21/09/2025
গাড়ি নিয়ে কিছু আইনী তথ্য, যা অনেকেই জানেন না
১. অন্যকে গাড়ি ধার দিলে দায় আপনারও – যদি আপনার দেওয়া গাড়ি চালিয়ে কেউ দুর্ঘটনা ঘটায়, তাহলে শুধু চালক নয়, গাড়ির মালিককেও আদালতে দায়ী করা হতে পারে।
২. ইনস্যুরেন্স থাকলেই সব কভার হয় না – ইনস্যুরেন্স কোম্পানি প্রায়ই ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে যদি চালক দুর্ঘটনার সময় লাইসেন্স ছাড়া, মদ্যপ অবস্থায়, বা PUC ছাড়া গাড়ি চালিয়ে থাকে।
৩. RC বইতে মালিকের নাম পরিবর্তন না করলে বিপদ – পুরনো গাড়ি বিক্রি করার পর RC বইতে মালিকের নাম পরিবর্তন না করলে, নতুন মালিক দুর্ঘটনা ঘটালেও মামলা আসবে আপনার নামেই।
৪. হিট-অ্যান্ড-রান কেসে ক্ষতিপূরণ পাওয়া যায় – কেউ পালিয়ে গেলেও, সরকার নির্দিষ্ট তহবিল থেকে ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেয়। অনেকেই এটা জানেন না বলে দাবি করেন না।
৫. সিভিল ও ক্রিমিনাল দুই মামলা একসাথে হতে পারে – দুর্ঘটনার পর শুধু ফৌজদারি মামলা (BNS) নয়, ভুক্তভোগী ক্ষতিপূরণের জন্য মোটর দুর্ঘটনা দাবি ট্রাইব্যুনালে (MACT) আলাদা মামলা করতে পারেন।
তাই শুধু ট্রাফিক আইন মানা নয়, গাড়ি সম্পর্কিত প্রতিটি কাগজপত্র সঠিক রাখা ও আইনী দিকগুলো জানা অত্যন্ত জরুরি।
মনে রাখবেন — আইন না জানলে, অজান্তেই বড় বিপদে পড়তে পারেন।
Advocate Sekh Sanawaz Ali
High Court, Calcutta
7A, Kiran Shankar Roy Road, Kolkata- 700 001
089063 67189