
02/07/2025
আজ "দলছুটের কলম"-এর ফাউন্ডার অ্যাডমিনের জন্মদিন। অ্যাডমিনের আগেও যে শব্দটা মানুষটার সঙ্গে না জুড়লেই নয়, সেটা হল 'লেখক মশাই'।
ভাগ্যিস পেজটা খুলেছিলিস...
নয়তো কিছু মানুষের দিনশেষের কবিতা, হেরে গিয়েও উঠে দাঁড়ানোর গল্প, নিজের শিল্পকে বাঁচিয়ে রাখার অদম্য জেদ, দলছুটদের কথাগুলো কোথায় পোস্ট হতো! আর এইসব মানুষগুলোর মধ্যে আমিও একজন।
বয়স বাড়লেও আপিসের লেখা শেষে সাহিত্য লেখা চলতে থাকুক। কলম আরও দৃঢ় হোক। থ্রিলার উপন্যাস বেরোক বছর বছর, যাতে বইমেলার ভিড়ে আমিও সামিল হয়ে সাইন নিতে পারি।
পেজে এখন কম কাজ হচ্ছে, তাই বলে অ্যাডমিনের গুরুত্ব কম হয়নি! পেজের অফলাইন কাজগুলো পুনরায় সামলানোর সময় এসেছে তো! শুরু করতে হবে আবার একসাথে।
শুভ জন্মদিন অ্যাডমিন মহাশয় ❤️