Umar Hnesel - উমার হেঁসেল

Umar Hnesel - উমার হেঁসেল Welcome to the "Umar Hnesel"! Visit & Subscribe my Youtube channel

https://yt.openinapp.co/umarhnesel

আজ আমাদের নিরামিষ । কিন্তু বরের করা নির্দেশ প্রোটিনের ঘাটতি হতে দেওয়া যাবেনা।😅😅অগত্যা....
14/03/2024

আজ আমাদের নিরামিষ ।
কিন্তু বরের করা নির্দেশ প্রোটিনের ঘাটতি হতে দেওয়া যাবেনা।😅😅
অগত্যা....

06/02/2024

সরস্বতী পূজার স্পেশাল Bhoger Khichuri | ভোগের খিচুড়ি বানানোর সঠিক পদ্ধতি |
Aloo'r Dum without Onion & Garlic :

Khichuri is one of those rare dishes that effortlessly strides the boundary between what’s considered ‘ordinary’ and ‘special’ when it comes to cooking. The Bengali variant of the ever-pervasive South Asian ‘khichdi’, made with nutty, roasted moong dal and fragrant gobindobhog rice, khichuri ranges from mild, runny, and carefully spiced for when you are under the weather, to steaming and slurpy for those wistful rainy days, to the thick, gorgeous, ghee-laden offering made to your favourite goddesses during pujo.

Recipe : https://yt.openinapp.co/bhogerkhichuri
Subscribe : https://yt.openinapp.co/umar-hnesel

🍲

পা পিছলে "আলুর দম"অবাঙালি বন্ধুরা মজা করে বলেন- "তোমাদের বাঙলা ভাষা খুব মজার"।"কেন" ?"তোমরা বল জল খাচ্ছি। আরে, জল কী খাও...
04/02/2024

পা পিছলে "আলুর দম"
অবাঙালি বন্ধুরা মজা করে বলেন- "তোমাদের বাঙলা ভাষা খুব মজার"।
"কেন" ?
"তোমরা বল জল খাচ্ছি। আরে, জল কী খাওয়া যায় "?
একটু হেসে বলি , ঠিকই , তবে আমাদের খাদ্যতালিকা যদি রপ্ত করে নিতে পারো , জীবনে কখনোই ক্ষুধার্ত থাকবে না ।
"সে কিভাবে" ?
এইযে আমরা বাঙালিরা 'জল খাই'। শুধু খাই না, আমরা কেউ কেউ ডুবে ডুবে জল খাই। আর, শুধু জল কেন, বাঙালি দুধ খায়, চা খায়, কফি খায়, শরবত খায়। হ্যাঁ,হ্যাঁ, যেটা ভাবছেন, সেই শরাবও খায়।
কেবল তরল পদার্থ ? বাঙালি সিগারেট খায়, বিড়ি খায়, চুরুট খায়। দুর্বল পেটরোগা মানুষ, কোন কিছু খেলে হজম হয় না, সেও কিন্তু 'গ্যাস খায়'। খাওয়ার কি শেষ আছে ? কর্তাব্যক্তিরা সুযোগ পেলে অধস্তনের 'চাকরি খায়'। বিপদে পড়ে 'খাবি খায়'।
সর্বভূক বলা যাবে কিনা জানিনা, তবে বাঙালি নিশ্চিতভাবেই বহুভূক, বিচিত্র ভূক। বাঙালির দৈনন্দিন জীবনে খাওয়া- খাওয়ির বিচিত্র ফিরিস্তি।
জানেন কি, বাঙালির গাড়ি পেট্রল খায় ? বিশ্বাস না হলে ড্রাইভারদের জিজ্ঞেস করুন। তাঁরা বলে দেবেন কোন মডেল তেল বেশি খায়। আকাশে ঘুঁড়ি 'গোঁৎ খায়', মাটিতে লাট্টু বনবন করে 'পাক খায়'।
আর খাবে নাই বা কেন ? আর কোন্ ভাষায় কোন্ কবি খাওয়া নিয়ে সাড়ম্বরে কবিতা লিখেছেন ?
"খাই খাই কর কেন,
এস বস আহারে,
খাওয়াব আজব খাওয়া,
ভোজ কয় যাহারে... "
যাঁরা বিশ্বসাহিত্যের ভুরিভোজের খোঁজ খবর রাখেন, তাঁরা বলতে পারবেন , এরকম 'খাই খাই' কবিতা অন্য কোনো ভাষায় আছে কিনা।
বাঙলার শ্রেষ্ঠ কবি তো কাব্য জীবন শুরু করেছিলেন খাওয়ার কবিতা দিয়ে।
"আমসত্ত্ব দুধে ফেলি,
তাহাতে কদলী দলি,
সন্দেশ মাখিয়া দিয়া তাতে,
হাপুস হুপুস শব্দ
চারিদিক নিস্তব্ধ
পিঁপিড়া কাঁদিয়া যায় পাতে।"
সুতরাং এই বাঙালি পরের মুখে 'ঝাল খাবে', মাস্টারের কাছে 'কানমলা খাবে' , বন্ধুদের কাছে 'প্যাঁক খাবে', ভয়ে 'থতমত খাবে' , এতে আর আশ্চর্য কি ?
একটু পিছিয়ে যাই। অষ্টাদশ শতাব্দীর কবি রায়গুণাকর ভারতচন্দ্রের কাব্য অন্নদামঙ্গলে ঈশ্বরী পাটনি বর চাইলেন ।
কী বর ? "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।"
বর চাওয়ার সময়েও খাওয়ার চিন্তা ! তাহলে ? এই বাঙালি ভুল করলে 'বকা খাবে' না, আর ভালোবেসে 'চুমু খাবে' না ? ছেঁড়া চটি পরে 'হোঁচট খাবে' না ?
আরো একটু পিছিয়ে যাওয়া যাক। ষোড়শ শতাব্দীতে কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তীর "চণ্ডীমঙ্গল " কাব্যে দেখুন বাঙালির দৈনন্দিন আমিষ নিরামিষ খাওয়ার ফিরিস্তি ! কয়েকটা উদাহরণ চেখে দেখুন, - নিমশিমের শুক্তো, কাঁঠালবিচি দিয়ে নটেশাকের তরকারি, ঘি আর জিরে দিয়ে পালংশাক, কুমড়ো বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোল।
পায়েস মিষ্ঠান্নে ভোজ সেরে বাঙালি যদি আয়েস খায় আর মাঠে গিয়ে 'হাওয়া খায়', কাজ করতে 'হিমশিম খায় ', আর পা পিছলে 'আছাড় খায়', এতে আশ্চর্য হওয়ার কিছু আছে ?
এই বাংলাতেই জন্মেছেন শ্রেষ্ঠ ভোজনরসিক কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, যাঁর রসবোধ আর রসনা দুটোই খুব সরস ছিল। তাঁর একটি কবিতার শিরোণাম 'হেমন্তে বিবিধ খাদ্য'। সরস পদ্য রচনা করেছেন বিভিন্ন খাদ্য নিয়ে। আম, আনারস, তপসে মাছ- কী নেই তালিকায় ! তোপসে মাছ এর দুটি লাইন,
"কুড়ি দরে কিনে নেই
দেখে তাজা তাজা,
টপাটপ খেয়ে ফেলি
ছাঁকা তেলে ভাজা।"
কবিতাগুলো পড়লে পেটরোগা দুর্বল লোক 'ভির্মি খাবে'। পেটুক বাঙালি অবসরে 'দোল খায়', বৌএর কাছে 'মুখ খায় ', জুতো, গুঁতো সবই খায়।
ভক্তিরসের গানের জন্য যিনি অধিক পরিচিত, সেই কান্তকবি রজনীকান্ত সেন লিখে ফেললেন-
"যদি কুমড়োর মতো চালে ধরে রতো,
পান্তূয়া শত শত,
আর সরষের মত হত মিহিদানা,
বুঁদিয়া বুটের মতো"
ভেবে দেখুন, যে ভাষায় কাব্যরসের সঙ্গে রসনার এত রসালো মাখামাখি, সে ভাষায় যদি কেউ 'তাড়া খায়' , 'মার খায়' 'ঘুঁষি খায়' কিংবা 'আদর খায় ', সে খাওয়া কি খুব অস্বাভাবিক?
প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণের দুটি ছোট গল্পের শিরোনাম খেয়াল করুন- বাটিচচ্চরি আর হিঙের কচুরি। একই লেখকের দু দুটি গল্পের শিরোনামে খাওয়ার আইটেম ! সংসারত্যাগী সন্ন্যাসী বিবেকানন্দ নির্দ্বিধায় বলেছিলেন, " যে ভালো রাঁধতে পারে না, সে ভালো সাধু হতে পারে না। মন শুদ্ধ না হলে ভালো সুস্বাদু রান্না হয় না "।
বাংলা ভাষায় তাই ভাবের প্রকাশে খাওয়ার কোনো অভাব নেই। খাপে খাপে 'খাপ খাওয়া', তেলে জলে 'মিশ খাওয়া', 'মাল খেয়ে' 'টাল খাওয়া', বোকা বনে 'ধোঁকা খাওয়া , খাওয়া নিয়ে একেবারে 'ঘোল খাওয়া'র ব্যবস্থা !
অনেক দিন আগে এক বিদেশিনী মহিলার একটা লেখা পড়েছিলাম। তিনি মানুষের খাদ্যাভ্যাস নিয়ে বই লেখার জন্যে বিভিন্ন দেশে ঘুরেছিলেন। আমাদের দেশেও বিভিন্ন শহরে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করার সময়ে কলকাতায় এসেছিলেন। তিনি বলেছিলেন যে তাঁর দেখা কলকাতাই একমাত্র শহর, যেখানে লোকেরা ব্রেকফাস্ট খাওয়ার সময়ে লাঞ্চের কথা ভাবে, আর লাঞ্চ খেতে খেতে চিন্তা করে ডিনারে কী খাবে। তাই তো বাঙালি 'দুধও খায়' আবার 'তামাকও খায়'। কেউ কেউ চুপিচুপি 'টাকা খায়' , পকেটমার ধরা পড়ে 'মার খায়', কারা যেন 'ঘুষ খায়' ! ভীড়ের মধ্যে 'ধাক্কা খায়' । ফুটবল মাঠে 'গোল খায় '।
সুকুমার রায় ঐজন্য রায় দিয়ে দিয়েছেন,
"এত খেয়ে তবু যদি
নাহি ওঠে মনটা
খাও তবে কাঁচকলা,
খাও তবে ঘন্টা।"
তাহলে তো, বাঙালিরা 'জল খাবে', এতে অন্যায় কী আছে ?
এই ব্যাপারে সকলের কী রায় ?
😃😄

09/01/2024

Begun Varta Recipe :
শীতের রাত্রি মানেই বেগুন পোড়া, একটুখানি নলেন গুড় আর মায়ের হাতে তৈরি গরম গরম নরম রুটি। কিন্তু যদি বেগুন পোড়াতেও মেলে অন্যরকম ‘ট্যুইস্ট’! তাহলে আর অপেক্ষা কেন? গনগনে আঁচে পোড়া বেগুন-টোম্যাটো। নেড়ে নিন ঝাঁঝালো সরষের তেলে। আর জমে যাক শীতের খানা।

Recipe : https://yt.openinapp.link/begunbharta
Channel Link : https://yt.openinapp.co/umar-hnesel

🍆

ছুটির দিনে বাড়িতে একটু অন্য স্বাদের খাবার রান্না হবে না তা কখনো হয় ।Mutton Kala Bhuna .. Bhaifota Special chilo..Recip...
21/11/2023

ছুটির দিনে বাড়িতে একটু অন্য স্বাদের খাবার রান্না হবে না তা কখনো হয় ।
Mutton Kala Bhuna .. Bhaifota Special chilo..

Recipe - https://yt.openinapp.co/umar-hnesel

03/11/2023

Bengali breakfast | Luchi & Cholar Daal recipe |

❤️

I am feeling really humbled right now…there are 1000 incredible people (like you) who have subscribed to my YouTube chan...
30/10/2023

I am feeling really humbled right now…there are 1000 incredible people (like you) who have subscribed to my YouTube channel!
Wow!!! Thank you so much to those of you who have checked out my YouTube channel
( https://yt.openinapp.co/umar-hnesel ) and subscribed and subjected yourselves to my craziness on the videos.
If you haven’t watched any, you should go and see what I have to offer!

Address

Dumdum
Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Umar Hnesel - উমার হেঁসেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Umar Hnesel - উমার হেঁসেল:

Share