কী? তার শিক্ষিত যুবসমাজ। আ...
07/04/2025

প্রায় ১৫ বছর ধরে চাকরির প্রতীক্ষায়, বেকার বাংলার শিক্ষিত যুবসমাজ

একটা সমাজের সবচেয়ে বড় শক্তি কী? তার শিক্ষিত যুবসমাজ। আর বাংলার শিক্ষিত তরুণ-তরুণীরা গত প্রায় ১৫ বছর ধরে সেই শক্তি হয়ে ওঠার স্বপ্ন দেখেছে— অথচ পেয়েছে শুধু অবহেলা, অবিচার আর রাজনৈতিক প্রতারণা।

২০০৯ সাল। এক তরুণ বিএ পাস করল। ২০১2 সালে এমএ শেষ করল। ভাবল, একটা স্কুলে শিক্ষকতা করবে। কিন্তু এসএসসি পরীক্ষা আর হয় না, হলে ফল প্রকাশ হয় না, ফল প্রকাশ হলেও মেধার চেয়ে প্রাধান্য পায় টাকা, তদ্বির, পরিচয়। সে অপেক্ষা করল। আশ্বাস এল, আবার গেল।

২০১৬ সালে চাকরি পেয়েছিল যারা, আজ সুপ্রিম কোর্টের রায়ে তারা হারাল সবকিছু। কারণ? যারা পরীক্ষায় পাশ করেছিল, তাদের নামই তালিকায় ছিল না— ছিলো টাকা দিয়ে চাকরি কেনা লোকজনের নাম। এখন SSC বোর্ড বলছে – ৭০০০ জন অযোগ্য, বাকিদের নাম আজও তারা প্রকাশ করতে পারল না।

প্রশ্ন একটাই— যদি ৭০০০ জন অযোগ্য হয়, তাহলে বাকিদের নাম বলতেও এত বছর লাগছে কেন?

আসলে সত্যিটা হলো— এই চাকরি নিয়োগ ছিল না, ছিল এক বিশাল ‘পলিটিক্যাল মার্কেট’। এখানে চাকরি ‘দেওয়া’ হয়েছে, বিক্রি নয়। আর এই বাজারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তরুণ-তরুণীরা, যারা সকাল ৬টা থেকে রাস্তায় রাস্তায় প্রাইভেট পড়িয়ে সংসার টানত, রাতে এসে বই নিয়ে বসত, শুধুমাত্র একটা সরকারি চাকরির স্বপ্নে।

আর আজ, তারা দেখছে— নিজেদের সঙ্গে প্রতারণা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় এলেও, কেউ দায় নিচ্ছে না। মুখ্যমন্ত্রী বলছেন ‘আমি মানবিক’, শিক্ষামন্ত্রী বলছেন ‘আমার কিছু বলার নেই’, চেয়ারম্যান বলছেন ‘আমি জানি না’— আর এই ‘না জানা’র মধ্যে হাজার হাজার জীবনের ১৫টা বছর চলে গেল।

আজ এই রাজ্যে শিক্ষিত হওয়াটাই অভিশাপ মনে হচ্ছে। কোনো ইন্ডাস্ট্রি নেই, চাকরি নেই, পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নেই। এ যেন এক ‘শিক্ষিত বেকারের স্বর্গরাজ্য’।

এটাই কি আমাদের বাংলার ভবিষ্যৎ?

এই প্রশ্ন আজ প্রতিটি রিকশা টানা যুবকের চোখে, প্রতিটি টিউশন পড়ানো মেয়ের অশ্রুতে। আর কোনো সভা, কোনো কবিতা, কোনো চাটুকারিতা সেই চোখের জল মুছিয়ে দিতে পারবে না।

07/04/2025

সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬০০০ শিক্ষকের চাকরি গেছে বাংলায়।
এদের মধ্যে ৭০০০ মতো অযোগ্য সেটা পর্ষদ বলতে পারলো কিন্তু এতো বছরে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের বারংবার নির্দেশ দেবার পরও পর্ষদ ইচ্ছে করে যোগ্য শিক্ষকদের তালিকা দিলো না।
এটা করার একটা বিশেষ কারণ হলো প্রচুর চাকরি, টাকা খেয়ে একটা দল বিক্রি করেছে।
অবাক করার বিষয় হলো চাকরি চলে যাবার সুপ্রিম কোর্টের রায় এর পর উনি প্রেস কফারেন্সে আসলেন এবং কতগুলো অসংলগ্ন কথাবার্তা বলে আর চাকরি চলে যাওয়া মানুষগুলোকে খানিকটা জুজু দেখিয়ে আমরা মানবিক বলে প্রেস কফারেন্সে শেষ করে দিলেন।
শিক্ষাশ্রী ক্ষামন্ত্রী আসলেন বললেন উনি সব পরিষ্কার করে বলে দিয়েছেন তাই আমার কিছুই বলার নেই।
সএসসি চেযারম্যান বললেন আমার কিছুই বলার নেই।
এতবড়ো দুর্নীতির পরও কেও ওনাকে প্রশ্ন করতে পারলেন না যে আপনার দলই তো দুর্নীতি করেছে, যেটা সুপ্রিম কোর্টের রায় থেকে প্রমাণিত, তো আপনি কি কাদের কাদের থেকে টাকা নিয়ে তাদের চাকরি দিয়েছেন সেটা জিজ্ঞেস করেছেন আপনার দলের লোকজনদের?
আর, সএসসি পরীক্ষা নিয়েছে যেটা সরকারের অধীনস্থ সংস্থা, তাদের এই লাগামছাড়া দুর্নীতির দায় কেনো আপনি নেবেন না?
সভায় বসা যেই চাটুকার স্তবকের উল্লেখ না করলেই নয় তিনি হলেন বোধ সরকার। এরকম মানসিকতার কবি থাকার থেকে কবি বিহীন সমাজ অনেক সুস্থ হবে বলে আমার ধারণা।
আজ কোথাও যেনো " রাজা তোর কাপড় কোথায়? " এটা জিজ্ঞাসা করার মানুষের অভাব বোধ করছি।
জয় হিন্দ।🙏

03/04/2025

সমস্ত সৎ মাস্টার মশাইদের বলবো এবার জেগে উঠুন আপনাদের হারানোর কিছু নেই।
আর অসৎ পয়সা দিয়ে যারা পেয়েছেন তাদের বলব, যাদের পয়সা দিয়েছেন এবার যান ঘেরাও করুন।

আমি বলছি আমি আছি আপনাদের পাশে।
03/04/2025

আমি বলছি আমি আছি আপনাদের পাশে।

03/04/2025

ডবল ডবল শিক্ষা তো উনি আগেই দিয়েছিলেন, কারণ সিঙ্গেল ডিগ্রিতে আর কাজ হচ্ছিলো না। ডবল ডবল চাকরি দেয়ার প্রতিশ্রুতিও আজকে পূরণ করে দিলেন।
উনাকে অসংখ্য ধন্যবাদ।🙏🙏🙏
#এগিয়েবাংলা।
#সততারপ্রতীক।

29/03/2025

কথায় কথায় বিনা কারণে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে দাবি করে, একটি বিশেষ সম্প্রদায়ের মানুষরা যেভাবে দোকানপাট ভাঙচুর করছে, রাস্তা ঘিরে গাড়ি ভাঙচুর করছে এসব দেখে সাধারণ নাগরিক হিসাবে আমরা খুবই চিন্তিত।
রাস্তাঘাটে অনিয়ন্ত্রিত ভাঙচুর চলছে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এটা দেখার পর সাধারণ মানুষ হিসাবে রাস্তায় বের হতে ভয় লাগছে।
প্রশাসনের কাছে অনুরোধ শুধুমাত্র ধর্মীয় সম্প্রদায় দেখে মানুষকে বিচার করা বন্ধ করুন। একটি সম্প্রদায়ের মানুষ যা খুশি তাই করতে পারে, তাদের কোন শাস্তি হবে না। সাধারণ মানুষ কিন্তু এটা ভাবতে শুরু করেছে।
সোশ্যাল মিডিয়ার যুগে খবর চেপে আটকে রাখা যায় না। মানুষ সবই দেখছে, জবাব ঠিক দেবে।
মালদার মোথাবাড়ি ঘটনা খুবই উদ্বেগজনক।

যাদবপুরে মাকুদের নাটকে সমব্যাথী হবার আগে নিজে একবার ভাবুন।আদেও এরা মানুষের পর্যায়ে পড়ে তো? #সামাজিক_মাধ্যম_রাজনীতি  #র...
02/03/2025

যাদবপুরে মাকুদের নাটকে সমব্যাথী হবার আগে নিজে একবার ভাবুন।
আদেও এরা মানুষের পর্যায়ে পড়ে তো?
#সামাজিক_মাধ্যম_রাজনীতি
#রাজনৈতিক_সুবিধাবাদ
#ভারতীয়_রাজনীতি
#ভোটার_বিশ্লেষণ
#বাংলা
#মাকু
#যাদবপুর
#সিপিএম
#সামাজিক

কাকার জন্য সবাই একটা করে নাম সাজেস্ট করে যান।😂
23/02/2025

কাকার জন্য সবাই একটা করে নাম সাজেস্ট করে যান।😂

Iska Ghamand h hume 😂
23/02/2025

Iska Ghamand h hume 😂

Address

Kolkata
700001

Website

Alerts

Be the first to know and let us send you an email when জয় হিন্দ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share