22/08/2025
💁💐মনোরম পরিবেশের কারণে নেদারল্যান্ডসের এই কাঠের সাঁকো পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আমি এখানে একটা সুন্দর শান্ত নিরিবিলি গ্রামে থাকি। Amsterdam এর ভিড়,গাঁজা 😂এর গন্ধ থেকে
অনেক টা আলাদা এই গ্রাম টি। নেদারল্যান্ডে এমন অনেক ছোট ছোট গ্রাম আছে যা ছবির মতো সুন্দর। যেমন ধরুন, Rotterdam, পুরানো শহর Harlem, giethorn, amstelveen আরো অনেক..
💁আমি প্রথম বার প্রায় ৩বছর ছিলাম, আবার এখন কতদিন থাকবো জানা নেই। তবে যেটুকু অভিজ্ঞতা সেই থেকে বলবো এখানে শহর গুলোর থেকে গ্রাম গুলো বেশি সুন্দর কারন হলো গাছপালা।
এখানে প্রতিটা বাড়িতে সুন্দর ফুলের শোভা রাস্তা ঘাট কে বেশি সুন্দর করে তোলে। Nl govt. মানুষ এর হাঁটার রাস্তা, সাইকেলে এর আলাদা রাস্তা, গাড়ির রাস্তা আলাদা আলাদা করে দেবার জন্য, রাস্তার পাশে পাশে ঘাসের উপর সুন্দর সাদা হলুদ ফুল গুলো কেউ পা দিয়ে মাড়িয়ে চলে যায় না, এরফলে আরোও বেশি সুন্দর লাগে।
রাস্তায় যেতে যেতে ছোট্ট খালের উপর কাঠের সাঁকো গুলো ঠিক জলছবি এর মতন সুন্দর লাগে।
আমাদের দেশে এতো জনসংখ্যা, তাই এতোটা সাজানো সত্যিই সম্ভব না। এতো কম মানুষের জন্য আর সিস্টেম গুলো মেনে চলার এর জন্য হয়তো এই দেশটা এতো সুন্দর।
Bipasa Das Mitra
#বাংলাব্লগ