CTVN AKD PLUS

CTVN AKD PLUS We have been providing our continuous support to our various customers to make their products immensely popular through our live and recorded T.V. show.

ষোলো আনাই বাঙালিয়ানা।
দেশ দুনিয়ার সমগ্র ঘটনাবলী, জ্যোতিষশাস্ত্র থেকে বিনোদন, টেকনলজি থেকে খেলাধুলা, আধ্যাত্মিকতা থেকে রূপচর্চা, শিক্ষা থেকে ভ্রমণ সবকিছুই আমরা বাংলার প্রেক্ষাপটে তুলে ধরার প্রচেষ্টা করি। We introduce our self as, CTVN PLUS stepped into entertainment world in the year 1999 and in a span of mere seven years, has extended its services from a cable network service provider to a cover

ing area of entire West Bengal, Tripura , and major part of Assam, Orrissa, Jharkhand and some part of Dehli, Maharastra and Bihar.

“সুরে সুরে পঞ্চম” special episode , সঙ্গে থাকছেন শিল্পী সংযুক্তা দে ও দীনেশ হালদার ।আধুনিক গানের অনুষ্ঠানদেখুন ২৭ জুন , ...
26/06/2025

“সুরে সুরে পঞ্চম” special episode , সঙ্গে থাকছেন শিল্পী সংযুক্তা দে ও দীনেশ হালদার ।
আধুনিক গানের অনুষ্ঠান
দেখুন ২৭ জুন , শুক্রবার ,২০২৫
ঠিক সকাল ৮ ঘটিকায় ।
চোখ রাখুন CTVN এ

26/06/2025

জ্যোতিষ তথ্য - পর্ব - ০৬
SHRE RAJ SHASTRI
বিস্তারিত জানতে যোগাযোগ করুন +91 9163796489 / 9874706649

26/06/2025

Looking for some COTTON KANTHA SAREE Collection ?
Aboron is the hub for it shop our Exclusive Collection.😍
📞For booking Call +91 9051217272 / 9051217274

কটন কাঁথা শাড়ি কালেকশন
📞বিস্তারিত জানতে এবং বুকিং করতে যোগাযোগ করুন : +91 9051217272 / 9051217274
উপস্থাপনায়: ABORON
~

মা' ছবিতে কাজলের আধুনিক অভিভাবকত্ব:'মা' ছবিতে বলিউড অভিনেত্রী কাজল এক জননীর ভূমিকায় অভিনয় করেছেন, যার চরিত্রে ফুটে উঠেছে...
26/06/2025

মা' ছবিতে কাজলের আধুনিক অভিভাবকত্ব:

'মা' ছবিতে বলিউড অভিনেত্রী কাজল এক জননীর ভূমিকায় অভিনয় করেছেন, যার চরিত্রে ফুটে উঠেছে আধুনিক অভিভাবকত্ব, ধর্মীয় বিশ্বাস এবং সন্তানকে রক্ষা করার প্রবল আগ্রহ। এই চরিত্রটি একজন সংবেদনশীল অথচ দৃঢ়চেতা মায়ের যাত্রাপথকে তুলে ধরে, যিনি তাঁর সন্তানের জন্য সমাজ, আইন এবং নিজের ভেতরের ভয়—সবকিছুর সঙ্গে সংগ্রাম করেন।

চলচ্চিত্রে কাজলের চরিত্রটি ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বিশ্বাসকে অন্ধত্ব নয়, বরং ব্যক্তিগত শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। তিনি প্রথাগত অভিভাবকত্ব থেকে সরে এসে একটি এমন মডেল তৈরি করেন, যেখানে যুক্তি, অনুভূতি, এবং আত্মবিশ্বাসের মিশেল রয়েছে। কাজল যেমনটা এক জায়গায় বলেন, "বিশ্বাস ব্যবস্থার শক্তি আছে," তা যেন শুধু ধর্মীয় নয়, এক মায়ের নিজের ওপর বিশ্বাস, নিজের নীতির ওপর আস্থাও বোঝায়।

‘মা’ ছবিটি দেখায় কিভাবে একজন মা তাঁর সন্তানকে রক্ষা করতে গিয়ে একদিকে আধুনিক সমাজের চাহিদা মেনে চলে, অন্যদিকে সংস্কৃতির শিকড় আঁকড়ে রাখেন। কাজল তাঁর চরিত্রে শুধু একজন মা নন, বরং একজন আদর্শ প্রতিনিধি—যিনি সমাজের চোখ রাঙানিকে ভয় না পেয়ে নিজের পথ নিজেই তৈরি করেন।

এই সিনেমা শুধুমাত্র এক নারীর আত্মত্যাগের গল্প নয়, এটি নারী শক্তি, আত্মবিশ্বাস, এবং আধুনিক ভারসাম্যপূর্ণ অভিভাবকত্বএর এক জীবন্ত উদাহরণ।

26/06/2025

Looking for some Chanderi Batik and Block Saree Collection ?
Aboron is the hub for it shop our Exclusive Collection.😍
📞For booking Call +91 9051217272 / 9051217274

চান্দেরি বাটিক ও ব্লক শাড়ি কালেকশন
📞বিস্তারিত জানতে এবং বুকিং করতে যোগাযোগ করুন : +91 9051217272 / 9051217274
উপস্থাপনায়: ABORON
~

একসময় যিনি SBI ব্যাঙ্কে সুইপার হিসেবে কাজ করতেন, আজ তিনি সেই একই ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার:হ্যাঁ, বিশ্...
26/06/2025

একসময় যিনি SBI ব্যাঙ্কে সুইপার হিসেবে কাজ করতেন, আজ তিনি সেই একই ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার:

হ্যাঁ, বিশ্বাস করা কঠিন হলেও এটাই সত্য। যিনি একসময় ব্যাঙ্কের বাথরুম পরিষ্কার করতেন, যাঁকে ব্যাঙ্কের কর্মচারীরাই হেয় চোখে দেখতেন, আজ সেই কর্মচারীরাই তাঁর নির্দেশ মেনে চলেন। তিনি হলেন প্রতীক্ষা টন্ডওয়ালকর। তাঁর এই অভাবনীয় সাফল্যের কাহিনি শুনলে যে কেউ চমকে উঠবেন।

প্রতীক্ষার জীবন সহজ ছিল না ।অর্থনৈতিক সংকটের কারণে ওই মহিলা পড়াশোনা শেষ করতে পারেননি। সংসার চালাতে গিয়ে তাকে একদিন সিদ্ধান্ত নিতে হয়-SBI ব্যাঙ্কেই সুইপারের কাজে যোগ দেবেন, যেখানে আগে অস্থায়ীভাবে কাজ করতেন। কারণ, তাঁর শিক্ষাগত যোগ্যতা ছিল মাত্র নবম শ্রেণি পর্যন্ত। মাসে মাত্র ৬০-৬৫ টাকা মাইনে পেতেন। সেই সামান্য উপার্জনেই সংসার চালাতেন।

তবে ভাগ্য বদলাতে শুরু করে যখন কিছু সহানুভূতিশীল SBI কর্মচারীরা তাঁকে ফের পড়াশোনা করতে উৎসাহ দেন। তিনি উচ্চমাধ্যমিক পাশ করে সাইকোলজিতে কলেজে ভর্তি হন। এরপর ৩১ বছর বয়সে গ্র্যাজুয়েশন শেষ করেন।

এরপর স্বামী পরমোদ তাঁকে ব্যাঙ্ক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলেন। তিনি ব্যাঙ্কের ক্লার্ক পদে পরীক্ষায় বসেন ও উত্তীর্ণ হন। তবুও এখানেই থেমে যাননি প্রতীক্ষা। তিনি জানতেন, জীবন কোনো টি-২০ ম্যাচ নয়—এটা টেস্ট ম্যাচের মতো, যেখানে ধৈর্য, সংগ্রাম ও সঠিক স্ট্র্যাটেজিতে জয় সম্ভব।

তিনি কখনো হার মানেননি। নিজেকে ক্রমাগত উন্নত করার চেষ্টা চালিয়ে গেছেন। দীর্ঘ সময়ের পরিশ্রম ও অধ্যবসায়ে তিনি আজ SBI-র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার!

এখন তিনি অবসরের দ্বারপ্রান্তে। কিন্তু তাঁর জীবনকাহিনি সমাজের কাছে এক অনন্য দৃষ্টান্ত—যে কেউ জীবনে হেরে গেলেও, নতুন করে শুরু করা সম্ভব।

আমরা সবাই প্রতীক্ষা টন্ডওয়ালকরকে শ্রদ্ধা জানাই।আজ তিনি শুধু একজন ম্যানেজার নন, সমাজের কাছে এক উজ্জ্বল উদাহরণ। তিনি প্রমাণ করেছেন—কাজের ছোট বা বড় কোনো মানে হয় না। ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে, জীবনের যেকোনো স্থান থেকে উঠে এসে সর্বোচ্চ স্থানে পৌঁছানো সম্ভব।

এই গল্প আমাদের শেখায়—অভিনয় নয়, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে জীবন বদলানো সম্ভব। সমাজ যাঁকে একসময় অবহেলা করেছিল, আজ সে সমাজের গর্ব। প্রতীক্ষা ম্যামের জীবনচরিত হাজার হাজার মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে যুগের পর যুগ।

26/06/2025

প্রতিদিনের রবীন্দ্রনাথ
শিল্পী : রুপালী ব্যানাজী
~

26/06/2025

প্রতিদিনের রবীন্দ্রনাথ
শিল্পী : বিশ্বরূপ পাল ও দেবযানী মণ্ডল
~

26/06/2025

পৌরাণিক উপাখ্যান | রটন্তী কালী পুজো কী? কী তার মাহাত্ম্য?

26/06/2025

জ্যোতিষ শাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান

26/06/2025

জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহগত অবস্থান ও আজকের দিনে জন্ম গ্রহণ করলে কী ফল পাওয়া যাবে সাথে আজকের রাশিফল
ভাগ্যবার্তা

Address

89 MB Road, Birati
Kolkata
700051

Alerts

Be the first to know and let us send you an email when CTVN AKD PLUS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CTVN AKD PLUS:

Share

Our Story

We introduce our self as, CTVN PLUS stepped into entertainment world in the year 1999 and in a span of mere seven years, has extended its services from a cable network service provider to a covering area of entire West Bengal, Tripura , and major part of Assam, Orrissa, Jharkhand and some part of Dehli, Maharastra and Bihar. We have been providing our continuous support to our various customers to make their products immensely popular through our live and recorded T.V. show.