Bishkut Kutkuti

Bishkut Kutkuti Hi, I'm Bishkut! I'm a naughty, playful, domestic shorthair কমলা লেবু. Spicy yet sweet মহিলা! আমাকে টাচ করবে না একদম!
(2)

এটা আমার নতুন বসার স্টাইল। তোমরাও শিখে নাও।
06/09/2025

এটা আমার নতুন বসার স্টাইল। তোমরাও শিখে নাও।

উফফ, একটু শান্তি করে ঘুমাবো সেটাও পারিনা। ওমনি দিদি ক্যামেরা নিয়ে হাজির। জ্বালাতন!
04/09/2025

উফফ, একটু শান্তি করে ঘুমাবো সেটাও পারিনা। ওমনি দিদি ক্যামেরা নিয়ে হাজির। জ্বালাতন!

On Wednesdays, we wear pink!
03/09/2025

On Wednesdays, we wear pink!

একটু ঘুমিয়ে নি।
02/09/2025

একটু ঘুমিয়ে নি।

বন্ধুগন, এ অপমান আমি আর সইতে পারছিনা। বাবা আজকে আমাকে একেবারে চরমতর অপমান করেছে। কি করেছে জানো?! আমার পেটে টুই টুই করে খ...
31/08/2025

বন্ধুগন, এ অপমান আমি আর সইতে পারছিনা। বাবা আজকে আমাকে একেবারে চরমতর অপমান করেছে। কি করেছে জানো?! আমার পেটে টুই টুই করে খোচা দিয়ে বলে নাকি, আমার একখান ভুঁড়ি আছে!!! ওয়াট ডু ইউ মিন?! ওটাকে ভুঁড়ি বলে না, বেলি বলে। সুন্দর স্লিম এন্ড ট্রিম বেলি। বাবাকে একটু ভয় পাই বলে, কামড় ও দেওয়া যাবেনা। না, বাবাকে না দি, দিদিকে দিয়েই কাজ চালাবো। যাই ওই বেটিকে একখান কামড় দিয়ে আসি।

বাবা রে বাবা, মামাইদের ঘরে, অন্ধকারে একটু এক্সপ্লোর করছিলাম। হঠাৎ কোথা থেকে একখান পিতলের বালতি, ঘটি সমেত উল্টে পড়ল। আমি...
29/08/2025

বাবা রে বাবা, মামাইদের ঘরে, অন্ধকারে একটু এক্সপ্লোর করছিলাম। হঠাৎ কোথা থেকে একখান পিতলের বালতি, ঘটি সমেত উল্টে পড়ল। আমি ভয়ে দৌড় দিয়েছি, সে কি বিকট শব্দ গো! এমন ভয় পেয়েছি যে কি বলবো! এখন দিদির চাদরের মধ্যে বসে আছি, এটাই মনে হচ্ছে সেফ জায়গা। উফফ, জোর বাচা বেঁচে গেছি গো। এখন সবাই আমার ভয় দুর করার চেষ্টা করছে।

একটু লুকানোরও জো নেই বাবা, সব জায়গায় দিদি তার সিসিটিভির মত চোখ নিয়ে পৌঁছে যায়।
29/08/2025

একটু লুকানোরও জো নেই বাবা, সব জায়গায় দিদি তার সিসিটিভির মত চোখ নিয়ে পৌঁছে যায়।

কাল পুরোনো মামাবাড়িতে ঘুরতে গেছিলাম, বন্ধুগন। সব কিছু ঠিক আছে কিনা দেখে এলাম। আবার দেখি একটা ছোট বিলাই বাচ্চা আছে। ও, দ...
28/08/2025

কাল পুরোনো মামাবাড়িতে ঘুরতে গেছিলাম, বন্ধুগন। সব কিছু ঠিক আছে কিনা দেখে এলাম। আবার দেখি একটা ছোট বিলাই বাচ্চা আছে। ও, দিদি তাহলে এর কথাই বলে। কিন্তু ওইটা একটা কানের পোকা, সারাক্ষণ ডাকে।

দিদি আমাকে ঘুমাতে দে বলছি! দাড়া এমন কামড় দেব না, হাতটাই আর থাকবে না।
26/08/2025

দিদি আমাকে ঘুমাতে দে বলছি! দাড়া এমন কামড় দেব না, হাতটাই আর থাকবে না।

কি করি, কি করি..... ভাবছি, দিদিকে দৌড়ে গিয়ে কামড় দিয়ে আসব নাকি এরম শুয়েই থাকবো।
25/08/2025

কি করি, কি করি..... ভাবছি, দিদিকে দৌড়ে গিয়ে কামড় দিয়ে আসব নাকি এরম শুয়েই থাকবো।

23/08/2025

এর নাম হলো মিস/মিস্টার হ্যাংলা ম্যাও। আমাদের পুরোনো মামাবাড়িতে এ থাকে, রোজ দিদিরা পড়াতে গেলে এরম ম্যাও ম্যাও করে ডাকে কিন্তু কাছে আসেনা।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bishkut Kutkuti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share