07/09/2025
আজ (০৭.০৯.২০২৫) দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের নারায়নপুর গ্রামস্থিত সরস্বতী শিশু মন্দিরে কার্য কর্তা প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক শ্রী আশিস সরকার, সংগঠন সম্পাদক শ্রী অনিল রায়, প্রান্ত জৈবিক প্রমুখ শ্রী ব্যোমকেশ রায় , প্রান্ত যুব প্রমুখ শ্রী গুপ্তেশ্বর চৌধুরী । প্রশিক্ষণ নিয়েছেন জেলা, ব্লক ও গ্রাম সমিতির ৩৭ জন কার্যকার্তা ( ১৮ জন মহিলা ও ১৯ জন পুরুষ)।ধ্বজ উত্তোলন করেন জেলা সভাপতি শ্রী বারুন রায়।কিষাণ গীত করেন শ্রী ব্যোমকেশ রায়।
আলোচ্য বিষয় ছিল ১/ সংগঠনের সংকল্পনা, ২/সংগঠনের রীতিনীতি, ৩/ সংগঠনের কার্য পদ্ধতি, ৪/ গ্রাম সমিতির কার্য বিস্তার, ৫/ পরিবেশ বিষয়ক।
আলোচনা সদস্যদের মতামত ও অভিব্যক্তি নিয়ে আলোচনা হয়।