Baruipur

Baruipur This page is a complete guide for Baruipur Lovers' along with latest news about our beloved City.❤️
(517)

বারুইপুর এক ঐতিহ্যশালী ও ঐতিহাসিক মহকুমা শহর, এই ভারত উপমহাদেশের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিন ২৪ পরগনা জেলায় অবস্থিত। ভৌগলিক অবস্থানের দিক থেকে বারুইপুর 22.35° অক্ষাংশ এবং 88.44° দ্রাঘিমাংশে অবস্থিত। নৃতত্ব, ভূতত্ব, পুরাতত্ব, প্রত্নতত্ব, লোকসংস্কৃতি প্রভৃতির উর্বর ক্ষেত্র রূপে বারুইপুর অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল।আদিগঙ্গা বিধৌত এই ভুখন্ড নানা কারণে গৌরবমন্ডিত। মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের পাদস্পর্শে ধন্য এ শহর।



এছাড়াও দ্বারকানাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, ঋষি অরবিন্দ, মতান্তরে স্বামী বিবেকানন্দ, বিপিনচন্দ্র পাল, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আচার্য বিনোবা ভাবে, পদ্মজা নাইডু, মাদার টেরিজা প্রমুখ মহাপুরুষ ও মহানারীর স্মৃতি বিজড়িত এই শহর বারুইপুর। এখানে দুর্গাদাস বন্দোপাধ্যায়, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়, ভুবনচন্দ্র মুখোপাধ্যায়, সৌরীন্দ্রমোহন চট্টোপাধ্যায়, সজল রায়চৌধুরী, অমরকৃষ্ণ চক্রবর্তী প্রমুখ বরেণ্য ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এম. এন. রায়, সাতকড়ি বন্দোপাধ্যায় ও পরবর্তীকালে নোবেলজয়ী সাহিত্যিক গুন্টারগ্রাসের মত অনেক বিখ্যাত মানুষ এখানে স্বল্পদিন হলেও বাস করেছেন। সেই স্মৃতি বারুইপুরবাসীর মনে আজও অমলিন। জমিদার রাজবল্লভ রায়চৌধুরী সপরিবারে রাজপুর থেকে এখানে এসে বসবাস করেন ও গড়ে তোলেন বিভিন্ন সমাজ।

বারুইপুর নামের উৎপত্তি বারুই থেকে। এখানকার আদি পান ব্যবসায়ী "বারুই" সম্প্রদায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয়েছিল 'বারুইপুর'। তবে কবে যে তারা এখানে প্রথম বসবাস শুরু করেছিল তার হদিস কে দেবে? মধ্যযুগে পঞ্চদশ শতকের শেষভাগে কবি বিপ্রদাস পিপলাই রচিত 'মনসামঙ্গল' কাব্যে চাঁদসদাগরের আদিগঙ্গার স্র্রোত ধরে বানিজ্য যাত্রার প্রসঙ্গে বারুইপুরের উল্লেখ্য আছে "বাহিল বারুইপুর মহাকোলাহলে"। তখন বাংলার সুলতান ছিলেন হূসেন শাহ, অতএব পাঁচশ বছর পূর্বেই বারুইপুরের নামকরণ হয়ে গিয়েছে, একথা বলা যায়।

বারুইপুরের পেয়ারা, লিচু প্রভৃতি ফল বিখ্যাত। দুর্লভ লকেট ফল আজও বারুইপুরে কিছু বাগানে ফলে থাকে। বারুইপুরে তৈরী সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট সারা পৃথিবীতে রপ্তানি হয়। এছাড়া এখানকার দড়ি তৈরী শিল্প, করমচা থেকে চেরি শিল্প, বাঁশ শিল্প, ধূপকাঠি শিল্প, বাজিশিল্প ইত্যাদির যথেষ্ট খ্যাতি রয়েছে।

এখানে সারাবছর ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, ক্রীড়া প্রতিযোগিতা। বারুইপুর রাসমাঠের রথের মেলা, রাসের মেলা, চড়কের মেলা, কৃষি মেলা প্রভৃতি বিখ্যাত। এছাড়া নিউ ইন্ডিয়ান মাঠ, রাসমাঠ, বিশালাক্ষী মাঠ, ফুলতলা মাঠ ও সাগর সংঘ মাঠের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা জাতীয় স্তরের ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য ভুমিকা নিয়েছে। অনেক বিখ্যাত অভিনেতা/অভিনেত্রী যেমন রেবা রায়চৌধুরী, সজল রায়চৌধুরী, অনিল ঘোষ বারুইপুরে জন্মগ্রহণ করেছেন। এখানকার অনেক কবি এবং লেখক যেমন সন্তোষ কুমার দত্ত, শীতাংশুদেব চট্টোপাধ্যায়, ড. পূর্ণেন্দু ভৌমিক, ড. উত্তম দাশ, পরেশ মন্ডল, মৃত্যুঞ্জয় সেন, ড: শংকর প্রসাদ নস্কর, নির্মল ব্যানার্জী, সুশান্ত চক্রবর্তী, শান্তিকুমার বন্দোপাধ্যায়, ড. সনৎ কুমার নস্কর, জয়কৃষ্ণ কয়াল, অনিল ঘোষ, রত্নাংশু বর্গী, স্বপ্না গঙ্গোপাধ্যায়, নরনারায়ণ পুততুন্ড, মনোরঞ্জন পুরকাইত, আনসার উল হক, জয়দীপ চক্রবর্তী, সুনীল দাশ, রঞ্জন দত্ত রায়, প্রসুন মজুমদার, রথীন দেব, নরেন্দ্রনাথ দাশগুপ্ত, নিত্যানন্দ রায় ও ইতিহাস-পুরাতত্ব, প্রত্নতত্ব আর লোকসংস্কৃতির বিষয়ে গবেষণাধর্মী প্রাবন্ধিকদের মধ্যে অমরকৃষ্ণ চক্রবর্তী, ডা: সুশীল ভট্টাচার্য, হেমেন মজুমদার, কৃষ্ণকালী মন্ডল, পূর্ণেন্দু ঘোষ, ড. কালিচরণ কর্মকার, ড. দেবব্রত নস্কর, সাগর চট্টোপাধ্যায়, ড. ইন্দ্রজিৎ সরকার, ড. ইন্দ্রানী ঘোষাল প্রমুখের নাম উল্ল্যেখযোগ্য। কবি শুভ্র বন্দোপাধ্যায়, যিনি ২০১৩ সালে সাহিত্য একাডেমী পুরস্কার পান, এই বারুইপুরেই বাস করতেন।

17/07/2025
Hurry! Pre-Booking of Vivo X200FE and Vivo XFold 5 has started, visit Bharat GiFt & Enterprise at Baruipur station road ...
17/07/2025

Hurry!
Pre-Booking of Vivo X200FE and Vivo XFold 5 has started, visit Bharat GiFt & Enterprise at Baruipur station road (1 No.), Kalitala. Or call Bharat Gift And Enterprise on 9073494171.

🔵 📱
Power-packed, feature-loaded and priced just right - Get your hands on the Vivo X200FE starting at just ₹54,999/-
💙 Enjoy upto 10% instant cashback, 18 months No Cost EMI, and more. Pre-book now!

🟣 📱
All eyes on the fold… now meet the price. Upgrade to the Vivo XFold 5 at just ₹1,49,999/-
💜 Avail upto 10% instant cashback, 24 months No Cost EMI, 1-year extended warranty and more!
Pre-book now!

📲Contact: 9073494171

রেল আর পুরসভার ঠেলাঠেলিতে রোজ মৃত্যুর মুখে ছুটছে অ্যাম্বুলেন্স, স্কুলভ্যান, জনজীবন           #বারুইপুরদুর্ভোগ  #জেলারলাই...
15/07/2025

রেল আর পুরসভার ঠেলাঠেলিতে রোজ মৃত্যুর মুখে ছুটছে অ্যাম্বুলেন্স, স্কুলভ্যান, জনজীবন

#বারুইপুরদুর্ভোগ #জেলারলাইফলাইনডুবেছে #উন্নয়নকোথায় #প্রশাসনিকঅব্যবস্থা #বারুইপুররেলগেট

জেলার হৃদপিণ্ডেই হাঁটু জল! প্রশাসনের নাকের ডগায় রোজ হোঁচট খাচ্ছে উন্নয়ন - DNA Bangla - যে বাংলা মানুষের কথা বলে

অযোগ্য স্টেশন মাস্টার ও স্টেশন ম্যানেজারের দৌলতে বারুইপুর স্টেশনে যাত্রী সাধারণের হয়রানির শিকার হতে হচ্ছে নিত্যদিনযেখান...
14/07/2025

অযোগ্য স্টেশন মাস্টার ও স্টেশন ম্যানেজারের দৌলতে বারুইপুর স্টেশনে যাত্রী সাধারণের হয়রানির শিকার হতে হচ্ছে নিত্যদিন

যেখানে কেন্দ্রীয় সরকার স্টেশনকে অমৃতভারত প্রকল্পের মধ্যে এনে আধুনিক করার প্রকাশ করছে, ট্রেনকে দ্রুত করার প্রয়াস করছে, সেখানে অযোগ্য স্টেশন মাস্টারের দৌলতে নিত্যদিন মানুষের হয়রানির শিকার হতে হচ্ছে। প্রায়দিন বহু ট্রেন লেট। অরাজগতা চলছে বারুইপুর জংশন স্টেশনে।

মানুষকে ২/৩ নম্বর প্ল্যাটফর্মে নেমে কষ্ট করে পুরুষদের মূত্র বিসর্জনের দিক থেকে গন্ধ শুঁকে ফুট ওভার ব্রিজে উঠতে হয়। আনন্দের ব্যাপার, বারুইপুর জংশন স্টেশনের দক্ষিণের রেলওয়ে ফুট ওভার ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে রেলের তরফ থেকে! অপরদিকে রেল লাইন পেরিয়ে জীবনের ঝুকি নিয়ে মানুষ যে রাস্তায় উঠবে, সেটারও অবকাশ রাখেনি রেল। প্রায়দিন দাঁড়িয়ে থাকে মালগাড়ি। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের নিচ থেকে অথবা ট্রেনের পাশে সরু জায়গা থেকে পারাপার করে শিশু থেকে বয়স্করা।

কবে হুঁশ ফিরবে রেলের বাবুদের?? রেলের গাফিলতি নয় কি এটা? কেন কোন আন্দোলন হবে না এটা নিয়ে?

[Eastern Railway, Baruipur Station, Baruipur Junction, Baruipur, Rail]

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের সব শাখার ছেলেমেয়েদের জন্য Govt. of India-র National Skill Development Corporation (NSDC) স্বীকৃ...
14/07/2025

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের সব শাখার ছেলেমেয়েদের জন্য Govt. of India-র National Skill Development Corporation (NSDC) স্বীকৃত সরকারি যোজনায় স্বাস্থ্য পরিষেবায় চাকরিমুখী ট্রেনিং। বিশদে জানতে যোগাযোগ করতে পারেন 98311 53488 নাম্বারে।

National Skill Development Corporation of India (NSDC) Recognized Healthcare Job Oriented Training for students of all branches of Secondary, Higher Secondary. You can contact us on 98311 53488 number to know the details.

Website: https://mediskills.in/


🌼 বারুইপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র 🌼🍁 ভর্তি চলছে নতুন সেশনের ক্লাসের জন্য 🍁       ☘️ ফর্ম দেওয়া হচ্ছে সেন্টার থ...
14/07/2025

🌼 বারুইপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র 🌼

🍁 ভর্তি চলছে নতুন সেশনের ক্লাসের জন্য 🍁
☘️ ফর্ম দেওয়া হচ্ছে সেন্টার থেকে ☘️
🌼 যোগাযোগ করুন বারুইপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বা বিশদ জানতে ফোন করুন,

📲ফোন নম্বর: 033 24331440 / 8697985645

ঠিকানা:- বারুইপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র,
সবিতা শপিং কমপ্লেক্স (3 য় তলা), কাছারী বাজার, বারুইপুর, কোলকাতা – 700 144



Youth Computer, Baruipur, Baruipur Youth Computer

আবারও ধর্ষনের ঘটনা এ রাজ্যে!বারুইপুরে ভোরে বাড়িতে ঢুকে প্রৌঢ়া কে ধর্ষণ, এলাকায় ক্ষোভ।সৌজন্যে:- আনন্দবাজার পত্রিকা, ১৩...
14/07/2025

আবারও ধর্ষনের ঘটনা এ রাজ্যে!
বারুইপুরে ভোরে বাড়িতে ঢুকে প্রৌঢ়া কে ধর্ষণ, এলাকায় ক্ষোভ।

সৌজন্যে:- আনন্দবাজার পত্রিকা, ১৩/০৭/২০২৫

Baruipur, News , Theft, R**e, West Bengal

আবারও ধর্ষনের ঘটনা এ রাজ্যে!বারুইপুরে চুরি করতে গিয়ে ৬৫ বছরের বৃদ্ধাকে মারধর, ধর্ষণ সৌজন্যে:- বর্তমান পত্রিকা, ১৩/০৭/২০...
13/07/2025

আবারও ধর্ষনের ঘটনা এ রাজ্যে!
বারুইপুরে চুরি করতে গিয়ে ৬৫ বছরের বৃদ্ধাকে মারধর, ধর্ষণ

সৌজন্যে:- বর্তমান পত্রিকা, ১৩/০৭/২০২৫

Baruipur, News , Theft, R**e, West Bengal

আনন্দ সংবাদ! 😍NOTHING ফোন (3) -এর প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে বারুইপুরের Bharat GiFt & Enterprise -এ। ফোনটি পাবেন আকর্ষ...
05/07/2025

আনন্দ সংবাদ! 😍
NOTHING ফোন (3) -এর প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে বারুইপুরের Bharat GiFt & Enterprise -এ। ফোনটি পাবেন আকর্ষণীয় দামে ও আকর্ষণীয় অফারে! প্রি-বুকিং করলেই পেয়ে যাবেন একটি ওয়ারলেস ইয়ারবাডস্ একদম ফ্রী! 🤩

এছাড়া বারুইপুর স্টেশন রোড(১নং) কালীতলার ভারত গিফট এন্ড এন্টারপ্রাইজে ফোনটি কিনতে পারবেন 0% ডাউন পেমেন্ট ও 0% EMI এর সুবিধায়!

তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন বারুইপুরের Bharat Gift And Enterprise -এ।

📲যোগাযোগ: 9073494171

NOTHING Phone 3 Pre-Booking started at Baruipur! Book now, call Bharat Gift And Enterprise on 9073494171 or visit store at Baruipur station road (1 No.), Kalitala.

আজ উল্টো রথযাত্রা।🛕মাসির বাড়ি থেকে ফিরবেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। সকলকে উল্টো রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। 🙏🚩জয় জগন্নাথ 🚩...
05/07/2025

আজ উল্টো রথযাত্রা।🛕
মাসির বাড়ি থেকে ফিরবেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। 

সকলকে উল্টো রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। 
🙏🚩জয় জগন্নাথ 🚩🙏
            ⭕‼️⭕ 

রইল বারুইপুর রাসমাঠের উল্টো রথযাত্রার একটি পুরাতন চিত্র।



Address

Baruipur

Alerts

Be the first to know and let us send you an email when Baruipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Baruipur:

Share

বারুইপুরে স্বাগত!

বারুইপুর এক ঐতিহ্যশালী ও ঐতিহাসিক মহকুমা শহর, এই ভারত উপমহাদেশের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিন ২৪ পরগনা জেলায় অবস্থিত। ভৌগলিক অবস্থানের দিক থেকে বারুইপুর 22.35° অক্ষাংশ এবং 88.44° দ্রাঘিমাংশে অবস্থিত। নৃতত্ব, ভূতত্ব, পুরাতত্ব, প্রত্নতত্ব, লোকসংস্কৃতি প্রভৃতির উর্বর ক্ষেত্র রূপে বারুইপুর অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল।আদিগঙ্গা বিধৌত এই ভুখন্ড নানা কারণে গৌরবমন্ডিত। মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের পাদস্পর্শে ধন্য এ শহর।

এছাড়াও দ্বারকানাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, ঋষি অরবিন্দ, মতান্তরে স্বামী বিবেকানন্দ, বিপিনচন্দ্র পাল, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আচার্য বিনোবা ভাবে, পদ্মজা নাইডু, মাদার টেরিজা প্রমুখ মহাপুরুষ ও মহানারীর স্মৃতি বিজড়িত এই শহর বারুইপুর। এখানে দুর্গাদাস বন্দোপাধ্যায়, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়, ভুবনচন্দ্র মুখোপাধ্যায়, সৌরীন্দ্রমোহন চট্টোপাধ্যায়, সজল রায়চৌধুরী, অমরকৃষ্ণ চক্রবর্তী প্রমুখ বরেণ্য ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এম. এন. রায়, সাতকড়ি বন্দোপাধ্যায় ও পরবর্তীকালে নোবেলজয়ী সাহিত্যিক গুন্টারগ্রাসের মত অনেক বিখ্যাত মানুষ এখানে স্বল্পদিন হলেও বাস করেছেন। সেই স্মৃতি বারুইপুরবাসীর মনে আজও অমলিন। জমিদার রাজবল্লভ রায়চৌধুরী সপরিবারে রাজপুর থেকে এখানে এসে বসবাস করেন ও গড়ে তোলেন বিভিন্ন সমাজ।

বারুইপুর নামের উৎপত্তি বারুই থেকে। এখানকার আদি পান ব্যবসায়ী "বারুই" সম্প্রদায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয়েছিল 'বারুইপুর'। তবে কবে যে তারা এখানে প্রথম বসবাস শুরু করেছিল তার হদিস কে দেবে? মধ্যযুগে পঞ্চদশ শতকের শেষভাগে কবি বিপ্রদাস পিপলাই রচিত 'মনসামঙ্গল' কাব্যে চাঁদসদাগরের আদিগঙ্গার স্র্রোত ধরে বানিজ্য যাত্রার প্রসঙ্গে বারুইপুরের উল্লেখ্য আছে "বাহিল বারুইপুর মহাকোলাহলে"। তখন বাংলার সুলতান ছিলেন হূসেন শাহ, অতএব পাঁচশ বছর পূর্বেই বারুইপুরের নামকরণ হয়ে গিয়েছে, একথা বলা যায়।

স্বাধীনতা ও জাতীয়তাবাদী আন্দোলন, পুরাতত্ব, স্থাপত্য, ভাস্কর্য, কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বানিজ্য, লৌকিক দেবদেবী, কুটিরশিল্প প্রভৃতি বিষয়ে বারুইপুর একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এখানকার সঙ্গীত, নাটক, যাত্রাপালা, যোগাযোগ ব্যবস্থা, ক্রীড়া, স্বাস্থ্যকেন্দ্র, মন্দির-মসজিদ-গীর্জা, জলপথ ও জলাশয়, শশ্মান, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, পূজা-পার্বন-মেলা, পত্র-পত্রিকা, ফুল ও ফল অনন্য সম্পদ হিসাবে সমাদৃত।