CTVN AKD PLUS

  • Home
  • CTVN AKD PLUS

CTVN AKD PLUS We have been providing our continuous support to our various customers to make their products immensely popular through our live and recorded T.V. show.

ষোলো আনাই বাঙালিয়ানা।
দেশ দুনিয়ার সমগ্র ঘটনাবলী, জ্যোতিষশাস্ত্র থেকে বিনোদন, টেকনলজি থেকে খেলাধুলা, আধ্যাত্মিকতা থেকে রূপচর্চা, শিক্ষা থেকে ভ্রমণ সবকিছুই আমরা বাংলার প্রেক্ষাপটে তুলে ধরার প্রচেষ্টা করি। We introduce our self as, CTVN PLUS stepped into entertainment world in the year 1999 and in a span of mere seven years, has extended its services from a cable network service provider to a cover

ing area of entire West Bengal, Tripura , and major part of Assam, Orrissa, Jharkhand and some part of Dehli, Maharastra and Bihar.

16/07/2025

Looking for some PUNJABI Collection ?
Aboron is the hub for it shop our Exclusive Collection.😍
📞For booking Call +91 9051217272 / 9051217274

পাঞ্জাবী কালেকশন
📞বিস্তারিত জানতে এবং বুকিং করতে যোগাযোগ করুন : +91 9051217272 / 9051217274
উপস্থাপনায়: ABORON
~

অভিনয় পেশাকে নিয়ে বিস্ফোরক ঋদ্ধি! আজকের অভিনেতাদের নিয়ে কী বললেন রেশমি পুত্র?টলি জগতের জনপ্রিয় অভিনেতা ঋদ্ধি সেন আজকের ব...
16/07/2025

অভিনয় পেশাকে নিয়ে বিস্ফোরক ঋদ্ধি! আজকের অভিনেতাদের নিয়ে কী বললেন রেশমি পুত্র?

টলি জগতের জনপ্রিয় অভিনেতা ঋদ্ধি সেন আজকের বাংলার অভিনয় দুনিয়ায় কে না তাকে চেনে। এই অভিনেতার গায়ে যতই স্টারকিডের তকমা থাকুক না কেন তিনি রীতিমতো নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ছোট বেলা থেকে ঋদ্ধি বাড়িতে অভিনয় জগতের মানুষদের আবহে বড়ো হয়েছে বলে অভিনয় তাঁর রক্তে রয়েছে। প্রসঙ্গত, তাঁর ঠাকুমা থেকে শুরু করে মা-বাবা সকলেই অভিনয়ের সঙ্গে যুক্ত। অভিনয়ই তাঁর ধ্যান, অভিনয়ই তাঁর জ্ঞান। দর্শকেরা মূলত 'ওপেন টি বায়োস্কোপ' সিনেমার মাধ্যমে দর্শকদের নজরে আসেন।

বর্তমানে, এই অভিনেতার সাক্ষাৎকারের এক বিশেষ অংশ বেশ ভাইরাল হয়েছে নেট পাড়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতা বলছে, অভিনেতারা অভিনয় ছাড়া আর সবকিছুর জন্য চিহ্নিত হচ্ছে। এই ব্যাপারটাও নাকি ঘটছে নিজেদের দায়ে, বললেন ঋদ্ধি। উদাহরণস্বরূপ, কৌশিক পুত্র বলছে আজকের দিনে কোনো অভিনেতা ইনস্টাগ্রামে রীলস বানানোর জন্য জনপ্রিয়তা পাচ্ছে, আবার কেউ সমাজসেবা করে জনপ্রিয়তা পাচ্ছে। ফলত, এইসব করে অভিনয় পেশাটাকেই অসম্মমান করা হচ্ছে।

অভিনেতার কথায়, দু'নৌকায় পা দিয়ে কখনোই চলা যায় না। আমি কেন জনপ্রিয় হচ্ছি? কেবল রীলস বানাচ্ছে বলে, নাকি কেউ ভালো কথা বলতে পারে বলে ফেমাস হচ্ছে? এইভাবেই সবাই সবার পেশাকেই অসম্মান করছে। সুতরাং, অভিনেতা বলতে চেয়েছেন আজকের দিনে এমন বহু অভিনেতারা রয়েছেন যাঁরা নিজের অস্তিত্বকে বজায় রাখার জন্য ঠিক করে অভিনয় করা ছাড়া আর বাকি সব দিকে মন দিচ্ছেন। বলাই বাহুল্য, ঋদ্ধি বড়ো পর্দায় অভিনয় করার সঙ্গে সঙ্গে সমান তালে মঞ্চেও তিনি অভিনয় করেন। 'নগরকীর্তন' সিনেমাতে ভালো অভিনয়ের জন্য ঋদ্ধি ন্যাশনাল পুরস্কারও পেয়েছেন। অভিনেতার এই মন্তব্যকে কেন্দ্র করে অনেকেই তাঁর কথাকে সমর্থন করেছে।

অযাচিত নারীত্ব বনাম দেবতার ব্রহ্মচর্য... সবরিমালার ইতিহাসে লুকিয়ে এক বিস্ফোরক রহস্য!ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত কেরাল...
16/07/2025

অযাচিত নারীত্ব বনাম দেবতার ব্রহ্মচর্য... সবরিমালার ইতিহাসে লুকিয়ে এক বিস্ফোরক রহস্য!

ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত কেরালার পশ্চিমঘাট পর্বতমালার বুকে এক গভীর অরণ্যের মাঝখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন তীর্থস্থান—সবরিমালা মন্দির। এই মন্দিরের presiding deity হলেন ভগবান আয়াপ্পা (ayyappa)—এক পুরুষোত্তম ব্রহ্মচারী, যিনি বহু বিশ্বাস ও উপকথার কেন্দ্রবিন্দু। কিন্তু এই পবিত্র স্থানটির নাম আজ বহু বছর ধরে একটি বিতর্কের শিরোনামে। কারণ একটাই—১০ থেকে ৫০ বছর বয়সী নারীদের প্রবেশ এখানে নিষিদ্ধ। কেন এই বিধিনিষেধ? কী তার পেছনে পৌরাণিক, সামাজিক ও ঐতিহাসিক যুক্তি? চলুন, এক ঝলকে দেখে নেওয়া যাক সবরিমালার ইতিহাস।

সবরিমালার দেবতা আয়াপ্পা, বিষ্ণুর মোহিনী রূপ এবং শিবের মিলনে জন্ম নেওয়া পুত্র। এই কারণেই তাঁকে বলা হয় 'হরি-হরা-পুত্র'। পৌরাণিক মতে, তিনি মহিষাসুরের বোন মহিষী-কে বধ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন। এর পরেই তিনি স্থির করেন ব্রহ্মচর্য গ্রহণ করবেন এবং জঙ্গলের নিঃসঙ্গতায় থাকবেন চিরকাল।

সবরিমালার মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী (menstruating age) নারীদের প্রবেশাধিকার নেই। কারণ হিসেবে বলা হয়—ভগবান আয়াপ্পা ব্রহ্মচারী। তাঁর উপাসনার পরিমণ্ডলে রজঃস্বলা নারীদের উপস্থিতি আধ্যাত্মিক ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তবে এই বিশ্বাসের ভিত্তি আদৌ কি শাস্ত্রীয়? না কি এটি সময়ের সঙ্গে তৈরি এক সামাজিক বিধান? এখানেই উঠে আসে বিতর্ক। ইতিহাস বলছে, প্রাচীন দলিল এবং স্থানীয় কিংবদন্তি অনুযায়ী, সবরিমালা মন্দিরে এক সময় নারীরা প্রবেশ করতেন। ১৯৫০-এর দশকে একটি অগ্নিকাণ্ডের পর মন্দিরের সংস্কারের সময় এই বিধি আরও কঠোরভাবে প্রয়োগ হয়। এরপর ১৯৯১ সালে কেরালা হাইকোর্ট জানায়, ১০ থেকে ৫০ বছর বছর বয়সী নারীদের প্রবেশ নিষিদ্ধ।

এই আদেশই এখন চর্চার মূলে দাঁড়িয়ে আছে। কারণ অনেকেই মনে করেন এটা একটা ট্যাবু ছাড়া আর কিছুই নয়। ব্রম্ভচর্চার জন্য মহিলাদের প্রবেশ নিষিদ্ধ।

২০১৮ সালে ভারতের সুপ্রিম কোর্ট এই নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক ঘোষণা করে জানায়, নারীর প্রবেশাধিকার ধর্মীয় স্বাধীনতার অংশ। আদালত বিষয়টির ওপর হস্তক্ষেপ করেছে। আদালতে অনেকে জানিয়েছে, 'নারীত্ব লজ্জার বিষয় নয়। নারীর ঋতুচক্র জীবনের একটি পবিত্র দিক, তার জন্য নারীকে বাদ দেওয়া ধর্মের বিকৃতি।' -এই রায়ের পর দেশজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ভক্তদের একাংশ আন্দোলনে নামে। বহু নারী সাহস করে মন্দিরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তাঁদের প্রায় সকলকেই বাধার সম্মুখীন হতে হয়।

এই বিতর্ক শুধুই ধর্মীয় নয়, এর মধ্যে রয়েছে নারীর অধিকার, পুরুষতান্ত্রিক ধর্মব্যাখ্যা ও রাজনৈতিক মেরুকরণের জটিল মিশেল। সবরিমালার ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়—ভারতের বিভিন্ন প্রান্তে এমন বহু লোকাচার, কল্পিত শাস্ত্র এবং লোকবিশ্বাস রয়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে। নারীশরীরকে 'অপবিত্র' বলে বর্জন করাই যেন হয়ে দাঁড়ায় ধর্মরক্ষার নতুন মোড়ক! সবরিমালা শুধু একটি মন্দির নয় এর একদিকে রয়েছে ভক্তি, অন্যদিকে রয়েছে ধর্মের নামে নারী-পুরুষের ভেদাভেদ।

16/07/2025

CKD (Chronic Kidney Disease)
RECOVERY NURSING HOME
বিস্তারিত জানতে যোগাযোগ করুন +91 8100477411
~

সুঃ নদী বাঁচাতে বাঁধ ভাঙলো চিন -প্যারিসে বসেছিল অলিম্পিকের আসর। সেইন নদীতে হবার কথা ট্রায়থলন এবং অন্যান্য ইভেন্ট। দুঃস্ব...
16/07/2025

সুঃ নদী বাঁচাতে বাঁধ ভাঙলো চিন -

প্যারিসে বসেছিল অলিম্পিকের আসর। সেইন নদীতে হবার কথা ট্রায়থলন এবং অন্যান্য ইভেন্ট। দুঃস্বপ্নের মত লাগছিল আয়োজকদের। সেইন নদী প্যারিসের অন্যতম দুষিত নদী। সেই নদীতে কীভাবে অলিম্পিয়ান রা সাঁতার কাটবেন। প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন শহরের মেয়র অ্যান হিডালগো। নদীটি সাঁতার যোগ্য করা হয়েছিল। সেই নদীতে প্রথম সাঁতার কেটে অলিম্পিক আয়োজকদের আশ্বস্ত করেছিলেন মেয়র স্বয়ং।

আসলে ওরা নদীকে দেবী বলে মনে করে না। নদী বাঁচলে জীবন বাঁচবে এই সামান্য সত্যটি বোঝার জন্য তাঁদের ধর্মের হাত ধরতে হয়নি। এবার উদাহরণ তোলা যাক চিনের। ভারতের স্বাধীনতার দু বছর পর প্রতিষ্ঠিত হয়েছিল গণপ্রজান্ত্রী চিন।

তারপর গোটা বিশ্ব চিনে এক নাটকীয় অর্থনৈতিক রূপান্তর দেখেছিল। দরিদ্রতম দেশ থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে । কারণ বোঝা যায় তার চিন্তাভাবনা বিশ্লেষণ করলেই। তিব্বতীয় মালভূমি টাংগুলা পর্বতমালার জারি পাহাড় থেকে উৎপত্তি হয়েছে ইউরেশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংসি। উচ্চ ইয়াংসির প্রধান উপনদীগুলির মধ্যে একটি চিশুই হের। এই নদীর যাত্রাপথে অজস্র বাঁধ এবং জলবিদ্যুৎ প্রকল্প ভেঙে দিয়েছে চিনা সরকার।

বিষয়টি আর একটু সহজ ভাবে ব্যাখ্যা করা যাক চিনের ইউনান গুইঝো এবং সিচুয়ানের মধ্য দিয়ে ৪০০ কিলোমিটার জুড়ে প্রবাহিত লাল নদী। এটি ইয়াংসির উপরের অংশে বিরল এবং স্থানীয় মাছের শেষ আশ্রয়স্থল হিসাবে বিবেচিত হয়। গত কয়েক দশক ধরে এই নদীর ওপর জলবিদ্যুৎ কেন্দ্র এবং ঘন বাঁধের কারণে জলপ্রবাহ ক্রমশ বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলস্বরূপ ওই অংশে বসবাসকারী জীবন উপযুক্ত আবাসস্থল এবং প্রজননের জায়গার অভাবে ধ্বংস হতে বসেছিল।

জলবিদ্যুৎ কেন্দ্র গুলি পরিযায়ী মাছের চলাচলের পথও বন্ধ করে দিয়েছিল। এই সমস্যার সমাধানে চিশুই হের নদীর ৩৫৭ টি বাঁধের মধ্যে ৩০০ টি বাঁধ ভেঙে ফেলেছে চিন এবং ৩৭৩ টি ছোট জলবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ৩৪২ টি বন্ধ করে দিয়েছে। চিনের এই সিদ্ধান্তে বহু বিরল প্রজাতির মাছ তাদের প্রাকৃতিক প্রজনন চক্র আবার শুরু করেছে। পাশাপাশি ফিরেছে ইয়াংজি স্টার্জন প্রজাতির মাছ। নদীকে বাঁচাতে স্থানীয় প্রশাসন লাল নদী থেকে বালি উত্তোলন কঠোর ভাবে নিষিদ্ধ করেছে। অপরদিকে পুরাণ, ইতিহাসে গঙ্গার গৌরবগাথা লেখা হয় ভক্তি ভরে। গঙ্গাকে মা বলে সম্বোধন করা রীতি হয়ে দাঁড়িয়েছে। তারই সঙ্গে গঙ্গা এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। বর্তমানে পৃথিবীর দূষিততম নদীগুলির মধ্যে গঙ্গার স্থান ওপরের দিকে।

ঝাঁসিতে রিয়েল লাইফ র‍্যাঞ্চো ! ঝাঁসি স্টেশনে মহিলা প্রসব করালেন সেনা চিকিৎসক -ঝাঁসি রেল স্টেশনে এক অবিশ্বাস্য দৃশ্যের স...
16/07/2025

ঝাঁসিতে রিয়েল লাইফ র‍্যাঞ্চো ! ঝাঁসি স্টেশনে মহিলা প্রসব করালেন সেনা চিকিৎসক -

ঝাঁসি রেল স্টেশনে এক অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী থাকল শতাধিক যাত্রী ও রেলকর্মী। বীরঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি স্টেশনে চলছিল স্বাভাবিক গমনাগমন। হঠাৎই চিৎকার ও হুড়োহুড়িতে চমকে যান যাত্রীরা। জানা যায়, ট্রেনে যাত্রী হিসেবে থাকা এক গর্ভবতী মহিলার প্রসব বেদনা ওঠে এবং সময়ের অভাবে তাঁকে স্টেশনেই সন্তান প্রসব করাতে হয়। আর সেই মুহূর্তে অবিস্মরণীয় সাহস, বুদ্ধি ও দায়িত্বশীলতার পরিচয় দেন সেনাবাহিনীর চিকিৎসক মেজর রোহিত বাচওয়ালা।

মেজর রোহিত ছিলেন ছুটিতে, যাচ্ছিলেন হায়দরাবাদ নিজের বাড়ি। তিনি স্টেশনে বসে থাকাকালীন হঠাৎ মহিলার চিৎকার শুনে এগিয়ে যান। দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে বুঝে ফেলেন, হাসপাতালে নেওয়ার সময় নেই। নিজের সঙ্গে থাকা সামান্য কিছু উপকরণ—একটি পকেট ছুরি, একটি হেয়ার ক্লিপ এবং একটি ধুতি দিয়েই স্টেশনে দাঁড়িয়েই সম্পন্ন করেন প্রসব প্রক্রিয়া।

রেলকর্মীরা পাশে দাঁড়িয়ে পর্দার ব্যবস্থা করেন। চিকিৎসকের দক্ষতা ও মানবিকতার কারণে মা ও সদ্যজাত কন্যাসন্তান দুজনেই সুস্থ থাকেন। রেল কর্তৃপক্ষ পরে তাঁদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠায়।

ঘটনাটি রেল ও সেনা বিভাগের গর্বের মুহূর্ত হয়ে ওঠে। মেজর রোহিতের বুদ্ধিমত্তা ও সাহসিকতা সামাজিক মাধ্যমে প্রশংসিত হচ্ছে। নবজাতকের বাবা মহম্মদ জুবেইর কুরেশি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আজ আমার মেয়েকে আমরা কোলে নিতে পারছি শুধুমাত্র মেজর রোহিত ও রেল স্টাফদের জন্য।”

টিটিই যিনি শুরুতে হুইলচেয়ারে করে সাহায্য করেছিলেন, তিনি বিকেলে ফল ও খাবার নিয়ে নবজাতককে দেখতে আসেন—একটি মানবিক ও হৃদয়স্পর্শী ইঙ্গিত।

এই ঘটনা প্রমাণ করে, মানবিকতা, দ্রুত সিদ্ধান্ত ও দায়িত্ববোধ—এই তিনই পারে যে কোনও পরিস্থিতিকে সম্ভাবনায় রূপান্তরিত করতে।

16/07/2025

রাহুর কুপ্রভাব। Astrology
বিস্তারিত জানতে যোগাযোগ করুন +91 9932337820 / 9851815653

16/07/2025

মহাভারত এক দুর্বোধ্য রাজনীতির গল্প

মহাভারত কি শুধু একটা মহাকাব্য? বোধহয় না। মহাভারতের বিভিন্ন চরিত্র পরবর্তী ভারতের জন্য নতুন দিক খুলে দিয়েছে। মহাভারতে তখন অনেক কিছু ঘটে গিয়েছে, যুদ্ধ প্রায় দোরগোড়ায়। কৃষ্ণ শান্তি প্রস্তাব নিয়ে হাজির হলেন হস্তিনাপুরে। মাত্র পাঁচটি গ্রাম চাইলেন পাণ্ডবদের জন্য। মাত্র পাঁচটি গ্রাম । কিন্তু সেটুকুও দিতে নারাজ দুর্যোধন। বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। কথাবার্তা শেষ। এরপর দেখা হল ব্যাটল ফিল্ডে। পরিণাম সবার জানা। কিন্তু এই সহজ গল্পটার পিছনে রয়েছে চরম এক রাজনৈতিক বোধ। প্রথমে বিষয়টিকে দুটি ভাগে ভাগ করে নেওয়া যাক। পাঁচটি গ্রাম দুর্যোধন না দিলে কী হত তা আমরা সকলেই জানি। কিন্তু যদি ওই পাঁচটি গ্রাম দুর্যোধন দিয়ে দিতেন, তাহলে কী হত? কোন পাঁচটি গ্রামই বা চেয়েছিলেন বাসব? একটু আলোচনা করা যাক

16/07/2025

আমার ভালোলাগার গান
শিল্পী- নীপবীথি ঘোষ
~

পেটের ব্যাথাকে ছোট করে দেখবেন না... হতে পারে কোলন ক্যানসার!আজকাল একটু বদহজম, পেট ফাঁপা, কিংবা রক্তের কণা মিশে যাওয়া—এসবক...
16/07/2025

পেটের ব্যাথাকে ছোট করে দেখবেন না... হতে পারে কোলন ক্যানসার!
আজকাল একটু বদহজম, পেট ফাঁপা, কিংবা রক্তের কণা মিশে যাওয়া—এসবকে আমরা ছোটখাটো ব্যাপার বলে এড়িয়ে যাই। কিন্তু জানেন কি, এভাবেই আমাদের শরীরে চুপিসারে বাসা বাঁধতে পারে ভয়ানক এক রোগ—কোলন ক্যানসার?

কোলন ক্যানসার হল বৃহদান্ত্র বা লার্জ ইনটেস্টাইনে (large intestine) হওয়া একপ্রকার ক্যানসার। প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে, চিকিৎসা অনেকাংশে সফল হয়। কিন্তু সমস্যা হলো—এই ক্যানসারের উপসর্গগুলো সাধারণ পেটের সমস্যার মতো হওয়ায় তা অধিকাংশ মানুষই বুঝতে পারেন না বা গুরুত্ব দেন না।

অনেকের ধারণা, এই রোগ কেবল বয়স্কদের হয়। কিন্তু এখনকার অনিয়মিত খাদ্যাভ্যাস, ফাইবারের অভাব, ফাস্ট ফুড, প্রসেসড খাবার এবং জীবনযাপনের ধরণ এই রোগকে টেনে এনেছে তরুণ প্রজন্মের দোরগোড়ায়।

AIIMS দিল্লির গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. নীলা চৌধুরি বলছেন, 'বর্তমানে অনিয়মিত খাদ্যাভ্যাস, কম ফাইবারযুক্ত খাবার ও স্থূলতা তরুণদের কোলন ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে। পেটের কোনও সমস্যাই দীর্ঘদিন থাকলে তা অবহেলা না করে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া উচিত।'

চিনে নিন কোলন ক্যানসারের ৭টি গুরুত্বপূর্ণ উপসর্গ-

১. নিয়মিত ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য- যদি দীর্ঘদিন ধরে বদহজম, পাতলা পায়খানা বা কষ্ট করে মলত্যাগ হয়, তবে তা কোলন টিউমারের কারণে হতে পারে।

২. মলের সঙ্গে রক্তপাত- অনেকে একে piles ভেবে উপেক্ষা করেন। কিন্তু রক্ত বারবার দেখা গেলে তা অবহেলা না করে ডাক্তার দেখানো প্রয়োজন।

৩. পেটে ক্রমাগত ব্যথা, ফাঁপাভাব বা গ্যাস- বৃহদান্ত্রে টিউমার থাকলে এটি অন্ত্রের চলাচল ব্যাহত করে, ফলে এই ধরণের উপসর্গ দেখা যায়।

৪. অনিয়ন্ত্রিত ওজন হ্রাস- যদি ডায়েট বা ব্যায়ামের পরিবর্তন না করেও ওজন কমতে থাকে, তবে তা হতে পারে ক্যানসার। তাই আগে থেকে সাবধান হন।

৫. সারাক্ষণ ক্লান্তি, মাথা ঘোরা বা দুর্বলতা- অন্তঃশরীরে রক্তক্ষরণের কারণে অ্যানিমিয়া হতে পারে, যা এই লক্ষণগুলোরই কারণ।

৬. মলত্যাগের পরেও পেট খালি না হওয়ার অনুভূতি- অন্ত্রে টিউমার থাকলে এটি সম্পূর্ণ খালি হতে পারে না, ফলে অপূর্ণতার অনুভব হয়।

৭. পেটের সমস্যাকে অবহেলা করা- দীর্ঘস্থায়ী কোনও উপসর্গ যেন 'যাচ্ছে না' — সেটাই হতে পারে সবচেয়ে বড় ইঙ্গিত।

আচ্ছা এবার আসুন কীভাবে সতর্ক থাকবেন? খাদ্যতালিকায় রাখুন বেশি ফাইবারযুক্ত খাবার, এড়িয়ে চলুন প্রসেসড ফুড ও অতিরিক্ত লাল মাংস। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত জল খান। মল পরীক্ষাসহ প্রাথমিক স্ক্রিনিং করান (বিশেষত ৪০-এর পর)। উপসর্গ থাকলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিন।

কোলন ক্যানসার নীরবে শরীরে প্রবেশ করে, কোনও বড় ধাক্কা না দিয়ে। কিন্তু শরীর প্রতিনিয়ত আমাদের জানান দেয় — তার কিছু সমস্যা আছে। সেই সংকেতগুলো বুঝে নেওয়াই হল কোলন ক্যানসার থেকে বাঁচার প্রথম ধাপ। আজ যে সমস্যা গ্যাস্ট্রিক বলে মনে হচ্ছে, কাল তা হয়ে উঠতে পারে জীবনের বড় যুদ্ধ। তাই সচেতন থাকুন, সতর্ক হোন — কারণ প্রতিরোধই ক্যানসারের সবচেয়ে বড় অস্ত্র।

Address


Alerts

Be the first to know and let us send you an email when CTVN AKD PLUS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CTVN AKD PLUS:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

We introduce our self as, CTVN PLUS stepped into entertainment world in the year 1999 and in a span of mere seven years, has extended its services from a cable network service provider to a covering area of entire West Bengal, Tripura , and major part of Assam, Orrissa, Jharkhand and some part of Dehli, Maharastra and Bihar. We have been providing our continuous support to our various customers to make their products immensely popular through our live and recorded T.V. show.