WB News Giver

WB News Giver Saport koro Sobai Amake

ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রতিশোধে নিতে আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল আমেরিকা থেকে আমদানির...
10/09/2025

ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রতিশোধে নিতে আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল আমেরিকা থেকে আমদানির উপর ৭৫ শতাংশ শুল্ক আরোপ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কিছুটা সাহস দেখানোর আহ্বান জানিয়েছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে সাহস দেখাবার দাবি জানাচ্ছি ।

পুরো দেশ আপনার পিছনে দাঁড়িয়ে। আমেরিকা ভারত থেকে রপ্তানির উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। আপনি আমেরিকা থেকে আমদানির উপর ৭৫ শতাংশ শুল্ক আরোপ করুন। তারপর দেখুন ট্রাম্প মাথা নত করে কিনা। এছাড়াও কেজরিওয়াল বলেন, কেন্দ্রের নীতির কারণে অক্টোবর-নভেম্বর ফসল কাটার সময়, ভারতীয় তুলা উৎপাদনকারীরা ঝুঁকির মধ্যে পড়ছে, তাদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য কোন কার্যকর বাজার নেই।

কৃষকরা ঋণ নিয়ে বীজ এবং সার কিনছেন, শ্রমিকদের টাকা দিয়েছেন, এখন তারা কিভাবে ঋণ পরিশোধ করবে? আত্মহত্যা ছাড়া আর কোন বিকল্প থাকছে না। কেজরিওয়াল নরেন্দ্র মোদিকে ডোনাল্ড ট্রাম্পের সামনে নতজানু থাকার অভিযোগ করেছেন এবং মার্কিন শুল্কের প্রতি জোরালো প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে মোদী কেন নতজানু হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ।

এছাড়াও তিনি দাবি করেছেন ট্রাম্পের চাপে আমাদের কেন্দ্রীয় সরকার ১১ শতাংশ শুল্ক প্রত্যাহার করে আমাদের দেশের কৃষকের আত্মহত্যা করতে বাধ্য করেছেন।

অ্যাপেল তাদের বার্ষিক অনুষ্ঠানে iphone 17 এবং ওয়াচের নতুন মডেলের পাশাপাশি আইফোন,তাদের একটি সম্পূর্ণ নতুন পাতলা মডেল, যা...
10/09/2025

অ্যাপেল তাদের বার্ষিক অনুষ্ঠানে iphone 17 এবং ওয়াচের নতুন মডেলের পাশাপাশি আইফোন,তাদের একটি সম্পূর্ণ নতুন পাতলা মডেল, যার নাম “আইফোন এয়ার” ঘোষণা করবে বলে অনুমান করা যাচ্ছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী এই বছরের অনুষ্ঠানে আইফোন এয়ার ঘোষণা করা হবে। যা বিভিন্ন ভূমিকা পালন করতে পারে।

আইফোনে একটি পরিবর্তন আনা দরকার 9 সেপ্টেম্বরের মধ্যেই এটি আবার ও আসতে পারে‌। 2017 সালে অ্যাপল iphone x যখন বাজারে আনা হয়েছিল তারপর থেকে এই ধরনের পরিবর্তন হয়। বিশ্লেষকরা বলেছেন আইফোন এয়ার গ্রাহকদের, যারা কিছু ভিন্ন চায় তাদের জন্য বৈচিত্র আনতে পারে। আই ডি সির মতে, আইফোন এখন ও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন গুলির মধ্যে একটি। যা বাজারের শীর্ষস্থানীয় স্যামসাংয়ের ঠিক পিছনে। জুলাই মাসে আপেলের সাম্প্রতিক আয়ের প্রতিবেদনে বলা হয় গ্রাহকরা তখনই তাদের iPhone আপডেট করেন যখন তারা মনে করেন যে নতুন বৈশিষ্ট্য গুলি তাদের জন্য মূল্যবান।

নতুন ক্রেতাদের আকর্ষণ করার জন্য এই পাতলা ডিজাইন যথেষ্ট নাও হতে পারে। স্যামসাং ইতিমধ্যে গ্যালাক্সি এস ২৫ এজ নামে একটি পাতলা নতুন ফোন নিয়ে আপেলকে ছাড়িয়ে গেছে। প্রধান বিশ্লেষক দীপাঞ্জন চ্যাটার্জী বলেন ম্যাকবুকের ইয়ার ভার্সন চলে এসেছে, আইপ্যাডের এয়ার ভার্শন চলে এসেছে, সুতরাং এয়ার ভার্সন পাতলা আইফোন এটি বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে।

17/08/2025

পাড়ার সেই রবার বল খেলা। কতো সুন্দরই না ছিল দিন গুলো

*উচ্চমাধ্যমিকে পাশ করলেই পাবেন প্রাথমিকে এ শিক্ষকতার সুযোগ*     ২০২৫-২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডি ...
17/07/2025

*উচ্চমাধ্যমিকে পাশ করলেই পাবেন প্রাথমিকে এ শিক্ষকতার সুযোগ*

২০২৫-২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডি এল এড ) কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট কোর্সটি করার সুযোগ পাবে উচ্চ মাধ্যমিকে পাস করা সকল ছাত্র-ছাত্রী। পর্ষদ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নাম্বার থাকা বাঞ্ছনীয়। এবং সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রার্থীরা ও আবেদনের সুযোগ পাবে। তবে SC,ST দের ক্ষেত্রে বয়সের বিশেষ ছাড় থাকছে।
২০২৫-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগ্রহী ছাত্র-ছাত্রীরা অনলাইনে আবেদন জমা করতে পারবে। আবেদনের শেষ তারিখ ২০ জুলাই। পর্ষদের ওয়েবসাইট (wbbpe.wb.gov.in ) -এর মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। আবেদন করতে ছাত্র-ছাত্রীদের বয়সের প্রমাণপত্র, উচ্চ মাধ্যমিক মার্কশিট, পাসপোর্ট ছবি সহ অন্য আরও বেশ কিছু শংসাপত্র আপলোড করতে হবে। ও আবেদন পত্রের মূল্য থাকছে ১০০০ টাকা।
আবেদনের বাছাই পর্ব ২১ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে। মেধা তালিকা ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত দেখার সুযোগ থাকছে। এবং 12 আগস্ট এর মধ্যে ভক্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার পর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অনুমোদিত এবং পর্ষদ কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ানো হবে।

*গুজরাটের গম্ভীরা সেতু ভেঙে ১১ জনের মৃত্যু*     গুজরাটের ভদোদরা জেলার মহিসাগর নদীর উপর তৈরি সেতুটি ভেঙে পাঁচটি গাড়ি, দু...
10/07/2025

*গুজরাটের গম্ভীরা সেতু ভেঙে ১১ জনের মৃত্যু*

গুজরাটের ভদোদরা জেলার মহিসাগর নদীর উপর তৈরি সেতুটি ভেঙে পাঁচটি গাড়ি, দুটি ট্রাক, দুটি ভ্যান এবং একটি অটোরিকশা নদীতে পড়ে যায় । ভদোদরা এবং আনন্দকে সংযোগ করে এই গম্ভীরা সেতু, যার একটি বড় অংশ ভেঙে পড়ে ১১ জনের মৃত্যু হয়। ঘটনাটিকে "গভীর দুঃখজনক" বলে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেন প্রায় ৯০০ মিটার দীর্ঘ এই সেতুটির মোট ২৩ টি স্প্যানের মধ্যে একটি ভেঙে পড়েছে।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্ল্যাটেল নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ৪ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের এবং তাদের পরিবারবর্গের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "গুজরাটে ভদোদরা জেলার সেতু ভেঙে পড়ার ঘটনায় প্রাণহানি গভীরভাবে দুঃখজনক। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা।
ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা যায় ভাঙা সেতুর মাঝখানে একটি ট্রাককে ঝুঁকিপূর্ণভাবে ঝুলতে। দুটি স্তম্ভের মধ্যবর্তী সেতুর পুরো স্লাবটি ও ধসে পড়েছে বলে ট্রাকটি সেতুর ভাঙ্গা অংশে আটকে ছিল বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও নদীতে পড়ে যাওয়া একটি ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে। একটি ক্রেন ও তিনটি জেসিবি ব্যবহার করা হচ্ছে। কিন্তু ট্র্যাকটি এখনো পাওয়া যায়নি।
সেতুতে যানবাহনের চাপ বিবেচনা করে মুখ্যমন্ত্রী তিন মাস আগে ২১২ কোটি টাকার একটি নতুন সেতু অনুমোদন করেছিলেন। নতুন সেতু নির্মাণের কাজ শুরু ও হয়ে গিয়েছিল। কিন্তু তার আগেই এমন একটি দুঃখজনক ঘটনা ঘটে যায়। ঘটনার তাৎক্ষণিক তদন্ত করার জন্য সড়ক নির্মাণ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
গম্ভীরা সেতু নির্মাণের কাজ ১৯৮১ সালে শুরু হয়েছিল এবং ১৯৮৫ সালে এটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ২০১৭ সালে কংগ্রেস দল এই সেতুটির অবনতিশীল অবস্থার কারণে ভারী যানবাহন চলাচল বন্ধ করার দাবি জানিয়েছিল।
ভদোদরা কালেক্টরের সাথে কথা বলার পর আহতদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করার এবং প্রয়োজনীয় ব্যবস্থাগুলিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

05/07/2025

কসবা ল কলেজে ছাত্রী ধর্ষনের প্রতিবাদে রাস্তায় AIDSO

*মুক্তি পেল স্কুইড গেম সিজন ৩*     ২৭ শে জুন মুক্তি পেতে চলেছে স্কুইড গেম সিজন ৩। যা ইতিমধ্যেই প্রত্যাশা এবং উদ্বেগের সা...
03/07/2025

*মুক্তি পেল স্কুইড গেম সিজন ৩*

২৭ শে জুন মুক্তি পেতে চলেছে স্কুইড গেম সিজন ৩। যা ইতিমধ্যেই প্রত্যাশা এবং উদ্বেগের সাথে সমানভাবে জড়িত। স্কুইড গেমের জগৎ হতাশার সাথে অপরিচিত নয়, এবং নেটফ্লিক্সে যখন তার তিন নম্বর সিজন টি মুক্তি পেতে চলেছে, তখন পরিচালক হোয়াং ডং-হিউক জানিয়ে দিলেন, এটি কোন মানসিক প্রশান্তি দেবেনা। সিজনটি আরোও অন্ধকার ও বিষন্ন হতে চলেছে।
স্কুইড গেম সিজন ১ ও ২ দেখেছেন যারা তারা হয়তো সিজন ৩ এর অপেক্ষা করে রয়েছে। কারণ সিজন ২ টি শেষ হয়, কিন্তু গল্পের সমাপ্তি ঘটে না। অনেক প্রশ্ন থেকেই যায়। যার উত্তর ও দর্শক পায় না,এই বিষয়ে হোয়াং বলেছেন এটি গল্পের শেষের বিরুদ্ধে যাবে। মানুষ সাধারণত একটি সুখী সমাপ্তি চায়। কিন্তু যদি একটি গল্প কোন কিছুর প্রতি স্মৃতি ধরে রাখে তাহলে সেটি সর্বদা সুখী সমাপ্তি হয় না। স্কুইড গেম এর ব্যতিক্রম নয়।হোয়াং আরও বলেন যে তিনটি সিজন দেখার পর আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারব, 'আমার মধ্যে কতটা মানবতা অবশিষ্ট আছে'?
লি জং-জেকে ব্যাখ্যা করেন, সহিংসতা হতাশা এবং পুঁজিবাদ মানুষকে কি পর্যায়ে নামিয়ে আনতে পারে সেই বার্তাটি স্কুইড গেম এর মেরুদন্ড হিসেবে রয়েছে। লি আরোও বলেন তিন নম্বর সিরিজ অর্থাৎ ফাইনালটা
এমন কিছু রয়েছে যা আমিও আশা করিনি। তাই আমি নিশ্চিত যে অনেক ভক্ত এটি দেখতে পারবেন না। অনেক ভক্ত আমার কাছে সিজন ৩ এর সম্পর্কে জানতে চাই। কিন্তু আমি তাদেরকে বারবার বলি, যদি তুমি তিন নম্বর সিজন দেখার মজা নিতে চাও তাহলে তোমাকে চুপ করে থাকতে হবে। সিজন ৩ আসছে।

28/06/2025

পুরানো দিনের স্মৃতি সময়ের সাথেই হারিয়ে যাচ্ছে / Oldest Memories is Golden Memories.

Address

Kolkata

Telephone

+919907694932

Website

Alerts

Be the first to know and let us send you an email when WB News Giver posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WB News Giver:

Share