
22/04/2025
এই ব্যক্তির বাড়ি বারাসত.. ওনার কথা অনুযায়ী.. বয়স বলছেন 95 এর কাছে.. HOWRAH স্টেশন এ এসে কোথায় যাবেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না.. বলছেন যেদিকে মন চায় দু চোখ যায় চলে যাবো.. আমি শ্যাওরাপুলি ঘাট পার করে বারাসত যাওয়ার জন্য চেষ্টা করছি.. ওনাকে L238 বসে তুলে দিতে চাইলাম উনি ট্রেনে ছাড়া যাবেন না.. তাই শ্যাওরাপুলি র টিকিট কেটে দিলাম.. শ্যাওরাপুলি নামিয়ে ও দেবো.. যদি এনাকে কেউ চিনতে পারেন উনি আপাত শ্যাওরাপুলি ঘাট পার করে barrackpore হয়ে বারাসত যাবেন.. সকাল থেকে কিছু খাই নি.. যতো টা পারলাম ব্যবস্থা করলাম.. যদি কেউ চিনতে পারেন তাহলে শ্যাওরাপুলি ঘাট barrackpore সাইড এ এসে নিয়ে যেতে পারেন.. খুব অসহায় উনি