03/11/2025
যে নারীজাতির পা আটকে রাখতে চেয়েছে সমাজ, বারংবার। যাদের রাতের আঁধারে বাইরে যাওয়া নিষিদ্ধ করেছে সমাজ, প্রতিনিয়ত—
তারাই আজ আলো জ্বেলেছে সারা দুনিয়ায়। স্বপ্নের মাঠে ঘাম ঝরিয়ে রাত ১২টায় লিখেছে নতুন ইতিহাস।
২রা নভেম্বর দিনটা ‘উইমেন ম্যাজিক'-এর নামে লেখা হয়ে থাকল।
কারণ, মেয়েরা হার মানে না—
তারা জয় করতে জানে সারা বিশ্বকে 🔥💙