20/08/2025
Byomkesh Bakshi | মূর্তি রহস্য | Detective Story
কার্তিক মাসের এক স্নিগ্ধ সন্ধ্যা। হ্যারিসন রোডের তিনতলার ঘরে আমি আর ব্যোমকেশ বসে আছি। ব্যোমকেশ তার চিরন্তন পাইপে সুখটান দিচ্ছিল, আর আমি এক পুরনো পত্রিকার পাতা ওল্টাচ্ছিলাম। দিনের সব ক্লান্তি যেন ধোঁয়ার সাথে মিশে চারদিকে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দিয়েছে। ব্যোমকেশকে এমন নির্লিপ্ত থাকতে দেখে আমার মনের মধ্যে প্রশ্ন জাগছিল। সাধারণত, কোনো রহস্যের গন্ধ পেলে তার চোখে-মুখে এক ধরনের চঞ্চলতা প্রকাশ পায়। আজ কিছুই নেই। আমি বিরক্ত হয়ে বললাম, "ব্যোমকেশ, তোমার এই নিস্তরঙ্গ জীবন দেখে আমার লেখালেখিও বন্ধ হয়ে যাবে।"
ব্যোমকেশ চোখ না খুলেই মুচকি হেসে বললেন, "অজিত, তুমি ভুলে যাচ্ছো যে এই পৃথিবীতে সত্যের কোনো অভাব নেই। তার জন্য শুধু চোখ খুলে রাখতে হয়।"
ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো, একটু যেন জোরেই। উঠে দেখি, এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, পরনে অত্যন্ত দামি সুট, কিন্তু মুখের রেখায় ক্লান্তি ও ভয় স্পষ্ট। তিনি নিজেকে রাধাবল্লভ চৌধুরী বলে পরিচয় দিলেন, শহরের একজন বিখ্যাত শিল্প সংগ্রাহক। তার চোখে এমন এক অসহায়ত্ব দেখলাম যা সচরাচর দেখা যায় না। তিনি ব্যোমকেশের নাম শুনেছেন এবং চরম বিপদ থেকে বাঁচানোর অনুরোধ নিয়ে এসেছেন।