HungryBongs

HungryBongs we entertain you and help you to know about some restraunts and cafes from our experiences...

নমস্কার বন্ধুরা,                           অনেকদিন পরে নানা ব‍্যস্ততা কাটিয়ে অল্প সময় বার করে আজ চলে গিয়েছিলাম বাগবাজারে...
31/08/2023

নমস্কার বন্ধুরা,
অনেকদিন পরে নানা ব‍্যস্ততা কাটিয়ে অল্প সময় বার করে আজ চলে গিয়েছিলাম বাগবাজারের রেল স্টেশনের কাছে , ঐক‍্যতান হলের বিপরীতে বেশ চর্চায় থাকা ‛ লাল্টু কেবিন ’-এ । ❤️😍
নানানরকমের ভাজার বাহারে দোকানটি সাজানো ও দাম গুলিয়ো বেশ পকেট খুশি করা । 😉😋
আমরাও দোকানে বেশ ভির হতে দেখে জলদি ওনাদের বিশেষ কিছু উল্লেখ যোগ্য খাবার নিয়েনিলাম -

● চিকেন ভাপা .. দাম মাত্র -₹৭০/- .......২/৫ 👍
● ওয়ন্টন ফ্রাই .. দাম মাত্র - ₹৫০/- .......৩/৫ 👌

সত্যি বলতে ব‍্যাক্তিগত ভাবে খাবারের মান ও স্বাদ চর্চায় থাকার মতন ভালো লাগেনি আমাদের । চিকেন ভাপা তে আদার স্বাদটা একটু অতিরিক্তই লেগেছিল । 😐
তবে ওয়ান্টনটা ছিল বেশ নতুন ধরনের , অনেকটা সিঙ্গারার মতো ছিল তার স্বাদ ।😋

বাগবাজারে যদি কখনও আসেন তবে আপনারাও চেখে দেখবেন ‛লাল্টু কেবিন’ -এর সুস্বাদু খাবার । 🙏🥰

1, Bagbazar St, Bag Bazar Colony, Baghbazar, Kolkata, West Bengal 700003

লাইক ও কমেন্টে করে আমাদের যানাবেন যদি এই পোস্টটি আপনাদের কোনো রকম সাহায্য করে থাকে । আর যদি আপনারা আগে গিয়ে থাকেন তবে আপনাদের অভিজ্ঞতাটিও আমাদের সাথে কমেন্ট বক্সে ভাগ করে নিতে পারেন ।। 🙏❤️
HungryBongs ❤️

নমস্কার বন্ধুরা,🙏                        "  দুরে দুরে বহু ঘুরে ,                           ভালো মোমোর দেখা নাহি পাই,    ...
21/07/2023

নমস্কার বন্ধুরা,🙏

" দুরে দুরে বহু ঘুরে ,
ভালো মোমোর দেখা নাহি পাই,
সুস্বাদু এবার মোমো খেতে তাই ,
HOT THAI MOMO তে যাই ।। "

সত্যি বলতে এখনকার সময় সুস্বাদু মোমো পকেট ফ্রেন্ডলি দামে পাওয়াটা খুবই কঠিন। এমতাবস্থায় আমাদের মতো মোমো প্রেমিদের জন্য আশার আলো হয়ে এসেছে বাগবাজার , গিরিশ মঞ্চ র বিপরীতে " HOT THAI MOMO " । 😍
শোনামাত্রই হাজির হলাম ও এক্কেবারে দেরি না করে নিয়ে নিলাম ওনাদের একটা স্পেশাল মোমো -

◆ আফগানি মোমো - ৫/৫ ...😍❤️

আমরা হাফ প্লেট নিয়েছিলাম । মোমোটা খেতে সত্যিই ছিল দারুন , আর ভিতরে চিকেন ছিল ভর্তি , সাথে মোমোর গ্রেভিটি এখনও যেন মুখে লেগে রয়েছে ।🤤
তোমরাও জলদি গিয়ে খেয়ে এসো আর ওনাদের আফগানি মোমো , প‍্যান ফ্রাই মোমো ও পিৎজা মোমো টা তোমাদের মাস্ট ট্রাই লিস্টে রাখলাম ।🥰😘😍
7, Bagbazar St, Bag Bazar Colony, Baghbazar, Kolkata, West Bengal 700003
(Opposite of GIRISH MANCHA ,BAGBAZAR)
লাইক ও কমেন্টে করে আমাদের যানাবেন যদি এই পোস্টটি আপনাদের কোনো রকম সাহায্য করে থাকে । আর যদি আপনারা আগে গিয়ে থাকেন তবে আপনাদের অভিজ্ঞতাটিও আমাদের সাথে কমেন্ট বক্সে ভাগ করে নিতে পারেন ।। 🙏❤️
HungryBongs ❤️

নমস্কার বন্ধুরা ,🙏 আপনাদেরও কি নানান রকমের ফ্রাই খেতে মন চায়, তাই সুস্বাদু ও পকেট ফ্রেন্ডলি দোকান খুঁজছেন , তবে আপনাদের ...
25/06/2023

নমস্কার বন্ধুরা ,🙏
আপনাদেরও কি নানান রকমের ফ্রাই খেতে মন চায়, তাই সুস্বাদু ও পকেট ফ্রেন্ডলি দোকান খুঁজছেন , তবে আপনাদের জন্য এক্কেবারে সঠিক ঠিকানা লেক মার্কেটের বিপরীতে উপস্থিত দি ফ্রাই শপ দিপিকা'র কিচেন ।😍
আমরাও সুস্বাদু সব ফ্রাই খাওয়ার লোভে হাজির হলাম সেখানে ।🤤
যাওয়ার পথটা খুবই সহজ মেট্রো করে কালীঘাট স্টেশনে নেমে সেখান থেকে লেক মলের দিকে মাত্র 5 মিনিট হাঁটা ।🚶
টেক অ্যাওয়ে শপ হওয়ায় বসার ব‍্যবস্থা তেমন ছিল না , তবে ওনারা টুলের ব‍্যবস্থা করে দিলেন ।এসব বিষয়ে মন না দিয়ে সোজা নিয়েনিলাম ―

● চিকেন আলা কিভ....৫/৫ 😍❤️
● বাসন্তী পোলাও এবং কলকাতা স্টাইল চিকেন কষা কমবো... ৪/৫ 😘👍
● ভেটকি পাতুরি... ৪/৫ 🤤🤩

সত্যিই খুব সুন্দর খেতে ছিল সব কটি খাবারই , তবে চিকেন আলা কিভ টি বাকি গুলোর তুলনায় একটু বেশী ভালোলেগেছে আমার । তাই এটি ও তাছাড়াও ওনাদের বিশেষ একটি খাবার টু-ইন-ওয়ান রোল (আমরা যা পাই নি অর্ডার হয়ে যাওয়ার ফলে ) দুটি কেই আপনাদের মাস্ট ট্রাই লিস্টে রাখলাম । 🤩🥰
6A, S Ave Rd, Lake Market, Kalighat, Kolkata, West Bengal 700029
লাইক ও কমেন্টে করে আমাদের যানাবেন যদি এই পোস্টটি আপনাদের কোনো রকম সাহায্য করে থাকে । আর যদি আপনারা আগে গিয়ে থাকেন তবে আপনাদের অভিজ্ঞতাটিও আমাদের সাথে কমেন্ট বক্সে ভাগ করে নিতে পারেন ।। 🙏❤️
HungryBongs ❤️

follow us also on our youtube channel ..... https://youtube.com/-ud8dxLike , share and comment ....And subscribe our cha...
19/06/2023

follow us also on our youtube channel .....
https://youtube.com/-ud8dx
Like , share and comment ....And subscribe our channel & page also....❤️🙏

নমস্কার বন্ধুরা, মাসের শেষে পকেটে টান 💸, তবু বাইরের খাবারের প্রতি মনের না থামা আনচান 🤤?  তবে সোজা চলে আসুন , হেঁদুয়া , স...
13/06/2023

নমস্কার বন্ধুরা,

মাসের শেষে পকেটে টান 💸, তবু বাইরের খাবারের প্রতি মনের না থামা আনচান 🤤?

তবে সোজা চলে আসুন , হেঁদুয়া , স্কটিশচার্চ কলেজের একদম উল্টোদিকে ,TRUCKING HOT-এ।এখনানে মাত্র ৫৯ টাকা থেকে পেয়েযাবেন দুর্দান্ত সব খাবার ।🥰😍😮

আমরাও চলে গিয়েছিলাম কম দামে কিছু সুস্বাদু খাবারের খোঁজে। 🧐

দোকানটি আসলে খুব সুন্দর করে সাজানো একটি ট্রাক , যার পিছনের দিকটায় এনাদের কিচেন ।❤️ বসার জায়গা আলাদা ছিল না তবে কয়েকটি টুল ওনারা রেখেছেন রাস্তার পাশে বসার জন্য ।👍

আমাদেরও পকেট টান থাকায় দাদাদেরকেই জিজ্ঞাসা করে নিয়ে নিলাম ওনাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া পদ কোনটি ? দাদাদের কথায় নিয়ে নিলাম ―

● হানি ক্রিসপি চিকেন... ৫/৫ 😍🤤

- সত্যিই দারুন ছিল খেতে ,আমরা অর্ধেক প্লেট নেওয়া সত্ত্বেও পরিমাণ ছিল যথেষ্ট । এই পদটি আপনাদের মাস্ট ট্রাই লিস্টে রাখলাম ।🤤

তাছাড়াও ওনাদের স্পেশাল ক্রিসপি মোমো ও লুং ফাং সুপ টিও আপনারা ট্রাই করতে পারেন , স্বাদেও ভালো , দামেও কম ।❤️😍
1 & 3, Urquhart Square, Manicktala, Azad Hind Bag, Kolkata, West Bengal 700006
লাইক ও কমেন্টে করে আমাদের যানাবেন যদি এই পোস্টটি আপনাদের কোনো রকম সাহায্য করে থাকে । আর যদি আপনারা আগে গিয়ে থাকেন তবে আপনাদের অভিজ্ঞতাটিও আমাদের সাথে কমেন্ট বক্সে ভাগ করে নিতে পারেন ।। 🙏❤️
HungryBongs ❤️

নমস্কার বন্ধুরা , আপনারাও কি আমাদের মতো খাদ্য রসিক  ?😍 আপনারাও কি আমাদের মতো বিরিয়ানি কেই ভগবান মনে করেন ? 😇  তবে ভালো স...
09/06/2023

নমস্কার বন্ধুরা ,
আপনারাও কি আমাদের মতো খাদ্য রসিক ?😍 আপনারাও কি আমাদের মতো বিরিয়ানি কেই ভগবান মনে করেন ? 😇 তবে ভালো সুস্বাদু বিরিয়ানির খোঁজে মেলা দায় হয়ে উঠেছে ? 🧐

তবে সোজা চলে আসুন ব‍্যারাকপুরের ৬০ বছরের সনামধন্য ‘ দাদা বৌদি হোটেল ’- এ। আমরাও গুটিগুটি পায়ে চলে গেছিলাম তাদের সেই সুস্বাদু বিরিয়ানি উপভোগ করার লোভে ।

দাদা বৌদি হোটেলের ব‍্যারাকপুরের আউটলেটে ইতিমধ্যে রয়েছে ২ টি ফ্লোর (গ্রাউন্ড ও ফার্স্ট ), তবে তাদের নাজেহাল করা ভীর সামালদিতে আরও ৪ টি নতুন ফ্লোর তৈরির কাজ চলছে । আমরা বসেছিলাম প্রথম ফ্লোরে ।

এক্কেবারে দেরি না করে চটজলদি খাবার গুলো নিয়ে নিলাম ―

ফ্রেশ লাইম সোডা ..... ৫/৫ ❤️😘

ভেটকি ফিশ ফ্রাই ( সিগ্নেচার ডিস) .... ৫/৫ 🥰😁

মটন বিরিয়ানি .......৫/৫ ❤️😍🤤

বিরিয়ানির যা পরিমান তাতে একটা থেকে দুজনের খুব সহজেই পেট ভরে যাবে আর মটনের প্রায় ৬০-৭০ গ্রামের একটা রেয়াজি টুকরো উপরে হালকা একটা চর্বির স্তর , ভাবলেই জিভে জল চলে আসে 🤤।
ওনাদের শুধু বিরিয়ানি নয় সবকটা খাবারই খুব সুস্বাদু ছিল । তবে ওনাদের সিগ্নেচার ডিস গুলো অবশ্যই মাস্ট ট্রাই তালিকায় রাখলাম ।
অনেকেই হয়তো ইদানিং কালে অনেক রকম অভিযোগ খাবারের গুনগত মানের উপর এনেছেন , তবে ব‍্যাক্তিগত মতামত থেকে বলতে পারি তাদের খাবার যথেষ্ট ভালো ।
❤️।। বিরিয়ানি মানেই দাদা বৌদি হোটেল ।।❤️
1, Ghoshpara Rd, Barrackpore, West Bengal 700120
লাইক ও কমেন্টে করে আমাদের যানাবেন যদি এই পোস্টটি আপনাদের কোনো রকম সাহায্য করে থাকে । আর যদি আপনারা আগে গিয়ে থাকেন তবে আপনাদের অভিজ্ঞতাটিও আমাদের সাথে কমেন্ট বক্সে ভাগ করে নিতে পারেন ।। 🙏❤️
HungryBongs ❤️

নমস্কার বন্ধুরা ,     আপনারাও কি আমাদের মতো খাদ্য রসিক হওয়ায় মনের মতো পেট টাকেও বড় করে ফেলেছেন , আর দিন রাত তার জন্য সকল...
01/06/2023

নমস্কার বন্ধুরা ,
আপনারাও কি আমাদের মতো খাদ্য রসিক হওয়ায় মনের মতো পেট টাকেও বড় করে ফেলেছেন , আর দিন রাত তার জন্য সকলের কাছে মোটা/মুটি এসব নাম শুনছেন ,তবে আর শেসবে কান না দিয়ে চলে আসুন হাতিবাগান (শ‍্যামবাজার) , ফরিয়াপুকুর এ অবস্থিত The MotaMoti cafe তে ।
আমরাও চলে গিয়েছিলাম সোজা কারোর কথায় কান দিয়েই । সত্যি বলতে এখানে মাথার উপর ছাদ না পেলেও পরিবেশটা দেখে মনের মধ্যে শান্তি নিশ্চয়ই আসবে । চটপট মেনুটি নিয়ে ওনাদের কিছু must have আইটেম নিয়েনিলাম ।

● আমপান্না ৪/৫ 👌🏻
● ভার্জিন মোজিতো ৪.৫/৫ 😍
● চিকেন নাগেট ৪/৫ 🥰
● মিক্সড স‍্যান্ডউইচ ৫/৫ ❤️
● তন্দুরি ফায়ার মোমো ৫/৫🔥❤️

ওনাদের তন্দুরি ফায়ার মোমো টি ছিল অসাধারণ ও লাইভ বার্বেকিউ আরোই তাতে অভিনবত্ব এনে দেয় , তাই এটা আপনাদের মাস্ট ট্রাই লিস্টে রাখলাম ।

সত্যি বলতে শুধু ওনাদের খাবারের স্বাদটাই নয় ওনাদের কনসেপ্ট টাও সমান ভাবে আমাদের মন জয় করে নিয়েছে । আশা রাখি আপনাদেরো নেবে।
2, Sibdas Bhaduri St, Mohon Bagan Row, Hati Bagan, Shyam Bazar, Kolkata, West Bengal 700004
লাইক ও কমেন্টে করে আমাদের যানাবেন যদি এই পোস্টটি আপনাদের কোনো রকম সাহায্য করে থাকে । আর যদি আপনারা আগে গিয়ে থাকেন তবে আপনাদের অভিজ্ঞতাটিও আমাদের সাথে কমেন্ট বক্সে ভাগ করে নিতে পারেন ।। 🙏❤️
HungryBongs ❤️

নমস্কার বন্ধুরা ,  উওর কলকাতার বুকে প্রায় শতবর্ষ পুরানো কোনো দোকান যা আজও তার ঈতিহ‍্যকে বহন করে নিয়ে চলেছে এমন কোনো দোকা...
27/05/2023

নমস্কার বন্ধুরা ,
উওর কলকাতার বুকে প্রায় শতবর্ষ পুরানো কোনো দোকান যা আজও তার ঈতিহ‍্যকে বহন করে নিয়ে চলেছে এমন কোনো দোকানের খাবারের স্বাদ যদি গ্রহণ করতে চান ,তবে নির্দিধায় চলে আসুন সোভাবাজার , হাটখোলা র ধীরেন কেবিনে ।
এমন ইচ্ছা মনের মধ্যে আটকে না রেখে আমরাও চলে গেছিলাম দোকানটিতে সুস্বাদু আহারের খোঁজে। সত্যি বলতে জায়গাটা খুব বড় না হলেও এনাদের নামের মতো কেবিনের ব‍্যবস্থাটি এখনও রয়েছে । আমরাও তেমন একটা কেবিন দেখে বসে সোজা নিয়েনিলাম খাবারগুলি ।

● ফিশ কবিরাজী ৩/৫ 🤤
● ফিশ ব‍্যাটারফ্রাই ৩.৫/৫ 🥰
● চিকেন মোগলাই ৪/৫ 😍
● পুডিং ৫/৫ ❤️🔥

আমাদের মতে এনাদের সবচেয়ে সুস্বাদু পদ টি হল এনাদের পুডিং টি , তাই এটাকে তোমাদের মাস্ট ট্রাই এর তালিকাতে রাখা চাই ।
126, Sovabazar St, Sovabazar, Shobhabazar, Kolkata, West Bengal 700005
লাইক ও কমেন্টে করে আমাদের যানাবেন যদি এই পোস্টটি আপনাদের কোনো রকম সাহায্য করে থাকে । আর যদি আপনারা আগে গিয়ে থাকেন তবে আপনাদের অভিজ্ঞতাটিও আমাদের সাথে কমেন্ট বক্সে ভাগ করে নিতে পারেন ।। 🙏❤️
HungryBongs ❤️

নমস্কার বন্ধুরা ,  শালকিয়ার বড়ো শিবমন্দিরের নাম হয়তো সবাই শুনেছো । অনেকে হয়তো আবার ঘুরেও এসেছো । তবে বাঁধাঘাট থেকে মন্দি...
24/05/2023

নমস্কার বন্ধুরা ,
শালকিয়ার বড়ো শিবমন্দিরের নাম হয়তো সবাই শুনেছো । অনেকে হয়তো আবার ঘুরেও এসেছো । তবে বাঁধাঘাট থেকে মন্দির যাওয়ার পথেই এই দোকানের লস‍্যিটা এখনও অনেকেই ট্রাই করোনি ।

সকলের মতো আমারাও আহিরীটোলা ফেরি ঘাট থেকে ৮ টাকা করে দুটো বাঁধাঘাটের টিকিট কেটে ফেরিতে করে গঙ্গা পার হয়ে চলে গেছিলাম মন্দিরের দর্শনে। হঠাৎ ই চোখে পরে রাস্তার পাশের এই লস‍্যির দোকানটি । গরমেতে তেষ্টা মেটাতে ঠান্ডা লস‍্যি র চেয়ে ভালো আর কিইবা হতে পারে । তাই দেরি না করে আমরাও নিয়ে নিলাম তাদের দুই ভাঁড় লস‍্যি ।

লস‍্যি টা হাতে পেতেই মুখটা পুরো লালারসে ভরে গেল । এক বিরাট ভাঁড়ে টইটুম্বুর করছে অত্যন্ত সুস্বাদু লস‍্যি ও তার উপর দিয়ে দেওয়া রয়েছে পুরু দুধের সর । প্রথম চুমুক টা মুখে তুলতেই প্রাণটা পুরো জুড়িয়ে গেল ।পুরো ঘন দই ও দুধ দিয়ে তৈরি লস‍্যিটার স্বাদ এখনও যেন মুখে লেগে রয়েছে । নিঃসন্দেহে বলতে পারি আমাদের খাওয়া শেরা লস‍্যি ছিল এটা ।

তবে প্রথম কিংবা পরের বার যখনই কেউ শালকিয়ার বড় শিবমন্দিরটিতে যাবেন এই দোকানের লস‍্যিটা অবশ্যই একবার খেয়ে দেখবেন।

লস‍্যিটি দুই ধরনের ভাঁড়ে পাওয়া যায় :

ছোটোটির দাম - ৪০ টাকা ।
বড়োটির দাম - ৭০ টাকা ।

16, Kishanlal Burman Rd, Babudanga, Bandhaghat, Mali Panchghara, Howrah, West Bengal 711106
THE PAPPU LASSI SHOP ❤️
লাইক ও শেয়ার করে দেবেন যদি এই পোস্টটি আপানাদের কোনোভাবে সাহায্য করে থাকে ও কমেন্ট করে যানাবেন আপনাদের অভিজ্ঞতার কথা ।
HungryBongs ❤️

নমস্কার বন্ধুরা , এই আধুনিক কলকাতার প্রতিদিনের ব‍্যস্ত শিডিউলের ফাঁকে জীবনটাকে যদি একটু এলাহী ভোজন ও শান্তি দিতে চান তবে...
23/05/2023

নমস্কার বন্ধুরা ,
এই আধুনিক কলকাতার প্রতিদিনের ব‍্যস্ত শিডিউলের ফাঁকে জীবনটাকে যদি একটু এলাহী ভোজন ও শান্তি দিতে চান তবে চলে আসুন কলেজস্ট্রিটের বিদ‍্যাসাগর কলেজের কাছে ‛ বৈঠক খানা ’ ক‍্যাফে তে ।
আপনাদের মতো আমরাও হঠাৎ একদিন ঘুরতে ঘুরতে চলে যাই এই ক‍্যাফে তে । সত্যি কথা বলতে বাইরে থেকে দেখে এক্কেবারে বুঝতেই পারা যাবেনা ভিতরকার পরিবেশটা এত্তোটা সুন্দর । গোটা পরিবেশটা তৈরি করা হয়েছে পুরানো দিনের জমিদার বাড়ির পরিকাঠামোকে মাথায় রেখে । শুধু পরিবেশটাই নয় এখানকার লোকেদের ব‍্যবহারও অত্যন্ত ভালো।
কোনো পরিকল্পনা ছারাই চলে যাওয়ায় ভাবছিলামি বাজেটের মধ্যে কি খাওয়া যায় তবে এমন সময় মেনু কার্ডটা হাতে পেতেই আমরাতো পুরো অবাক । এখানকার সমস্ত খাবারের দাম ১০০ টাকার ও কম । এই দেখে আনন্দে আত্মহারা হয়ে নিয়ে নিলাম একটা আমপান্না সরবত , এক প্লেট চিকেন স্টিম মোমো ও একটা বৈঠক খানার স্পেশাল স‍্যান্ডউইচ ।
তিনটিরই স্বাদ খুব ভালো। তবে আমপান্না ও বৈঠক খানার স্পেশাল স‍্যান্ডউইচ টা ছিল সত্যিই অসাধারণ ,এটা তোমাদের জন্যেও মাস্ট ট্রাই লিস্টে রাখলাম ।।
আমপান্না ― ৫ /৫ ❤️🤤
চিকেন স্টিম মোমো ― ৪ /৫ 👌🏻
বৈঠক খানা স্পেশাল স‍্যান্ডউইচ ― ৫ /৫ ❤️🔥😍
11 E, Guru Prasad Chowdhury Ln, College Street, Kolkata, West Bengal 700006.

লাইক ও কমেন্টে করে আমাদের যানাবেন যদি এই পোস্টটি আপনাদের কোনো রকম সাহায্য করে থাকে । আর যদি আপনারা আগে গিয়ে থাকেন তবে আপনাদের অভিজ্ঞতাটিও আমাদের সাথে কমেন্ট বক্সে ভাগ করে নিতে পারেন ।। 🙏❤️
HungryBongs ❤️

18/05/2023

নমস্কার বন্ধুরা , আমরা এই পেজ খুলেছি আপনাদের সাথে নানা রকমের অভিজ্ঞতা ভাগ করে নিতে যা আমরা উপভোগ করেছি নতুন নতুন রেস্টুরেন্টে গিয়ে । সাথে থাকবে সেখানকার বিশেষ কিছু পদ ও তাদের দাম এবং আমাদের কিছু ব‍্যাক্তিগত মতামত।
আশা করি পাশে থাকবেন , আর সাপোর্ট করবেন ।
ধন্যবাদ। 🙏❤️

Address

1, Banamali Sarkar Street
Kolkata
700005

Alerts

Be the first to know and let us send you an email when HungryBongs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HungryBongs:

Share