Sunday Suspense

Sunday Suspense Bengali story

08/11/2025

নিশাচর অতিথি

07/11/2025

ভূতের নাম ভুতু

06/11/2025

নির্জন রাস্তার ভূত

05/11/2025

গভীর রাতে, যখন চারদিক নিস্তব্ধ, গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছিল রহমান। তার হাতে একটা লণ্ঠন, টিমটিম করে আলো দিচ্ছে। ভাদ্র মাসের শেষ, আকাশে মেঘের ঘনঘটা। যেকোনো মুহূর্তে ঝেঁপে বৃষ্টি নামতে পারে। রহমান তার মামার বাড়ি থেকে ফিরছিল, অনেকটা পথ হেঁটে যেতে হবে।

গ্রামের শেষ প্রান্তে একটা পুরোনো পুকুর আছে, লোকে বলে 'সাপের পুকুর'। অনেক বছর আগে নাকি সেই পুকুরে এক বিশাল সাপ থাকত, যার মাথায় মণি ছিল। একদিন এক লোভী মানুষ সেই সাপকে মেরে মণি চুরি করে। তারপর থেকেই নাকি পুকুর পাড়ের ওই বিশাল বটগাছটায় সেই সাপের আত্মা ঘুরে বেড়ায়। কেউ একা ওদিক দিয়ে গেলে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে।

রহমান এসব গল্প শুনেছে, কিন্তু কখনো বিশ্বাস করেনি। আজ তার পথ ওই পুকুর পাড় দিয়েই। যখন সে বটগাছের কাছাকাছি এলো, হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল। রহমান থমকে দাঁড়াল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এমন সময় তার কানে এলো ফোঁস ফোঁস শব্দ। প্রথমে সে ভাবল বাতাসের শব্দ, কিন্তু শব্দটা ক্রমশ জোরালো হচ্ছে। মনে হচ্ছে যেন তার পাশেই কিছু একটা নড়ছে।

রহমানের গা ছমছম করে উঠল। সে দ্রুত পা চালাতে শুরু করল। কিন্তু যত দ্রুত সে হাঁটছে, ফোঁস ফোঁস শব্দটা যেন ততই তার পিছু নিচ্ছে। হঠাৎ তার মনে হলো, তার পায়ের কাছে কিছু একটা পেঁচিয়ে উঠছে। ভয়ে সে চিৎকার করে উঠল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। সে অনুভব করল, ঠান্ডা, আঁশটে কিছু একটা তার পা বেয়ে উপরে উঠছে।

সে লণ্ঠনটা ফেলে দিয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করল। পেছনে ফিরে তাকাতে সাহস হলো না। একসময় সে নিজের বাড়ির সামনে এসে হাঁপাতে হাঁপাতে জ্ঞান হারাল।

সর্প-আত্মা

04/11/2025

সেদিন ছিল এক অলস বসন্তের সকাল। শীতের শেষ রেশটুকু মুছে গিয়ে ভোরের হাওয়ায় কেমন যেন এক নতুন সজীবতা খেলা করছে, যদিও Byomkesh-এর গোয়েন্দাগিরির জগতে নতুন কোনো রহস্যের হদিশ না মেলায়, বাইশ নম্বরের দোতলার ঘরে আমি আর সে, দুজনেই কেমন এক অলস বিষণ্ণতায় ডুবে ছিলাম। Byomkesh তার মোটা ফ্রেমের চশমার ফাঁক দিয়ে খবরের কাগজটায় মনোযোগ দিয়ে চোখ বোলাচ্ছিল, তবে তার দৃষ্টি ছিল নিবদ্ধ, যেন সে প্রতিটি অক্ষরের গভীরে কোনো গোপন বার্তা খুঁজছে। আমি ভাবছিলাম, আজকাল বুঝি Byomkesh-এর তীক্ষ্ণ বুদ্ধির জন্য কোনো যোগ্য প্রতিপক্ষ আর অবশিষ্ট নেই। গত ক’দিন ধরেই Byomkesh বেশ চুপচাপ, যা তার স্বাভাবিক চরিত্রের সাথে একটু বেমানান। সাধারণত, সে এমন সময়ে সাহিত্যচর্চা অথবা গভীর দার্শনিক আলোচনায় মগ্ন থাকে, কিন্তু এখন তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য চিন্তার জালে সে নিজেই গভীরভাবে জড়িয়ে পড়েছে, যা আমাকেও কিছুটা প্রভাবিত করেছে, কেমন যেন এক অস্বস্তি নিয়ে সময় কাটছিল।

ঠিক তখনই দরজায় কড়া নাড়ার এক অপ্রত্যাশিত শব্দ শোনা গেল। বাইশ নম্বরের এই বাড়িতে এমন আকস্মিক অতিথি সাধারণত আসে না, বিশেষত এমন ভোরের বেলায়। আমি খানিকটা অবাক হয়েই উঠে গিয়ে দরজা খুলতেই দেখলাম, একজন মাঝবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তার পরনে ছিল দামী পশমের তৈরি একটি স্যুট, চোখে মোটা সোনার ফ্রেমের চশমা, আর তার ফ্যাকাশে মুখের প্রতিটি ভাঁজে যেন গভীর উদ্বেগ আর অস্থিরতার ছাপ স্পষ্ট। তিনি নিজেকে সুশীল সেন নামে পরিচয় দিলেন এবং জানালেন যে Byomkesh-এর সাথে তার অত্যন্ত জরুরি কিছু ব্যক্তিগত কথা আছে। তার কণ্ঠস্বরে এমন এক অসহায়তা ছিল যা অগ্রাহ্য করা আমার পক্ষে সম্ভব হলো না।

লাল মোমের রহস্য | সত্যান্বেষী ব্যোমকেশ | Detective Story

04/11/2025

ভুতের গরুর গাড়ি | horror story

02/11/2025

নিশুতি রাতের পদধ্বনি | bhoot er golpo

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunday Suspense posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share