A to Z Entertainment

A to Z Entertainment Reality, Motivational, Comics, Jokes, Sports, Travel and Entertainment

এই ব্যক্তির বাড়ি বারাসত.. ওনার কথা অনুযায়ী.. বয়স বলছেন 95 এর কাছে.. HOWRAH স্টেশন এ এসে কোথায় যাবেন কি করবেন কিছুই বুঝ...
22/04/2025

এই ব্যক্তির বাড়ি বারাসত.. ওনার কথা অনুযায়ী.. বয়স বলছেন 95 এর কাছে.. HOWRAH স্টেশন এ এসে কোথায় যাবেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না.. বলছেন যেদিকে মন চায় দু চোখ যায় চলে যাবো.. আমি শ্যাওরাপুলি ঘাট পার করে বারাসত যাওয়ার জন্য চেষ্টা করছি.. ওনাকে L238 বসে তুলে দিতে চাইলাম উনি ট্রেনে ছাড়া যাবেন না.. তাই শ্যাওরাপুলি র টিকিট কেটে দিলাম.. শ্যাওরাপুলি নামিয়ে ও দেবো.. যদি এনাকে কেউ চিনতে পারেন উনি আপাত শ্যাওরাপুলি ঘাট পার করে barrackpore হয়ে বারাসত যাবেন.. সকাল থেকে কিছু খাই নি.. যতো টা পারলাম ব্যবস্থা করলাম.. যদি কেউ চিনতে পারেন তাহলে শ্যাওরাপুলি ঘাট barrackpore সাইড এ এসে নিয়ে যেতে পারেন.. খুব অসহায় উনি

17/02/2025

অত্যন্ত আনন্দের সাথে জানাই যে কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ১৫-১৭ ফেব্রুয়ারী ২০২৫, Medicall Exhibition 2025 এর আয়োজন করা হয়েছে।
এখানে ভারতের অন্যতম বৃহৎ চিকিৎসা ও স্বাস্থ্য প্রযুক্তি প্রদর্শনী, যেখানে দেশ-বিদেশের নামী সংস্থা ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন। এখানে চিকিৎসা ও স্বাস্থ্যখাতের আধুনিক প্রযুক্তি, সরঞ্জাম এবং বিভিন্ন বিষয়ে জানার সুযোগ থাকছে। রাজ্য তথা দেশে স্বনামধন্য ডাক্তারবাবুরাও এই প্রদর্শনীতে উপস্থিত থাকছেন।
এই প্রদর্শনীতে আপনাকে সাদর আমন্ত্রণ জানাই।
আজ (১৬/০২/২০২৫) ও আগামীকাল (১৭/০২/২০২৫) সকাল ১০টা থেকে এই প্রদর্শনী প্রাঙ্গণে আসার জন্য আবেদন জানাই।
সাদর শুভেচ্ছাসহ,
মলয় পীট

স্থান: বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, ৩ জে.বি.এস. হালদানে এভিনিউ, ই.এম. বাইপাস কানেক্টর, পার্ক সার্কাস, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০৪৬।

স্টল নম্বর ও লোকেশন:
স্টল নম্বর : C15
লোকেশন : https://maps.app.goo.gl/F7RvCH6rAciTCniX6

15/10/2024

"জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ
কিছুই রবেনা"
এসরাজের সুরে মাতোয়ারা ট্রেনের কামরায় যাত্রীরা

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when A to Z Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share