05/08/2025
বাঁটুল বনাম প্রফেসর ক্যালকুলাস – Rakhi Reel Contest!
এই রাখীতে দেখা যাক আপনার ভাই-বোনের মধ্যে কে বেশি শক্তিশালী আর কে বেশি বুদ্ধিধর? সময় এসেছে খতিয়ে দেখার।
কী করতে হবে?
একটা ছোট রিল বানান (১০–২০ সেকেন্ড) যেখানে আপনারা শক্তির (বাঁটুল) অথবা বুদ্ধির (ক্যালকুলাস) পরিচয় দিচ্ছেন।
যেমন - পাঞ্জা লড়াই, puzzle solve করা, push-up দেওয়া, ধাঁধার উত্তর দেওয়া ইত্যাদি।
এক্টিভিটি বেছে নিন নিজেদের মনের মতো শুধু একসাথে কাটানো এই আনন্দের মুহূর্তটা যে যত genuinely enjoy করতে পারবে তারাই হবে জয়ী!
অংশগ্রহণ করার জন্য নিজের দাদা, পাড়াতুতো দিদি, মাসতুতো ভাই বা পিসতুতো বোন, এমন কি যে বন্ধুটি আপনার নিজের ভাই বোনের মতো হয়ে গেছে - যাকে খুশি তাকে নিয়ে রিল বানান।
রিলে ট্যাগ করুন .reel, প্যান্ডোরাস রিল পেজটিতে কোল্যাব রিকোয়েস্ট পাঠান এবং ব্যবহার করুন হ্যাশট্যাগ
আমাদের পেজ ফলো করা বাধ্যতামূলক।
কী জেতার আছে?
বেছে নেওয়া সেরা ৩টি রিল পাবে প্যান্ডোরাস রিল-এর এক্সক্লুসিভ নতুন বাঁটুল অথবা ক্যালকুলাস টি-শার্ট
Deadline: ৯ আগস্ট, ২০২৫
রিসার্চে দেখা গেছে রাখীর বন্ধন মজবুত হয় খুনসুটি আর ফুর্তিতে! আর তাই এই রাখী উৎসবে দেখিয়ে দিন আপনাদের মধ্যে কে বাঁটুল আর কে ক্যালকুলাস!
P.S: উইনার বেছে নেওয়ার একমাত্র অধিকার প্যান্ডোরাস রিল টিমের।