18/01/2025
বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয় ১০০ বছরে পদার্পণ করলো। ১৯২৫ সাল থেকে ২০২৫ সালের এই সুদীর্ঘ যাত্রা পথের নানান স্মৃতিকে লিপিবদ্ধ করতে বিদ্যালয়ের সমস্ত প্রাক্তনী ছাত্রীরা একটি শতবার্ষিকী ম্যাগাজিন প্রকাশ করতে চলেছে।
স্মৃতি বিজরিত বিভিন্ন ঘটনা, ইতিহাস লেখা আছে এই বইতে।
কলম ধরেছেন প্রাক্তন দিদিমণি, প্রাক্তন ছাত্রী, বর্তমান শিক্ষিকাগণ।
গল্প, কবিতা, প্রবন্ধ, ভক্তিকথা, পেইন্টিং, ভ্রমণ সহ সুন্দর সুন্দর আরও লেখা দিয়ে সাজানো 'চিরন্তনী'।
আজকের শ্রী প্রকাশনা ম্যাগাজিনটি প্রকাশের দায়িত্ব পেয়ে গর্বিত এবং আনন্দিত।
বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ে আজ সাজ সাজ অবস্থা। আগামীকাল ১৯শে জানুয়ারি ২০২৫, রাত পোহালেই নানা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে শতবর্ষ উদযাপন।
মোড়ক উন্মোচন হবে ম্যাগাজিনের, পৌঁছে যাবে সবার হাতে।
আমরা সত্যিই খুশি......তাই সকলের সাথে ভাগ করে নিচ্ছি কিছু ভিডিও।