25/09/2025
২৩শে সেপ্টেম্বরের হঠাৎ ঝড়-বৃষ্টিতে মুহূর্তেই থমকে গিয়েছিল কলকাতা। উৎসবের আগে এতগুলো মানুষের হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া কষ্টকর হয়ে উঠছে। খবরে, সোশ্যাল মিডিয়ায় বারবার উঠে আসছে জলমগ্ন কলেজ স্ট্রিটের ছবি। কলকাতার বইপাড়া, বাঙালির প্রাণ — জলে ডুবে গিয়ে হাজার হাজার টাকার বই নষ্ট হয়েছে।
তবুও এ শহরের আসল শক্তি তার 'হার না মানা আশা' — ঝড় থেমে গেলে আবার আলো জ্বালিয়ে, নতুন আশায় মাথা তুলে দাঁড়ায় কলকাতা। পুজোর ঠিক আগে, এই ঘুরে দাঁড়ানোর ভরসাতেই আমরা Pandora's Reel টিম সবাইকে জানাই শুভ শারদীয়া।
আর অনেক অনেক ধন্যবাদ আর এক বুক ভালোবাসা রইল Helping Hand এর সকলের জন্য - যারা আমাদের টি-শার্টের মাধ্যমে বাঙালির নস্টালজিয়া, গর্ব আর আনন্দ ভাগ করে নিয়েছেন সবার সাথে। এই শহরের মতোই—আমাদের স্মৃতি, ভালোবাসা আর পুজোর উন্মাদনাই আমাদের শক্তি।