17/10/2025
বইটি প্রকাশিত হলো।
গত শতকের পাঁচের দশকের শেষ থেকে ছয়ের দশক নাগাদ "আলিগড় গোষ্ঠী'র ঐতিহাসিকদের নেতৃত্বে মুঘল ইতিহাসচর্চার ধারায় একটি 'প্যারাডাইম শিফট' ঘটেছিল, যার সূত্র ধরে সম্রাট ও অভিজাত শ্রেণির কৃতিত্ব ও ব্যর্থতার ব্যক্তিকেন্দ্রিক ব্যাখ্যা থেকে সরে এসে বৃহত্তর আর্থসামাজিক ও প্রশাসনিক কাঠামোগত শক্তিসমূহের ঘাত-প্রতিঘাত ইতিহাস-বিশ্লেষণের উপজীব্য হয়ে ওঠে। এই নতুন ধারার একজন অগ্রণী ঐতিহাসিক ছিলেন সতীশ চন্দ্র। বর্তমান গ্রন্থটি তাঁর ১৯৫০-এর দশক থেকে ১৯৯০-এর দশকের প্রারম্ভ পর্যন্ত প্রকাশিত মুঘল ধর্মীয় নীতি, রাজপুত নীতি ও দাক্ষিণাত্য নীতি প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধের বাংলা ভাষান্তর। ভারতীয় রাজনীতির সাম্প্রতিক গতিপথে মুঘল ইতিহাস, বিশেষত মুঘল শাসকদের ধর্মীয় নীতি যখন বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, তখন মুঘল ইতিহাসের অগ্রগণ্য এই ইতিহাসবিদের গবেষণা ও দৃষ্টিকোণের সঙ্গে সরাসরি পরিচিত হবার সুযোগ পেলে অনেক ধোঁয়াশা ও বিভ্রান্তির যে-নিরসন ঘটবে, এ-কথা নিঃসন্দেহে বলা যায়।
মুদ্রিত মূল্য ₹৪৮৫.০০