মায়াবিনী

মায়াবিনী " যারা গল্প পড়তে ইচ্ছুক তারাই ফলো দিয়ে পাশে থাকুন।''�
নতুন নতুন গল্প উপহার দিতে পছন্দ করি।🌸✨
(18)

16/10/2024

কিরে এখনো জেগে কেন?
তোরে তো কেউ গুড নাইট লাভ ইউ বলবে না আর ঘুমা!🙂🥴🔪

Me and my brother 🙂🔪
04/10/2024

Me and my brother 🙂🔪

09/09/2024

Teacher's day এর দায়িত্ব নিয়ে নিজেকে হোটেল ম্যানেজার ভাবা আমার বন্ধু!🙂😒

🐸...
01/09/2024

🐸...

30/08/2024

কিছু মানুষ হুদাই চেঁচায় চীনকে নিয়ে।
বোন/ভাই যদি চীনের বাঁধ খুলে দেওয়া হয় ওহ সরি খুলে দেওয়া হয়েছে আর কি!
তবে ভারতের একা ক্ষতি হবে না সাথে বাংলাদেশের আরও নিকটবর্তী অন্যান্য অঞ্চলেরও ক্ষতি হবে এটা জেনে রাখো।সব জিনিস নিয়ে বাড়াবাড়ি করলে যা হয় আর কি!
দয়া করে নিজ দায়িত্বে কথা গুলো নিজের গায়ে মাখবেন না ধন্যবাদ!🙂🤌

ইশ 😅 কি আতঙ্ক তার মায়াবী চোখে!
23/08/2024

ইশ 😅 কি আতঙ্ক তার মায়াবী চোখে!

23/08/2024

কাউর বাঁধ দেওয়ার শখ আবার কাউর খোলার!
অথচ এই সামান্য জিনিস নিয়ে সবাই নিজের নিজের দেশের নাম খারাপ করছে হ্যা এটাই তো আমাদের উন্নত দেশ।
অথচ কেউ একবারও পরেরটা ভাবে না নিজেরটাই ভাবে সবাই শুধু।দয়া করে নিজ দায়িত্বে কথা গুলো নিজের গায়ে মাখবেন না এখানে কাউকে উদ্দেশ্য করে বলা হয় নাই।🙂👍

23/08/2024

এটা প্রাকৃতিক দূর্যোগ। বাধ ভারতের অনেক ভিতরে যা বাংলাদেশ সীমান্ত থেকে ৪০ কিলোমিটার ভিতরে। ক্ষতিটা ভারতেরও হবে। ত্রিপুরায় ইতিমধ্যে ৭ জন মারা গেছে। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ও ভারতে ত্রিপুরাতে। ডম্বুর লেক পানি থৈ থৈ। এখন যদি বাধ খোলা না হয়, আর হটাৎ বাধ ভাঙ্গে তাহলে হাজারগুন বেশি ক্ষতি হবে উভয় দেশের। এখানে রাজনৈতিক কিছু নেই। দিনের বেলা পানি ৯২.১৫ মিটার ছিল।রাতে এইটা ৯৩.৮৫ মিটার হয়েছে।capacity ৯৪ মিটার রাখা যায়।কিছু না করলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে। সুতরাং সমালোচনা চেয়ে এখন এই প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার করার চেষ্টা করতে হবে।দিনের বেলায় যথেষ্ট অপেক্ষা করা হয়েছে। কিন্তু সন্ধ্যার পরে টানা বৃষ্টিতে ডম্বর লেকের আশেপাশে ফাটল সৃষ্টি হয়, তাই তাৎক্ষণিক বাধ খুলে দেওয়া ছাড়া উপায় ছিলো না কর্তৃপক্ষের। ক্ষতি দুই দেশে একই হবে।

যদিও তাদের কাজ সমিচীন ছিল না। তবুও এই একটা বাঁধ না খুলে দিলেও ভাঙতোই। আর সমতল ভূমির কারনে এই জল ঠিকি বাংলা দেশে গড়িয়ে পড়ত। সুতরাং তখন ও বন্যা হতো।

23/08/2024

অনেকে বলছে, যে বাঁধ না খুললে ভারতের ত্রিপুরা ডুবে যেতো, তারা বাধ্য হয়ে ছেড়েছে। পরে বাঁধ অটো ভেঙেই যেতো। তখন আরো বেশী ক্ষতি হত। তাই এখানে আসলে ভারতের দোষ নেই। চলুন এই কথাটার ফাঁকটা বুঝার চেষ্টা করি একটু।

নদী চলবে নদীর মত। এতে তারা বাঁধ দিল কেনো শুরুতেই? কারণ তারা বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছিল এতদিন। নদীকে নদীর মত চলতে দিলে, নদীর গভীরতা এবং প্রশস্ততা ঠিক থাকতো। হঠাৎ বেশী পানি আসলেও নদী তা সহ্য করতে পারতো। পানি সহজে সমুদ্রে পৌছতো।

কিন্তু বাঁধ দেয়ার কারণে, বাংলাদেশের নদীগুলো শুঁকিয়ে খালের মত হয়ে গিয়োছে। পলি জমে অগভীর হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় চর জন্মেছে। এখন হঠাৎ পানি ছেড়ে দিলে এই অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি ধারণ করতে না পেরে আশেপাশের সব ডুবিয়ে দেয়। এবার বুঝেছেন আসল কাহিনী?

কোন লোক এখন ভারতের সাফই গাইতে আসলে, বা কোন ধানাই পানই করলে, যেমন ভারতের তো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে বাঁধ ছেড়েছে, ওরে চটকনা মেরে বলবেন, তাহলে বাঁধটা শুরুতে দিয়েছিল কেনো?

Collected

ফেসবুকে এসে ঠিকই পোস্ট দেখছিলাম কমেন্ট করছিলাম!হঠাৎ স্ত্রল করতে করতে এই পোস্ট চলে আসে।।🙂💔ভাই আমার যে পরের মাসের ১৩ তারিখ...
21/08/2024

ফেসবুকে এসে ঠিকই পোস্ট দেখছিলাম কমেন্ট করছিলাম!
হঠাৎ স্ত্রল করতে করতে এই পোস্ট চলে আসে।।🙂💔
ভাই আমার যে পরের মাসের ১৩ তারিখ থেকে পরীক্ষা আমি তো ভুলেই গিয়েছিলাম!😭
Heyy Ohmeo. মনে করিয়ে দেওয়ার যে ব্যাপারটা!
ধন্যবাশ!!😪

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়াবিনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share