Christian TV Bangla

Christian TV Bangla Go & Preach The Gospel...

https://youtu.be/Dqz9UzSXFCA?si=_uQjRVers9H7a3Xz
20/07/2025

https://youtu.be/Dqz9UzSXFCA?si=_uQjRVers9H7a3Xz

অন্ধ ও বোবা সুস্থ হল27যীশু সেই জায়গা ছেড়ে চলে যাবার সময় দু’জন অন্ধ লোক তাঁর পিছনে পিছনে চলল। তারা চিৎকার করে বলতে লা...

20/07/2025

পবিত্র আত্মা (৩)
বাইবেল পাঠ :
যোহন ১৬:১২ -১৫ '''“তোমাদের কাছে আরও অনেক কথা আমার বলবার আছে, কিন্তু এখন তোমরা সেগুলো সহ্য করতে পারবে না। কিন্তু সেই সত্যের আত্মা যখন আসবেন তখন তিনি তোমাদের পথ দেখিয়ে পূর্ণ সত্যে নিয়ে যাবেন। তিনি নিজ থেকে কথা বলবেন না, কিন্তু যা কিছু শোনেন তা-ই বলবেন, আর যা কিছু ঘটবে তাও তিনি তোমাদের জানাবেন। সেই সত্যের আত্মা আমারই মহিমা প্রকাশ করবেন, কারণ আমি যা করি ও বলি তা-ই তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন। পিতার যা আছে তা সবই আমার। সেইজন্যই আমি বলেছি, আমি যা করি ও বলি তা-ই তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন। সেই সত্যের আত্মা আমারই মহিমা প্রকাশ করবেন, কারণ আমি যা করি ও বলি তা-ই তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন। পিতার যা আছে তা সবই আমার। সেইজন্যই আমি বলেছি, আমি যা করি ও বলি তা-ই তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন। '
পর্যবেক্ষণ:
আমি যীশুকে বলতে শুনেছি যে তাদের আরও অনেক কিছু জানার আছে, কিন্তু তারা তা শুনতে প্রস্তুত নয়। তাদের জানার জন্য গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কিন্তু তাদের সাথে থাকার জন্য তাঁর সময় খুব কম; তাদের যা জানা দরকার তা বলার জন্য পর্যাপ্ত সময় নেই; তিনি পিতার কাছে ফিরে যাচ্ছেন। যাইহোক, যীশু মরিয়া নন। একটি পরিকল্পনা আছে।পরিকল্পনা হল পবিত্র আত্মা পাঠানো। যেমন পূর্ববর্তী পদগুলি আমাদের বলে, পবিত্র আত্মা যীশুর কথা আমাদের স্মৃতিতে নিয়ে আসবেন। যীশু মানুষের ত্রুটিপূর্ণ স্মৃতির উপর নির্ভর করছেন না, বরং পবিত্র আত্মার সর্বজ্ঞতার উপর নির্ভর করছেন তাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য! পরিকল্পনা হল পবিত্র আত্মাকে পাঠানো। যেমন নিম্নলিখিত পদগুলি আমাদের বলে, পবিত্র আত্মা "সমস্ত সত্যের দিকে ... পথ দেখাবেন"। যীশুর সাথে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে কিনা তা বিবেচ্য নয়, পবিত্র আত্মা আসছেন! তাদের স্মৃতি অবিশ্বাস্য কিনা তা বিবেচ্য নয়, পবিত্র আত্মা আসছেন! তারা অল্প সময়ের জন্য পরিত্যক্ত বোধ করতে পারে কিনা তা বিবেচ্য নয়, পবিত্র আত্মা আসছেন! তারা সবকিছু জানে না তা বিবেচ্য নয়, পবিত্র আত্মা আসছেন!
প্রয়োগ:
যীশু স্বর্গে ফিরে যাওয়ার পর প্রেরিত বইয়ে যে পবিত্র আত্মা সক্রিয় ছিলেন, তিনিই আজ সক্রিয়! আজ যা ঘটছে তার
কিছু ঘটনা প্রেরিত বইয়ে যা ঘটেছিল তার সাথে খুব মিল। আজকের জন্য ঈশ্বরের পরিকল্পনা প্রেরিত দিনের জন্য একই পরিকল্পনা। ঈশ্বর বিশ্বাসীদের জীবনে পবিত্র আত্মার উপস্থিতির উপর নির্ভর করছেন! তিনি আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য পবিত্র আত্মার উপর নির্ভর করছেন ।
প্রার্থনা:
যীশু, পবিত্র আত্মা পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ! পবিত্র আত্মা, আমরা জানি তুমি এখানে আমাদের যীশু সম্পর্কে শিক্ষা দিতে এবং যীশুর জীবনে যেমন করেছ, আমাদের মধ্যে ও আমাদের মাধ্যমে কাজ করতে এসেছ। আমাদের কান যেন তোমার কথার প্রতি মনোযোগী হয়। আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে যীশুকে মহিমান্বিত করতে হয় তা আমাদের দেখাও। আমেন।

18/07/2025

পবিত্র আত্মা
বাইবেল পাঠঃ
২তীমথিয় ৩:১৬-১৭ ' 'পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তা শিক্ষা, চেতনা দান, সংশোধন এবং সৎ জীবনে গড়ে উঠবার জন্য দরকারী, যাতে ঈশ্বরের লোক সম্পূর্ণভাবে উপযুক্ত হয়ে ভাল কাজ করবার জন্য প্রস্তুত হতে পারে।'
ইফিষীয় ৩:৪-৫ - 'তোমরা তা পড়লে বুঝতে পারবে যে, খ্রীষ্টের বিষয়ে সেই গুপ্ত উদ্দেশ্য আমার বুঝবার ক্ষমতা রয়েছে। সেই গুপ্ত উদ্দেশ্য পবিত্র আত্মার দ্বারা এখন যেভাবে তাঁর পবিত্র প্রেরিত্‌ ও নবীদের কাছে প্রকাশিত হয়েছে, আগের সব যুগের লোকদের কাছে সেইভাবে প্রকাশিত হয় নি। '
১ থিষলনীকীয় ১:৫ - 'কারণ আমাদের প্রচারিত সুখবর কেবলমাত্র কথার মধ্য দিয়ে তোমাদের কাছে আসে নি, কিন্তু তা শক্তি, পবিত্র আত্মা ও পূর্ণ নিশ্চয়তার মধ্য দিয়ে এসেছিল। তোমাদের সংগে থাকবার সময়ে তোমাদের মংগলের জন্য আমরা কিভাবে চলাফেরা করেছি তা তোমরা জান। '
২ পিতর ১:২০ - 'তবে সব কিছুর উপরে এই কথা মনে রেখো যে, শাস্ত্রের মধ্যেকার কোন কথা নবীদের মনগড়া নয়,
পর্যবেক্ষণঃ
গত ছয় মাসে SOAP পরিচর্যার সাথে কাজ করা বিভিন্ন লোকের মাধ্যমে অনেক লোক যীশুতে বিশ্বাসী হয়েছে। অনেকেই এমন জায়গায় বাস করে যেখানে বাইবেল সহজলভ্য নয়। এটি গির্জা শুরু হওয়ার সময় প্রেরিতদের বইয়ের মতো কিছুটা মিল রয়েছে। অনেক লোক যীশুতে বিশ্বাস করতে শুরু করেছিল, কিন্তু তাদের কাছে বাইবেল সহজলভ্য ছিল না। পুরাতন নিয়মের পুস্তকগুলি সমাজগৃহে ছিল, কিন্তু কেউ তাদের বাড়িতে সেগুলি কিনতে পারত না। নতুন নিয়ম তখনও লেখা হয়নি। অবশ্যই, তারা তাদের নেতাদের কথা শুনেছিল যাদের আরও বোধগম্য ছিল এবং তাদের গির্জার নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পবিত্র আত্মা, যিনি ধর্মগ্রন্থের লেখক ছিলেন, প্রতিটি বিশ্বাসীর মধ্যে বাস করতে এসেছিলেন! তাদের প্রত্যেকের ধর্মগ্রন্থের লেখকের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল!
প্রয়োগঃ
পবিত্র আত্মার কথা শোনা আমাদের প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা জোর দিয়ে বলা যায় না। পবিত্র আত্মাই আমাদের বিশ্বাস করিয়েছিলেন যে আমরা যীশু সম্পর্কে যা শুনেছি তা সত্য। পবিত্র আত্মাই আমাদের মনে এবং হৃদয়ে প্রার্থনা করার জন্য জোরালো চিন্তাভাবনা জাগিয়েছিলেন, যীশুর কাছে প্রার্থনা করে তাঁকে আমাদের ক্ষমা করতে এবং তাঁকে প্রভু করতে বলেন! এবং যখন আমরা আমাদের কাছে উপলব্ধ ধর্মগ্রন্থগুলি পড়ি (উপরের মতো), তখন পবিত্র আত্মাই আমাদের হৃদয়কে তাদের সত্য সম্পর্কে নিশ্চিত করেন এবং আমাদের মনে চিন্তাভাবনা স্থাপন করেন যে আমরা কীভাবে সেই সত্যগুলিকে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি।
প্রার্থনা:
পবিত্র আত্মা, তুমি যিনি মানুষকে ধর্মগ্রন্থ লিখতে অনুপ্রাণিত করেছ, আমার কাছে সত্য প্রকাশ করো। যীশু এবং আমাদের স্বর্গীয় পিতাকে সম্মান করে কীভাবে জীবনযাপন করতে হয় তা আমাকে দেখাও। আমেন

পবিত্র আত্মা | Holy Spirit | Pastor Leon | Christian TV Bangla | বাইবেল পাঠ, আলোচনা

18/07/2025

প্রকৃত বিশ্বাসীর জীবনের জন্য আজকের বাক্য গুলী 🙏💖✝️ জয় যীশু

17/07/2025
(মার্ক 5:21-43; লূক 8:40-56)18যীশু লোকদের যখন এই সব কথা বলছিলেন তখন একজন যিহূদী নেতা তাঁর কাছে আসলেন এবং তাঁকে প্রণাম কর...
14/07/2025

(মার্ক 5:21-43; লূক 8:40-56)
18যীশু লোকদের যখন এই সব কথা বলছিলেন তখন একজন যিহূদী নেতা তাঁর কাছে আসলেন এবং তাঁকে প্রণাম করে বললেন, “আমার মেয়েটা এইমাত্র মারা গেছে। কিন্তু আপনি এসে তার উপর হাত রাখুন, তাতে সে বেঁচে উঠবে।” 19তখন যীশু ও তাঁর শিষ্যেরা উঠে তাঁর সংগে গেলেন।
20সেই সময় একজন স্ত্রীলোক পিছন থেকে যীশুর কাছে এসে তাঁর চাদরের কিনারা ছুঁলো। স্ত্রীলোকটি বারো বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল। 21সে মনে মনে ভাবছিল, যদি সে কেবল তাঁর কাপড়টা ছুঁতে পারে তাহলেই ভাল হয়ে যাবে। 22যীশু ফিরে তাকে দেখতে পেয়ে বললেন, “সাহস কর। তুমি বিশ্বাস করেছ বলে ভাল হয়েছ।” সেই সময় থেকেই স্ত্রীলোকটি সুস্থ হল।
23এর পরে যীশু সেই যিহূদী নেতার বাড়ীতে গেলেন। সেখানে তিনি দেখলেন, যারা বাঁশী বাজায় তারা রয়েছে এবং লোকেরা হৈচৈ করছে। 24এতে যীশু বললেন, “তোমরা বাইরে যাও। মেয়েটি মারা যায় নি, ঘুমাচ্ছে।” এই কথা শুনে তারা হাসাহাসি করতে লাগল। 25লোকদের বের করে দেওয়া হলে পর তিনি ভিতরে গিয়ে মেয়েটির হাত ধরলেন। তাতে সে উঠে বসল। 26এই ঘটনার কথা সেই এলাকার সব জায়গায় ছড়িয়ে পড়ল।

👈মৃত বালিকা ও অসুস্থ স্ত্রীলোক | The Healing Touch of Jesus | Pastor Rocky | মথি ৯:১৮-২৬ | Matthew 9

একটি মৃত বালিকা ও একজন অসুস্থ স্ত্রীলোক(মার্ক 5:21-43; লূক 8:40-56)18যীশু লোকদের যখন এই সব কথা বলছিলেন তখন একজন যিহূদী নেতা তা...

১) রক্ত ঝরে কালভেরীতে২) সে যে আমার মনের রাজা৩) পয়সা পয়সা করে তুমি৪) যীশু তুমি আমার আমি তোমার৫) তোমরা আসো রে ভাই৬) বিশ্বে...
13/07/2025

১) রক্ত ঝরে কালভেরীতে
২) সে যে আমার মনের রাজা
৩) পয়সা পয়সা করে তুমি
৪) যীশু তুমি আমার আমি তোমার
৫) তোমরা আসো রে ভাই
৬) বিশ্বের বুকে পৌঁছে যাচ্ছে
৭ ) দেখ ধর্মতলায় ভীড়
৮) আধারে ঐ রাতে যীশু
৯) প্রশংসা করি প্রভু যীশুরই
১০) ক্রশের উপরে প্রভু যীশু

Bangla Christian Album | ১০ টি বাংলা খ্রীষ্টিয় গান | Rocky Talukder | Best Bengali Christian Songs

১) রক্ত ঝরে কালভেরীতে২) সে যে আমার মনের রাজা৩) পয়সা পয়সা করে তুমি৪) যীশু তুমি আমার আমি তোমার৫) তোমরা আসো রে ভাই৬) বিশ্.....

12/07/2025

1Chronicles 25-27; 1Thessalonians 4
ঈশ্বরকে খুশি করা
বাইবেল পাঠ :
১ থিষলনীকীয় ৪:১ 'আরও বলি ভাইয়েরা, ঈশ্বরকে সন্তুষ্ট করবার জন্য কিভাবে চলা উচিত সেই
শিক্ষা তো তোমরা আমাদের কাছে পেয়েছ, আর সত্যিই তোমরা সেইভাবেই চলছ। তবুও প্রভু যীশুর হয়ে আমরা তোমাদের অনুরোধ করছি ও উপদেশ দিচ্ছি যেন তোমরা আরও বেশী করে সেইভাবে চল।
পর্যবেক্ষণ:
এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লক্ষ্য হল ঈশ্বরকে খুশি করা। আমাদের সমগ্র জীবন ঈশ্বরের অনুমোদন এবং সন্তুষ্টির জন্য জীবনযাপন করা উচিত। যখন আমরা যীশুকে আমাদের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছিলাম (পাপের উপর ঢেলে দেওয়া ঈশ্বরের ক্রোধ থেকে আমাদের রক্ষা করেছিলাম), যখন আমরা তাঁকে আমাদের প্রভু হিসেবে স্বীকার করেছিলাম, তখন তিনি তাঁর পবিত্র আত্মার মাধ্যমে আমাদের মধ্যে বাস করতে এসেছিলেন। আমি যদি ঈশ্বরকে খুশি করতে চাই, তাহলে প্রথমে আমাকে জানতে হবে কোনটি তাঁকে খুশি করে এবং কোনটি তাঁকে অসন্তুষ্ট করে। অবশ্যই, বাইবেলে অনেক পুস্তক রয়েছে যা আমাদের বুঝতে সাহায্য করতে পারে যে ঈশ্বর কী পছন্দ করেন এবং কী অপছন্দ করেন। কিন্তু প্রত্যেকের কাছে বাইবেল নেই - তবে প্রতিটি বিশ্বাসীর কাছে আরও ভালো কিছু আছে!!! পুস্তক গুলি পবিত্র আত্মার অনুপ্রেরণায় লেখা হয়েছিল, এবং যখন আমরা যীশুকে আমাদের প্রভু এবং ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছিলাম তখন তিনি আমাদের মধ্যে বাস করতে এসেছিলেন!!!! আশ্চর্যজনক, বাইবেলের লেখক আসলে আমাদের মধ্যেই বাস করেন!!!
প্রয়োগ:
অবশ্যই, যদি আমার কাছে বাইবেলের একটি কপি থাকে, তাহলে আমাকে এটি পড়তে হবে। কিন্তু যদি আমার কাছে বাইবেলের একটি কপি না থাকে, তাহলে আমাকে পবিত্র আত্মার কথা আমার হৃদয়ে শুনতে শিখতে হবে। যখন কিছু ঈশ্বরকে খুশি করে, তখন আত্মা শান্তিপ্রিয় হন। যখন কিছু ঈশ্বরকে খুশি করে না, তখন আত্মা অস্বস্তিকর অনুভূতি বা চিন্তাভাবনা জাগিয়ে তোলে। তখনই আমাকে শান্ত থাকতে হবে এবং তিনি যা বলছেন তার জন্য আমার হৃদয় উন্মুক্ত করতে হবে। অনেক সময়, পবিত্র আত্মা আমার মনে একটি শক্তিশালী চিন্তাভাবনা আনবেন যাতে আমাকে কী করতে হবে তা দেখানো যায়। অবশ্যই, ঈশ্বর আমাদের তাঁর বার্তা পৌঁছে দেওয়ার জন্য লোকদেরও ব্যবহার করেন। যখন তিনি তা করেন, তখন আপনি আত্মার অনুমোদন অনুভব করবেন। প্রতিদিন ঈশ্বরের সাথে কথা বলার জন্য সময় ব্যয় করতে ভুলবেন না—প্রার্থনা করার জন্য। কিছু সময় কেবল নীরব থাকার এবং শোনার জন্য ব্যয় করতে ভুলবেন না। বাইবেলে যে অংশই থাকুক না কেন, তা মূল্যবান করুন। ঈশ্বরকে জানাতে দিন যে তাঁর বাক্য আপনার কাছে গুরুত্বপূর্ণ।
প্রার্থনা
প্রভু, আপনি আমার সাথে যেভাবেই কথা বলুন না কেন, তা গুরুত্বপূর্ণ! আমার হৃদয় এবং মনে কথা বলুন। আমাকে সাহায্য করার জন্য আপনি যে লোকদের পাঠিয়েছেন তাদের মাধ্যমে আমার সাথে কথা বলুন। তুমি আমাকে কতটা ভালোবাসো এবং আমি কীভাবে তোমাকে সর্বোত্তমভাবে খুশি করতে পারি তা বুঝতে আমাকে সাহায্য করো। আমেন।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Christian TV Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share