Travel with Bengali

𝐜𝐨𝐧𝐠𝐫𝐚𝐭𝐮𝐥𝐚𝐭𝐢𝐨𝐧 𝐩𝐫𝐢𝐝𝐞 𝐨𝐟 𝐈𝐧𝐝𝐢𝐚 .official 𝐟𝐨𝐫 𝐦𝐚𝐤𝐢𝐧𝐠 𝐮𝐬 𝐩𝐫𝐨𝐮𝐝.🎉👏 🎉            💝💝
20/12/2024

𝐜𝐨𝐧𝐠𝐫𝐚𝐭𝐮𝐥𝐚𝐭𝐢𝐨𝐧 𝐩𝐫𝐢𝐝𝐞 𝐨𝐟 𝐈𝐧𝐝𝐢𝐚 .official 𝐟𝐨𝐫 𝐦𝐚𝐤𝐢𝐧𝐠 𝐮𝐬 𝐩𝐫𝐨𝐮𝐝.🎉👏

🎉 💝💝

Ravichandran Ashwin, one of India’s finest spinner and Bowling all-rounder, has enjoyed a stellar career in internationa...
20/12/2024

Ravichandran Ashwin, one of India’s finest spinner and Bowling all-rounder, has enjoyed a stellar career in international cricket.

Few records:
6 Centuries
537 Test Wickets
156 ODI Wicket

Ashwin’s legacy as a match-winner and an all-rounder will continue to inspire future generations🙏

Happy Retirement Sir💐

19/12/2024



যদি কখনও হারিয়ে যাই,
পাহাড়ে খুঁজো আমায়।

♻️সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে তাই চাকরি বাঁচিয়ে সব প্ল্যান করতে হয়। বাঙালিরা আগাগোড়াই ঘুরতে ভালোবাসে আর আমি বা ব্যতিক্রম কেনো তাই যখন যেদিকে মন চায় বেরিয়ে পড়ি।
♻️আমাদের আজকের গল্পটা এমন একটা জায়গা নিয়ে যা হয়তো অনেকেই জানে আবার অনেকের অজানা। যাদের জানা তাদের জন্য স্মৃতি ঝালিয়ে নেওয়া আর যাদের অজানা তাদের কিছুটা তথ্য দিয়ে রাখা।"
♻️বিদ্যাং ভ্যালি হল একটি অফবিট গন্তব্য যা কালিম্পং এর খুব কাছে অবস্থিত। এটি কালিম্পং থেকে মাত্র 17 কিমি দূরে অবস্থিত। এখানে রেলি নদী তিস্তার সবুজ জলের সাথে মিশেছে। যারা হিমালয়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্য, আলোয় ঝলমলে পাহাড়ের সৌন্দর্য এবং পাহাড়ি নদীর ধারে থাকার অভিজ্ঞতা দেখতে চান তাদের জন্য রয়েছে বিদ্যাং ভ্যালি নামে আরেকটি শান্ত গ্রাম। এই উপত্যকাটি বিভিন্ন অজানা গাছে ঘেরা, এবং সূর্যোদয় এবং সূর্যাস্তের সোনালী জাদু আছে। বিদ্যাং উপত্যকায় পাখির ক্রমাগত কিচিরমিচির এখানকার সৌন্দর্য বাড়িয়ে দেয়। এখানকার প্রধান আকর্ষণ রেলি নদীর ধারে রাত কাটানো। নদীর উপর ঝুলন্ত সেতুর সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন।

খরচ- রিজার্ভ গাড়ি ৩০০০ টাকা
হোমস্টে- ১২০০ থেকে ১৫০০ সাথে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার
রিজার্ভ গাড়ি নাম্বার- +91 9832331536 (Kamal Da)
হোমস্টে এজেন্ট নাম্বার- 8240398742 (Bipul Da)

13/12/2024

🚄এটি আমার প্রথম যাত্রা বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসে, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া। ভারতের সর্বোচ্চ গতির ট্রেন এবং একটি প্রিমিয়াম ট্রেন হওয়ায়, এটি একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল।
🚄যাত্রার শুরুতেই আমি লক্ষ্য করলাম ট্রেনের আধুনিকতা এবং আরামদায়ক পরিবেশ। বন্দে ভারত এক্সপ্রেসের অভ্যন্তরীণ ডিজাইন খুবই বিলাসবহুল এবং আধুনিক। চেয়ারগুলো আরামদায়ক এবং পা রাখতে উপযুক্ত স্থান ছিল। ট্রেনটি অত্যন্ত পরিষ্কার এবং নতুন, যার ফলে পুরো যাত্রা খুবই মসৃণ এবং আরামদায়ক অনুভূতি দিয়েছিল। যাত্রা শুরু হওয়ার পর, ট্রেনটি তার অত্যন্ত দ্রুত গতির জন্য পরিচিত, এবং আমি সত্যিই অনুভব করতে পারলাম তার গতি। ট্রেনটি যত দ্রুত চলে, ততই আশেপাশের দৃশ্যগুলি এক ঝলকে দেখা যায়। বন্দে ভারত এক্সপ্রেসের সাসপেনশন সিস্টেম এবং ট্র্যাকগুলো এত ভালোভাবে তৈরি করা হয়েছে যে, কোনো ধরনের কাঁপন বা অস্বস্তি অনুভব হয়নি।
🚄যাত্রার সময়ে, ট্রেনটি প্রিমিয়াম পরিষেবা প্রদান করে, যেখানে খাওয়া-দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই ছিল অত্যন্ত মানসম্মত। বিশেষ করে, খাবারের মান এবং পরিষেবাটি ছিল খুবই সন্তোষজনক, স্টাফরা খুবই সাহায্যকারী।
🚄বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা সত্যিই একটি স্মরণীয় অভিজ্ঞতা।

𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐏𝐥𝐚𝐧: 𝐊𝐚𝐭𝐡𝐦𝐚𝐧𝐝𝐮 𝐭𝐨 𝐋𝐮𝐦𝐛𝐢𝐧𝐢 𝐚𝐧𝐝 𝐂𝐡𝐢𝐭𝐰𝐚𝐧𝐃𝐚𝐲 𝟏: 𝐊𝐚𝐭𝐡𝐦𝐚𝐧𝐝𝐮 𝐭𝐨 𝐋𝐮𝐦𝐛𝐢𝐧𝐢* Depart early in the morning from your location...
23/11/2024

𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐏𝐥𝐚𝐧: 𝐊𝐚𝐭𝐡𝐦𝐚𝐧𝐝𝐮 𝐭𝐨 𝐋𝐮𝐦𝐛𝐢𝐧𝐢 𝐚𝐧𝐝 𝐂𝐡𝐢𝐭𝐰𝐚𝐧
𝐃𝐚𝐲 𝟏: 𝐊𝐚𝐭𝐡𝐦𝐚𝐧𝐝𝐮 𝐭𝐨 𝐋𝐮𝐦𝐛𝐢𝐧𝐢
* Depart early in the morning from your location via the Prithvi Highway.
* Have lunch on the way.
* Visit Lumbini, the birthplace of Lord Buddha.
* Explore the Lumbini Garden and the Mayadevi Temple.
* Stay at Lumbini.
* Have dinner at the hotel.
𝐃𝐚𝐲 𝟐: 𝐋𝐮𝐦𝐛𝐢𝐧𝐢 𝐭𝐨 𝐁𝐡𝐚𝐫𝐚𝐭𝐩𝐮𝐫
* Have an early morning breakfast at the hotel and head towards Bharatpur.
* Enjoy the scenic journey.
* Explore Bharatpur and visit the Narayani River.
* Have lunch on the way.
* Stay at Bharatpur.
* Have dinner at the hotel.
𝐃𝐚𝐲 𝟑: 𝐂𝐡𝐢𝐭𝐰𝐚𝐧 𝐍𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐏𝐚𝐫𝐤
* After breakfast, head to Chitwan National Park.
* Enjoy a jungle safari and elephant ride.
* Visit the Elephant Breeding Center.
* Have lunch inside the park.
* Return to the hotel in the evening.
* Have dinner at the hotel.
* Stay at the hotel.
𝐃𝐚𝐲 𝟒: 𝐁𝐡𝐚𝐫𝐚𝐭𝐩𝐮𝐫 𝐭𝐨 𝐁𝐚𝐧𝐝𝐢𝐩𝐮𝐫
* Have an early morning breakfast at the hotel.
* Head towards Bandipur.
* Have lunch on the way.
* Explore Bandipur, visit Siddha Gufa (cave), and enjoy the local culture.
* Stay at Bandipur.
* Have dinner at the hotel.
𝐃𝐚𝐲 𝟓: 𝐁𝐚𝐧𝐝𝐢𝐩𝐮𝐫 𝐭𝐨 𝐊𝐚𝐭𝐡𝐦𝐚𝐧𝐝𝐮
* Have breakfast at the hotel.
* Head back to Kathmandu.
* Have lunch on the way.
* Reach Kathmandu by evening.
𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐈𝐧𝐜𝐥𝐮𝐝𝐞𝐬:
✅ Lunch
✅ Dinner
✅ Breakfast
✅ Room Accommodation (sharing basis)
✅ Transportation (bus or jeep as per your preference)
𝐍𝐨𝐭 𝐈𝐧𝐜𝐥𝐮𝐝𝐞𝐝 𝐢𝐧 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞:
❌ Snacks & cuisines
❌ Drinking beverages (Beer, Mineral Water)
❌ Personal expenses
❌ Travel Insurance
❌ Overstay due to any natural calamities/strikes
**Note:** Schools and colleges are planning to go on a tour. Remember, we offer special discounts for schools and colleges. These special discounts will be provided for schools and colleges.
𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐩𝐫𝐨𝐯𝐢𝐝𝐞 𝐭𝐡𝐞 𝐨𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐲 𝐭𝐨 𝐬𝐞𝐫𝐯𝐞, 𝐘𝐨𝐮𝐫 𝐒𝐚𝐭𝐢𝐬𝐟𝐚𝐜𝐭𝐢𝐨𝐧 𝐢𝐬 𝐨𝐮𝐫 𝐀𝐜𝐡𝐢𝐞𝐯𝐞𝐦𝐞𝐧𝐭

ভাল্লাগেনার ওষুধ- পাহাড় 😍❤️Uttarey West Sikkim
22/11/2024

ভাল্লাগেনার ওষুধ- পাহাড় 😍❤️

Uttarey West Sikkim

17/11/2024

Live Free_Travel Hard 🛣

চলে গেলেন ভারত রত্ন রতন টাটা! ভারত তার এক গর্ব আর বিশ্বাসকে হারালো। শিল্প-বানিজ্য জগৎ হারালো আইকন। দু:স্থ মানুষ হারালো ভ...
09/10/2024

চলে গেলেন ভারত রত্ন রতন টাটা! ভারত তার এক গর্ব আর বিশ্বাসকে হারালো। শিল্প-বানিজ্য জগৎ হারালো আইকন। দু:স্থ মানুষ হারালো ভরসা। কর্মচারীরা হারালো অভিভাবক। তাঁর আত্মার শান্তি কামনা করি💐
ভালো থাকবেন তাঁরাদের দেশে 🙏

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Travel with Bengali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category