Ekhon Bangla

Ekhon Bangla Audio Visual News Portal

28/03/2025

ব্রেকিং: মমতা ঠাকুরই আসল মতুয়া মহাসংঘ, মেলার লাইসেন্সে তার নাম নিয়ে স্পষ্ট জানিয়ে দিলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

বারুনী-স্নান ও মহাবারুনী-মেলা     ✍️ তাপস কান্তি বিশ্বাসশ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনের পূণ‍্যতিথিতে ওড়াকান্দি ও ঠাক...
28/03/2025

বারুনী-স্নান ও মহাবারুনী-মেলা
✍️ তাপস কান্তি বিশ্বাস

শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনের পূণ‍্যতিথিতে ওড়াকান্দি ও ঠাকুরনগরে আমরা যে মতুয়া মহামেলা দেখতে পাই, তার শুরু হয়েছিল হরিচাঁদ ঠাকুরের তিরোধানের পর তার সুযোগ‍্যপুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের হাত ধরে শ্রীধাম ওড়াকান্দিতে 1897 সালে। প্রথম বছরেই এই জন্মোৎসবে 15 লক্ষ ভক্তের সমাগম হয়েছিল। গুরুচাঁদ ঠাকুরের আহ্বানে অচিরেই সেই মেলা আরো বৃহৎ আকার ধারন করে। ওড়াকান্দির আশেপাশের সমস্ত গ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতো এই মতুয়াদের আপ‍্যায়ন করার আশায়।
মতুয়ারা ডঙ্কা-কাসর-নিশান সহযোগে দলে দলে ওড়াকান্দিতে আসতে শুরু করেন ঐ পূণ‍্যতিথিতে। তাদের আসার পথে বিভিন্ন গ্রামে গ্রামে থাকতো জলসত্রের ব‍্যবস্থা।

হরিচাঁদ ঠাকুর তার জন্মভূমি সফলাডাঙ্গা থেকে অত‍্যাচারী জমিদার সূর্যমনি মজুমদারের দ্বারা উৎখাত হয়ে রামদিয়ার সেন বাড়িতে স্থান নেন। তার পরে তিনি তার ছোটকাকা রণকৃষ্ণঠাকুরের ঘৃতকান্দি আমভিটা বাড়িতে গিয়ে ওঠেন, ঐ বাড়িতেই গুরুচাদ ঠাকুরের জন্ম হয়। শেষ পর্যন্ত তিনি ওড়াকান্দি ভজহরি দাসের বাড়িতে থেকে ওড়াকান্দির বর্তমান ধাম তৈরি করেন। এটাই হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের কর্মভূমি। এলাকা পুরোপুরি জলমগ্ন হয়ে থাকতো, তাই ওড়াকান্দি তথা আশেপাশের গ্রামের সমস্ত বাড়ি তৈরি করার আগে মাটি কেটে ভিত উচু করা হোতো। সেই মতো ঠাকুরবাড়ির পশ্চিম ও উত্তর দিকের জমি থেকে মাটি কেটে বাড়ির ভিতে দেওয়া হয়। মাটি কাটার ফলে তৈরি সেই পুকুরগুলোই পরবর্তীতে কামনাসাগর ও দুধসাগর নামে পরিচিত ছিল। এই কামনা সাগরেই মতুয়া ভক্তরা পূণ‍্যতিথিতে এসে স্নান করতেন। কামনা সাগরে ভক্তরা ডুব দিয়ে উঠে কামনা করতেন - "হে ঠাকুর আমি যেন তোমার দেখানো পথে চলতে পারি"। সেই থেকে শুরু হোলো ওড়াকান্দিতে বারুনী স্নান আর এই স্নানকে কেন্দ্র করেই শুরু হোলো বারুনী মেলা, যা আজও নিরবচ্ছিন্ন ভাবে হয়ে চলেছে ওড়াকান্দিতে।

তবে দেশভাগের পর প্রমথরঞ্জন ঠাকুর পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে বসতি স্থাপন করেন এবং ওড়াকান্দির অনুকরণে এখানেও বারুনী স্নান ও বারুনীমেলা শুরু হয় 1948 সালে। এর ফলে দেশহারা উদ্বাস্তু মতুয়ারা ঠাকুরনগরে প্রতিবছর তাদের প্রাণের ঠাকুরের জন্মলগ্নের পূণ‍্য তিথিতে ভিড় জমান।

ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মতুয়ারা ডঙ্কা নিশান কাসর শিঙ্গা সহযোগে "হরিবলো হরিবলো" ধ্বনিতে আকাশ বাতাস মাতোয়ারা করে ছুটে আসেন এই পূণ‍্যভূমিতে।
এ কোনো সাধারণ মেলা নয়, এ মেলা এক মহামিলন মেলা। এই পূণ‍্যভূমির স্পর্শ মতুয়াদের হৃদয়ে এনে দেয় এক নির্মল প্রশান্তি, তাইতো সারা বছর তারা অপেক্ষা করে থাকে এই দিনটির জন‍্য। লক্ষ লক্ষ মতুয়ারা হাজার হাজার মাইল অতিক্রম করে ছুটে আসেন তাদের প্রাণের ঠাকুরের পূণ‍্যভূমিতে। যদিও ঠাকুরনগর হরিচাঁদ গুরুচাঁদের জন্মভূমি ও কর্মভূমি কোনোটাই নয়, তবু তাদের উত্তরসূরীরা এই মাটিতেই বসবাস করেন, সেই আবেগেই মতুয়ারা এখানে আসেন।

একদা এই ভারতের নির্যাতিত নিপীড়িত সমাজের মুক্তি দিতে আলোর দিশা হয়ে আবির্ভূত হয়েছিলেন মহামানব হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুর, তাদের স্মরণে আজ তার ভক্তরা তাদের জীবনের সব জ্বালাযন্ত্রণা থেকে মুক্তি পেতে ভক্তিভরে ডুব দিতে আসেন ঐ কামনা সাগরে, তাছাড়া তারা এই পূণ‍্যভূমির একটু ধূলো মেখে ধন‍্য হতে এখানে আসেন। কামনা সাগরের স্নান আর বারুনী মেলা এভাবেই হাতে হাত ধরে এগিয়ে চলেছে জাতি-ধর্ম বর্ণ-লিঙ্গের সীমানা ছাড়িয়ে দূর থেকে বহু দূরে।

আজ অগণিত মানুষের মতো আমিও এক অপার বিস্ময়ে চেয়ে চেয়ে দেখি সেই লক্ষ মানুষের ঢল, আর অবাক বিস্ময়ে ভাবি - কি জানি কোন অদৃশ্য জাদুতে, নাকি কোনো এক অমোঘ টানে এগিয়ে চলেছে সেই অগণিত মানুষের ঢল যুগান্তরের ঘুর্ণিপাকে। জানি রক্ত মাংসের ভগবান বাস্তবের মাটিতে নেমে না এলে আমরা এই অপরূপ দৃশ্য দেখা থেকে বঞ্চিত হতাম। তাই হয়তো আমার অন্তরাত্মা অস্ফুটেই যেন বলে ওঠে --
জয় হরিচাঁদ,
জয় গুরুচাঁদ
🙏🙏

মেলা নিয়ে ডিভিশন বেঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরনিজস্ব প্রতিনিধি:মতুয়া মেলা নিয়ে সিঙ্গেল বেঞ্চে হারের পর ফের ...
28/03/2025

মেলা নিয়ে ডিভিশন বেঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর
নিজস্ব প্রতিনিধি:
মতুয়া মেলা নিয়ে সিঙ্গেল বেঞ্চে হারের পর ফের কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বৃহস্পতিবার আদালতের শুরুতেই বিচারপতির দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন জানান তিনি। আদালত সেই আবেদন মঞ্জুর করে আজ শুক্রবার মামলাটি শুনানির জন্য ধার্য করেছে।
আদালত সূত্রে খবর, উত্তর 24 পরগণা জেলা প্রশাসন মতুয়া মহাসংঘের সংঘাধিপত মমতা ঠাকুরকে এ বছরের মেলার অনুমতি দেন। জেলা প্রশাসনের সেই অনুমোদন চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন শান্তনু ঠাকুর। দাবি করেন তিনিই সংঘাধিপতি। তাঁকেই মেলা করার অনুমোদন দেওয়ার দাবি জানান। জেলা প্রশাসনের দেওয়া অনুমোদন ত্রুটিপূর্ণ বলেও অভিযোগে জানান তিনি। প্রথম দফার মামলায় বিচারপতি অমৃতা সিনহা ত্রুটির কারণে মেলার লাইসেন্স বাতিল করে ফের জেলা প্রশাসনকে শুনানি করে নতুন নির্দেশ দিতে বলেন। সেই মতো নতুন শুনানি করে ফের মমতা ঠাকুরকে মেলার অনুমোদন দেওয়া হয়।
সেই দ্বিতীয় দফার অনুমোদন চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে আসেন শান্তনু। প্রথমে অমৃতা সিনহার ঘরে উঠলেও সেটি বিচারপতি রিলিজ করে দেন। মামলাটি পাঠানো হয় বিচারপতি বিভাস পটনায়ক এর এজলাসে। গত মঙ্গলবার দীর্ঘ শুনানির পর বিচারপতি শান্তনুর আবেদনে খারিজ করে দেন। জানিয়ে দেন, মামলার মেরিট নেই।
এরপরই এদিন সেই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন শান্তনু ঠাকুর। এপ্রসঙ্গে মমতা ঠাকুর এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আইনজীবী অমিয় দত্ত, সিদ্ধার্থ গোস্বামী, স্বদেশ প্রিয় ঘোষ বলেন, শান্তনু ঠাকুর যে দাবি করছেন তার স্বপক্ষে কোনও নথি আগের দিন আদালতে তিনি পেশ করতে পারেননি। এই মামলা দায়ের করারই কোনও এক্তিয়ার নেই তার। আমরা আদলাতে নথি দিয়ে জানিয়েছি মমতা ঠাকুরই সংঘাধিপত। এরপর মধুপর্না ঠাকুর সংঘাধিপতি হবেন বলে ঘোষণা করে গিয়েছেন বড়মা বীণাপাণি দেবী। আদলতে সব নথি ফের জমা দেওয়া হবে বলে জানান সিদ্ধার্থ গোস্বামী।

27/03/2025

ব্রেকিং: মতুয়া মেলা নিয়ে ফের হাইকোর্টে শান্তনু ঠাকুর, সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে, আগামীকাল শুনানী

মতুয়া মহাসংঘের ছাত্র যুবর দায়িত্বে নতুন মুখনিজস্ব প্রতিনিধিএবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ছাত্র যুব সেলের দায়িত্ব দ...
26/03/2025

মতুয়া মহাসংঘের ছাত্র যুবর দায়িত্বে নতুন মুখ

নিজস্ব প্রতিনিধি

এবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ছাত্র যুব সেলের দায়িত্ব দেওয়া হলো শুভময় ঘোষকে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে রাজ্য সভাপতি বলে ঘোষণা করেন মতুয়া সংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। এদিনই ঠাকুরবাড়িতে তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। নদীয়ার চাকদহের বাসিন্দা শুভময় ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। বর্তমানে আইন নিয়ে পড়ছেন তিনি। তাঁর ওপর ভরসা রেখে মমতা ঠাকুর বলেন, আশা করছি সংঘের ছাত্র যুব সংগঠনে নতুন জোয়ার আনতে পারবে শুভময়। এদের মত শিক্ষিত তরুণ তরুণীদের সংঘের কাজে অনেক বেশি করে এগিয়ে আসতে হবে। শুভময় বলেন, মায়ের আশীর্বাদ নিয়ে সংগঠনে হাত দিলাম। অনেক নতুন কর্মসূচি ও পরিকল্পনা আছে। দ্রুত সেগুলি বাস্তবায়িত করার চেষ্টা করছি।

15/03/2025

ব্রেকিং: আজকের মিটিংয়ে নেতাদের নতুন মোবাইল নাম্বার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কেউ তার বা আই প্যাকের নাম করে কিছু দাবি করলে এই 8142681426 নাম্বারে জানাতে।

14/03/2025

আইনজীবীরা মাকে কুকথা, ক্ষমা চাইলেন বিজেপি বিধায়ক
বিশেষ প্রতিবেদন:
আইনজীবী মুকুল বিশ্বাসের মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার প্রেক্ষিতে নদীয়া হরিণঘাটা বিধায়ক অসীম সরকারের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন আইনজীবী। পাশাপশি আইনি প্রক্রিয়াও শুরু করেছিলেন বিধায়কের বিরুদ্ধে। আগামী রবিবার বিধায়কের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির আগেই শুক্রবার দোলের দিন ভিডিও বার্তার মাধ্যমে ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেন বিধায়ক। একটি ভিডিও বার্তায় তিনি জানান, অনিচ্ছাকৃত ভুলের জন্য আইনজীবীর কাছে তিনি ক্ষমাপ্রার্থী। তাঁর মায়ের পায়ে ধরেও ক্ষমা চাইবেন বলে তিনি জানান। এপ্রসঙ্গে আইনজীবী জানিয়েছেন, কেউ ভুল শুধরে নিলে ক্ষমা করে দেওয়টাই কাম্য। আপাতত বাড়ি ঘেরাও থেকে বিরত থাকছেন বলেই তিনি জানিয়েছেন।

02/03/2025

উপেন বিশ্বাসের বাড়ি ঘিরে বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি, সল্টলেক, 3 মার্চ, রবিবার.

প্রাক্তন সিবিআই কর্তা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা। সুপ্রিম কোর্টের আইনজীবী মুকুল বিশ্বাসের নেতৃত্বে এদিন রবিবার তাঁর বাড়ির সামনে একগুচ্ছ ক্ষোভ নিয়ে জমা হন বিক্ষোভকারীরা। এদিনের বিক্ষোভ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভকারীরা জানান, যারা দলিত পিছিয়ে পড়া সম্প্রদায়ের নাম ভাঙিয়ে ক্ষীর খাচ্ছেন, তাদের দিন শেষ। তারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের জন্য কি করেছে তার হিসেব দিতে হবে। মুকুল বিশ্বাস জানান, এরকম প্রত্যেকের দলিত নেতার বাড়ি আমরা ঘেরাও করবো। হিসেব পরিষ্কার, দলিতদের নাম ভাঙিয়ে করে খাওয়ার দিন আর নেই। প্রত্যেক দলিত নেতাকে এর হিসেব দিতে হবে। আমরা জবাব চাইবো তাদের বাড়ি বাড়ি গিয়ে।

পুজোর প্যান্ডেলে নাম দিয়ে গেট, বিতর্কে আইনজীবীএখন বাংলা ডেস্কপুজোর প্যান্ডেলে নাম দিয়ে গেট বানিয়ে বিপাকে আইনজীবী। ওই ...
09/10/2024

পুজোর প্যান্ডেলে নাম দিয়ে গেট, বিতর্কে আইনজীবী

এখন বাংলা ডেস্ক

পুজোর প্যান্ডেলে নাম দিয়ে গেট বানিয়ে বিপাকে আইনজীবী। ওই আইনজীবীর বিরুদ্ধে বার কাউন্সিলে ব্যবস্থা নেওয়ার জন্য জোর সওয়াল করেছেন আইনজীবীদের একাংশ। তাদের বক্তব্য, এভাবে কোনও আইনজীবী বিজ্ঞাপন দিতে পারেন না। এডভোকেট এক্ট অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ।।

হাওড়া আদালতের অধীনস্থ এলাকা হওয়ায় বিষয়টি নিয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছেন হাওড়া আদালতের আইনজীবীরাও। প্রতিবাদ জানিয়েছেন হাওড়া বার এসোসিয়েশনের কর্তা সদস্যরাও। যদিও ওই আইনজীবী দাবি করেছেন, বিষয়টি যে আইনবিরুদ্ধ তা তিনি জানতেন না। গেটটি খুলে দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান তিনি।

আইনজীবীদের পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্য বার কাউন্সিলের সদস্যরা। কাউন্সিলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান বর্তমান কার্যকরী কমিটির সদস্য প্রসূন কুমার দত্ত বলেন, এদের লাইসেন্স বাতিল করে দেওয়া উচিৎ। বার কাউন্সিল কী ঘুমিয়ে আছে নাকি? আর এক সদস্য ইন্দ্রনীল বসু বলেন, এটা সম্পূর্ণ বে-আইনি এদের আইন নিয়ে ন্যনতম জ্ঞানটুতু নেই। পুজোর ছুটির পর কাউন্সিলের মিটিংয়ে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো আমি।

07/10/2024

ত্রীধারা সম্মিলনী - 2024 এর দুর্গা মণ্ডপের এক ঝলক।

ধর্ষনের চেষ্টায় অভিযুক্ত কল্যাণী আদালতের মুখ্য সরকারি কৌঁসুলি সহ বার এসোসিয়েশনের কর্তারাএখন বাংলার বিশেষ এক্সক্লুসিভ প...
04/10/2024

ধর্ষনের চেষ্টায় অভিযুক্ত কল্যাণী আদালতের মুখ্য সরকারি কৌঁসুলি সহ বার এসোসিয়েশনের কর্তারা

এখন বাংলার বিশেষ এক্সক্লুসিভ প্রতিবেদন

ধর্ষনের চেষ্টা, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রয়েছে কল্যাণী আদালতের ভারপ্রাপ্ত মুখ্য সরকারি কৌঁসুলি পার্থ সেনগুপ্ত, কল্যাণী বার এসোসিয়েশনের সভাপতি বিশ্বজিত ভট্টাচার্য, সম্পাদক অংশুমান রায়, লাইব্রেরিয়ান সুভাষ চক্রবর্তী এবং আরও একাধিক সদস্য শিশির শোভন ব্যানার্জি, তন্ময় ভট্টাচার্য, জয়ন্ত মজুমদার, প্রণব দাস সহ আরও আইনজীবীদের বিরুদ্ধে। কল্যাণী আদালতের দুই মহিলা আইনজীবী এই মামলা দায়ের করেছিলেন ১১ বছর আগে। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টেও। আদালতে যাতে তাদের কাজ করতে অসুবিধা না হয় সেই মর্মে কল্যাণী থানার আইসি এবং জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন বিচারপতি সঞ্জীব ব্যানার্জি।

কল্যাণী আদালতে সেই অত্যাচারের ট্র্যাডিশন যে এখনও চলছে একের পর এক আভিযোগে সামনে আসছে সেই সব তথ্য। কল্যাণী বার এসোসিয়েশনের সভাপতি, সম্পাদক সহ অন্য সদস্যদের বিরুদ্ধে সাম্প্রতিককালে কল্যাণী থানায় চারটি অভিযোগ দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে তিনটি। মামলাকারীদের একটাই দাবি, কল্যাণী আদালতে নোংরামি বন্ধ হোক। বিষয়টি জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও।

কিন্তু, প্রশ্ন উঠছে, গুরুতর মামলা থাকা সত্বেও কিভাবে সরকারি কৌঁসুলির দায়িত্ব পেলেন পার্থ সেনগুপ্ত, বিশ্বজিত ভট্টাচার্য, সৌরিক মুখার্জিরা। অভিযোগকারী মহিলা আইনজীবী জানান, কল্যাণী আদালতেই এদের বিরুদ্ধে মামলা চলছে। আমার সেই মামলায় অংশ নিতে পারি না। আমাদের আদলাতে ঢুকতে পারি না। অভিযুক্তরাই সরকারি আইনজীবী। বিচার পাবো কিভাবে?

এই একই প্রশ্ন তুলছেন অন্য আইনজীবীরাও। এসব ঘটনার নিন্দা করেছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, এসব চলতে দেওয়া যায় না। প্রয়োজনে আমি কল্যাণী আদালতে হাজির হবো।

ছবি: কল্যাণী বার এসোসিয়েশনের মিছিলের প্রতীকী ছবি। ছবিতে থাকা আইনজীবীরা অভিযুক্ত নন।

Address

3/1 C Rani Rashmoni Garden Lane
Kolkata
700015

Alerts

Be the first to know and let us send you an email when Ekhon Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekhon Bangla:

Share