আমাদের খবর - amder khobor chanel

আমাদের খবর - amder khobor chanel সমস্ত রকম খবর বা নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেল এর সাথে যুক্ত থাকুন এবং flow, like ও shear করুন

24/01/2024

দেখলে মনে হবে হয়তো ডাইনোসর! কিন্তু কোন প্রাণী এটি?

24/01/2024

এ এক পরিশ্রমের গল্প। শ্রমিক থেকে শিক্ষক হয়ে ওঠার কাহিনী। কঠোর জীবন সংগ্রামের ইতিহাস

24/01/2024

আসছে জ্যাকশনের বাওপিক। জ্যাকশনের রোলে কে? কৌতূহল বিশ্বময়!

বিস্তারিত খবর

24/01/2024

প্রবল ঠাণ্ডা থেকে বাঁচতে হিটারের সামনে চুপচাপ বসে বাঁদর, সাহায্যে পুলিশ কর্মী, দেখুন সেই

ভিডিও ভাইরাল

24/01/2024

ঝড়ের নাম 'ইশা'
গতিবেগ প্রায় '১৪৫' কিলোমিটার প্রতি ঘণ্টায়, এমন ঝড় আগে আসেনি

ভিডিও- প্রকৃতির ছবি

23/01/2024

ক্রিকেটার যুবরাজের বায়োপিক! অভিনয় কে? সব বিতর্ক কাটিয়ে শুরু হলো প্রাথমিক কাজ

23/01/2024

Today news viral

03/08/2023

বাইকে সমস্তটা জুড়ে বস্তা বস্তা ঘাস। চালক কোনোভাবে ক্যারিয়ারে বসে চালাচ্ছে সেই বাইক। অবাক করা ভিডিও দেখুন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অনেক অবাক করা বাইক চালানোর ভিডিও আমরা আগেও দেখেছি। কখনো পুরো পরিবারের সমস্ত সদস্য ও ব্যবহার্য দ্রব্য নিয়ে বাইক চালিয়ে চলেছে। কখনো বা বাইকের সামনে প্রেমিকাকে বসিয়ে রোমান্স করতে করতে বাইক চালানো। এবার আসল আরো আশ্চর্য করা ভিডিও। একজন কৃষক পুরো সিটেঘাস, গাছের পাতা লোড করে পিছনে বসে বাইক চালাচ্ছেন। আপানর মনে হতেই পারে, বাইকের পুরো সিট জুড়েই যদি গাছের ডাল, পাতা বাঁধা থাকে, তবে উনি কোথায় বসেছেন? সেই কৃষক যেভাবে বাইকে বসে বাইক চালাচ্ছেন, তা দেখলে আপনার চোখ কপালে উঠবে। বুঝতেই পারবেন না যে চালক কি করে বাইক চালাচ্ছে। ভাইরাল ভিডিওটি সম্ভবত কোনো গ্রামের।

03/08/2023

গাড়িকে ঘিরে রয়েছে বিরাট আকারের অজগর! দেখাই চমকে উঠতে হবে। সত্যি কি ওটা সাপ?

আমাদের চমকে দেবার মতো অজস্র ভাইরাল ভিডিও আমরা দেখি। বিশেষ করে প্রাণী জগৎ নিয়ে নিত্য নতুন সব ভিডিও। সাপ নিয়েও আমাদের চোখে পড়েছে বেশ অভিনব কিছু ভিডিও। কোথাও বিষাক্ত সাপকে স্নান করাচ্ছেন এক ব্যক্তি, আবার কোথাও কেউ সাপের সঙ্গে সহবাস করছেন। এবার আরও অভিনয় ঘটনা। প্রাথমিক দর্শনেই চমকে উঠেছে সবাই। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে,বিরাট বড় অজগরের কবলে গোটা গাড়ি। গাড়িটির চারপাশে ঘিরে রয়েছে বিরাট আকারের একটা অজগর। স্বাভাবিক কারণেই সন্ত্রস্ত সকলে। এমন ভিডিও দেখে সকলেই চমকে উঠেছে। কিন্তু সত্যি কি ওটা সাপ? ভালো করে দেখার পরে বেশ কিছুটা সন্দিগ্ধ হয়ে উঠেছে সকলে!

03/08/2023

ভাই বোনের প্রাণ বাঁচানোর ভাইরাল নিউজ

03/08/2023

কুকুরটা যেন বেতাজ বাদশা! দুই মোষের পিঠে চেপে বেরিয়েছে বিশ্ব ভ্রমণে। দেখুন অবাক করা ভিডিও।

পশু জগতের অবাক করা অনেক ঘটনাই ভাইরাল হয়। আবার মানুষের বহু স্টান্টও সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা দেখতে পাই। এবার নিতান্তই একটা কুকুরের নায়কচিত অভিযান দেখে বিস্মিত নেটজগৎ। হাসির রোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া এই ভিডিওটি একটি কুকুরের নতুন কীর্তির। রাস্তায় ঘুরে বেড়ানো অজস্র পথ কুকুরের অনেক কীর্তি ইতিমধ্যে আমরা দেখেছি। এটা কিন্তু সম্পূর্ণ অভিনব। একটি কুকুরের এমন কীর্তি দেখা গেল যা দেখে রীতিমতো হেসে পেটে খিল পড়ার মত অবস্থা তৈরি করেছে। আর এই ভিডিও দেখার পর কেউ কেউ ওই কুকুরটিকে বেতাজ বাদশা আবার কেউ কেউ অন্য কিছু বলছেন। কেউ তুলনা করেছেন অজয় দেবগণের সাথে।

02/08/2023

কিং কোবরা রেগে টং!সামলাতে হিমশিম খাচ্ছে সাপ বিশেষজ্ঞ! ভয়াবহ ভিডিও দেখুন

সাপেদের নানা কীর্তিকলাপ সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই ভাইরাল হয়। কখনো দেখি সাপকে একজন সাবান দিয়ে স্নান করাচ্ছে তো কখনো এক ব্যক্তি দিব্যি সাপের সঙ্গে সহবাস করছে। কিন্তু এবার সামনে আসলো আরো আশ্চর্যজনক ভিডিও। ওই ভাইরাল ভিডিতে দেখা যাচ্ছে, প্রাকৃতিক আবাসস্থলে একটি কিং কোবরাকে অকারণে উত্যক্ত করছেন এক ব্যক্তি। ওই ব্যক্তির কাজকর্ম খুবই অবিশ্বাস্য। লোকটি তার খালি হাতে বিষাক্ত কোবরাটিকে ধরার চেষ্টা করছে। তার শরীরী ভাষায় বোঝা যাচ্ছে,সে ওই কাজ করে বেশ আনন্দ পাচ্ছে। কিন্তু সাপটিকে তিনি যে ভাবে অবহেলা করছেন, তার সেই বেপরোয়া কাজের জন্য ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শুধু তাই নয়,যেকোনো মুহূর্তে তার প্রাণও যেতে পারে।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের খবর - amder khobor chanel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share